নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

ইন্টারভিউ

২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৫৩



১। শাহেদ ইন্টারভিউ দিতে এসেছে।
সামনে পাঁচ জন বসে আছে। এর মধ্যে একজন লাল গেঞ্জির সাথে লাল রঙের হাফ প্যান্ট পরা। তার সামনে কোক ও চিপস রাখা। সে আয়েশি ভঙ্গিতে বসে এক চুমুক কোক খাচ্ছে আর একটা করে চিপস। তাকে দেখে বুঝা যাচ্ছে সে কোক আর চিপস খেয়ে খুব আরাম পাচ্ছে। আরেকজনের সামনে আম। আম সুন্দর করে কাটা। সাথে কাটা চামুচ। আম খেতে খেতে আমওয়ালা প্রথম প্রশ্ন করলো, ট্রান্সলেট করুন- 'আম খুব মিষ্টি'। শাহেদ ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। এটা কি রকম প্রশ্ন! তারপরও সে ট্রান্সলেট করলো। হাফ প্যান্ট পরা লোকটা জিজ্ঞেস করলো, ট্রান্সলেট করুন- 'তার কথায় আমার হাসি পায়'। শাহেদ এটাও স্পষ্ট উচ্চারনে বলে দিল। এক টাক মাথা খুব জ্ঞানী ভাব নিয়ে জিজ্ঞেস করলো, ১ টাকায় ১টি চকলেট পাওয়া যায়। আবার প্রতি ৩ টি খালি চকলেটের প্যাকেটের জন্য ১ টি চকলেট পাওয়া যায়। আপনার কাছে ১৫ টাকা থাকলে আপনি সর্বচ্চো কয়টি চকলেট পাবেন??
শাহেদ চল্লিশ সেকেন্ড সময় নিয়ে উত্তর দিলো ২২ টি।

সব প্রশ্নের উত্তর দেওয়ার পরও এই বায়িং হাউজে শাহেদের চাকরি হয়নি।

২। শাহেদ একটা টিভি চ্যানেলে চাকরির ইন্টারভিউ দিতে এসেছে।
HR এডমিন পদে। তিনজন ইন্টারভিউ নিচ্ছেন। প্রথম জন জিজ্ঞেস করলেন, আপনি কত টাকা বেতন চান?
শাহেদ বলল, ৫৫ হাজার।
দ্বিতীয় জন প্রশ্ন করলেন, বাংলাদেশের প্রধান সমস্যা কি?
শাহেদ বলল, দুর্নীতিই হচ্ছে আমাদের দেশের প্রধান সমস্যা। তারপর সুশিক্ষার অভাব। রাজনীতি।
প্রশ্ন কর্তা বললেন, বুঝিয়ে বলুন।
শাহেদ বলল- গণমানুষের মনো-নৈতিক সমস্যা।
আমি মনে করি না, রাজনীতিই আমাদের মূল সমস্যা। আমি মনে করি না, দারিদ্র্যই আমাদের মূল সমস্যা। আমি মনে করি না, শিক্ষার হার সন্তোষজনক হারে বৃদ্ধি না পাওয়াটা আমাদের মূল সমস্যা। আমি মনে করি, ন্যূনতম মানেও মানবিক হতে না পারা বা অন্য ভাষায় শুদ্ধ জীবনবাদী না হওয়াটাই আমাদের মূল সমস্যা। আপনি যদি এই কথার সাথে একমত হোন, তাহলে আসুন নির্লিপ্ততার জড়তা ভেংগে প্রতিদিন অন্তত একজনকে, যে কোনো একজন মানুষকে, একথা বুঝানো চেষ্টা করি, আমাদের যাবতীয় অগ্রগতির চাবিকাঠি আমাদের কাছেই আছে। সেটি হলো মানুষ হিসাবে পরিচয়, আমাদের আত্মবিশ্বাস ও আত্মমর্যাদা। মানবিক বলতে যা বুঝায়।

তৃতীয় জন প্রশ্ন করলেন, হিউম্যান রাইটস ইংরেজীতে বানান করুন। এই প্রশ্নটি শুনে চরম অপমানিত বোধ করলাম। ইচ্ছা করলো ভদ্রলোকের কলার ধরে একটা থাপ্পড় দেই। এখানেও শাহেদের চাকরি হয়নি।

৩। এটা একটা দৈনিক পত্রিকার অফিস। পত্রিকাটা মানের দিক থেকে মোটামোটি।
ইন্টারভিউ নিচ্ছেন স্বয়ং সম্পাদক মহোদয়। তিনি বেশ হাসিখুশি ভাব ধরেছেন। নিজেকে খুব রসিক হিসেবে প্রমান করতে চাইছেন। তবে তিনি খুব ব্যস্ত। এই মোবাইলে ফোন আসছে। হেসে হেসে কথা বলছেন। আবার টিএন্ডটি ফোনে কাকে যেন ফোন করে ধমক দিচ্ছেন। কাগজ কলম নিয়ে কিছু লিখছেন। পিয়নকে ডেকে চা দিতে বলছেন। আরেক পিয়নকে ডেকে বললেন, রশিদ সাহেবকে ডাক দাও। পিয়ন ছুটে গেল রশিদ সাহেবের খোজে। সম্পাদক মহোদয় খুব অস্থির। সে নানান কাজে এতই ব্যস্ত যে আমার দিকে তাকানোর সময়ই পাচ্ছেন না। আমি এক ঘন্টা ধরে চুপ করে বসে আছি। আমার তাকে বলতে ইচ্ছা করলো, আপনি খুব ব্যস্ত। আমি না হয় আরেকদিন আসি। অবশ্য এর আগে তার কাছে আমি আরও তিনবার এসেছি। সে খুব ব্যস্ত থাকায় আমাকে সময় দিতে পারেন নি।
আমি একটু নড়াচড়া দিলাম। তখন তিনি আমার দিকে তাকিয়ে বললেন, শোনো শাহেদ রঞ্জু তোমার কথা আমাকে বলেছে। আসলে এই মুহূর্তে আমি তোমার সাথে কথা বলতে পারছি না। পরে একদিন সময় করে এসো। তাছাড়া এই মুহূর্তে আমাদের কোনো লোক লাগবে না। তুমি যোগাযোগ রেখে। সবচেয়ে ভালো হয় তুমি তিন মাস পরে একবার আমার সাথে দেখা করো।
আমি সম্পাদক মহোদয়কে সালাম দিয়ে হাসি মুখে বের হয়ে এলাম।

৪। এটা একটা ওষুধের কোম্পানী।
সাদা শার্ট আর হালকা নীল রঙের টাই পরে ইন্টারভিউ দিতে গেলাম। যদি এই চাকরিটা আমার হয়ে যায়, তাহলে সারাদিন বিভিন্ন ফার্মেসীতে আমাকে ওষুধ বিক্রি করতে হবে। এবং রাত দশটার পর বিল কালেকশন করে অফিসে জমা দিতে হবে। শুধু এই কাজ না আরও আছে- সরকারি হাসপাতালের ডাক্তাররা রোগীদের কি ওষুধ দেয় তা জানতে হবে। যেমন পিজি হাসপাতালে সকাল আট টায় উপস্থিত হতে হবে। রোগী যখন ডাক্তার দেখিয়ে বের হবে তখন তার কাছ থেকে প্রেসক্রিপশন নিয়ে মোবাইল দিয়ে ছবি তুলে নিতে হবে।
আমার বন্ধু বলেছে, কোনো চিন্তা করিস না। এই চাকরি হয়েই যাবে। আমি সিইও স্যারকে বলে রেখেছি।
ইন্টারভিউতে মোট তেরটা প্রশ্ন জিজ্ঞেস করলো আমাকে। সব গুলোই ফালতু প্রশ্ন। তবে আমি সব গুলো প্রশ্ন'র সুন্দর উত্তর দিয়েছি। ইন্টারভিউ নিয়েছেন একজন। তিনি প্রতিষ্ঠানের ম্যানেজার।
ম্যানেজার সাহেব হাসি মুখে বললেন, যান আপনি চাকরি পেয়ে গেছেন। আজ বাসায় যাওয়ার সময় মিষ্টি নিয়ে যাবেন। আমাদের প্রতিষ্ঠানের সবচেয়ে বড় কথা- বেতন বেশ ভালো এবং বেতনটা সঠিক সময়ে পাওয়া যায়।
আমি খুব খুশি হলাম। আনন্দে নাচতে ইচ্ছা করছে। ম্যানেজার ব্যাটাকে জড়িয়ে ধরতে ইচ্ছা করছে। এত আনন্দ হচ্ছে যে, ইচ্ছা করছে চিৎকার করে সারা ঢাকা শহরের মানুষকে জানাই- আমার চাকরি হয়েছে! আমার চাকরি হয়েছে!! কিন্তু আমার আনন্দ মুহূর্তের মধ্যে মিলিয়ে গেল। ম্যানেজার সাহেব বললেন, এই চাকরির জন্য তাকে পঞ্চাশ হাজার টাকা দিতে হবে। অথচ আমার পকেটে আছে মাত্র পঁচিশ টাকা। বাসায় ফিরে যাওয়ার বাস ভাড়া। মুহূর্তের মধ্যে আমার চোখে পানি এসে পড়লো।
আমি বললাম, স্যার আমার কাছে টাকা নেই।
ম্যানেজার সাহেব বললেন- আমার হাতে অন্য ক্যান্ডিডেট আছে।
আমি বললাম, স্যার আমি চাকরি পেয়ে প্রতি মাসে মাসে আপনাকে দশ হাজার করে দিয়ে দিব।
কিন্তু ম্যানেজার আমার কথাই শুনলেন না।

মন্তব্য ৬৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (৬৮) মন্তব্য লিখুন

১| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৫৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
হায়রে অভাগা দেশ
তুই মানুষের মূল্য বুঝলিনা।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:১৮

রাজীব নুর বলেছেন: হুম ঠিক বলেছেন নূরু ভাই।

২| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:০৩

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ভূমিকম্প-সুনামিতে ইন্দোনেশিয়ায় নিহত অন্তত ৪০০

২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:১৯

রাজীব নুর বলেছেন: নিহতের সংখ্যা আরও বাড়বে।

৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:০৮

ঢাবিয়ান বলেছেন: উচ্চ পদস্থ সব চেয়ার অপদার্থ লোকজনের দখলে

২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:১৯

রাজীব নুর বলেছেন: ১০০% সত্য কথা।

৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:০৯

সনেট কবি বলেছেন: গল্প ভাল। তবে কিছুটা অগোছালো মনে হয়েছে।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:১৯

রাজীব নুর বলেছেন: চাচাজ্বী এটা গল্প নয়। বাস্তব লেখা।

৫| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:১০

ঢাবিয়ান বলেছেন: পাঠকের প্রতিক্রিয়া, অপ্রাসঙ্গিক কমেন্ট এর প্রতিযোগিতায় নামলেন নাকি ব্লগার চাঁদ্গাজির সঙ্গে ? =p~

২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:২০

রাজীব নুর বলেছেন: চাঁদগাজী আমার ওস্তাদ।

৬| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:১৫

আরোগ্য বলেছেন: স্রাঞ্জি ভাই র মত পানের দোকান দিতে হবে।আমার আজকের পোস্টটি পড়ার জন্য আমন্ত্রণ করলাম।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:২০

রাজীব নুর বলেছেন: অবশ্যই পড়বো।

৭| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:১৭

তারেক ফাহিম বলেছেন: গল্প ভালো হয়েছে।

বেকারত্বের বাস্তবতা ফুটে উঠেছে।

আপনার লিখা অনেকটা পরিবর্তন আসছে দেখি।

আজকের পোষ্টটি আমার অনেক ভালোলাগছে।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:২১

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ ভাই।

৮| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:২১

রাকু হাসান বলেছেন: হাফ প্যান্ট পরে ইন্টারভিউ নিচ্ছে :||
শাহেদের জন্য শুভকামনা । বুঝাই যাচ্ছে শাহেদ চরিত্রটি আপনার প্রিয় ।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৫৬

রাজীব নুর বলেছেন: অবশ্যই।
প্রতিদিন খুব কাছ থেকে দেখি তো।

৯| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:২৬

বিদ্যুৎ বলেছেন: খুব ভাল,চমৎকার লাগল কিন্তু আর কত চাকুরী আর বেকারদের নিয়ে!
আশাকরি এরপর ব্যবসায়ীদের নিয়ে হবে। ব্যবসাতেই বরকত বেশি।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৫৭

রাজীব নুর বলেছেন: ব্যবসা করতে টাকা লাগে।
সবার টাকা থাকে না।

১০| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৩০

তানভীর আহমেদ শৈশব বলেছেন: ভাই আপনাকে ক্রেডিট দিয়ে ফেসবুকে পোস্‌ট দিই?

২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৫৮

রাজীব নুর বলেছেন: যা মন চায় করেন।
আমার কোনো সমস্যা নাই।

১১| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৫৭

রূপক বিধৌত সাধু বলেছেন: মাসখানেক আগে এক জায়গায় ইন্টারভিউ দিয়ে এলাম। ভেবেছিলাম ডাকবে, পরে আর ডাকে নি। কপাল খারাপ!

২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৫৯

রাজীব নুর বলেছেন: ওরা ডাকে না।
যাকে ডাকবে সেটা আগে থেকেই ঠিক হয়ে থাকে।

১২| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৫৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: বাস্তব চিত্র...

২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৫৯

রাজীব নুর বলেছেন: জ্বী বাস্তব।
একেবারে বাস্তব।

১৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:০৫

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: সব গুজব। আমরা উচ্চ ধনী দেশ। আমাদের দেশে পেট মোটা ধনিদের সংখ্যা দিন দিন বাড়ছে। তা আমেরিকার চাইতেও বেশি

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:০০

রাজীব নুর বলেছেন: হা হা হা ----

১৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৩৪

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: বাংলাদেশে কোন বেকার নাই। সবাই ইন্টারভিউয়ের নাম করে ঘুরাঘুরি করতে যায়। ছাত্র-ছাত্রীদের লেখাপড়া শেষ করে চাকুরির জন্য চিন্তা করতে হয়না। সরকার এবং নিয়োগদাতা প্রতিষ্ঠান নিজেরাই ক্যান্ডিডেট পাওয়ার জন্য হুমড়ি খেয়ে পড়ে। ইউরোপের বিভিন্ন দেশ বাংলাদেশে মানব সম্পদ রপ্তানি করার জন্য আগ্রহ প্রকাশ করেছে।

যারা চাকুরী নাই নাই, ইন্টারভিউ দিয়ে চাকুরী হয়নি কিংবা ঘুষ খাওয়ার কথা ছড়াচ্ছে তারা সরকারের বদনাম করছে।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:০১

রাজীব নুর বলেছেন: ওরা বাস্তবে নাই। ওদের চোখে রঙ্গিন চশমা।

১৫| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৪২

বলেছেন: শাহেদের মাঝে আপনার ছায়া খুঁজে বেড়ান।
শাহেদ রা যদি দমে না যায় তবে একদিন সাফল্য আসবেক -----

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:০১

রাজীব নুর বলেছেন: সহজ সরল সত্য কথা হলো- শাহেদের আসলে কোনো দিনও কিছু হয় না।

১৬| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৫৬

সাইন বোর্ড বলেছেন: গল্পের নায়ক বাস্তবতার মুখোমুখি, কিছুতেই তার চাকুরি হচ্ছেনা, খুক কষ্টের কথা ! কিন্ত গল্পে দেখা যাচ্ছে শাহেদকে অালাদা একটা ক্যারেক্টার হিসেবে দাঁড় করাতে গিয়েও লেখক নিজেই কখনো কখনো শাহেদ হয়ে যাচ্ছে । এখানে পাঠক বিভ্রান্ত হওয়ার যথেষ্ট সুযোগ অাছে । লেখকের উচিৎ, শাহেদকে তার মত করে বলতে দেওয়া ।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:০২

রাজীব নুর বলেছেন: গ্রেট,
আপনি আসল পয়েন্ট ধরেছেন।

এরপর শাহেদ তার মতো করে বলবে।

১৭| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:২৩

কলাবাগান১ বলেছেন: আজ ভাত খেয়েছি মুলা দিয়ে ,,,,,,..খুব স্বাদ ছিল

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:০৩

রাজীব নুর বলেছেন: এই সময় মুলা কই পেলেন?

১৮| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৪৭

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: @ ঢাবিয়ান
দোস্ত, গুজব ছড়াও ক্যান? আমি কি তেলাপোকা???:P




মন্তব্যটা ইচ্ছে করেই দিয়েছি। dw.com থেকে।
রাজিব নুরের স্টাইলে। তবে পোস্টটা পড়েছি।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:০৪

রাজীব নুর বলেছেন: আমি বুঝতে পেরেছি। ঢাবিয়ান ভাই বুঝতে পারেন নি।

১৯| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৪৪

ফারিহা হোসেন প্রভা বলেছেন: ইশ বেচারা শাহেদ! শাহেদের জন্য দোয়া ও ভালোবাসা রইলো। তবে স্যার শাহেদ চরিত্রটি কি বাস্তব নাকি কল্পনা?

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:২৮

রাজীব নুর বলেছেন: বাস্তব। রক্ত মাংসের মানুষ।

২০| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:৪৫

কলাবাগান১ বলেছেন: আজ অনেক গরম পড়েছে.......ঘেমে একাকার....

আপনাকে ফলো করার চেস্টা করছি

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:২৯

রাজীব নুর বলেছেন: গ্রেট।

২১| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:০৮

পদাতিক চৌধুরি বলেছেন: গতদিনও শাহেদকে নিয়ে ভায়ের এরকম একটি পোস্ট পড়েছি। আজ আবার সেরকম চাকরীর সন্ধানে ইন্টারভিউ এর দৃশ্য । এগুলি যদি শুধু গল্প হয় তাহলে ঠিক আছে। অন্যথায় বেদনাহত হলাম।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৩০

রাজীব নুর বলেছেন: না গল্প নয়। বাস্তব।

২২| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:০৮

বিদেশে কামলা খাটি বলেছেন:
মিস্টার শাহেদকে বলুন, চাকরি খোঁজা বাদ দিয়ে আরিয়াল বিলে চাষবাস করতে আর মাছ ধরতে।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৩১

রাজীব নুর বলেছেন: ওরে বাবা তাও সম্ভব না।
পুরোনো যারা আছে তারা নতুনদের তাড়িয়ে দিবে।

২৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:০৮

রক বেনন বলেছেন: বেকার থাকা দুঃখের বিষয়। তবে চাকরি হারিয়ে বেকার থাকা ততোধিক দুঃখের বিষয়।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৩২

রাজীব নুর বলেছেন: জ্বী হ্যা।

২৪| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:০০

নয়ন বিন বাহার বলেছেন: একদিন সব ঠিক হয়ে যাবে, এটা পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যা।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৩১

রাজীব নুর বলেছেন: ঠিক বলেছেন।

২৫| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:২৮

কাওসার চৌধুরী বলেছেন: পড়ে কষ্ট পেলাম রাজীব ভাই।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:২৯

রাজীব নুর বলেছেন: বাস্তব বড় কষ্টের ভাই।

২৬| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৪১

বাকপ্রবাস বলেছেন: চাকরীটা আমি পেয়ে গেছি বেল শুনছ
এখন আর কেউ আটকাতে পারবেনা
সমন্দটা এবার তুমি ভেস্তে দিতে পারো
মাকে বলে দাও বিয়ে তুমি করছনা
..................২৪৪১১৩৯

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৫০

রাজীব নুর বলেছেন: হা হা হা ----

২৭| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৩৮

স্রোত . . . . . বলেছেন: খুবই দুঃখজনক ঘটনা। শাহেদ ভাইয়ের জন্য শুভকামনা । দোয়া করি- তিনি যেন দ্রুত চাকরী পান।
নুর ভাই, দুঃখিত -একটু অন্য বিষয়ে। আমি একজন নতুন ব্লগার। নিচের অভিযোগটা ব্লগ কর্তৃপক্ষের কাছে কোনভাবেই পৌছাতে পাচ্ছিনা, পেজ এর ‘সহযোগিতা’ অপশনে গিয়ে পোস্ট দিলেও যাচ্ছে না। আপনার মত অভিজ্ঞ ব্লগার একটু পরামর্শ দিলে অবশ্যই উপকৃত হতাম।
অভিযোগঃ
“প্রথম পাতায় লেখার সুযোগ দেবার আগে ৩ দিন পর্যবেক্ষনে রাখা নিয়ম। অথচ- ৭ মাস পেরিয়ে গেলেও আমার কোন লেখাই প্রকাশিত হয় নাই, যা আমাকে খুবই হতাশ করছে। এ বিষয়ে ব্লগ কর্তৃপক্ষের সদয় দৃষ্টি আকর্ষন ও পরামর্শ আশা করছি। ধন্যবাদ।”

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৫২

রাজীব নুর বলেছেন: অন্যের পোষ্ট পড়েন এবং সুন্দর প্রানবন্ত মন্তব্য করেন। মন্তব্য করে যান।

২৮| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৫৬

মো: তৌহিদ ইসলাম আবির বলেছেন: G4S এ কিছু দিন আগে নিরাপত্তা কর্মী পদে নিয়োগ হয়েছিল এবং পদ সংখ‌্যা ছিল ৫০ জন। শিক্ষাগত যোগ‌্যতা ছিল এস, এস, সি বা সমমান ইংরেজীতে ভাল। বেতন ছিল ২৫০০০ এবং কর্ম এলাকা ছিল বিভিন্ন দূতাবাস। সেখানে প্রতিদিন পরীক্ষা দিয়েছিল সর্বনিন্ম ১৫০০ থেকে সর্বোচ্চ ২৫০০ জন। পরীক্ষা হয়েছিল ৫ দিন।
তাই বলা যায় আমাদের দেশে কোন বেকার নাই সব গুজব।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৫৩

রাজীব নুর বলেছেন: হুম, সব গুজব।

২৯| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:২১

পদ্মপুকুর বলেছেন: আপনার কি হয়েছে? কোনো কারণে কি মন খারাপ?

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৫৩

রাজীব নুর বলেছেন: না না। আমি ঠিক আছি।
বেশ ভালো আছি।

৩০| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:২৫

হাসান জাকির ৭১৭১ বলেছেন: রাজীব ভাই, ওষুধ কোম্পানীর ম্যানেজার ৫০ হাজার টাকা কেন চাইল?
বিষয়টা আরেকটু ক্লিয়ার করলে ভাল হত, নইলে বিভ্রান্ত হবার সুযোগ থেকে যায়!!

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৫৪

রাজীব নুর বলেছেন: ঘুষ।

৩১| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫১

সৈয়দ ইসলাম বলেছেন:
সাহেদের সর্বশেষ পরিণতি জানলে বুঝা যেত আপনি কেমন আছেন!

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৫৪

রাজীব নুর বলেছেন: আছি, ভালো আছি।

৩২| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:১০

এস এম ইসমাঈল বলেছেন: শাহেদদের এত কষট আর ভাল লাগে না। আমি এখন কোন পোষটে থাকলে খুব ভাল হত/ একটা চাকরি দিয়ে দিতাম।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৫০

রাজীব নুর বলেছেন: তাহলে ভালোই হতো।

৩৩| ০১ লা অক্টোবর, ২০১৮ রাত ২:৩০

সূর্যালোক । বলেছেন: বাস্তবতার কাছে পৃথিবীটা বড় অসহায়ত্ব দেখায় । চারপাশের মানুষগুলো একটু মানবিক হলেই পৃথিবীটা সুন্দর হতো ।
একটি গল্প লেখার চেষ্টা করলাম ভাইয়া ।

০১ লা অক্টোবর, ২০১৮ সকাল ৯:১০

রাজীব নুর বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

৩৪| ০১ লা অক্টোবর, ২০১৮ সকাল ৮:৩১

মাহমুদুর রহমান বলেছেন: শেষ পার্টটা পড়ে মনটা খারাপ হয়ে গেল।
এদেশে চাকরি করতে টাকা,আর যোগ্যতা দুটোই লাগে।

মহা পৃথিবীতে,
আমাদের চেয়ে
এতো কষ্টে আর কে আছে ভাই?
যোগ্যতা মেধা উভয় থাকিতে
মামা-খালুর অভাবে
প্রতিদিন চলে চাকরির তরে লড়াই।

০১ লা অক্টোবর, ২০১৮ সকাল ৯:১১

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ রহমান ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.