নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

শিরোনামহীন

০৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:৩৬



১। ১টা রুম। রুমে ১টা রাজবন্দি আছে। রুমের ২টা দরজা আছে। এক দরজা দিয়ে বের হলে মুক্তি, আরেক দরজা দিয়ে বের হলে মৃত্যু।
কিন্তু বন্দি জানে না কোনটা মুক্তির দরজা, কোনটা মৃত্যুর। দুই দরজায় দুই দারোয়ান আছে। দারোয়ানদের একজন সত্য বলে অন্য জন মিথ্যা। বন্দি জানে না কে সত্য বলে আর কে মিথ্যা বলে।
বন্দি ঐ দুই দারোয়ানকে (একই প্রশ্ন দুজনকে করবে) একটা প্রশ্ন করবে। কিন্তু যেহেতু এক দারোয়ান সত্য ও অন্যজন মিথ্যা বলে, সুতরাং তাদের উত্তরও হবে সত্য ও মিথ্যা।
কি সেই প্রশ্নটা যার উত্তর দ্বারা (দারোয়ানদের থেকে প্রাপ্ত উত্তর) বন্দি জানতে পারবে কোন দরজা দিয়ে গেলে মুক্তি পাবে?

২। ছোট্র একটা দেশ।
১৬ কোটি মানুষ। অনেক সমস্যা এবং অনেক অপরাধ তো থাকবেই। বর্তমান সরকার দেশের মানুষকে ভালো রাখার জন্য আপ্রান চেষ্টা চালিয়ে যাচ্ছে।

কাজেই সাময়িক সমস্যা গুলোর জন্য অস্থির হওয়া যাবে না। পৃথিবীর সব দেশেই- খুন, ধর্ষণ, চুরী ছিনতাই বা দুর্নীতি হয়। বরং অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশে এই সব খুব কম হয়।

ক্রিকেট খেলার সময়, সারা দেশের মানুষ বাংলাদেশ দলকে সাপোর্ট করে। ১৬ কোটি মানুষ এক হয়ে যায়। ঠিক এইভাবে আমাদের সুখে বা দুঃখে এক হয়ে থাকতে হবে। তাহলেই দেশ খুব দ্রুত এগিয়ে যাবে।

স্বপ্ন দেখুন এবং আশাবাদী হোন।
জয় বাংলা।

মন্তব্য ৩৭ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩৭) মন্তব্য লিখুন

১| ০৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:৪১

ঋতো আহমেদ বলেছেন: ঘুমিয়ে দেখবো নাকি জেগে !

০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:০১

রাজীব নুর বলেছেন: দু'টোই।

২| ০৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:৪২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আশা নিয়ে বেঁচে আছি। প্রথম ধাঁধাঁর উত্তরটা দিয়ে দিবেন পরে আশা করি...

০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:০১

রাজীব নুর বলেছেন: দেখি কেউ পারে নাকি!

০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:০১

রাজীব নুর বলেছেন: দেখি কেউ পারে নাকি!

৩| ০৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:৪৮

কৃষ্ণ কমল দাস বলেছেন: আমারা যদি ঠিক হয়ে যাই ...দেশ ৮০% ঠিক হয়ে যাবে।

০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:০২

রাজীব নুর বলেছেন: আমাদের ঠিক হবার জন্য কঠিন আইন করতে হবে। এবং অবশ্যই আইন প্রয়োগের ব্যবস্থা থাকতে হবে।

৪| ০৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:৩৫

আরোগ্য বলেছেন: রাজীব ভাই ১ নং উত্তরটা দিতে ভুলবেন না কিন্তু।

০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:০২

রাজীব নুর বলেছেন: দেখি কেউ পারে কিনা।

৫| ০৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:৩৭

রাকু হাসান বলেছেন:

দেশ নিয়ে অনেকে হতাশ । যত সব নেতিবাচক চিন্তা করে । ব্যক্তিগত ভাবে যতটা না হতাশাবাদী তার চেয়ে বেশি আশাবাদী হওয়ার চেষ্টা করি ।

০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:০৩

রাজীব নুর বলেছেন: আশাবাদী থাকাই ভালো।

৬| ০৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:৫৯

কানিজ রিনা বলেছেন: সব সময় আশায় থাকি মৃত্যুর আগে হলেও
কি শুনতে পারব দেশের ধর্ষকদের দ্রুত
বিচার হচ্ছে। দূর্নীতিবাজ দলথেকেই বহিস্কার
হচ্ছে। বিচারের আওতায় আনা হচ্ছে। নেশা
দ্রব্য ব্যবসায়ীরা নিপাত গেছে। বেকার সমস্যা
দুর হয়েছে।
আপনার প্রথম প্রশ্নটা খুন ধর্ষন দুর্নীতিবাজ
মিথ্যের দরজা দিয়ে পাড় না পায়। ধন্যবাদ।

০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:০৪

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ বোন।

৭| ০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:২৪

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: জি আশাবাদী হতে হবে।

০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:০৪

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।

৮| ০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:৫৪

ঢাকার লোক বলেছেন: ১ নং উত্তরটা আমার জানা, তবে রাজীব ভাই এর অনুমতি ব্যাতিরেকে সাস্পেন্সটা শেষ করে দিতে চাই না, রাজীব ভাই এর অনুমতি ব্যাতিরেকে!

০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:০৫

রাজীব নুর বলেছেন: অনুমতির কি আছে।
আপনিও ঢাকার লোক, আমিও।

৯| ০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ১:০৬

বাকপ্রবাস বলেছেন: দরজা বেশী হলে এই এক সমস্যা। সরকার কোন দরজা দিয়ে বের হবে সেটাই বুঝতে পারছেনা

০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:০৬

রাজীব নুর বলেছেন: আপনার তেতুল নিয়ে ছড়াটা খুব ভালো হয়েছে।

১০| ০৯ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:৩৭

চাঁদগাজী বলেছেন:


ধরে নিই, ১ নং দরজা মুক্তির দরজা, ২ নং দরজা মৃত্যুর দরজা:

গার্ডদ্বয়কে একই প্রশ্ন করতে হবে, "আমি যদি অপর গার্ড থেকে মুক্তির দরজা( ১নং) জানতে চাই, সে আমাকে কোন দরজা দেখাবে? "

এই প্রশ্নের উত্তরে, ২ জন গার্ডই মৃত্যুর দরজা ( ২ নং) দেখাবে; সুতরাং, ওরা যরই দরজার দিকে দেখাবে, তার উল্টো দিকের দরজাই মুক্তির দরজা

০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:০৭

রাজীব নুর বলেছেন: আপনি অনেক বুদ্ধিমান।

১১| ০৯ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:৩৩

মেহেদী হাসান হাসিব বলেছেন: আশা নিরাশ করবে নাতো? ভাই ১ম টার উত্তরটা কী?

০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:০৭

রাজীব নুর বলেছেন: দেখুন চাঁদ গাজী কি বলছেন।

১২| ০৯ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:৫৬

সনজিত বলেছেন: বেশ

০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:০৭

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১৩| ০৯ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:৫৬

নজসু বলেছেন: ধরে নিই, ১ নং দরজা মুক্তির দরজা, ২ নং দরজা মৃত্যুর দরজা:

গার্ডদ্বয়কে একই প্রশ্ন করতে হবে, "আমি যদি দুই গার্ডকেই জিজ্ঞাসা করি তুমি কিসের দরজা? "

১ নং গার্ড বলবে- আমি মুক্তির দরজা
২ নং গার্ড বলবে- আমি মৃত্যুর দরজা

ধরে নিই, ১ নং দরজা মৃত্যুর দরজা, ২ নং দরজা মুক্তির দরজা:

গার্ডদ্বয়কে একই প্রশ্ন করতে হবে, "আমি যদি দুই গার্ডকেই জিজ্ঞাসা করি তুমি কিসের দরজা? "

১ নং গার্ড বলবে- আমি মৃত্যুর দরজা
২ নং গার্ড বলবে- আমি মুক্তির দরজা

০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:০৮

রাজীব নুর বলেছেন: গ্রেট।

১৪| ০৯ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৩৯

শাহারিয়ার ইমন বলেছেন: দেশ এগুচ্ছে বাট কথা হচ্ছে যেরকম আগানোর দরকার ছিল ,সেরকম আগায় না । এটাই সমস্যা , যাইহোক কেমন আছেন রাজীব ভাই ?

০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:০৯

রাজীব নুর বলেছেন: আমি ভালো নেই।

১৫| ০৯ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৪৮

ঢাকার লোক বলেছেন: গাজী ভাই এর উত্তর ঠিক, অভিজ্ঞতার ফল ! বন্দি যে কোনো দারোয়ানকে জিজ্ঞেস করবে, " আমি যদি ঐ দারোয়ানকে জিজ্ঞেস করি মুক্তি কোন দরজায় তো সে কোনটি দেখিয়ে দিবে ?" এর উত্তরে যে দরজা সে দেখিয়ে দিবে সেটা হবে মৃত্যুর দরজা, তাই অন্যটি হবে মুক্তির দরজা !"

০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:০৫

রাজীব নুর বলেছেন: বাহ !!

১৬| ০৯ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:০৪

বিজন রয় বলেছেন: উনি কেমন আছেন?

০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:০৪

রাজীব নুর বলেছেন: ভালো।

১৭| ০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:০৮

ব্লগার_প্রান্ত বলেছেন: রাজীব ভাই, আপনি বলেছিলেন আগামীকাল (১০ তারিখ) আপনার জন্মদিন!
অগ্রিম শুভেচ্ছা।
আরো কয়েকশ বছর বেঁচে থাকুন এই কামনায়....

শুভ জন্মদিন

০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:৫৩

রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ।
ভালোবাসা নিরন্তর।

১৮| ০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:১৫

বলেছেন:


বাস্তববাদী হও, অসম্ভবকে দাবী করো’

০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:৫৪

রাজীব নুর বলেছেন: ইয়েস।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.