নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
১।
বাহির হবার জন্য এই গেইট কেন? তাহলে বড় গেইট টা কিসের জন্য? বড় কর্মকর্তাদের গাড়ি আসা যাওয়ার জন্য?
২।
চকলেট, বিস্কুট, আচার আর সিগারেট বিক্রি করছে। ভিতরে প্রচুর হকার।
৩।
নিরিবিলিতে বসে দুইজন বেশ গল্প করছে। আমি আর সুরভিও একদিন এইভাবে বসে গল্প করেছি।
৪।
পশু পাখি দেখার মধ্যে তাদের কোনো আগ্রহ নাই। নিজেরা গল্পে ব্যস্ত।
৫।
ঢাকা চিড়িয়াখানাতে প্রচুর হরিণ।
৬।
এই সমস্ত হকারদের বেচাবিক্রি বেশ ভালো।
৭।
প্রতিটা খাঁচার সামনে অনেককে দেখেছি সেলফি তুলছে।
৮।
নোটিশে লেখা- পশু পাখিকে কোনো খাবার দিবেন না। কিন্তু অনেককেই দেখলাম খাবার দিচ্ছে।
লেখা আছে, যেখানে সেখানে ময়লা ফেলবেন না। অথচ পুরো চিড়িয়াখানাতেই যত্রতত্র ময়লা আর্বজনা পরে আছে।
লেখা আছে ধূমপান করবেন না। অথচ কম করে হলেও দশজন লোক সিগারেট বিক্রি করছে।
৯।
তারা হাত ধারাধরি করে হাঁটছে। অনেকক্ষন তাদের পিছু পিছু হাটলাম অকারনেই।
১০।
প্রচুর শশা বিক্রি হচ্ছে। সাথে লবন ফ্রি।
১১।
বিষন্ন জিরাফ।
১২।
ঘোড়ার আস্তাবলে অনেক গুলো কুকুর ঘুমিয়ে আছে। ছবিতে তিনটা কুকুর দেখা যাচ্ছে। কিন্তু কম করে হলে ৭/৮ টা কুকুর ছিল।
১৩।
চিড়িয়াখানার ভেতরে একটা রেস্টুরেন্ট। এইসব রেস্টুরেন্টে না খাওয়াই ভালো।
১৪।
এক গুহুর আরেক হুজুরের ছবি তুলে দিচ্ছে।
১৫।
মেহেদির মতোন, হাতে লতা-পাতার ছাপ একে দেয়।
১৬।
এই দুই জন খুব আগ্রহ নিয়ে গাছের ঢাল ধরে ঝুলছে। যেন একতা মজার খেলা।
১৭।
চিড়িয়াখানার পেছন দিকে এরকম অনেক বাড়ি ঘর আছে। নিশ্চয়'ই তারা গভীর রাতে পশু পাখির চিৎকার শুনতে পায়।
১৮।
জলহস্তি টা মনে হয় অসুস্থ।
১৯।
উট।
২০।
পিঠা তৈরি করার ডাইস।
২৮ শে অক্টোবর, ২০১৮ সকাল ৮:১৭
রাজীব নুর বলেছেন: স্যরি ওটা জলহস্তি না গন্ডার। আমার ভুল হয়েছে।
২| ২৭ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:২৬
চাঁদগাজী বলেছেন:
১০ নং ছবি:
-আপনি শসা খেয়েছেন?
২৮ শে অক্টোবর, ২০১৮ সকাল ৮:১৮
রাজীব নুর বলেছেন: শশা আমি খাই না।
আমার কাছে ভালো লাগে না।
৩| ২৭ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:২৭
মাহমুদুর রহমান বলেছেন: ১৮ নম্বর ছবিটায় ওটা গন্ডার।
১৩-ঘটনাটা ২০১০ কি ১১'র দিকের,একবার সেই রেস্টুরেন্টে বসেছিলাম,টুপি পরিয়ে দিয়েছিল আমাকে।
২৮ শে অক্টোবর, ২০১৮ সকাল ৮:১৯
রাজীব নুর বলেছেন: জ্বী ১৮ নম্বর টা গন্ডার।
আসলে এরকম রেস্ট্রেন্টে যাওয়া উচিত না। তারা একদম গলা কেটে দেয়।
৪| ২৭ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:১২
মিখু হোসাইন তিতু বলেছেন: সুরভী কে নিয়ে ভালো একটা পার্কে বসে গল্প করলে বোধয় আজ এই দিন টা দেখতে হত না।
২৮ শে অক্টোবর, ২০১৮ সকাল ৮:১৯
রাজীব নুর বলেছেন: মানে কি?
২৮ শে অক্টোবর, ২০১৮ সকাল ৮:১৯
রাজীব নুর বলেছেন: মানে কি?
৫| ২৭ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:৩৬
তারেক ফাহিম বলেছেন: চিড়িয়াখানা ব্লগে পশুর থেকেও মানুষের সেল্পি কুল্ফি বেশি
পশুগুলোর যত্নের ত্রুটি আছে মনে হচ্ছে।
২৮ শে অক্টোবর, ২০১৮ সকাল ৮:২২
রাজীব নুর বলেছেন: একটু ত্রুটি না। অনেক ত্রুটি আছে।
৬| ২৭ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:৫২
আরোগ্য বলেছেন: হরিণের ছবিটা দারুণ হয়েছে।
২৮ শে অক্টোবর, ২০১৮ সকাল ৮:২১
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ বস।
৭| ২৭ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:০৫
সূর্যালোক । বলেছেন: জলহস্তি কে অসুস্থ আমার মনে হচ্ছে । রোগাটে লাগছে ।
২৮ শে অক্টোবর, ২০১৮ সকাল ৮:২১
রাজীব নুর বলেছেন: জলহস্তি না ওটা গডার। খুব অসুস্থ। এই চিড়িয়াখানার সব প্রানী অসুস্থ।
৮| ২৭ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:১০
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
৯য়ের পিছনে ঘোরার উদ্দেশ্য কি?
২৮ শে অক্টোবর, ২০১৮ সকাল ৮:২০
রাজীব নুর বলেছেন: কোনো কারন নেই। এমনি।
৯| ২৮ শে অক্টোবর, ২০১৮ রাত ১২:৫২
বাকপ্রবাস বলেছেন: ১২ নাম্বার, কুকুর রাখা হয়না চিড়িয়া খানায় তায় কুকুর নিজ থেকেই আছে
২৮ শে অক্টোবর, ২০১৮ সকাল ৮:২০
রাজীব নুর বলেছেন: আসলে কুকুর গুলো বিশ্রাম নিতে গিয়েছে।
১০| ২৮ শে অক্টোবর, ২০১৮ সকাল ৮:৩১
হাবিব বলেছেন: প্রিয় রাজীব ভাই! ৩ নং ছবিতে মনে করেছিলাম আপনি আর সুরভী আপু। তবে ছবির বর্ণনায় কেমন যেন নিরাশার গন্ধ পেলাম!
২৮ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৫১
রাজীব নুর বলেছেন: চিড়িয়াখানার আমি একাই গিয়েছিলাম।
১১| ২৮ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:২৪
টিয়া রহমান বলেছেন: আপনার আর সুরভী আপুর ছবি ও পাবো বলে আশা করছিলাম
১২| ২৮ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৩
রাজীব নুর বলেছেন:
এই নিন ছবি।
১৩| ২৮ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৭
হাবিব বলেছেন: বাঁধিয়ে রাখার মতো ছবি! মাশাআল্লাহ।
২৮ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:৫৫
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। অনেক ধন্যবাদ।
১৪| ২৯ শে অক্টোবর, ২০১৮ রাত ১:০৯
ঈশ্বরকণা বলেছেন: বেশির ভাগ ফটোতেতো মনুষ্যখানায় বেড়াতে গিয়েছিলেন মন হচ্ছে ! হালুম বাঘের ফটো কোথায় ?
২৯ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:২১
রাজীব নুর বলেছেন: খাঁচা এমন ভাবে বানানো বাঘ দেখা যায় না। ছবি কি তুলবো?
১৫| ২৯ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:১০
টুটুল বলেছেন: রাজীব ভাই, আপনার ফটোগ্রাফি জীবনের চিত্রায়ন। অনেক সুন্দর। আমি মুগ্ধ, বিমোহিত।
২৯ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:১২
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ টুটুল ভাই।
১৬| ২৯ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:২৬
নজসু বলেছেন: ১৬ নং এ চিড়িয়াখানার নতুন প্রজাতির বানর মনে হয় গাছে ঝুলে আছে।
ছবিগুলো দারুণ হয়েছে ভাই।
২৯ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:৫৫
রাজীব নুর বলেছেন: ধনবাদ সুজন ভাই।
১৭| ০১ লা নভেম্বর, ২০১৮ ভোর ৫:২৫
ইসমত বলেছেন: গন্ডারটি সঙ্গীহীন বহুদিন; ওটাকে সঙ্গ দিচ্ছে আরেক সঙ্গীছাড়া ভেড়া। দুটোই পাশাপাশি শুয়ে আছে।
০১ লা নভেম্বর, ২০১৮ সকাল ৮:০৮
রাজীব নুর বলেছেন: শুধু সঙ্গীহীন না, খাওয়ার অভাব, সেবার অভাব।
১৮| ০১ লা নভেম্বর, ২০১৮ রাত ১০:৩৮
ফারিহা হোসেন প্রভা বলেছেন: বাকি ছবিগুলো কই?
০২ রা নভেম্বর, ২০১৮ সকাল ১১:৩৯
রাজীব নুর বলেছেন: আছে।
©somewhere in net ltd.
১| ২৭ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:১০
করুণাধারা বলেছেন: সব ছবি খুব ভালো হয়েছে, শুধু জলহস্তির ছবি টা ঠিক বোঝা যাচ্ছেনা।
চমৎকার ছবিব্লগ!