নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

কি পেলাম এত বছর ব্লগিং করে?

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৩০



আজ আপনাদের বাস্তব গল্প বলবো। কোনো মিথ্যা বা বানোয়াট ঘটনা না। নিজের চোখে দেখা। আপনারা হয়তো পোষ্ট পড়ে কেউ হেসে উড়িয়ে দিবেন। কেউ দুঃখ প্রকাশ করবেন, কেউ হায় হায় করবেন অথবা কেউ শান্ত্বনার দুই একটা কথা বলবেন। তাতে শাহেদের কোনো উপশম হবে না। তবে শাহেদের ঘটনা জেনে চাকরিজীবি ব্লগাররা হয়তো সাবধান হবেন। যে কারো'ই চাকরি চলে যাওয়া অত্যন্ত দুঃখের। শাহেদ প্রায়'ই আমাকে বলতো, আমার শত্রুরও যেন চাকরি না যায়। হুট করে চাকরি চলে গেলে একটা পরিবারের কি হয় তা অনেকেই বুঝে না। প্রচন্ড কষ্ট। একটা চাকরি অনেক বড় ব্যাপার। বিশেষ করে যার বাপের অঢেল টাকা নেই। যার ক্ষমতাবান মামা চাচা নেই।

শাহেদের চাকরি চলে গেছে। কারন সে অফিস টাইমে ব্লগিং করেছে। তবে শাহেদ অফিসের কাজ বাদ দিয়ে ব্লগিং করেনি। সে অফিসের কাজ শেষ করে ব্লগিং করেছে। কিন্তু বড় সাহেব তাকে চাকরি থেকে অব্যহতি দিয়েছেন। কাগজে স্পষ্ট লেখা ''অফিস টাইমে ব্লগিং করার জন্য আপনাকে চাকরি থেকে অব্যহতি দেওয়া হলো।'' শাহেদ বড় স্যারকে বলেছে, স্যার আমি ব্লগিং করেছি এটা সত্য। কিন্তু অফিসের কাজ শেষ করে ব্লগিং করেছি। বহুদিন এমনও হয়েছে অফিসের সময় শেষ কিন্তু আমি সমস্ত কাজ শেষ করে রাত ৮/৯ টা বাজে বের হয়েছি। দিনের পর দিন আমি রাত ৯/১০ টায় অফিস থেকে বের হয়েছি। এমনকি ছুটির দিনেও আমি অফিস করেছি। প্রতিদিন সময় মতো অফিসে এসেছি। আমার কাজে কোনো গাফিলতি নেই। আমার কোনো বদনাম নেই। বড় স্যার বললেন, এখন তুমি আসতে পারো। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। বিদায়। প্লীজ গো।

শাহেদ আসলে অফিস পলিটিক্সের শিকার। অফিসে অনেকেই দেরী করে আসে। রোজ দেরী করে আসে। অফিস ছুটি হবার আগেই বের হয়ে যায়। কাজ করে না। ইউটিউবে গান শুনে, নাটক দেখে, মুভি দেখে। তাদের চাকরি যায়নি। তারা বেশ ভালোই আছে। বরং তাদের কারো কারো প্রমোশন হয়েছে। শুধু শাহেদের চাকরি চলে গেল। শাহেদ সৎ এবং পরিশ্রমী মানুষ। তার একটাই নেশা ব্লগিং। প্রতিদিন সে ব্লগে লিখে এবং সবার পোষ্ট পড়ে। আজ থেকে দশ বছর আগে সে সামু ব্লগের খোঁজ পায়। প্রথম দুই বছর সে শুধু ব্লগে চোখ বুলিয়েছে। তখন সে ব্লগে রেজিস্টেশনও করেনি। কেমন একটা ভয় কাজ করতো। দুই বছর পর শাহেদের ছোট ভাই আহাদ তাকে একটা সামুতে একাউন্ট খুলে দেয়। এই শুরু হলো শাহেদের ব্লগে পথ চলা। আগে সে ডায়েরীতে লিখতো। এখন লিখে ব্লগে। যে কোনো কিছু ব্লগে লিখে শাহেদ সীমাহীন আনন্দ পেত।

সমস্যা হলো এই শহরে মামা চাচা ছাড়া চাকরি পাওয়া যায় না। শাহেদের কোনো ক্ষমতাবান মামা চাচা নেই। অর্থাৎ বাকি জীবন তাকে বেকার থাকতে হবে। ত্রিশ বছর পার করে ফেলেছে কবেই, কাজেই সরকারি চাকরি পাওয়া যাবে না। শাহেদ নিজেকে এই বলে শান্ত্বনা দেয় যে- ত্রিশ বছর পার করে ফেলেছি। আর ত্রিশ বছর কি বাঁচবো? কাজেই কোনো না কোনো ভাবে দিন চলে যাবে। যাবেই। মন খারাপ করে লাভ নাই। চিন্তা করে লাভ নেই। শুধু শুধু চিন্তা করে প্রেসার বাড়িয়ে লাভ কি? শেষে দেখা যাবে স্ট্রোক হয়ে যাবে। স্টোক করে মরে গেলে সমস্যা। তার একটা মেয়ে আছে সাত বছর, স্ত্রী আছে। এদের কে দেখবে? জমানো কোনো টাকা পয়সা নেই। গহনা নেই। জায়গা জমি নেই। আজ শাহেদের মনে হচ্ছে- বিয়ে না করলেই ভালো হতো। একা থাকাই সবচেয়ে ভালো। টেনশন কম, প্যারা কম। বউ বাচ্চা না থাকলে তার কোনো চিন্তাই থাকতো না। একা দিব্যি পার করে দিতে পারতো।

শাহদের চাকরি নেই আজ প্রায় এক বছর হয়ে গেল। পরিচিত সব মানুষের হাতে পায়ে ধরে এবং ৫১ টা ইন্টারভিউ দিয়েও সে একটা চাকরি জোগাড় করতে পারেনি। এদিকে তার সংসারের অবস্থা ভয়াবহ খারাপ। অনেকের কাছেই হাত পাততে হয়েছে। আউয়ালের মুদি দোকানে অনেক টাকা বাকি হয়ে গেছে। সে এখন আর বাকি দেয় না। বরং পাওয়া টাকার জন্য তাগাদা দেয়। সব কিছু মিলিয়ে চরম খারাপ অবস্থা শাহেদের। এই খারাপ অবস্থার মধ্যেও সে ব্লগিং করে যাচ্ছে। সব মন্দের একটা ভালো দিক আছে। চাকরি না থাকাতে সে এখন প্রচুর সময় ব্লগে থাকতে পারছে। ব্লগে নিজের দুঃখ দুর্দশা গোপন রাখতে চেষ্টা করেছে। তার স্ত্রী নীলা আজ সকালে চিৎকার করে বলেছে- ''এত বছর ব্লগিং করে কি পেয়েছো? কিচ্ছু পাওনি, বরং চাকরি হারিয়েছো! এখন সারাদিন বাসায় খেয়ে- না খেয়ে, শুয়ে বসে থাকো। ছিঃ।

মন্তব্য ১১৮ টি রেটিং +২/-০

মন্তব্য (১১৮) মন্তব্য লিখুন

১| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৩৫

স্রাঞ্জি সে বলেছেন:


বাহ বাহাবা..... ভয় হচ্ছে আমাদের কি হবে.... X(

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৪২

রাজীব নুর বলেছেন: কর্মক্ষেত্রে ভুলে ব্লগিং করবেন না। শাহেদের কাছ থেকে শিক্ষা নিন।

২| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৩৬

সনেট কবি বলেছেন: দুঃখ জনক

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৪২

রাজীব নুর বলেছেন: প্রচন্ড দুঃখজনক।

৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৩৬

আরোগ্য বলেছেন: কি বলার ভাষা নেই।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৪৩

রাজীব নুর বলেছেন: আসলেই।
এই জন্যই মুরুব্বিরা বলেন- ভাবিয়া করিও কাজ।

৪| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৩৭

আরোগ্য বলেছেন: কিছু বলার ভাষা নেই।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:১৮

রাজীব নুর বলেছেন: হুম।

৫| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৪০

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: কষ্টদায়ক ঘটনা।।।। দুঃখ পেলাম।।।।। আমার অবশ্য চাকরিই নাই। হাড়াবো কি

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৪৩

রাজীব নুর বলেছেন: আপনি আর শাহেদ একই পথের পথিক।

৬| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৪২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ঠিকই তো।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৪৪

রাজীব নুর বলেছেন: সময় থাকতে সাবধান।

৭| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৪৩

চাঁদগাজী বলেছেন:


আপনার চাকুরীটা আছে তো? থাকলে ভালো, অফিসে কখনো ব্লগিং করবেন না

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৪৬

রাজীব নুর বলেছেন: আমার বাসায় নেট লাইন আছে। ল্যাপটপ আছে। তবে----
না থাক। কিছু না।

ভালো থাকুন। চোখের সমস্যা টা কি দূর হয়েছে?

৮| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৪৫

রাকু হাসান বলেছেন: খুব দুঃখজনক । :( :(
ব্লগিং করার সুযোগ দিয়ে শাহেদের কাজ থেকে বেশি কাজ করিয়ে নেওয়া যেত ! শাহেদ স্বাচ্ছদ্যে সে কাজ করতো । কোম্পানি উপকৃতই হত ।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৪৭

রাজীব নুর বলেছেন: বড় সাহেব যদি একবার আপনার মতো ভাবতেন। তাহলে কোনো সমস্যাই ছিল না।

৯| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৪৮

অচেনা হৃদি বলেছেন: ঘটনাটা আমার কাছে অভিনব মনে হচ্ছে।
আশা করি শাহেদ আপনার বন্ধু, আপনি নিজেই ঘটনার শাহেদ নন। :(

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৫১

রাজীব নুর বলেছেন: ভালো থাকুন।
জীবন হোক আণন্দময়।

১০| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৫৭

সূর্যালোক । বলেছেন: আমি ব্যস্ততার কারণে ব্লগে সময় দিতে পারি না । সবে শুরু করলাম মাত্র । খারাপ লাগলো ।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:০৫

রাজীব নুর বলেছেন: জ্বী।
ধন্যবাদ।
ভালো থাকুন।

১১| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৫৯

স্রাঞ্জি সে বলেছেন:
আমি জীবনে হয়ত কর্মক্ষেত্র চোখে দেখব না....

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:০৬

রাজীব নুর বলেছেন: মানে কি?

১২| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৫৯

যবড়জং বলেছেন: ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো ।।।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:০৬

রাজীব নুর বলেছেন: খন তাই ই মনে হচ্ছে।

১৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:২২

স্রাঞ্জি সে বলেছেন:

মানে... হলো। পানের দোকান দিব একটা। সেখান থেকে পাড়ায় গডফাদার হবো।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:২১

রাজীব নুর বলেছেন: এইসব চিন্তা বাদ দেন। ভালো কিছু করুন।

১৪| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:২২

ঢাকার লোক বলেছেন: অফিসে ব্লগিং ঠিক না সত্যি, তবে প্রথমেই একেবারে বিদায় না করে তাকে একটা ওয়ার্নিং দেয়া উচিত ছিল, আল্লাহ শাহেদকে আরো ভালো একটা চাকরি করে দিন, আমিন!

২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:২১

রাজীব নুর বলেছেন: সুন্দর মন্তব্য করেছেন। ধন্যবাদ।

১৫| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:২৬

নীলপরি বলেছেন: বসের কী বস ছিল না ? লগ ইন না করলে তো কেউ প্রমান করতে পারবে না ব্লগিং করেছে!

২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:২২

রাজীব নুর বলেছেন: পরী আপনার মন্তব্যটা বুঝতে পারনি।

১৬| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৪৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমিও অফিসে ব্লগিং করি। তবে বিদেশে...

২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:২৩

রাজীব নুর বলেছেন: কিন্তু অফিসের কাজ আগে শেষ করে নিবেন।

১৭| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:০৭

মিখু হোসাইন তিতু বলেছেন: ব্লগিং করার জন্য যদি বেতন দিত....

২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:২৩

রাজীব নুর বলেছেন: হা হা হা ----

১৮| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:১৩

খায়রুল আহসান বলেছেন: দুঃখজনক ঘটনা, তবে অফিসে বসে, অফিস টাইমে ব্লগিং বা ফেইসবুকিং করা এথিক্স বহির্ভূত কাজ। বিদেশে অফিস চলাকালীন সময়ে সেলফোনে ব্যক্তিগত কথাবার্তা বলাকেও অসদাচরণ হিসেবে ধরা হয়ে থাকে।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:২৪

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
সবাইকে আরও সাবধান হতে হবে।
সবাইকে মনে রাখা দরকার- সবার আগে চাকরি।

১৯| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:২২

অগ্নিঝরা আগন্তুক বলেছেন: সমবেদনা জানানো ছাড়া কিছু করার নেই। সব জায়গায় আসলে সব কাজ করা যায় না। তার এখন কি অবস্থা ?

২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:২৫

রাজীব নুর বলেছেন: এখন বেকার অবস্থা।
চোখে অন্ধকার দেখছে।

২০| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৩৯

ওমেরা বলেছেন: একদিনেই তো আর ধরা খায়নি নিশ্চয় সে এটা সব সময়ই করে , সে কাজ ফাকি দিয়ে না করলেও অফিস টাইমে এটা করা অবৈধ ।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:২৬

রাজীব নুর বলেছেন: ওই যে বললাম ব্লগিং একটা নেশা।
এখন ঠেলা বুঝছে।

২১| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:০৪

মেহেদী হাসান হাসিব বলেছেন: প্রথমেই অফিসের বস তার সাথে অন্যায় করেছে।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:২৭

রাজীব নুর বলেছেন: কি অন্যায়?

২২| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৪৭

কাওসার চৌধুরী বলেছেন:



প্রিয় রাজিব ভাই,
ফেইসবুকের মত ব্লগিং একটা নেশা। তবে সবাই ফেইসবুক চালাতে পারলেও ব্লগিং সবার জন্য নয়। এখানে লেখক এবং পাঠক হতে হলে ন্যুনতম যোগ্যতা লাগে। এজন্য ব্লগিংয়ে কমি বেশি সবাই শিক্ষিত। আর ব্লগিং করে টাকা পয়সা ইনকাম না হলেও মানুষের জানার ও শেখার পরিধি বাড়ে, বিবেক জাগ্রত হয়, ভাল মন্দ বিচারের ক্ষমতা বাড়ে। আর সবচেয়ে বেশি উপকৃত হন, যারা লেখালেখিতে নিজের একটা অবস্থান করে নিতে চান।

আমি মনে করি, ব্লগ হলো একজন লেখকের সত্যিকারের লেখক হয়ে উঠার উপযুক্ত স্থান; নিজেকে প্রতিষ্ঠা করার পাঠশালা। এজন্য দিনকে দিন নিজের লেখার মান ও বিষয়বস্তুতে দক্ষতার সাক্ষর রাখতে হবে। ৫ বছর ব্লগিং করেও যদি লেখার মান উন্নত না হয়, মানসিকতার পরিবর্তন না হয় তাহলে শুধু শুধু ব্লগিং করে কোন ফায়দা হবে না। তবে শুধু টাইম পাসের জন্য ব্লগিং করলে ভিন্ন কথা।

শুভ রাত্রি।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:০০

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ বড় ভাই। সুন্দর মন্তব্য করেছেন। পছন্দ হয়েছে।

২৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:০২

চাঙ্কু বলেছেন: ব্লগিং করে শাহেদের চাকরি চলে যাওয়াতে খারাপ লাগছে তবে ব্লগিং করে কিন্তু অনেকে বউও পেয়েছে, এই ব্লগ থেকেই।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:০১

রাজীব নুর বলেছেন: বাহ !!!
কে? কারা? নাম বলুন।

২৪| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:১৪

শান্তির দেবদূত বলেছেন: বলার মতো কিছু পাচ্ছি না, দুঃখজনক ব্যাপার। শাহেদের জন্যে সমবেদনা ছাড়া কিছুই করার নেই।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:০১

রাজীব নুর বলেছেন: ভালো থাকবেন।

২৫| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৫৫

নতুন বলেছেন: আমাদের দেশের বেশির ভাগ ব্লগারই অফিস থেকে ব্লগিং করেন বলে মনে হয়।

শুক্র আর শনি বারে ব্লগে অনেকেই উপস্হিত থাকে না :)

২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:০২

রাজীব নুর বলেছেন: ঠিকই বলেছেন।

২৬| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৫৯

মাহমুদুর রহমান বলেছেন: এদেশে থেকে ভাগতে হবে।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:০২

রাজীব নুর বলেছেন: অনেকেই ভাগতে চায়। পথ তো খোলা নেই।

২৭| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৪:০৭

বাকপ্রবাস বলেছেন: চাকরী করি বলেই ব্লগিং করি, অপিষে যত কাজই করিনা কেন ব্লগ খোলা থাকে। বাকীটা আল্লাহ ভরসা

২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:০৩

রাজীব নুর বলেছেন: সাবধান থাকবেন।
দুষ্টলোকের কিন্তু অভাব নেই।

২৮| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:১৫

তারেক_মাহমুদ বলেছেন: সত্যি দুঃখজনক, অফিসের কাজ ফেলে এটা করা উচিত নয়, যদিও আমি করি সিন্ধান্ত নিলাম অফিসে ব্লগিং কমিয়ে আনবো।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:০৩

রাজীব নুর বলেছেন: মনে রাখবেন সবার আগে চাকরি।

২৯| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:২১

বিদ্যুৎ বলেছেন: অফিস সময়ে আন অফিসিয়াল কাজ করা উচিৎ নয়। সহমর্মিতা রইল তবে নিয়মের মধ্যে থেকেই কাজ করা উচিৎ। আর সহব্লগারদের প্রতি সদয় হয়ে আমি যে বিষয়টি লিখেছেন তা থেকে অনেকের শিক্ষা নেওয়ার ব্যাপার আছে। ধন্যবাদ আপনাকে।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:০৫

রাজীব নুর বলেছেন: আপনি ঠিক বলেছেন।

৩০| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:৩৪

সুমন কর বলেছেন: হাহাহা............শেষ লাইনটা চরম হয়েছে। মজা পেলাম। শুভ সকাল।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:০৬

রাজীব নুর বলেছেন: অন্যের দুঃখে কষ্টে হাসতে পারা অনেক বড় ব্যাপার। সবাই পারে না।

৩১| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:৫২

পদাতিক চৌধুরি বলেছেন: শুভসকাল প্রিয় ছোটোভাই,

শাহেদের জন্য সনবেদনা । তবে বিষয়টি আমিও করি। এসময়ে কমেন্টগুলি দায়সারাভাবে করলেও একটু সময় পেলে ব্লগে না ঢুকে থাকতে পারিনা। এখন একটি চাকরী করি ঠিকই, কিন্তু এট পাওয়ার আগে ঠিক করেছিলান গ্রামে গিয়ে রোল চাউমিনের দোকান করবো। আজও আমার সে স্বপ্ন আছে। রিটায়ার্ড হলে একটি রেস্টুরেন্ট খোলার ইচ্ছা আছে। এসময় মনের শান্তিতে ব্লগিং করতে পারবো। শাহেদের আমার ভীষণ দরকার, আগেভাগে তাহলে প্রজেক্টটা শুরু করতে পারবো। ♥♥


শুভকামনা ভাইকে।


২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:০৭

রাজীব নুর বলেছেন: শাহেদকে জানিয়ে দিন।
মনে হয় সে আগ্রহ নিয়ে আপনার সাথে যোগ দিবে।

৩২| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:১৭

রূপক বিধৌত সাধু বলেছেন: কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছি না।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:০৮

রাজীব নুর বলেছেন: ভালো থাকুন।

শাহেদের জন্য দোয়া করবেন।

৩৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:০১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: নীতিকথা হলোঃ অফিসে শুধু অফিসের কাজই করতে হবে। অফিসের কাজ শেষ - এটা কখনো হয় না। কাজের কোনো শেষ নেই। অফিসের প্রয়োজনে ২৪/৭/৩৬৫ কাজ করতে হবে। ধরুন, অফিসে কাজ নেই (যা কখনোই হবে না), তাই বলে বাসায় বসে থাকা যাবে না। অফিসে যেতে হবে

বাস্তবতাঃ সময় পেলেই ব্লগিং করি :)

সংযমঃ ব্লগিং নিয়ন্ত্রণ করুন। অতিরিক্ত কোনোকিছুই ভালো না। পারলে দারা পরিবার এক অ্যাকাউন্ট থেকে ব্লগিং ও ফেইসবুকিং করুন, মজার হবে কাজটা :) এগুলো না পারলে পরিবারকে পর্যাপ্ত সময় দিন, কাজে মনোযোগী হন। সেটা অনেক বেশি আনন্দের


শাহেদের জন্য শুভকামনা। তার জীবন সুরভিমুখর হোক।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:০৯

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
একটু শক্ত হলেও, মন্তব্য সুন্দর হয়েছে। এমনটাই হওয়া উচিত।

৩৪| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৩২

পদ্মপুকুর বলেছেন: আমারেও ওয়ার্নিং দিছিলো। তবে অফিস টাইমে ব্লগিং করার জন্য না, একটা লেখায় অফিসের ডেকোরাম নিয়ে কিঞ্চিত কথাবর্তা ছিলো। অন্য কোনো এক 'বাংলাদেশি অফিশিয়াল ব্লগার' ওইডা বড়কর্তার নজরে এনে দিয়েছিলো.... সব শালা অফিস পলিটিক্স।

তবে অ্যাদ্দিন ধরে ব্লগিং করে কিছু পেলাম কি না জানি না, তবে মনে খুব শান্তি পাই একেকটা লেখার পর।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:১০

রাজীব নুর বলেছেন: আসলেও, এক একটা লেখা পোষ্ট করার পর অনেক শান্তি পাই। আনন্দ পাই।

৩৫| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৪৫

এ.এস বাশার বলেছেন: হায়! আমার কি হবে এখন.........রাজীব ভাই এ কি হুনাইলেন.......

২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:১১

রাজীব নুর বলেছেন: ব্যপার না।
যা ভাগ্যে আছে তাই হবে।

৩৬| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৫৮

লক্ষণ ভান্ডারী বলেছেন: জীবনের চরম শিক্ষা পাঠ করে নতুন শিক্ষা লাভ করলাম। লেখককে ধন্যবাদ জানাই। বেঁচে থাকতে হলে ব্লগিং নয় চাকরিটাই মূখ্য। বস যেন কোনদিন জানতেও না পারে আপনি একজন ব্লগার। লেখকের সতর্কবানী জীবনে চলার পথে পাথেয় হয়ে রইল। শারদীয়ার শুভেচ্ছা জানাই। জয়গুরু!

২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:১১

রাজীব নুর বলেছেন: সহকর্মীরা বিরাট বদ। মনে হিংসা ভরা।

৩৭| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৪৫

সিগন্যাস বলেছেন: আহা বিয়েটা না করলেই ভাল হতো। রসুলপুর চলে যেতো

২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:১২

রাজীব নুর বলেছেন: রসুলপুর'ই শেষ ভরসা।

৩৮| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:০৬

শিখা রহমান বলেছেন: কি পেলাম এত বছর ব্লগিং করে? ---- ব্লগিং করে আসলেই কি কিছু পাওয়ার কথা। তবে অফিসের কাজ করে যেহেতু মাইনে পাওয়া যায় সেহেতু কাজের সময়ে ব্লগিং করাটা সমস্যাই বটে।

শুভকামনা।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:১৩

রাজীব নুর বলেছেন: ব্লগিং করলেই সমস্যা।
আর যারা ইউটিউব এ গান শুনে, নাটক দেখে, চ্যাটিং করে??
আসলে শাহেদ অফিস পলিটিক্সের শিকার।

৩৯| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:১৪

খায়রুল আহসান বলেছেন: একটা বদ্ধ কক্ষের জানালার কপাট খুলে দিলে যেমন সুবাতাস কক্ষে প্রবেশ করে সতেজতা আনে, ব্লগিং করেও অনেক সময় সে রকম কিছু পাওয়া যায়। এর চেয়ে বেশী কিছু আর কীই বা আশা করা যায়!

২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:১৪

রাজীব নুর বলেছেন: সুন্দর মন্তব্য করেছেন।
মনটা ভরে গেল।

৪০| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৪১

জায়েদ হোসাইন লাকী বলেছেন: দুঃখজনক ঘটনা

২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:১৪

রাজীব নুর বলেছেন: জ্বী।

৪১| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৫০

হাসান কালবৈশাখী বলেছেন:

কি পেলাম এত বছর ব্লগিং করে? - চাকরি নাই।
আমি জানি গল্পের এই শাহেদ লেখক রাজীব নুর নিজেই ।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:১৫

রাজীব নুর বলেছেন: জ্বী।
কথা সত্য বলেছেন।
ব্যাপার না।

৪২| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:১৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
বড় বড় বসরা তো অফিসেই গিয়েই প্রথমে ফেসবুক চালু করে বসে থাকেন।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:১৬

রাজীব নুর বলেছেন: তাদের কথা আলাদা। তারা রাজা।

৪৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:২৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন: ব্লগিংটাই চাকরী হয়ে গেলে মন্দ হতো না।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:০৪

রাজীব নুর বলেছেন: মনের মতো একটা কথা বলেছেন।

৪৪| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:১২

আবু মুহাম্মদ বলেছেন: শাহেদ একটা নিউজ পোর্টালে চাকরি নিতে পারে। তাহলে রথ দেখা কলা বেচা উভয় হবে।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:১৬

রাজীব নুর বলেছেন: শাহেদ দালালি, তেলবাজি পারে না।

৪৫| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৩

নতুন নকিব বলেছেন:



বাস্তবতা তুলে ধরেছেন। সতর্কতামূলক পোস্টে ধন্যবাদ।

শাহেদের জন্য শুভকামনা। প্রচেষ্টা অব্যহত রাখলে তার কর্মসংস্থান হয়ে যাবে ইনশাঅাল্লাহ। অান্তরিকভাবে দুঅা করছি।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:২৯

রাজীব নুর বলেছেন: দোয়া করবেন।

৪৬| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:২৭

কাছের-মানুষ বলেছেন: ব্যাক্তিগত, কর্ম, পারিবারিক জীবন আলাদা থাকতে হয় এজন্য! আমি ফেইসবুকে মোটামুটি একটিভ (আট দশটা মানুষের মত অতিরিক্ত নয়), আমার ফেইসবকে ব্লগের কোন ইনফরমেশন নেই, আমার ফেইসবুক ফেন্ড, আত্নীয়স্বজন কেউ জানে না ব্লগিং করি যদিও ব্লগিং করি প্রায় আট বছর হল! কলিগদের ফেইসবুকে এড করি না এতে সমস্যা হতে পারে তবে যদি তারা অন্য জায়গায় চলে যায় তাহলে এড করি। এমনকি আমার বউ জানে ব্লগিং করি টুকটাক তাও বিয়ের কয়েক বছর পর জেনেছে! বাসায় ফিরে মোটামুটি ব্লগ, ফেইসবুক থেকে দূরে থাকি, ট্যাবে লেখি ফ্রি থাকলে এবং মন চাইলে ব্লগে পোষ্ট করি। লাইফে ব্যালেন্স দরকার। আমি ব্লগিং, ফেইসবুক পছন্দ করি তবে সেটা যেন ব্যাক্তিগত জীবনে প্রভাব না ফেলে সেই চেষ্টা থাকে সব সময়!

শাহেদের অবস্থা খারাপ, তবে শুধু চাকরির উপর ভরসা না করে শাহেদ অন্য কিছুও করতে পারে যদি আত্নসম্মানে না বাধে, টিউশনি করতে পারে (আমার এক কলিগ ছিল তিনি বলেছিলেন বুয়েটে পড়াকালিন সময়ে সে টিউশনি করেই মাসে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা ইনকাম করত), আরেকজন পরিচিত একজন শুনলাম তিনি নাকি পাঠাও মটরসাইকেল চালায় ঢাকায়, মাসে ত্রিশ হাজারের মত ইনকাম! কাজকে ছোট না ভাবলে শাহেদের পরিবার চালাতে হিমশিম খেতে হবে না বরং মনের অনন্দে অন্যের চাকরি না করেও ব্লগিং করতে পারবে!

২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:০৬

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর মন্তব্য করেছেন।
সহমত জানাই।

৪৭| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৪২

আল ইফরান বলেছেন: একজন প্রান্তিকজন ও সহব্লগার হিসেবে শাহেদের জন্য শুভকামনা ছাড়া আর কিছুই দেয়ার নত নেই। শিক্ষকতায় এই আনন্দটুকু আছে, ইচ্ছেমত নিজের সময় বের করে নেয়া যায়। মনে হচ্ছে শাহেদ অফিস পলিটিক্স এত শিকার, আমার স্বল্পস্থায়ী এক চাকুরিস্থলে দেখেছিলাম কলিগরা কিভাবে টর ব্যবহার করে ফেইসবুক ইউটিউব চালাতো, অফিস জেনেও নির্বিকার থাকতো। আমরা আমাদের নিজ নিজ কাজ শেষে রিপোর্টিং দিয়ে নিজেদের ডেস্কে কি করছি তা দেখতে লাইন ম্যানেজারের বয়েই গেছে। আল্লাহ আপনার জব্য উত্তম রিজিকের ব্যবস্থা করুন, আমীন।

দ্রস্টব্যঃ উপরের অনেকেই হাই প্রফেশন্যাল এপ্রোচ থেকে অবেক কিছুই বলেছেন, কিন্তু এই জিনিস বাংলাদেশের ওয়ার্ক প্লেস কালচারের সাথে মেলানো কঠিন।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:০৮

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ ইফরান ভাই। সুন্দর মন্তব্য করেছেন।

৪৮| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৩

বোকা মানুষ বলতে চায় বলেছেন: আমি ২০১৩ এর দিকে অফিসে বসেও ব্লগিং করেছি৷ বস দেখেছে, কিন্তু কিছু বলার সুযোগ পায় নাই। কারণ, যথাসময়ে সব কাজ শেষ করে রাখতাম।

শাহেদের ঘটনা আসলেই দূঃখজনক।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:০৮

রাজীব নুর বলেছেন: শাহেদ অফিস পলিটিক্সের শিকার।

৪৯| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৩

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ব্লগিং করার সুযোগ দিয়ে শাহেদের কাজ থেকে বেশি কাজ করিয়ে নেওয়া যেত
বিষয়টা এমন নয়, অফিসকে অফিসের মত থাকতে দিতে হবে । অতিরিক্ত সময়
কাজ করাটাও একধরনের অপরাধ , কেউ কেউ বলে ঠিক সময়ে ঠিক কাজটি করতে
পারেনা বিধায় অতিরিক্ত সময় থাকে , এমনটা দুষ্ট লোকেরা বলে এবং সুযোগ নেয় ।
................................................................................................................
সুতরাং অবশ্যই শিক্ষনীয় , সর্তকতার বিষয় আছে , ধণ্যবাদ

২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:০৯

রাজীব নুর বলেছেন: ভালো থাকবেন।

৫০| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৫

জুন বলেছেন: শাহেদের জন্য খুব খারাপ লাগছে। আজকের দিনে আমাদের দেশে একটা চাকরি জোটানো যে কি কষ্ট। আমার জানামতে বাংলাদেশের অনেক অফিসে সার্ভার থেকেই ঐ সাইটগুলো বন্ধ থাকে। চাকরি যাবার চেয়ে এসব বন্ধ থাকাও ভালো। দোয়া রইলো শাহেদের জন্য।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:১০

রাজীব নুর বলেছেন: হুম কিছু অফিসে বন্ধ থাকে। তবে সব অফিসে নয়।

৫১| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৬

মোঃ আল মামুন শাহ্ বলেছেন: ব্লগে দুঃখ প্রকাশের জন্য একটা স্যাড বাটন থাকলে ভালো হত:((

২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:১০

রাজীব নুর বলেছেন: আমিও তাই মনে করি।

৫২| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:১৯

মাহমুদুর রহমান সুজন বলেছেন: চাকরীটা গিয়ে বিরাট সমস্যায় পড়েছে বেচারা।
যাই হোক সবশেষে ব্লগিংটাতো আছে সময় কাটাবার।
ভাল থাকবেন।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:২৪

রাজীব নুর বলেছেন: ব্লগ ও একখন্ড শান্তি।

৫৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৫০

ফারিহা হোসেন প্রভা বলেছেন: শাহেদ স্যারের জন্য অনেক খারাপ লাগছে। ব্লগিং করাটাও কি এখন অপরাধ হয়ে যাচ্ছে? :((
শাহেদ স্যার এর উচিৎ এখন আরো বেশি বেশি সময় ব্লগে দেওয়া। ব্লগিং করাটা কারো কারো ভালোলাগাই নয়,নেশা।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:০৮

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ বোন প্রভা।

৫৪| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:১৭

প্রামানিক বলেছেন: খুবই দুঃখজনক ঘটনা। ব্লগিং করতে গিয়ে অফিস থেকে নাজেহাল হয়েছে এরকম আরো অনেক আছে। হয়তো তারা মনের কষ্ট মনে রাখে প্রকাশ করে না।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:০৮

রাজীব নুর বলেছেন: দোয়া করবেন।
শাহেদের যেন একটা চাকরি হয়ে যায়।

৫৫| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৩৮

নীলপরি বলেছেন: বলতে চেয়েছি যে ঐ বসের উপরের পোষ্টে আর কী কেউ নেই ? যার কাছে ন্যয় বিচার চাওয়া যায় ?

২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:০৯

রাজীব নুর বলেছেন: না, নেই।

৫৬| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৩০

জসীম অসীম বলেছেন:
অফিসে একদা আমিও ব্লগিং করেছি এবং এমন ষড়যন্ত্রেরও শিকার হয়েছি। সেই অফিস ছিল আবার পত্রিকারই অফিস। কিন্তু আমিও অফিসকে ঠকাইনি। আর এর জন্য চাকুরি হারাতে হয়নি আমাকে। তবে ব্লগিংকে নেশার পর্যায়ে নিয়ে গেলে ঝুঁকি তৈরি হবেই। এবার এটা নিজের ব্যবসাকেন্দ্রে বসলেও।
তবে একজন লেখকের জন্য ব্লগ হলো সর্বোচ্চ আশ্রয়। এখানে কাজ করার অপরাধে চাকুরিচ্যুত করা যথার্থ পদক্ষেপ নয়। সংশোধনের সুযোগ দেওয়া যেত। এতো বিনা মেঘেই বজ্রপাত!

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:০৯

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্যে।
ভালো থাকুন।

৫৭| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৩৬

বলেছেন: সত্য কথা অসলে কষ্টদায়ক।
লেখাটা পড়ে আহত হলাম।
এরকম অনেক কাহিনী আছে জীবনে যা অজানাই থেকে যায়।
আপনার এই লেখার উপর অনেকটা সাদৃশ্য আমার নতুন একটি কবিতা আছে যদি অনুমতি দেন তবে আপনাকে উৎসর্গ করতে চাই।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:১০

রাজীব নুর বলেছেন: এটা তো বড় আনন্দের ব্যাপার। কাজেই অনুমতির কিছু নেই।

৫৮| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:১৯

আরজু পনি বলেছেন: যোগ্যতমেরাই টিকে থাকে।
শাহেদ এখনও পিছিয়ে আছে।
টিকে থাকতে তাকে আরো কৌশলী হতে হবে।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৩

রাজীব নুর বলেছেন: যোগ্যতা মানে তো মিথ্যা, চাটুকারিতা।

৫৯| ০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ৮:৩৯

হাবিব বলেছেন: মনটা আমার ভীষণ খারাপ
লেখবো না আজ কোন ব্লগ
বলবো- বাস্তব একটা গল্প,

কেউবা করবেন দুঃখ প্রকাশ কিংবা দিবেন সান্ত্বনা
কেউবা আবার মুখ বাকিয়ে
হেসে নিবেন অল্প।

এই ঘটনায় কেউ হুঁশিয়ার কেউবা হবেন সাবধান,
কেউবা দিবেন গালাগালি তাতেই কি সব সমাধান?

শাহেদ আমার পরিচিত ডাকতো আমায় ভাই বলে,
বলতো প্রায়ই শত্রুরও যেন চাকরিটা না- যাই চলে।

চাকরি গেলে মহা বিপদ কষ্টে থাকে পরিবার,
চাকরি পাওয়া বিরাট ব্যাপার মামা চাচা নাই যার।

অবশেষে- শাহেদের চাকরি গেল চলে,
অফিস টাইমে ব্লগিং করতো বলে।

নোটিশে তার লেখাটা ছিল পরিষ্কার
কেন গেল চাকরি,
কেন করা হলো বহিষ্কার।

শাহেদ- বললো বিনয় স্বরে
স্যার, ব্লগিং করছি ঠিকি
তবে- অফিসের সব কাজ করে।

রাত আট টা কিংবা দশটা বাজুক
কি আসে যায় তাতে,
বের হইনি অফিস থেকে
কাজ রাখিয়া হাতে।

অফিস আমি করেছি ছুটির দিন
সময় মতো আসতাম,
আমার কোন বদনাম কি স্যার আছে?
আসলে- আমি কাজকে ভালবাসতাম।

বড় স্যার বললেন-
এবার তুমি আসতে পারো, জারি জুরি সবই ছাড়ো,
কথা কি শুনতে পাও?
প্লিজ- এবার তুমি যাও।

আসলে- শাহেদ নীতি হীন রাজনীতির শিকার,
তেলবাজরা সব বহাল তবিয়তে,
যারা- দেরি করে অফিসে আসে আগে চলে যায়
তারা- চোখের মনি থাকবে ভবিষ্যতে।

যারা- ইউটিউবে পরে থাকে রোজ
তাদের- নেই কোন টেনশন,
যারা- তেল বাজিতে বেজায় পটু
তারা- পেয়েছে প্রমোশন।

শাহেদ পরিশ্রমী সৎ, সৎ ছিল তার পেশা
শুধু ব্লগিংই তার নেশা।

আজ থেকে দশ বছর আগে
সে- সামু ব্লগের পায় খোঁজ,
প্রথম প্রথম লিখতো সে
ব্লগে এসে চোখ বুলাত রোজ।

আহাদের মাধ্যমে- সামুতে তার আইডি খোলা
সেদিন থেকে শুরু হল বাংলা ব্লগে পথ চলা।

সে লিখতো আগে ডাইরিতে
জীবন ছিল অল্প রঙিন,
ব্লগে লিখে আনন্দ পায়
অনেক বেশি- সীমাহীন।

চাকরি থেকে শুরু করে
রাখতে গেলে মান- সম্মান,
সাড়া জীবন থাকবা বেকার
যদি- মামা না হয় ক্ষমতাবান।

ত্রিশ তাহার অনেক আগেই- হয়ে গেছে পার,
চাকরী কি আর হবে?
সান্ত্বনা দেয় শাহেদ নিজেই-
চাকরী দিয়ে সৎ পথে- বড় হয়েছে কে কবে।

ত্রিশ বছর শেষ হয়েছে কদিন বা আর থাকবো ভবে?
চিন্তা করে কি আর হবে হেসে খেলেই বাঁচবো তবে।

শাহেদ- স্ত্রী আর মেয়ে নিয়ে আছে ভীষণ ঝামেলায়
টাকা জমি নেই গহনা কিভাবে আজ দিন কাটায়।

এখন- মাঝে মাঝে বলে মন,
বিয়ে যদি না করতাম
থাকতো নাকো টেনশন।

আজ- বউ বাচ্চা না থাকিলে চিন্তা কি আর থাকতো
কোন মতেই জীবনটা আজ ব্লগিং করেই কাটতো।

একটি বছর চলে গেল চাকরির দেখা নাই,
ইন্টারভিউ অনেক দিল ধরে লোকের হাতে পায়।

এদিকে- ঘুরেনা সংসারের চাকা
মুদি দোকানে- অনেক দেনা
কে আর বাকি দিবে, কে নিবে দায় ভার?
পকেট যে তার ফাঁকা।

চাকরি বিহীন এই জীবনে সময়ের অভাব নাই,
সারাদিন ব্লগিং করে কাটছে সময় তাই।

বউ বললেন রেগে-
এত বছর ব্লগিং করে কি তুমি পেয়েছো?
পাওনি কিছু লাভে থেকে চাকরিটা খেয়েছো।

শুয়ে বসে জীবন কি আর চলে?
আজ আছো না খেয়ে চাকরি গেছে বলে, ছিঃ!

০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ৯:২৬

রাজীব নুর বলেছেন: ভেরি নাইস।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.