নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

রাস্তায় পাওয়া ডায়েরী থেকে- ৬৭

১৪ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:০৭



১। বর্তমানে বিশ্বে সুন্দর মুখ না, সুন্দর বাচন ভঙ্গীর জয় সর্বত্র। “কথা” বিশ্বের সেরা আর্ট, শুধু কথা দিয়েই জয় করা যায় সব কিছু। অবাস্তব কথা বললে, মানুষ জেনে যায় যে এটা একটা গাধা, আর গাধার ওপর যত ঝামেলা আছে, সবাই তা চাপিয়ে দেয়। বেশী বুঝার ভান করে কথা বললে, মানুষ জেনে যায় এটা একটা শিয়াল এবং এর ব্যাপারে সবাই সাবধান হয়ে যায়।
অন্যকে ছোট করে কথা বললে, মানুষ বুঝে যায় যে, লোকটা অতি দুর্বল শ্রেনীর এক ধরনের মানুষ রূপী প্রানী। সিরিয়াস নীতি কথা, সরাসরি প্রশংসা বা মায়া দেখিয়ে ঢং করে কথা বললে, মানুষ বুঝে যায় লোকটা ভদ্র লোকের মুখোশ পরা ৪২০।
উত্তেজিত হয়ে কথা বললে, মানুষ জেনে যায় যে, লোকটি লোভী প্রকৃতির।

২। প্রেম হচ্ছে এক ধরনের চুলকানি বিশেষ, যতো চুলকানো যায় ততো সুখ সুখ লাগে। কিন্তু চুলকাতে চুলকাতে যখন ফোসকা পড়ে যায় কিংবা ঘা হয় তখন ঠিক মতো মলম না লাগালে কিন্তু বুকের মধ্যে ভীষণ জ্বালা করে। প্রেমিক-প্রেমিকারা নিজ বাবা-মায়ের কথা মনে না করেই প্রেম শুরু করে। এখনকার অভিভাবকরা ৬০ অথবা ৭০ দশকের মতো নিষ্ঠুর মন মানসিকতা সম্পন্ন নয় কিন্তু সব বাবা-মা'রাই এই ব্যাপারে রক্ষণশীল। যদিও তারা ঘরের বাইরে যথেষ্ট প্রগতিশীল দেখান। যে মানূষ পরিস্থিতি অনুযায়ী নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে সমস্যাকে মোকাবেলা করে নিজের অনুকূলে আনতে পারে সেই প্রকৃত বুদ্ধিমান এবং প্রকৃত প্রেমিক হতে পারে।

৩। 'তরকারীতে তেল কম দিতে বলুন। আমাদের এটা বদ অভ্যাস তরকারীতে তেল বেশি দেওয়া অথচ তরকারীর স্বাদ বৃদ্ধিতে তেলের কোনই ভুমিকা নেই। তরকারীর স্বাদ বৃদ্ধিতে ভুমিকা হল শুধু'ই মসল্লার। তেলের কোন প্রকার ভুমিকা নেই। তরকারিতে তেল বেশি দিলে গ্যষ্ট্রিক রোগীদের জন্য বেশি ক্ষতির কারন হয়। সেদিন এক অনুষ্ঠানে গেলাম। সেখানে তারা তেল ছাড়া পোলাও মাংস রান্না করে খাওয়ালো। খেতে মন্দ নয়।

৪। বই মানে তো শুধু বই নয়। বই মানে স্মৃতি। বই মানে অনুষঙ্গ। বই এক স্থায়ী ভালবাসা। বইয়ের মৃত্যু হবে না। কম্প্যুটার, ফেসবুক-টুইট-স্যোশাল মিডিয়া যতই হোক, বই থাকবে। বই তো শুধু আমরা পড়ি না। গন্ধ শুঁকি। উপহার দিই। বইয়ে নিজের নাম লিখি। নড়াচড়া করি। সাজিয়ে রাখি।

৫। অনেক বছর আগে একবার, বরিশালের উজিরপুর উপজেলার সাতলা গ্রামের এক পুকুরে গোসল করতে নামি।
টলটলা আর কি ঠান্ডা পানি। গায়ে সাবান মাখতেই হঠাৎ সাবানটি পানিতে পড়ে যায়। আমি ডুব দিয়ে সাবানটি খুঁজতে থাকি। কিছুতেই সাবানটি খুঁজে পাচ্ছি না। এমন সময় আমি পা পিছলে পুকুরে ডুবে যাই।
জানি না সাঁতার। পুকুরের পানি খেয়ে পেট গেল ফুলে, চোখে অন্ধকার দেখছি- তখন আমি নিজেকে আবিস্কার করলাম পুকুরের মাঝখানে এসে পড়েছি। তারপর একেবারে পানিতে ডুবে গেলাম।
একজন খুব রুপসী নারী সেদিন আমাকে বাঁচিয়ে ছিলেন। কি সুন্দর মায়া ভরা মুখ তার। মাথা ভরতি চুল। বড় বড় চোখ। চোখে মোটা করে কাজল দেয়া। তার নাম আজ আর আমার মনে নেই। কিন্তু গতকাল রাতে তাকে স্বপ্নে দেখি।



মন্তব্য ৫৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫৫) মন্তব্য লিখুন

১| ১৪ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:৩৩

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় ছোটোভাই,

২ নং টা আমার বেশ লেগেছে । আর ৫ নং টা ইয়ার্কি হচ্ছে নাকি। আমার বোনকে আজ একবারও নামোল্লেখ করতে দেখলামনা। উল্টে মায়ভরা চাহনি মাথা ভর্তি চুল - আমি আতঙ্কিত যে ভায়ের আবার গৃহযুদ্ধে পড়তে না হয়। হা হা হা।


শুভকামনা রইল।

১৪ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:৪৪

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ দাদা।
কেমন আছেন?

১৪ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:৪৪

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ দাদা।
কেমন আছেন?

২| ১৪ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:৩৬

মোঃ হোসাইন খাঁন বলেছেন: ৫টাই ভাল লেগেছে । আপনার লেখার স্টাইলটা ......

১৪ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:০৮

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৩| ১৪ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:৫১

পদাতিক চৌধুরি বলেছেন: প্রতিমন্তব্যে আবার আসা।
উপরওয়ালার কৃপায় ভালো আছি। আশাকরি আমার ভায়েরও মনের অবস্থার বিকাশ ঘটেছে।

♥♥

শুভকামনা রইল।

১৪ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:১০

রাজীব নুর বলেছেন: দাদা সত্য কথা বলি- আমি জানি না আমি কেমন আছি।

৪| ১৪ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:০৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ঠিক আছে...

১৪ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:১১

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৫| ১৪ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:১১

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: কোনটা রেখে কোনটা নিয়ে মন্তব্য করি!"


এখন সাঁতার কি শিখেছেন?

১৫ ই অক্টোবর, ২০১৮ সকাল ৭:৪৭

রাজীব নুর বলেছেন: আমি সাঁতার পারি না।

১৫ ই অক্টোবর, ২০১৮ সকাল ৭:৪৭

রাজীব নুর বলেছেন: আমি সাঁতার পারি না।

৬| ১৪ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:১৫

সাইন বোর্ড বলেছেন: সব মিলিয়ে ভাল লেগেছে ।

১৫ ই অক্টোবর, ২০১৮ সকাল ৭:৪৮

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৭| ১৪ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:৫৫

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন:



পড়লাম।

১৫ ই অক্টোবর, ২০১৮ সকাল ৭:৪৯

রাজীব নুর বলেছেন: পড়ে ভালো করেছে।

৮| ১৫ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:২৭

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: আমার কাছেও ২নাম্বার টা হেব্বি লেগেছে

১৫ ই অক্টোবর, ২০১৮ সকাল ৭:৫০

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৯| ১৫ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:৩০

আরোগ্য বলেছেন: ২,৩,৪.

১৫ ই অক্টোবর, ২০১৮ সকাল ৭:৫২

রাজীব নুর বলেছেন: ২,৩,৪ ধারায় মামলা করবেন?

১৫ ই অক্টোবর, ২০১৮ সকাল ৭:৫২

রাজীব নুর বলেছেন: ২,৩,৪ ধারায় মামলা করবেন?

১০| ১৫ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:৩০

আরোগ্য বলেছেন: ২,৩,৪.

১১| ১৫ ই অক্টোবর, ২০১৮ রাত ১:২১

চাঁদগাজী বলেছেন:



৫নং, আপনার জীবনের আরেক মিরাকল

১৫ ই অক্টোবর, ২০১৮ সকাল ৭:৫৩

রাজীব নুর বলেছেন: আমার পোড়া কপাল ভালো কোনো মিরাকল ঘটে না

১২| ১৫ ই অক্টোবর, ২০১৮ রাত ৩:৪০

বাকপ্রবাস বলেছেন: পাঁচটা গোজামিল হতে পারে, তরকারীতে তেল কম দিয়ে রান্না করে অভিজ্ঞতা হল স্বাদ কম হয়, আমি প্রথম প্রথম তেল কম দিতাম কিন্তু মজা হতনা, পরে বুঝলাম তেল কম হচ্ছে, তেল পরিমাণ মতো হলে স্বাদ বাড়ে, রান্নায় আমার অনেক অভিজ্ঞতা আছে

১৫ ই অক্টোবর, ২০১৮ সকাল ৭:৫৬

রাজীব নুর বলেছেন: রাজীব নুর বলেছেন: একদিন রান্না করে আমাকে আর চাঁদগাজীকে দাওয়াত দেন।

১৩| ১৫ ই অক্টোবর, ২০১৮ সকাল ৭:৫২

নজসু বলেছেন: (১) সারাংশ পড়েছিলামঃ মানুষের সুন্দর মুখ দেখে আনন্দিত হয়ো না। স্বভাবে যে সুন্দর নয়, দেখতে সুন্দর হলেও তার স্বভাব, তার স্পর্শ, তার রীতিনীতিকে মানুষ ঘৃণা করে ।

(২) শেষের লাইনটা সুন্দর পরামর্শ।

(৩) বাসায় জানিয়ে দিলাম।

(৪) সৈয়দ মুজতবা আলীর বই কেনা প্রবন্ধটার কথা মনে পড়ছে।

(৫) মানুষ উপকার করলে চিরকাল মনে রাখাটাই কৃতজ্ঞতা। নামটা ভুলে যাওয়া উচিত হয়নি মনে হয়। তাই স্বপ্নে এসে মনে করিয়ে দিয়েছেন।

সর্বোপরি সুন্দর পোষ্ট।

১৫ ই অক্টোবর, ২০১৮ সকাল ৭:৫৭

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ সুজন ভাই।

১৪| ১৫ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:০৫

হাবিব বলেছেন: ২ নাম্বার টা ভালো লেগেছে বেশি।

১৫ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:১১

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ হাবিব স্যার।

১৫ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:১১

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ হাবিব স্যার।

১৫| ১৫ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৩৮

রক বেনন বলেছেন: ডুবে যাওয়া যে কত ভয়ঙ্কর হতে পারে তা আমি জানি। একবার পুকুরে, একবার নদীতে আরেকবার সমুদ্রে ডুবে যাচ্ছিলাম। প্রতিবারই বেঁচে গিয়েছি। এখন পানি দেখলেই ভয় লাগে!!

১৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:২৬

রাজীব নুর বলেছেন: আল্লাহর কাছে শুকরিয়া।

১৬| ১৫ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:১৫

সাদা মনের মানুষ বলেছেন: সাতলা গ্রামের সেই মেয়েকে যে স্বপ্নে দেখছেন ভাবীকে কি বলেছেন সেটা? :-B

১৭ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:৪৫

রাজীব নুর বলেছেন: খাইছে আমারে---
এটা বললে উপায় আছে?

১৭ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:৪৫

রাজীব নুর বলেছেন: খাইছে আমারে---
এটা বললে উপায় আছে?

১৭| ১৫ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৪১

রূপক বিধৌত সাধু বলেছেন: একটা মেয়ে, তাও আবার রূপসী; আপনাকে ডুবে যাওয়ার হাত থেকে বাঁচালো আর আপনি তার কোন খোঁজ রাখবেন না, নামটাও মনে রাখবেন না? এটা কোন কথা হলো?

১৭ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:৪৬

রাজীব নুর বলেছেন: বয়স হচ্ছে, সব আর মনে থাকে না।

১৮| ১৫ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:২৭

ঠাকুরমাহমুদ বলেছেন: রাজীব নুর ভাই, হুমায়ুন আহমেদ এর হিমু চরিত্রের কোন উপন্যাসে হিমুর এক শিষ্য তার দলবল সহ রমনা পার্কে নগ্ন হয়ে বৃস্টিতে ভেজে - হিমুর কোন উপন্যাসে ? মনে আছে কি ? জানা থাকলে জানাবেন । ধন্যবাদ ।।

১৭ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:৪৪

রাজীব নুর বলেছেন: এই মুহূর্তে মনে করতে পারছি না।

১৯| ১৫ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:৫০

ঠাকুরমাহমুদ বলেছেন: বিপদে যিনি হাত ধরেন তিনি মানুষরুপে ফেরেস্তা, আপনাকে মাঝ পুকুর পানি থেকে রক্ষাকারী অবস্যই একজন ফেরেস্তো ।

১৭ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:৪৮

রাজীব নুর বলেছেন: এখন আমার একজন ফেরেশতা দরকার।

২০| ১৫ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:০৫

টুটুল বলেছেন: "বই কিনে কেউ দেউলিয়া হয়না"
-সৈয়দ মুজতবা আলী

বর্তমান প্রজন্মের বেশিরভাহ ছেলেপেলে বইয়ের কাছেও যেতে চায়না। হায়রে আমাদের দৈন্য!

১৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:২৭

রাজীব নুর বলেছেন: সবাই মোবাইল টিপতেই ব্যস্ত থাকে।

২১| ১৭ ই অক্টোবর, ২০১৮ রাত ৩:৩৬

জসীম অসীম বলেছেন: সবটাই ভালো লেগেছে। তবে পয়েন্ট-২ অতিরিক্তই ভালো লেগেছে। অনেক ধন্যবাদ।

১৭ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:২০

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ জসীম ভাই।

২২| ১৭ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:৩৯

বিজন রয় বলেছেন: কি খবর?

আজ আপনাকে দেখলাম, সকাল ১০.৪৮, পরীবাগ ওভারব্রীজ পার হলেন, ব্রীজে উঠে একটা সেলফিও তুললেন!

আপনি অনেক হাঁটতে পারেন, তাই না?

১৭ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:৪৭

রাজীব নুর বলেছেন: হা হা হা--
ঠিকই দেখেছেন।
জ্বী আমি অনেক হাঁটতে পারি। হেটে আনন্দ পাই।

২৩| ১৭ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:১৪

ফারিহা হোসেন প্রভা বলেছেন: ২ নং টি বেশ হয়েছে স্যার। আর ৫ নং টা কি সত্যি? যদি সত্যি হয় তাহলে তো মিরাকেল! B-)

১৭ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:৪৯

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ মন্তব্য করার জন্য। ভাল থাকুন।

২৪| ১৭ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:৫৫

মাহবুবুল আজাদ বলেছেন: চমৎকার লাগল।

১৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:০৯

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

২৫| ১৮ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:০৮

মাহমুদুর রহমান বলেছেন: অসাধারন।

১৮ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৩২

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১৮ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৩২

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.