নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

ইন্সটাগ্রাম

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৫৯



দুপুর দুইটা।
চারিদিকে ঝলমলে কড়া রোদ। শাহেদ রমনা পার্কে বসে আছে। রমনা পার্কটা তার সব সময় ভালো লাগে। সকাল, দুপুর আর বিকেল, এই তিন সময়েই রমনা পার্ক বেশ উপভোগ্য। এখন শাহেদ আরাম করে বসে ইন্সটাগ্রামে সুন্দরী মেয়েদের ছবি দেখবে। প্রতিদিন ৩০০ মিলিয়নেরও বেশি মানুষ ইন্সটাগ্রাম ব্যবহার করে। লাখ লাখ ছবি। শাহেদ প্রতিদিন বেছে বেছে সুন্দরী নারীদের ফলো, লাইক, কমেন্ট দেয়। অবশ্য এটা তার স্ত্রী নীলা জানে না। জানলে খবর আছে। রমনা পার্কে ঢোকার আগে শাহেদ ফুটপাতের দোকান থেকে রুটি আর ডাল খেয়ে এসেছে পেট ভরে। রুটির বিশাল সাইজ। বাসার বানানো পাঁচটা রুটির সমান ওদের একটা রুটি। শাহেদ একটা রুটি খেয়েছে অনেক কষ্টে। তার পাশে বসা এক রিকশাওয়ালা এই বিশাল আটার রুটি পাঁচটা খেয়ে নিল! এর মধ্যে ডাল শেষ হয়ে যাওয়াতে একটা শুকনো রুটি চিবিয়ে পানি দিয়ে খেয়ে নিল।

শাহেদ মুগ্ধ হয়ে মোবাইলের স্কীনের দিকে তাকিয়ে আছে।
ইন্সটাগ্রামে পৃথিবীর সব দেশের মেয়েদের সে ফলো দিয়ে রেখেছে। দারুন সব রুপসী মেয়ে। সে মনে মনে বলতে বাধ্য হলো, আসলেই কিছু কিছু মেয়ে অত্যাধিক সুন্দর। এতটা সুন্দর না হলেও চলতো। মেয়ে গুলোকে দেখা মাত্র বুকের মধ্যে যেন কেমন করে ওঠে! বুকের মধ্যে কেমন একটা হাহাকার বোধ জাগে। কত রকম পোজ দিয়ে যে ছবি তুলেছে তার ইয়ত্তা নেই। কিছু কিছু ছবি গায়ে কাপন ধরিয়ে দেয় যেন। কি সুন্দর ঠোঁট, কি সুন্দর শরীর, কি সুন্দর হাসি! কি সুন্দর ভরাট বক্ষ! শাহেদ এত এত সুন্দর মেয়ে দেখে মুগ্ধ! অনেক গুলো ভিডিও দেখলো। ভিডিও গুলো দেখে শাহেদের সারা শরীর শির শির করে উঠলো যেন! মধ্য দুপুরে মনের মধ্যে অন্যরকম অন্যায় ইচ্ছা ঢু মারে। শাহেদ একটা স্টার সিগারেট ধরালো। টাকা না থাকায় আজকাল সে বেনসনের বদলে স্টার সিগারেট খাচ্ছে। মুখ ভরতি ধোয়া ছেড়ে গাছের ছায়ায় বেঞ্চে বসে নানান রকম কথা ভাবতে তার বেশ লাগে।

সিগারেট শেষ করে শাহেদ বেঞ্চে মাথা রাখলো আর সাথে সাথে ঘুমিয়ে পড়লো।
গভীর ঘুম। ঘুমের মধ্যে সে স্বপ্নে দেখল- সে আমস্টারডাম শহরের এক চমৎকার বাগানে বসে আছে। বাগানে হাজার রকমের ফুল। চারিদিকে সুন্দর সৌরভ। তারা পরনে রাজা বাদশাদের মতোন পোশাক। যেন সে মধ্যপ্রাচ্যের সম্রাট। তাকে ঘিরে আছে অন্তত দশ জন সুন্দরী নারী। দশ জন নারী এতই সুন্দর যে তাদের দেখলে বেহেশতের হুর বলে মনে হচ্ছে। তারা সবাই চায় শাহেদ তাদের কিছুক্ষন সঙ্গ দিক। শাহেদের সঙ্গ পেলে তাদের জীবন ধন্য হয়। দশ জনকে তো আর এক সঙ্গে সময় দেওয়া যায় না। কিন্তু শাহেদ কাকে বেছে নিবে? সবাই সুন্দর! মনোমুগ্ধকর সুন্দর। শাহেদ বলল, তোমরা সবাই খুব সুন্দরী। তোমাদের দেখে আমি মুগ্ধ! একজন একজন করে তোমাদের সবার সাথে থাকতে পারলে খুব আনন্দ পেতাম। আজ আমার হাতে সময় খুব কম। তবে আমি একটা প্রশ্ন করবো, যে আমার প্রশ্নের উত্তর দিতে পারবে তাকে নিয়েই আজ আমি সময় কাটাবো। প্রশ্নটা হলো- ডিমের কুসুমটা সাদা, নাকি ডিমগুলোর কুসুমটা সাদা?

পার্কের বেঞ্চে খুব সুন্দর ঘুম হলো শাহেদের।
দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে। পার্কে লোকজনের সংখ্যা বাড়ছে। বিকেলে অনেক লোক পার্কে আসে। চারিদিকে সুন্দর পরিবেশ। এরকম পরিবেশে এক কাপ চা হলে বেশ লাগে। শাহেদ এক চা-ওয়ালার কাছ থেকে এক কাপ চা নিল। খুবই ফালতু চা। চায়ে চুমুক দিয়ে শাহেদের মেজাজ খারাপ হয়ে গেল। তবুও সে হাসিমুখে চা শেষ করলো। চা-ওয়ালাকে কিছুই বলল না। শাহেদ মনে করে চা অনেক বড় ব্যাপার। চা-কে তুচ্ছ তাচ্ছিল করা ঠিক না। চা ভালো বানায় তার বউ নীলা। যেদিন নীলার সাথে প্রথম দেখা হয়। শাহেদ বলেছিল- এই মেয়ে তুমি সুন্দর চা বানাতে পারো তো? নীলা আত্মবিশ্বাসের সাথে বলেছিল, শুধু চা না আমি সব খাবার'ই ভালো বানাতে পারি। আসলেই নীলার হাতের রান্না বেশ ভালো। প্রতিটা খাবার খুব স্বাদ হয়। নতুন নতুন খাবার বুদ্ধি করে তৈরি করে। সেদিন রান্না করলো কলমি শাক দিয়ে ইলিশ মাছ। দুর্দান্ত হয়েছে।

নীলা গিয়েছে তার বাপের বাড়ি। দশদিন পর ফিরবে।
শাহেদ পুরোপুরি স্বাধীন। স্বাধীনতা সে খুব উপভোগ করছে। সারাদিন সে এখানে সেখানে ঘুরে বেড়ায়। রাতে বাসায় ফিরে। তার বউ ফোনে খোজ খবর নেয়, সে সত্য মিথ্যা কিছু একটা বলে দেয়। নীলা খুব সহজ সরল। শাহেদ যা বলে তাই'ই বিশ্বাস করে। নীলার সরলতা তার খুব ভালো লাগে। কোনো প্যাচগ্যাচ নেই। সরলতা তো দুনিয়া থেকে উঠেই গেছে। সব মানুষের মধ্যে নানান রকম প্যাঁচগ্যাচ। রাতে ঘুমানোর আগে নীলা শাহেদকে ফোন দেয়। শাহেদ নীলাকে কবিতা আবৃত্তি করে শোনায়- ''নিখুঁত সুন্দর তোমায় বানিয়েছে ভগবান। মনে হয় জীবন ভরে দেখি সারাক্ষণ। হৃদয়ের মধুর নীরব বচন করেছে রঙিন। তাই বুঝি নিজেকে লাগছে স্বাধীন। অম্বর থেকে আগত তুমি এক পরী। মন চায় একবার হৃদয় করতে চুরি। এত সুন্দর বদন, ঠিক পুষ্পের মতোন। কোনো জাগতিক সুন্দর হতে পারে না এমন। কোকিলের ন্যায় কন্ঠ দিয়ে তুমি কহ কথা। শুনে মম হৃদয়ের মুছে যায় ...''
কবিতা শুনতে শুনতে নীলা ঘুমিয়ে পড়ে। শাহেদের ঘুম আসে না। শাহেদ জেগে থাকে।

মন্তব্য ৩৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:১০

আরোগ্য বলেছেন: শাহেদের সুপ্ত বাসনা গুলি পূরণ করার জন্য শীঘ্রই তাকে স্বর্গে পাঠাতে হবে।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৬

রাজীব নুর বলেছেন: শিবির যেমন জামায়াতে ইসলামীর সামরিক শাখা, সিপিবিকে মনে হয় আওয়ামী লীগের সাংস্কৃতিক শাখা।

২| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:১৫

বাকপ্রবাস বলেছেন: ছবিটাই গোলমাল করে দিল, ছবি ছাড়া হলে আরো ভাল লাগত।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৭

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:১৮

কথার ফুলঝুরি! বলেছেন: ভাইয়া আমিও ইন্সটাগ্রামে ছবি দেখে টাইম পাস করি । আমার পছন্দের সেলিব্রেটিদের রঙ্গিন আর সুন্দর সুন্দর ছবি দেখতে খুব ভালো লাগে । তবে শাহেদ যেমন মেয়েদের ছবি দেখে আমি কিন্তু ছেলেদের দেখিনা । সব মেয়ে সেলিব্রেটি :P

আসলেই সরলতা দুনিয়া থেকে উঠে গিয়েছে । কিন্তু এখনকার দিনে মেয়েদের বেশী সরল হতে নেই । তাহলে ধোঁকা খাওয়ার ভয় থাকে ।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৭

রাজীব নুর বলেছেন: যার একজন ভালো দোস্ত আছে, তার কোনো আয়না প্রয়োজন নেই।
.
— জালালুদ্দিন রুমি

৪| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:১৮

নীল আকাশ বলেছেন: ১। যার ছবি দিয়েছেন তার কাছ থেকে পারমিশন নিয়েছেন? অ্যাড্রেস টা আছে? ;)
২। এরকম ছবি দিয়ে তো ভাই কঠিন বিপদে ফেললেন? লেখা পড়ব না ছবি দেখবো? মেয়েটা যা সুন্দর! :`>
৩। এই সব ছবি দেখলে শাহেদ না আমার মতো সবারই খবর আছে! :P
৪। বিয়ের পর স্বাধীন জীবনের চেয়ে মধুর আর কি হতে পারে! ;)
৫। নির্ঘাত কবিতা টা আপনার, যদি হয়, দারুন লিখেছেন! :-B

ভালো থাকবেন! সব সময়।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৮

রাজীব নুর বলেছেন: দূর কোন পরবাসে
তুমি চলে যাইবারে
বন্ধুরে
কবে আইবারে..

৫| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৪৩

ওমেরা বলেছেন: সহজ সরল মানুষকে যারা ধোঁকা দেয় তাদের জীবনে কষ্ট আসবে, তাই সাবধান।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৯

রাজীব নুর বলেছেন: পৃথিবীতে এমন একটি সাপ ছিল যে,প্রতি ০.৫সেকেন্ডে একটু একটু করে বড় হতো।তার মুখ যদি তার শরীরের
কোনো অংশ স্পর্শ করত তবে সে সাথে সাথে মারা যেত।এটিই ছিল একমাত্র সাপ
যে কিনা নিজের বিষে নিজেই মারা যেত...
আর এই সাপ পাওয়া যেত -
.
.
. .
.
.
.
.
.শুধুমাত্র "Nokia মডেলের মোবাইলের
Snake game এ।

৬| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৪৪

ভুয়া মফিজ বলেছেন: বেকার শাহেদ তো দেখি আস্তে আস্তে পারভার্টেড হয়ে যাচ্ছে! সমস্যা মনে হচ্ছে বিশাল।
ওর একটা সিভি পাঠিয়ে দিন, দেখি কোন ব্যবস্থা করতে পারি কিনা। ;)

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৫০

রাজীব নুর বলেছেন: জীবনে কিছু পরাজয়ের গল্পও জমুক না!!
আরো আরো তৃষ্ণা এসে গলায় জমে থাকুক।

৭| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:০৬

সনেট কবি বলেছেন: আমি ইন্সটাগ্রামে নেই।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৫১

রাজীব নুর বলেছেন: বনে বাঘের ছায়া কী ভয়াল
নাকি বাঘরূপে তুমিই দয়াল?

৮| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:১৬

হাসান রাজু বলেছেন: ইন্সটাগ্রামে আর কি কি সুবিধা আছে ? ভালো মনে হলে আমি ও ব্যাবহার করব।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৫২

রাজীব নুর বলেছেন: ইন্টেলেকচুয়ালগন একে অন্যকে সইবার পারেন না। নিজে বাদে সবাইকেই ভণ্ড ভাবেন।

৯| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৪

পদাতিক চৌধুরি বলেছেন: শাহেদের এই অসহায় মুহূর্ত আমাকে যে ভীষণ পীড়া দিচ্ছে। মানসিকভাবে আমিও বিষন্নতায় ভুগছি।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৫২

রাজীব নুর বলেছেন: এক প্রান্ত থেকে অন‌্য প্রান্তে বৃক্ষগুলো নিজেরাই নিজেদের
দোলায়, মোচড়ায়, ঝাঁকায়!
আজ তারা কিছু বলার জন‌্য উদগ্রীব।

১০| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৫০

হাসান জাকির ৭১৭১ বলেছেন: প্রশ্নের সঠিক উত্তরটা কি?
কোন সুন্দরী কি দিতে পেরেছিল??

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৩

রাজীব নুর বলেছেন: যদি প্রতিদিন পেঁপে পাতার চা খাওয়া শুরু করেন; লাং ক্যান্সার, ডায়বেটিস, ব্লাড প্রেসার, হার্ট ডিজিজ, ডেঙ্গু এবং ফ্যাটি লিভারের মতো অনেকগুলা সিরিয়াস অসুখ আপনার থেকে পালায়া যাবে এবং খাওয়া কন্টিনিউ করলে আর কোনোদিন আসবে না।

১১| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:১৪

হাসান রাজু বলেছেন: ভাই রাজীব নুর, কোন কারনে কি আজ মন খারাপ ?

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৪৮

রাজীব নুর বলেছেন: জ্বী, মন খারাপ। প্রচন্ড মন খারাপ।

১২| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:২৩

সাাজ্জাাদ বলেছেন: ডিমের কুসুম কিন্তু সাদা না, হলুদ।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৪৮

রাজীব নুর বলেছেন: জ্বী।

১৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৬

নীল আকাশ বলেছেন: রাজীব ভাই আজকে চাদগাজী ষ্টাইল প্রতি-মন্তব্য দিচ্ছেন। মুড মনে হয় ভালো না। অ্যাড্রেস টাও দিলো না! :(

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৪৯

রাজীব নুর বলেছেন: কিসের এড্রেস?

১৪| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৪৮

হাসান রাজু বলেছেন: আপনি বড়ই দুঃখ বিলাসী। প্রায়ই আপনার মন খারাপ থাকে। :``>>

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:১০

রাজীব নুর বলেছেন: তা ঠিক।

১৫| ০১ লা অক্টোবর, ২০১৮ সকাল ৭:২৮

মাহমুদুর রহমান বলেছেন: ডিমের কুসুমটা সাদা, নাকি ডিমগুলোর কুসুমটা সাদা?

প্রশ্নটাই ভুল।

০১ লা অক্টোবর, ২০১৮ সকাল ৯:১০

রাজীব নুর বলেছেন: জ্বী, প্রশ্নটাই ভুল ছিল।

১৬| ০১ লা অক্টোবর, ২০১৮ রাত ৯:০৩

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: পার্কে বাদাম ওয়ালা নেই

০১ লা অক্টোবর, ২০১৮ রাত ৯:৫৭

রাজীব নুর বলেছেন: আছে।
বাদাম খেতে ইচ্ছা করে নাই।

১৭| ০১ লা অক্টোবর, ২০১৮ রাত ১১:২৭

কাতিআশা বলেছেন: প্রতিটা কমেন্টে আপনার উত্তরে হাসি পেয়ে যাচ্ছে..ডাক্তার দেখান তাড়াতাড়ি!

০২ রা অক্টোবর, ২০১৮ দুপুর ১২:১২

রাজীব নুর বলেছেন: ডাক্তার দেখাতে গেলে অনেক খরচ।
ভিজিট ছাড়াও ওষুধ আছে। এছাড়া নানান টেস্ট দিবে।

১৮| ০২ রা অক্টোবর, ২০১৮ দুপুর ২:৫৬

দুর্লভ মশিউর বলেছেন: সহজ সুন্দর

০২ রা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৯

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.