নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

জীবনের গল্প

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:০৯



মীরা'র যেদিন ইন্টারমিডিয়েট পরীক্ষা শুরু সেদিন তার মা স্ট্রোক করে মারা গেল। তিনি আগে থেকেই অনেক অসুখ বিসুখে জর্জরিত ছিলেন। মীরার ছোট বোন ইরা'র বয়স তখন তিন বছর। মীরার বাবা একটা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। তারা থাকে ভাড়া বাসায় যাত্রাবাড়িতে।

মায়ের মৃত্যুর পর মীরা ছোট বোনের দায়িত্ব নিল। বাসায় নিজে রান্না-বান্না করে গেল এবং তার লেখাপড়া চালিয়ে গেল। তার বাবা বাসা ভাড়া আর তিনজনের খাওয়া খরচ কোনো রকমে চালিয়ে নিয়ে গেল। মীরা তার লেখা পড়ার খরচ চালানোর জন্য বেশ কয়েকটা টিউশনি শুরু করে দিল।

মীরা মাস্টার্স পাশ করলো। তার ভাগ্য ভালো পাশ করার পরপর'ই সে গ্রামীন ফোন কোম্পানীতে চাকরি পেয়ে গেল। বেতন বেশ ভালো। তত দিনে ছোট বোন ইরা'ও বেশ বড় হয়ে গেছে। স্কুলে পড়ছে। কলেজেও ভর্তি হয়ে গেল। এদিকে তাদের বাবা খুব অসুস্থ হয়ে রিটায়ার্ড করতে বাধ্য হলো।

মীরা পুরো পরিবারের দায়িত্ব নিজের কাঁধে নিয়ে নিল। সারাদিন চাকরি করার পর, বাসায় ফিরে রান্না করে। এমনকি বাজারটা পর্যন্ত নিজে করে। ছোট বোনের কলেজের খরচ, বাবার ওষুধ-ডাক্তার, বাসা ভাড়া সব সে একাই বেশ সুন্দর সামলাচ্ছে। ফাঁকে ফাঁকে টাকাও জমাচ্ছে ভবিষ্যতের কথা চিন্তা করে।

একদিন মীরার সাথে আমার দেখা হয় ধানমন্ডির জিনজিয়ান রেস্টুরেন্টে। বেশ লম্বা, ছিপছিপে, সহজ সরল সুন্দর মুখ। হাসিটা খুব বেশি প্রানবন্ত।

(গল্পটা শেষ করতে পারলাম না। এক মাস ধরে গল্পটা মাথায় নিয়ে ঘুরছি। বেশ কয়েকবার লিখতে গিয়ে লেখা এগোয়নি। কিছুতেই লেখা হাতে আসছে না। আজ বিকেলে লিখতে গেলাম। মনে মনে সিদ্ধান্ত নিলাম আজ লিখবোই। অসংখ্যবার লিখলাম আর মুছলাম। মনের মতোন করে লিখতে পারছি না। পুরো গল্পটা মাথার ভেতরে সাজানো অথচ লিখতে পারছি না।
কতদিন হয়ে গেল ভালো কিছু লিখতে পারছি না। শুধু ম্যাওপ্যাও পোষ্ট দিচ্ছি। দারুন, খুব গভীর কিছু লিখতে চাচ্ছি। কিন্তু পারছি না। গত দুই মাস চেষ্টা করে একটা কবিতাও লিখতে পারছি না। চার বছর আগে একটা উপন্যাসের কাছে হাত দিয়ে ছিলাম- দেশ ভাগ, ভাষা আন্দোলন আর মুক্তিযুদ্ধ নিয়ে। আঠারো হাজার ওয়ার্ড লিখে লেখা আর এগুচ্ছে না। খুবই যন্ত্রনার মধ্যে আছি। গত তিন মাস তো লেখাটা ছুয়েও দেখিনি। অথচ হু হু করে সময় চলে যাচ্ছে।)

মন্তব্য ৫৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (৫৪) মন্তব্য লিখুন

১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:১৯

সনেট কবি বলেছেন: ভাল লিখেছেন।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৫৭

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ চাচাজ্বী।

২| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:২৯

তারেক ফাহিম বলেছেন: পুরোটা পড়ার জন্য ইচ্ছে জাগলো।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৫৮

রাজীব নুর বলেছেন: এটুকুই । বাকি টা আর কোনোদিন লেখা হবে না।

৩| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৩১

জাহিদ অনিক বলেছেন: মীরা আপনার সাথে ফুসকা খেতে পারে। আপনি তার হাসি দেখে কিছুটা মুগ্ধ হবেন। আপনার বাইকে করে সে বাড়িতে আসা যাওয়া করবে। আপনাদের আধোয়াধো প্রেম হবে। মধ্যবিত্ত পরিবারে মেয়ের বাবা ভিলেন হলেও মীরার বাবা আপনাকে মেনে নিবে।
আপনাদের বিয়ে হবে- বিয়ে করতেই হবে এমন কোন কথা নেই।
আপনারা সব ট্রাজিক গল্পের মত না হয়ে, অতঃপর তাহারা সুখে শান্তিতে বসবাস করবেন। আপনি জব করবেন। মীরাও।
আপনারা সন্ধায় বাসায় ফিররার পথে কাঁচা বাজার লেবু লংকা কিনে ফিরবেন। দুজনে একত্রে মিলে রান্না করে খাবেন।
মধ্যরাতে ছাদে বসে চাঁদ দেখতে দেখতে চা খাবেন। কবিতার বই পড়বেন দুজনে।
সকালে উঠে আবার ---------------- জীবন গড়িয়ে চলবে।


লাইফ এত সহজ হয় না কেন ?

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:০৫

রাজীব নুর বলেছেন: হা হা হা ---

৪| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৪২

পদাতিক চৌধুরি বলেছেন: এইতো বেশ সুন্দর হয়েছে। এখানে বরং মীরাকে দায়িত্বশীল গড়ে গল্পটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়া যেত। মীরা তার বয়ফ্রেন্ডকে নিজের অবস্থাটা জানাবে। জানাবে যে অসুস্থ্য বাবাকে ফেলে সে কোথাও যেতে পারবেনা। তাকে সবকিছু বাবাকে নিয়েই ভাবতে হবে। বোন অবশ্য বেশ স্বার্থপর হবে। সে তার মত একজন বয়ফ্রেন্ড পেয়ে সংসারী হবে , কিন্তু মীরার কথা শুনে ওর কোনও বয়ফ্রেন্ড হবেনা। পরোক্ষভাবে বাবাকে সঙ্গে রাখা মানে ঘরজামাই থাকতে কেউ রাজি হবেনা।

পাশাপাশি মীরাও চাইবে না যে তাঁর বাবার আত্মসম্মান নষ্ট করে তার শ্বশুর বাড়িতে যেতে বাধ্য হোক, কাজেই এসব কঠিন বিষয়ে সমাধান না মেটায় তার আর বিয়ে করা হবেনা। ওদিকে বোনের স্বামী, সন্তান সহ পরিপূর্ণ জীবনে বাবা একসময় খুশি হবে । একসময় বাবাই ছোটোমেয়েকে বেশি ভালো বাসবে। বয়স শেষ করে মীরা সারাদিন অফিসেই কাটিয়ে দিবে। আজন্মকাল দুঃখের সাগরের মধ্যেই মীরার জীবনবৃত্তান্ত শেষ হবে।


শুভকামনা রইল।


২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:২০

রাজীব নুর বলেছেন: দাদা, সুন্দর মন্তব্য করার অনেক ধন্যবাদ।

৫| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৫৫

বাকপ্রবাস বলেছেন: মাথায় তুলে আছাড় দিলেন তো, জেকে বসলাম মীরার গল্প শোনার জন্য অমনিই ইতি টেনে দিলেন।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:২১

রাজীব নুর বলেছেন: কি করবো লেখা তো হাতে আসে না।

৬| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:২৫

নজসু বলেছেন: গল্পের সূচনাটা বেশ ভালো। মনস্থির করে ফেলুন। আশা করি ইরা আর মিরার পুরো গল্পটা পড়তে পারবো।
মনের এতো অস্থিরতা কেন ভাই? আপনার লেখায় কষ্টের পরিমাণটা বেশি থাকে।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:২২

রাজীব নুর বলেছেন: সুজন ভাই কষ্টে কষ্টে আমি জর্জরিত।

৭| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৩১

মনিরা সুলতানা বলেছেন: বাহ ! পড়তে কত সহজ লাগছে। অথচ মীরা জানে তার প্রতীতি দিনের হিসেব।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:২৩

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ বোন।

৮| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৩৬

সুদীপ কুমার বলেছেন: যখন কোন ছোট গল্প লিখবেন তা এক সিটিং এ শেষ করবেন।যখন বড় গল্প তখন ১৫ দিন সময় নেবেন।তা না হলে গল্প হারিয়ে যাবে।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:২৪

রাজীব নুর বলেছেন: সুন্দর পরামর্শের জন্য ধন্যবাদ।

৯| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৪৫

প্যালাগোলাছ বলেছেন: সনেট কবি বলেছেন "ভালো লিখেছেন "

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৩৩

রাজীব নুর বলেছেন: এটা মোটেও ভালো লিখা না।
উনি আমাকে ভালোবাসেন তাই ভালো বলেছেন।

১০| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৫৪

আহমেদ জী এস বলেছেন: রাজীব নুর ,




ঘা্বরানোর কিছু নেই । জিনজিয়ানে খাওয়া, হাতে ড্রিংকস নিয়ে আবোল তাবোল কথা বলা শেষ হোক তারপরে গল্পটা শেষ করুন । তার আগে কি করে পুরো গল্পটা :P ;) :D শেষ করবেন ?

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৩৩

রাজীব নুর বলেছেন: হা হা হা----

১১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৫৭

আরোগ্য বলেছেন: শুরুটা রাজীব ভাইয়ের আর শেষটা পদাতিক ভাইয়ের। দারুন কম্বিনেশন। সনেট কবির মন্তব্য রহস্যময়।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৩৪

রাজীব নুর বলেছেন: ইয়েস।

১২| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৪৯

নীল আকাশ বলেছেন: রাজীব ভাই ভুলেও পদাতিক ভাইয়ের ফিনিসিং দিবেন না। ;) আহারে, মীরার দু:খে মন টা জানি কেমন কেমন করছে...........

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৩৪

রাজীব নুর বলেছেন: ঠিক আছে।

১৩| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৩২

ফারিহা হোসেন প্রভা বলেছেন: স্যার অনেক ভালো লিখেছেন। তবে কিছুদূর পড়ার পরেই নিশ্চুপ হয়ে গেলাম নিজের মা'র কথা ভেবে।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৩৫

রাজীব নুর বলেছেন: ভালো থাকুন।

১৪| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৫০

সাইন বোর্ড বলেছেন: অাপনার লেখা এবং মীরাকে নিয়ে কয়েক জনের ভবিষ্যৎ বাণী ভাল লাগল । যদিও মীরার ভবিষ্যৎ নির্ভর করছে অাপনার ভাবনা ও কলমের উপর ।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৩৫

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
ভালো থাকুন। সুস্থ থাকুন।

১৫| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৩১

সূর্যালোক । বলেছেন: মীরার জন্য ভালোবাসা

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৩৬

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১৬| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:২৩

বলেছেন: আরোগ্য বলেছেন: শুরুটা রাজীব ভাইয়ের আর শেষটা পদাতিক ভাইয়ের। দারুন কম্বিনেশন। সনেট কবির মন্তব্য রহস্যময়।


মজা পাইলাম

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৩৭

রাজীব নুর বলেছেন: তাহলে পদাতিক ভাই এর অংশ দিয়ে লেখাটা শেষ করে ফেলি।

১৭| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৩৫

সোনালী ঈগল২৭৪ বলেছেন: অসমাপ্ত থেকে গেলো যে , এরপর কি হল ?

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৭

রাজীব নুর বলেছেন: আমি জানি না।
বিশ্বাস করুন আমি জানি না।

১৮| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৮

খায়রুল আহসান বলেছেন: অথচ হুহু করে সময়ও চলে যাচ্ছে - সময়ও থাকতে কাজটা আবার শুরু করুন।
জাহিদ অনিক আর পদাতিক চৌধুরি- এ দুজনের মন্তব্যদুটো বিপরীতমুখী হলেও, উভয় মন্তব্যই ভাল লেগেছে।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৭

রাজীব নুর বলেছেন: আপনি আমার পোষ্টে এলেই আমার খুব খুশি খুশি লাগে।

ভালো থাকবেন।

১৯| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৯

মেহেদী হাসান হাসিব বলেছেন: গল্পটা সম্পূর্ণ হলে ভাল হত। পড়ার আকাঙ্ক্ষা রয়েই গেল।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৮

রাজীব নুর বলেছেন: হয়তো অন্য কেউ লিখবে।
মানূষের জীবনের গল্প কখনও ফুরাবে না।
আপনিও লিখতে পারেন।

২০| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৫০

মাহমুদুর রহমান বলেছেন: এই গল্পের সমাপ্তি আপনাকেই দিতে হবে।মাথায় যা আসে সেটা লিখে ফেলুন,আমি জানি আপনাকে দিয়েই হবে, ভাই।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৯

রাজীব নুর বলেছেন: ঠিক আছে।
লিখিব।
ইনশাল্লাহ।

২১| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:০৫

রাকু হাসান বলেছেন: গল্প ভালো লাগতেছিলো । :) এত দিন মাথায় রাখা ঠিক হয়নি । আশা করছি গল্প পূর্ণতা পাবে । আগেও গল্প পড়েছি আপনার ভালো হয়েছে ।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:০০

রাজীব নুর বলেছেন: রাকু ভাই অনেক ধন্যবাদ। ভালো থাকুন।

২২| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৪

রূপক বিধৌত সাধু বলেছেন: শেষটাও লিখে ফেলুন।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৫

রাজীব নুর বলেছেন: ইনশাল্লাহ।

২৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৫

hayet777 বলেছেন: The Cloud-Capped Star ...Allah Bless Her...

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৭

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

২৪| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০০

কাইকর বলেছেন: শেষটার অপেক্ষায়

২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৫৮

রাজীব নুর বলেছেন: ইনশাল্লাহ শেষ করে ফেলব।

২৫| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:০০

শান্তির দেবদূত বলেছেন: শেষ করুন, অপেক্ষায় থাকলাম। বেশ ভালো লাগছিল। শুভকামনা।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:২১

রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ।
ইনশাল্লাহ শেষ করবো।

২৬| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৩১

মোঃ মাইদুল সরকার বলেছেন: সময় নিন। গল্পটা শেষ করুন।

গতকাল একজন কাইকর -কে নিয়ে পোস্ট দিয়েছেন। কিন্তু আজকে সে পোস্ট খুঁজেও পাচ্ছিনা। আপনিও মনে হয় মন্তব্য করেছিলেন। লিংকটাকি দিতে পারবেন ?

২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৪২

রাজীব নুর বলেছেন: আমিও খুঁজে পাচ্ছি না।

২৭| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৫

তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: পরে কখনো মীরার ছোট বোনের সাথে দেখা হলে লিখবেন কি? মীরাবাঈ হিন্দু তো তাই না?

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৩৪

রাজীব নুর বলেছেন: না হিন্দু না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.