নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

টুকরো টুকরো সাদা মিথ্যা- ৬৫

২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৪৬



১। অদ্ভুত একটি উপন্যাস ''দিবারাত্রির কাব্য''। উপন্যাসটা পড়তে পড়তে ঘোর লেগে যায়। দিবারাত্রির কাব্য মানিক বন্দ্যোপাধ্যায় রচিত তুমুল জনপ্রিয় এবং আলোচিত উপন্যাস। ১৯৩৫ সালে দিবারাত্রির কাব্য মলাটে প্রকাশিত হয়।আমরা সাধারনত যে উপন্যাস পড়ি তা থেকে সম্পুর্ণ আলাদা 'দিবারাত্রির কাব্য'। দিবারাত্রির কাব্য অবশ্যই প্রেমের উপন্যাস ।উপন্যাসের প্রধান চরিত্র হেরম্ভ। উপন্যাসে হেরম্ভের জীবনে ৩টি মেয়ে আসে।উমা,সুপ্রিয়া এবং আনন্দ। উপন্যাসের শুরু হয় দারোগা অশোকের স্ত্রী সুপ্রিয়ার বাড়িতে ।উমা হেরম্ভের স্ত্রী । এক সন্তান রেখে আত্যহত্যা করে সে। হেরম্ভের জীবনে সব কিছু উলটপালট করে দেয় আনন্দ নামের মেয়েটি। মানিক বন্দ্যোপাধ্যায় ছাব্বিশ বছর বয়েসে গল্প লেখেন ‘একটি দিন’, ১৯৩৪ সালে। উপন্যাস নিয়ে ছবি করার কারও সাহস হবে এমন কথা মানিক ভাবেননি নিশ্চয়ই। মানিক তাঁর এক গল্পগ্রন্থের ভূমিকায় লিখেছিলেন, ‘ভাবের আবেগে’ ভেসে যাওয়া মধ্যবিত্তকে কশাঘাত করার কথা। সাহিত্যে সরল আবেগ চর্চার সঙ্গে ওঁকেও লড়াই করতে হয়েছে।

২। এক ছোকরার বিয়ে করার বড়ই শখ, তার মতে এতেই তার সকল সুখ নিহিত। কিন্তু কিছুতে হয়ে ঊঠছে না। ওদের পরিবার একমাত্র শ্রীহনুমানের পূজো করে- অন্যে দেবতা সেখানে কল্কে পান না - তাই ত্রিসুন্ধ্যা তারঁই পূজো করে কাকুতি-মিনতি করে, “হে ঠাকুর, আমায় একটি বউ জুটিয়ে দেও গো”। ওদিকে নিত্য এমন ঘ্যানর ঘ্যানর শুনে হনুমানের পিত্তি চটে গিয়েছে। শেষটায় একদিন স্বপ্নে দর্শন দিয়ে হুঙ্কার দিলেন, “ওরে বুদ্ধু, বউ যদি জোটাতেই পারতুম, তবে আমি নিজে বিয়ে না করে confirmed bachelor হয়ে রইলুম কেন?!!”

৩। ১৯৬৫-৬৬ সালে রেডিও তে ফিলিপ রুপসজলসা নামে একটা গানের অনুষ্ঠান হতো। এই অনুষ্ঠানে বাংলা গান এবং বাংলা গান গুলোকে ইংরেজী করে বাজানো হতো। বিশেষ করে রবীন্দ্রনাথের গান গুলো বেশী ইংরেজি করা হতো। এই ব্যাপারে কেউ কিছু জানেন?

৪। স্বপ্নে দেখলাম আমি হাসপাতালের বিছানায় শুয়ে আছি। একটা সাদা চাদরে আমার সমস্ত শরীর ঢাকা। আমি বুঝতে পারছি আমি মারা গেছি।
একজন ডাক্তার এসে খুব বিরক্ত হয়ে বলল, ডেড বডি এখনো এখান থেকে সরানো হয়নি কেন? দ্রুত সরান, নতুন রোগী আসবে।
সবাই তখন ধরাধরি করে আমাকে হাসপাতালের বারান্দায় ফেলে রাখলো। আমার বেডে নতুন রোগী চলে এলো। এই রোগীকে মনে হচ্ছে আমি চিনি।
একটু পরে সুরভি এসে আমার খোঁজ করছে। আমি কোথায় কে বলতে পারছে না। অথচ আমি ফ্লোরে পড়ে আছি।

অসহ্য এক যন্ত্রনায় ঘুম ভেঙে গেল। বিছানা থেকে লাফ দিয়ে উঠলাম। সারা শরীর ঘামে ভেজা। বিদ্যুৎ চলে গেছে কখন, কে জানে! অন্ধকারে হাতড়ে হাতড়ে ফ্রিজ থেকে বোতল বের করে অনেক গুলো পানি খেলাম।

মন্তব্য ৫৫ টি রেটিং +৫/-০

মন্তব্য (৫৫) মন্তব্য লিখুন

১| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৫১

সনেট কবি বলেছেন: চমৎকার লিখেছেন ।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৫৩

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ চাচা।

২| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৫৬

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: আমিও মানিক বন্দ্যোপাধ্যায় এর খুব ভক্ত।।। দিবারাত্রির কাব্যটা পড়া হয়নি। পড়িবো পড়ার ইচ্ছা আছে

২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৫৪

রাজীব নুর বলেছেন: তাড়াতাড়ি পড়ুন।

৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৫৯

তারেক ফাহিম বলেছেন: ভাবলাম খেলা নিয়ে কোন পোষ্ট :(

পোষ্টে কী করে আকর্ষন করা যায় রাজিব ভাই ভালোই জানেন B-)

২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৫৪

রাজীব নুর বলেছেন: ভালো থাকুন। সুস্থ থাকুন।

৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৫৯

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: এখন হাতের মুঠোতে বই। মোবাইলে বই।। কত সহজ

২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৫৪

রাজীব নুর বলেছেন: আসলেই জীবন অনেক সহজ।

৫| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:০২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অসহ্য বেদনা নিয়ে রাতে ঘুমাতে গেছি।
ঘুম হয়নি ! :(

২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৫৪

রাজীব নুর বলেছেন: দেশের সমস্ত মানূষের একই অবস্থা।

৬| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:০২

যবড়জং বলেছেন: ছবি বিভ্রমে ভুগেছি ।পোষ্টা দারুন ছিলো , মানিক বন্দ্যোপাধ্যায় অনন্য ।।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৫৫

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। অকেন ধন্যবাদ।

৭| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:২১

কে ত ন বলেছেন: চাপাবাজির আর জায়গা পাননা। মানুষ মারা গেলে তার সব ইন্দ্রিয় অকেজো হয়ে যায় বলে জানি। কিন্তু আপনি এমনই চীজ, মারা গেলেও আপনার শ্রবণ ইন্দ্রিয় ঠিকই চালু থাকবে।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৫৫

রাজীব নুর বলেছেন: স্যরি।

৮| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৫৪

নজসু বলেছেন: মানুষের মনের আগাপাশতলা কাটাছেঁড়া মানিক তাঁর অনেক বইতেই করেছেন, কিন্তু দিবারাত্রির মতো কোথাও নয়। যা কিছু অপ্রকাশ্য, যা কিছু অবর্ণনীয়, তার সবই যেন বইটির প্রতিটি শব্দে অম্লান হয়ে রয়েছে।

মনের ভিতরে গেঁথে যাওয়া গল্প অনেক সময় কল্প হয়েও দেখা দেয়।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৫৬

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। অনেক ধন্যবাদ। ভালো থাকুন।

৯| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:০০

রূপক বিধৌত সাধু বলেছেন: দিবারাত্রির কাব্য" উপন্যাসটা এখনও পড়া হয় নি।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৫

রাজীব নুর বলেছেন: হায় হায়----------
দুই একদিনের মধ্যে পড়ে ফেলুন।

১০| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:০০

মিঠু পারভেজ বলেছেন: লেখাটার মধ্যে মাদকতা আছে।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৬

রাজীব নুর বলেছেন: এটাই আমার স্টাইল।

১১| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:০২

প্যালাগোলাছ বলেছেন: ছবি কথা বলে ।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৬

রাজীব নুর বলেছেন: ইয়েস।

১২| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:০৫

আতোয়ার রহমান বাংলা বলেছেন: ছবিটা দেখে আবার ও চোখে পানি চলে এলো
ভালো লিখেছেন ধন্যবাদ

২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৭

রাজীব নুর বলেছেন: ভালো থাকুন। সুস্থ থাকুন।

১৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৫০

ফেনা বলেছেন: "চাপাবাজির আর জায়গা পাননা। মানুষ মারা গেলে তার সব ইন্দ্রিয় অকেজো হয়ে যায় বলে জানি। কিন্তু আপনি এমনই চীজ, মারা গেলেও আপনার শ্রবণ ইন্দ্রিয় ঠিকই চালু থাকবে। " - কে ত ন

:P :P :P

২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৭

রাজীব নুর বলেছেন: উফ আল্লাহ !!!!!!!!!!!

১৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:০৭

বাকপ্রবাস বলেছেন: ছবিটা সুন্দর ছিল।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৮

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১৫| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:১০

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: লেখা ভালো মন্দ নয়, ছবি ভালো লেগেছে। তরকারি কাটার বটি কোথায় যে রেখেছি ।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৮

রাজীব নুর বলেছেন: হা হা হা---------

১৬| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৪১

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আপনি মাঝেমধ্যে ধন্ধে (মানুষিক অস্থিরতায়) থাকেন। আপনার মানুষিক উৎকর্ষ লাভ করার জন্য খোদার আরধনা করার জরুরি

২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৯

রাজীব নুর বলেছেন: না। পারব না।

১৭| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৪১

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় ছোটোভাই,

চমৎকার সাদা মিথ্যে হয়েছে। এই সিরজটি যতদিন পড়ছি, এখনও পর্যন্ত বেস্ট লেগেছে ।' দিবারাত্রির কাব্য 'বহুদিন আগে পড়েছিলাম, কিছু মনে নেই।

২, ৩ নিয়ে কিছু বলার নেই।

৪ নিয়ে ♥♥♥♥

শুভকামনা রইল।


২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৫০

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ দাদা।,
ভালোবাসা জানবেন।

১৮| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৫

আরোগ্য বলেছেন: উপন্যাসটি পড়া হয়নি, শীঘ্রই পড়বো। ছবিটা দিয়ে কাটা ঘায়ে নুনের ছিটা দিলেন।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৫০

রাজীব নুর বলেছেন: ভাল একটা বই এখনও পড়েন নি !!!!!!!!!

১৯| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৩৮

মাহমুদুর রহমান বলেছেন: খারাপ ও নেতিবাচক স্বপ্ন শয়তানের একটি কুমন্ত্রণা। খারাপ স্বপ্ন দেখলে তা কাউকে বলতে নেই। খারাপ স্বপ্ন শয়তানের কুপ্রভাবে হয়ে থাকে।খারাপ স্বপ্ন দেখলে বাঁ দিকে তিনবার থুথু নিক্ষেপ করবেন। এটা করতে হবে শয়তানের প্রতি ঘৃণা প্রকাশ ও তার চক্রান্ত-কে অপমান করার জন্য ।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৫২

রাজীব নুর বলেছেন: খারাপ স্বপ্ন হলেও আমার কাছে বেশ লেগেছে। এনজয় করেছি।

২০| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৫

রাকু হাসান বলেছেন: দিবারাত্রির কাব্য বইটা আমার খুব পছন্দের । ঠিক বলেছেন ।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৫২

রাজীব নুর বলেছেন: তাহলে বইটা আরেকবার পড়ুন।

২১| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:২৩

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ☟

ভাবছি বিয়ে করবো। কিন্তু তরকারীতে দেবার জন্য লবনের বাটিটা কোথায় যে রেখাছি???

২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৩

রাজীব নুর বলেছেন: হে হে হে

২২| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৪

রঞ্জন রয় বলেছেন:
কাল রাত ঘুম আমার বেশি হলো..... বাংলাদেশ হারছে..... এটাই কাম্য।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:১১

রাজীব নুর বলেছেন: ডিস্লাইক।

২৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৯

ফারিহা হোসেন প্রভা বলেছেন: স্যার, দিবারাত্রির কাব্য উপন্যাসটি পড়ব খুব তাড়াতাড়ি।
আর মাঝেমাঝে স্বপ্ন গুলো এমন মনে হয় যেন তা স্বপ্ন নয়,বাস্তব।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:১১

রাজীব নুর বলেছেন: স্বপ্ন আসুক সত্যি হয়ে।

২৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৩৬

চাঁদগাজী বলেছেন:


৪ নং: আপনি নিয়মিত ব্যায়াম করবেন, বাহিরে কম খাবেন, চাকরী নিয়ে টেনশন করবেন না, চাকুরীতে বসে ব্লগিং করবেন না

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:১২

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ আপনাকে সুন্দর পরামর্শ দিয়েছেন।

ভালো থাকুন।

২৫| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:০৪

হাসান রাজু বলেছেন: স্বপ্ন দেখি কিন্তু কিছুই মনে থাকে না।অনেক সময় স্বপ্ন যে দেখেছি সেটাই ভুলে যাই।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:১৩

রাজীব নুর বলেছেন: স্বাভাবিক ।
এরকম সব মানুষেরই হয়।

২৬| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৪৪

মেহেদী হাসান হাসিব বলেছেন: বাহ ভাই! যেমন টাইটেল, তেমন ছবি, আর অন্যতম লেখা। সব মিলিয়ে মারহাবা!!! B-))

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৪

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ হাসিব ভাই।

২৭| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:৪৫

অক্পটে বলেছেন: ছবিটা অনেক কিছু বলে দিল। ভালো থেকো লিটন দাস ভালো থেকো। আমরা তোমায় নিয়ে গর্বিত। রমিজ রাজার মন্তব্য ভালো লেগেছে বস। ম্যাশ কে নিয়ে যারাই ভালো মন্তব্য করে তাদেরই আমার ভালো লাগে।

লেখা ভাল লেগেছে।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৫

রাজীব নুর বলেছেন: ভালো থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.