নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

জীবনযাপন

০২ রা অক্টোবর, ২০১৮ রাত ৯:৪৮



শাহেদ বাস থেকে বনানী ব্রিজের কাছে নামলো।
তার নামার কথা ছিল কাকলী। কিন্তু বাসের কন্টাকটর এখানেই নামিয়ে দিল। কাকলী বাস থামলে নাকি ট্রাফিক পুলিশ জরিমানা করবে। খুব দূরের পথ নয় হেঁটে গেলে হয়তো তিন চার মিনিট লাগবে। শাহেদ হাটা শুরু করলো। ঠিক তখন এক লোক এসে ফিসফিস করে বলল, ভাই ভালো 'মাল' আছে। কিছুক্ষন উপভোগ করে যান। শাহেদ প্রথমে বুঝতে পারেনি, তাই বলল কি বললেন? লোকটি গর্ব করার মতোন করে বলল, কলেজ ইউনিভার্সটির মেয়ে আছে। শাহেদ বলল, কত টাকা লাগবে? এই কথা শুনে দালাল খুব খুশি হলো। শাহেদের হাত ধরে রাস্তার পাশের চায়ের দোকানে নিয়ে গেল। দু'কাপ চায়ের অর্ডার দিল।

লোকটির নাম দুলাল। তিনি একজন দালাল। নিচ থেকে এভাবে লোক ধরে উপরে নিয়ে আসে। বিনিময়ে সে জনপতি পঞ্চাশ টাকা পায়। দশ জন পেয়ে গেলে সে পায় পাঁচ শ' টাকা। প্রতিদিন কমপক্ষে সে ত্রিশ জন লোক অনায়াসে সংগ্রহ করতে পারে। তাছাড়া তার পরিচির লোকের সংখ্যা অনেক। ফোনে ফোনে অনেককে যোগাড় করে ফেলে। এ লাইনে সে দশ বছর ধরে আছে। দুলাল শাহেদকে তিন তলায় নিয়ে গেল। শাহেদ দেখল কম করে হলেও ত্রিশ জন বিভিন্ন বয়সী মেয়ে একটা ঘরে। তারা সবাই সেজে গুজে আছে। সবাইকেই দেখতে সুন্দর লাগছে। দুলাল শাহেদকে বলল, বেছে নিন। শাহেদ অবাক চোখে মেয়েদের দিকে তাকিয়ে আছে। কাকে ডাকবে সে? সবাই'ই তো সুন্দর। দুলাল চারজন মেয়েকে ডেকে এনে বলল, বেছে নেন ভাই। এরা সবাই নতুন। জিমিস একদম পাক্কা।

৩০৯ নম্বর রুমে শাহেদ চামেলি নামে একটা মেয়ে নিয়ে ঢুকলো। মেয়েটা বেশ সুন্দর। বড় বড় টানা চোখ, চোখে মোটা করে কাজল দিয়েছে। কপালে টিপ, দুই হাত ভরতি কাঁচের চুড়ি। মাথা ভরতি সুন্দর চুল। শাহেদ মুগ্ধ চোখে তাকিয়ে আছে। মেয়েটি খুব সুন্দর করে বিছানায় বসলো। এত সুন্দর করে যে বিছানায় বসা যায় চামেলিকে না দেখলে জানতো না।
শাহেদ আগে কখনও এরকম জাগায় আসেনি। তবে এদের সম্পর্কে অনেক শুনেছে, বই আর পত্রপত্রিকায় অনেক পড়েছে। হুট করে সে এখানে কেন এলো, সে নিজেও জানে। এখন বাজে সাড়ে এগারটা। সাড়ে বারোটায় নাভানা গ্রুপে তার একটা ইন্টারভিউ আছে। যদিও সে ভালো করেই জানে ইন্টারভিউ দিয়ে কোনো লাভ হবে না। এবং সে মনে মনে ধরেই নিয়েছে বাকি জীবটা সে বেকার কাটিয়ে দিবে।

চামেলি বলল, আসেন কাছে আসেন। খুব করে আদর করে দেই। যেন আমার কাছে আপনাকে প্রতি সপ্তাহে আসতে হয়। হি হি হি। ঘরে বউ থাকলেও বউ ভালো লাগবে না। ঘুরে ফিরে আমার কাছেই আসতে হবে। আমি যাদু জানি, এই বলেই সে শাড়ির আঁচল ফেলে দিল। চমৎকার ভরাট বক্ষ। শাহেদ অবাক চোখে তাকিয়ে আছে। তার ইচ্ছা করছে ছুঁয়ে দেখতে। ঠোট রাখতে। মুখ ঘষতে। চামেলি উঠে এসে শাহেদের গলা জড়িয়ে ধরলো। চুমু দিচ্ছে, তো দিচ্ছে না। ধীরে ধীরে শাহেদ অন্য দুনিয়ায় চলে যাচ্ছে। আজকের এই পরিস্থির জন্য শাহেদ মোটেও প্রস্তুত ছিল না। শাহেদের পুরো শরীর যেন অবশ হয়ে যাচ্ছে। সে চামেলিকে শক্ত করে জড়িয়ে ধরলো। ঠোঁটে ঠোঁট রাখল। চামেলি বেশ এক্সপার্ট। এত সুন্দর করে চুমু নীলাও দিতে পারে না।

নীলার কথা মনে পড়তেই শাহেদের মাথা ঘুরে গেল। তীব্র অপরাধ বোধে ভূগতে শুরু করলো। নিজেকে নিজে বলল, ছিঃ। এতটা অধপতন! তার স্ত্রী নীলা। খুব ভালো সহজ সরল একটা মেয়ে। একদম দীঘির জলের মতো স্বচ্ছ, প্রানবন্ত। তার একটা মেয়ে আছে- দেখতে একদম পরীর মতোন। দিনের শেষে শাহেদ বাসায় ফিরলে স্বচ্ছ আর পবিত্র ভালোবাসা নিয়ে তাকে দুইজন দৌড়ে এসে জড়িয়ে ধরে। এর চাইতে শান্তির পৃথিবীতে আর কি আছে!
চামেলি কখন ব্লাউজ খুলে ফেলেছে শাহেদ লক্ষ করেনি। সে উল্টো দিকে ঘুরে শাহেদকে বলছে ব্রা'র হুক খুলে দিতে। শাহেদ চামেলিকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিল। বল, স্যরি। আমি খুব স্যরি। পকেট থেকে পাচ শ' টাকা বের করে বলল, এই নাও রাখো। মেয়েটি বলল কাজ না করেই টাকা? শাহেদ বলল, রাখো, সমস্যা নাই। শাহেদ চলে যাবার আগে চামেলি জোর করে তার মোবাইল নাম্বার দিয়ে দিল আর শাহেদের না নিয়ে নিল।

মন্তব্য ৪৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৪৭) মন্তব্য লিখুন

১| ০২ রা অক্টোবর, ২০১৮ রাত ১০:০৯

আরোগ্য বলেছেন: অদৃশ্য ছুরি আজ নিলাকে আঘাত করতে শুরু করেছিল কিন্তু ওর আজ সৌভাগ্য।

০২ রা অক্টোবর, ২০১৮ রাত ১১:৩৭

রাজীব নুর বলেছেন: প্রথম মন্তব্যকারী হিসেবে আপনাকে অভিনন্দন।

২| ০২ রা অক্টোবর, ২০১৮ রাত ১০:২৬

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: জলের উপর জলযোগ!! পানি পানি খাইলেন না!!!

০২ রা অক্টোবর, ২০১৮ রাত ১১:৩৮

রাজীব নুর বলেছেন: মানে কি?

০২ রা অক্টোবর, ২০১৮ রাত ১১:৩৮

রাজীব নুর বলেছেন: মানে কি?

৩| ০২ রা অক্টোবর, ২০১৮ রাত ১০:২৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: শাহেদ হিরো বলেই পেরেছে! আপনার মত সাধারণ মানুষ হলে...

০২ রা অক্টোবর, ২০১৮ রাত ১১:৩৯

রাজীব নুর বলেছেন: শাহেদের মনের জোর আছে। আসলে সৎ মানুষ, অসামান্য হয়।

৪| ০২ রা অক্টোবর, ২০১৮ রাত ১০:৫২

সুদীপ কুমার বলেছেন: সুন্দর ছোট গল্প।খুব দ্রুত লিখেছেন মনে হয়।

০২ রা অক্টোবর, ২০১৮ রাত ১১:৩৯

রাজীব নুর বলেছেন: দ্রুত লিখেছেন। তারপরও ৪৫ মিনিট সময় লেগেছে।

৫| ০২ রা অক্টোবর, ২০১৮ রাত ১১:০২

মেহেদী হাসান হাসিব বলেছেন: ভালই লাগল।

০২ রা অক্টোবর, ২০১৮ রাত ১১:৪০

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ হাসিব ভাই।

৬| ০২ রা অক্টোবর, ২০১৮ রাত ১১:১৪

আকতার আর হোসাইন বলেছেন:
ঢাকায় জিবনে একবার গিয়েছিলাম। একজন রোগীকে রক্ত দেয়ার জন্য। আর তখনই এমন ঘটনা আমার সাথে ঘটেছিল।

রাত দেড়াটা দুইটার সময় পিজি হসপিটাল থেকে গুলিস্তানে এসে বাস থেকে নামি। তার পর হাঠতে থামল। ২০ বছরের একটি ছেলে এমন সময় কালোমতো একটা ছেলে বললো, ভিয়াইপি আছে, নরমাল আছে। আমি ভাষা বুঝলাম না। আমাকে যে নিয়ে গেছিল সে জিজ্ঞাসা কর কি..??

ছেলেটি উত্তর দেয়, ভি আই পি ১০০০, নরমাল ৫০০।

নাউজুবিল্লাহহ...

এর আগে, এগুলো কেবল শুনেছিলাম। কিন্তু বিশ্বাস হত না।

আল্লাহ আমাদের সকলকে হেদায়ার দান করুক।

০২ রা অক্টোবর, ২০১৮ রাত ১১:৪১

রাজীব নুর বলেছেন: আল্লাহ যদি হেদায়েত দান করে তাহলে ওদের কি হবে? ওরা না খেয়ে থাকবে।

৭| ০২ রা অক্টোবর, ২০১৮ রাত ১১:৩৭

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: খুব ভালো সহজ সরল একটা মেয়ে।
জীবনের বাস্তবতা,
সব মেয়েই সহজ সরল কিন্ত ভাগ্যর খেলায়
কেউ কেউ এই রাস্তায় চলে এসেছে
যাদের আর পিছন ফেরার রাস্তা নেই ।
......................................................................................................

০২ রা অক্টোবর, ২০১৮ রাত ১১:৪২

রাজীব নুর বলেছেন: এজন্য দায়ী রাষ্ট্র।

৮| ০২ রা অক্টোবর, ২০১৮ রাত ১১:৫৬

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: এজন্য দায়ী রাষ্ট্র
বক্তব্যটা আমাদের দেশের জন্য প্রযোজ্য
যেদেশে এইসব পান্তাভাত বা বলাচলে
পরোক্ষে পর্যটক বা ব্যবসার জন্য রাষ্ট্র উৎসাহ দেয় ???

০৩ রা অক্টোবর, ২০১৮ সকাল ৯:১৭

রাজীব নুর বলেছেন: এই বিষয় নিয়ে আমি আর কথা বলব না।

৯| ০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ১২:২২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব ভালো লাগানো গল্প দিয়েছেন ভাই, লিখেছেন চমৎকার।
বাস্তবিকই তো

০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ৯:২০

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ নাঈম ভাই।

১০| ০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ১:০৭

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির মধ্যে জাতীয় ঐক্য চাই: কাদের

বাংলাদেশে ইন্টারনেট ব্যবহার করে ১৩ শতাংশ মানুষ

০৩ রা অক্টোবর, ২০১৮ সকাল ৯:১৯

রাজীব নুর বলেছেন: আপনি যদি রাইড শেয়ারিংয়ে গাড়ি দেন, তাহলে আপনার কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) থাকতে হবে।

১১| ০৩ রা অক্টোবর, ২০১৮ সকাল ১০:৩৩

আরজু পনি বলেছেন: চামেলীর কাছ থেকে নিজেকে নীলার কথা ভেবে চলে আসা শাহেদকে হিরো বলতে পারছি না। কারণ শাহেদ যখন শুরুতে গেলো তখনই তার মাথায় থাকা উচিত ছিল সে বিবাহিত। তার বউ এমন করলে কেমন লাগতো...

০৩ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৩:০৪

রাজীব নুর বলেছেন: শাহেদ মানসিকভাবে বিধ্বস্ত। তাই গেছে। শেষের দিকে তার হুশ ফিরে এসেছে।

১২| ০৩ রা অক্টোবর, ২০১৮ সকাল ১১:৩৮

আঁধার রাত বলেছেন: ছবিটা ইতোমধ্যে হাজার খানিক কথা বলেছে আমার সাথে। আহবান করছে। কিন্তু আমি তো যেতে পারব না। আফসোস

০৩ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৩:০৫

রাজীব নুর বলেছেন: না যাওয়াই ভালো।

১৩| ০৩ রা অক্টোবর, ২০১৮ সকাল ১১:৪৭

হাসান রাজু বলেছেন: এদের নাম চামেলি হয় না। ফ্লোরা বা ডায়না হতে পারে । চামেলিদের দেহের দাম সস্তা হওয়ার কথা।

০৩ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৩:০৬

রাজীব নুর বলেছেন: ও আচ্ছা।

১৪| ০৩ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৩৬

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: বাস ড্রাইভার, হেল্পার, কন্ট্রাকটরের সাথে দুলালদের যোগ সাজেশন আছে। বাসের স্টাফরা নিয়মিত খদ্দের।

০৩ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৪০

রাজীব নুর বলেছেন: নতুন তথ্য জানলাম।

১৫| ০৩ রা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:২১

তারেক_মাহমুদ বলেছেন: চামেলি ছবির মেয়েটার মত সুন্দর হলে শাহেদের জন্য খুবই কঠিন হতো নিজেকে কন্ট্রোল করা। এজন্য ওপথে চলাচলের সময় সাবধান ।

০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ৯:২২

রাজীব নুর বলেছেন: ও পথে যাওয়া কখনও ঠিক নয়।

১৬| ০৩ রা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৩

তারেক ফাহিম বলেছেন: আল্লাহ সবাইকে হেফাজত করুক।

০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ৯:২২

রাজীব নুর বলেছেন: আমিন।

১৭| ০৩ রা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:০৩

নীলপরি বলেছেন: সমাজের একটা দিক তুলে ধরেছেন ।

০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ৯:২৩

রাজীব নুর বলেছেন: এই দিক খুব রমরমা।

১৮| ০৩ রা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৩

রূপক বিধৌত সাধু বলেছেন: বিকেল অথবা সন্ধ্যায় গাজীপুর চৌরাস্তায় যাওয়ার সময় এরকম দালালদের দেখা মেলে হর-হামেশাই। কখনও যাওয়া হয় নি ভেতরে।

০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ৯:২৪

রাজীব নুর বলেছেন: দয়া করে যাবেনও না।

১৯| ০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ৮:২৩

ভুয়া মফিজ বলেছেন: শাহেদের তো ঐখানে যাওয়াই ঠিক হয় নাই।
ব্যাটা বেকার, পকেটে নাই পয়সা..........গরীবের ঘোড়া রোগ!! X(

০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ৯:২৫

রাজীব নুর বলেছেন: একদম সত্য কথা।

২০| ০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ৮:৪৭

পদাতিক চৌধুরি বলেছেন: বিষয়টি ঠিক আছে। তবে শাহেদ ব্যাটা ধোয়া তুলসী পাতা। পাঁচশো টাকা এমনি এমনি দিয়ে এল অথচ নীলার কথা মনে পড়তেই নৈব নৈব চ। আমি শাহেদের এমন আচরণে বেশ হতাশ। নীলার ভালোবাসা প্রশ্নের মুখে।

তবে আশার যে ভারতে মহামান্য আদালত উপচে পড়া ভালোবাসাকে স্বীকৃতি দিয়েছে। সেদিক দিয়ে শাহেদ অবশ্য কোনও অন্যায় করেনি। ♥♥

শুভকামনা প্রিয় ছোটোভাইকে।

০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ৯:২৪

রাজীব নুর বলেছেন: উফ দাদা। আপনাকে নিয়ে আর পারা যায় না।

২১| ০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ৮:৫৫

টুটুল বলেছেন: জীবন থেকে লেখা। ভালো লাগলো।

আর জীবনের চাহিদা তো আর টাকা পয়সা মানেনা- অকাজের টাকা নাকি ভূতে জোগায়... :P

০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ৯:২১

রাজীব নুর বলেছেন: ধন্যাবাদ মন্তব্য করার জন্য।

২২| ০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ১০:২০

প্রামানিক বলেছেন: জীবন নিয়ে লেখা ভালো লাগল।

০৪ ঠা অক্টোবর, ২০১৮ সকাল ৯:৪৭

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। অনেক ধন্যবাদ।
ভালো থাকবেন।

২৩| ০৫ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:২৫

সনজিত বলেছেন: ঘোরের ঘেরাটোপ

০৫ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:৪৪

রাজীব নুর বলেছেন: বাস্তব।
ঘোর বা মোহ নয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.