নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
১। রাত একটা।
বাসায় আজ আমি একা।
ঘরের লাইট বন্ধ করে বিছানায় যাওয়ার পর মনে হলো ঘরে কেউ আছে। আমি স্পষ্ট টের পাচ্ছি। একবার সে আমার মাথার কাছে বসলো। হুট করে আমি প্রচন্ড ভয় পাচ্ছি। ভুত প্রেতের উপর আমার কোনো কালেই বিশ্বাস ছিল না। তবু ভয় পাচ্ছি।
দোলন চাপা ফুলের গন্ধ পাচ্ছি। রান্না ঘরে খুটখাট শব্দ হচ্ছে। উঠে যে দেখবো- রান্না ঘরে কে, সাহস সঞ্চয় করতে পারছি না। আমি চোখ বন্ধ করে রেখেছি।
এখন সে আবার আমার মাথার কাছে বসেছে। তার হাতে কাচের চুড়ি। এবং কেন জানি মনে হচ্ছে মেয়েটি নীল রঙের একটা শাড়ি পরা। এক আকাশ ভয়ে আমি কাঁপছি এবং মনে মনে আল্লাহকে ডাকছি। মেয়েটি আমাকে অবাক করে দিয়ে আমার কপালে হাত রেখে বলল- ভয় নেই, তুমি আরাম করে ঘুমাও।
মেয়েটির হাত খুব ঠান্ডা। পুরো ঘরে মিষ্টি একটা গন্ধ। আমি একটু একটু করে গভীর ঘুমে তলিয়ে যাচ্ছি। আহ কি শান্তি আর আনন্দময় ঘুম!
২। বিখ্যাত জাদুকর পি সি সরকার একবার স্টিমারে করে যাচ্ছিলেন। স্টিমারের কিছু যাত্রী তাঁকে চিনে ফেলে একটা জাদু দেখানোর আবদার করল। পি সি সরকার প্রথমে রাজি হলেন না। পরে যাত্রীদের চাপাচাপিতে রাজি হয়ে বললেন, ঠিক আছে, আমি জাদু করে স্টিমারটা থামিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর সত্যি সত্যি স্টিমার থেমে গেল। সবাই যখন তাঁর জাদু দেখে মোহিত, তখন এক যাত্রী এসে বলল, আরে আপনি এখানে, একটু আগে না আপনাকে সারেঙের সঙ্গে কথা বলতে দেখলাম !
৩। আল্লাহুম্মা ছাল্লে আলা সাইয়েদেনা মুহাম্মাদিও ওয়াআলা আলেহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আহলে বাইতিহি ওয়া বারেক ওয়া ছাল্লেম।
আল্লাহ বলেন, ’তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সারা দেব।’
- [সূরা মুমিনঃ ৬০]
৪। যদি কেউ কোন নৌকা দিয়ে নদী পার হয় তবে নদী পার হওয়ার পর সেই নৌকাকে লাথি মেরে এত দূরে ভাসিয়ে দেওয়ার চেষ্টা করে যেন কেউ আর ঐ নৌকা দিয়ে পারপার না হতে পারে ।
৫। ব্যারোমিটারের সাহায্যে একটি ভবনের উচ্চতা কীভাবে মাপা সম্ভব ?
দড়ি বেঁধে ভবনের ছাদ থেকে ব্যারোমিটারটি নিচে ফেলে দিতে হবে ।তাহলে ঐ দড়ির দৈর্ঘ্যই হবে ভবনের উচ্চতা ?
০১ লা নভেম্বর, ২০১৮ রাত ৮:৫৫
রাজীব নুর বলেছেন: আমি হুমায়ূন আহমেদকে ফলো করে লিখতে চেষ্টা করি। এজন্য আমার একটুও লজ্জা হয় না।
২| ০১ লা নভেম্বর, ২০১৮ রাত ৮:৩৬
স্রাঞ্জি সে বলেছেন:
রাজীব ভাই কেমন আছেন?????? সামনে কোন একদিন কবিতা চাই রাজীব ভাইয়ের কাছ থেকে.....
০১ লা নভেম্বর, ২০১৮ রাত ৮:৫৬
রাজীব নুর বলেছেন: হায় হায়---
খাইছে আমারে---
কবিতা !!!!!!!!!
পারি না। মোটেও পারি না।
তবু আমি চেষ্টা করবো। আপনার কথা তো আর ফেলে দিতে পারি না।
৩| ০১ লা নভেম্বর, ২০১৮ রাত ৮:৪৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
এই টুকরো ঘটনাগুলোর কোনটা মিথ্যা ?
০১ লা নভেম্বর, ২০১৮ রাত ৮:৫৬
রাজীব নুর বলেছেন: তা তো বলব না নূর ভাই।
৪| ০১ লা নভেম্বর, ২০১৮ রাত ৮:৫৯
জাহিদ অনিক বলেছেন:
হা হা- মজার ছিল
শুভ রাত্রি
০২ রা নভেম্বর, ২০১৮ সকাল ১১:২৮
রাজীব নুর বলেছেন: শুভ সকাল।
৫| ০১ লা নভেম্বর, ২০১৮ রাত ৯:১৬
Sujon Mahmud বলেছেন: টাইটেল টা ভাল লাকচে
০২ রা নভেম্বর, ২০১৮ সকাল ১১:২৯
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
০২ রা নভেম্বর, ২০১৮ সকাল ১১:২৯
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
৬| ০১ লা নভেম্বর, ২০১৮ রাত ৯:১৬
কাউছার হোসেন বলেছেন: পড়লাম,,,
ভালো হয়েছে।
০২ রা নভেম্বর, ২০১৮ সকাল ১১:২৯
রাজীব নুর বলেছেন: ধন্যাদ। ভালো থাকুন।
৭| ০১ লা নভেম্বর, ২০১৮ রাত ৯:১৬
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: এভাবে ব্যারোমিটার কেন? একটা ইট বেধে নিচে ফেলে দিন। বাস হয়ে গেল।
সুন্দর গুছিয়ে লিখেন আপনি। আপনার তুলনা নাই
০২ রা নভেম্বর, ২০১৮ সকাল ১১:৩০
রাজীব নুর বলেছেন: আমার লেখা মানেই ভীষন অগোছালো।
৮| ০১ লা নভেম্বর, ২০১৮ রাত ৯:১৮
আরোগ্য বলেছেন: সামুর বিশিষ্ট কথাসাহিত্যিক রাজীন্দ্রনাথ ভাই।।
০২ রা নভেম্বর, ২০১৮ সকাল ১১:৩০
রাজীব নুর বলেছেন: হা হা হা ----
৯| ০১ লা নভেম্বর, ২০১৮ রাত ৯:৩৭
সুলতানা শিরীন সাজি বলেছেন: ভয়,যাদু,বিশ্বাস,বিশ্বাস এর টুকটাক।
ভালো লাগলো
শুভেচ্ছা রাজীব।
০২ রা নভেম্বর, ২০১৮ সকাল ১১:৩১
রাজীব নুর বলেছেন: ন্যবাদ বোন শিরীন।
১০| ০১ লা নভেম্বর, ২০১৮ রাত ৯:৩৮
রূপক বিধৌত সাধু বলেছেন: মেয়ে মানুষকে ভয় পাওয়া কাজের কথা না।
০২ রা নভেম্বর, ২০১৮ সকাল ১১:৩২
রাজীব নুর বলেছেন: মেয়ে মাউষকে ভয় পাওয়া উচিত সকল ছেলেদের। কিছু কিছু মেয়ে খুব বেশি বিষাক্ত।
১১| ০১ লা নভেম্বর, ২০১৮ রাত ৯:৪২
আসাদ ইকবাল তামিম বলেছেন: কেমন আছেন ব্লগার ভাই...
ভালো লাগলো....
০২ রা নভেম্বর, ২০১৮ সকাল ১১:৩২
রাজীব নুর বলেছেন: ভালো আছি।
যদিও আমি বেকার। তবু ভালো আছি।
১২| ০১ লা নভেম্বর, ২০১৮ রাত ৯:৪৫
মাহমুদুর রহমান বলেছেন: এক নম্বরটায় সেই মেয়েটি কে?
দুই নম্বর পড়ে হাসি পেল আমার।
তিন,আল্লাহ মহান।
চার নম্বরটার সাথে সহমত।
ভূমি স্পর্শ করার পর দড়ির দৈর্ঘ্য ও ব্যারোমিটারের দৈর্ঘ্যের যোগফলের সমষ্টিই হল ভবনটির উচ্চতা।
০২ রা নভেম্বর, ২০১৮ সকাল ১১:৩৩
রাজীব নুর বলেছেন: আপনি বুদ্ধিমান ব্লগার।
১৩| ০১ লা নভেম্বর, ২০১৮ রাত ৯:৫৯
তারেক ফাহিম বলেছেন: ভালোলাগা।
০২ রা নভেম্বর, ২০১৮ সকাল ১১:৩৩
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
১৪| ০১ লা নভেম্বর, ২০১৮ রাত ১০:২৪
নীলপরি বলেছেন: দারুণ ।
০২ রা নভেম্বর, ২০১৮ সকাল ১১:৩৩
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ পরী। নীলপরী।
১৫| ০১ লা নভেম্বর, ২০১৮ রাত ১০:৪৪
ফারিহা হোসেন প্রভা বলেছেন: খুব মজার ছিলো স্যার। তবে ৫নং টা কি সত্যি?
০২ রা নভেম্বর, ২০১৮ সকাল ১১:৩৪
রাজীব নুর বলেছেন: অবশ্যই সত্যি।
১৬| ০১ লা নভেম্বর, ২০১৮ রাত ১১:০০
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ভাল লাগল...
০২ রা নভেম্বর, ২০১৮ সকাল ১১:৩৪
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ ভাই জান।
১৭| ০১ লা নভেম্বর, ২০১৮ রাত ১১:২৩
শাহারিয়ার ইমন বলেছেন: প্রথমটা তো বানানো মনে হচ্ছে
০২ রা নভেম্বর, ২০১৮ সকাল ১১:৩৫
রাজীব নুর বলেছেন: সবই বানানো।
ঘর বাড়ি। সবই বানাতে হয়েছে।
১৮| ০২ রা নভেম্বর, ২০১৮ বিকাল ৪:২৭
মোঃ গালিব মেহেদী খাঁন বলেছেন: টুকরো টুকরো মুগ্ধতা!
০২ রা নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৯
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
১৯| ০২ রা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৭
পদাতিক চৌধুরি বলেছেন: আমার পিসি সরকারের টা বেশি ভালো লেগেছে ।
শুভকামনা প্রিয় ছোট ভাইকে।
০২ রা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৫
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ দাদা।
দাদা পিসি সরকারকে নিয়ে জানার আমার খুব শখ।
তাকে নিয়ে একটা পোষ্ট কি দিবেন প্লীজ।
২০| ০২ রা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৯
পদাতিক চৌধুরি বলেছেন: পিসি সরকারকে ব্যক্তিগতভাবে শ্রদ্ধা করতাম । শ্রদ্ধা করতাম ভূপেন হাজারিকা কেও , এমনকি বাবুল সুপ্রিয় কেও । সম্পূর্ণ সংস্কৃতির জগতের লোক কিন্তু যেভাবে তারা বিজেপি রাজনীতির সঙ্গে জড়িয়ে গেছেন তার ফলে তাদের প্রতি আমার শ্রদ্ধা টুকু সম্পূর্ণ বিলীন হয়ে গেছে । এখন অবশ্য ওনারা সংস্কৃতিক নন রাজনৈতিক জগতের লোক বলেই আমার কাছে পরিচিত। কাজেই বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি হিসেবে আমি তাদেরকে মোদি অ্যান্ড কোম্পানির সদস্য বলেই মনে করি। গতকাল আসামে পাঁচজন বাঙ্গালীকে অসমে বিজপি সরকারের নেতৃত্বে দুষ্কৃতীরা যেভাবে নৃশংসভাবে খুন করেছে তার সভ্যতার ইতিহাসে কলঙ্কজনক অধ্যায় । জনক অধ্যায় অরাজকতা। নিন্দা জানানোর ভাষা নেই। বিজেপি পারে না কেন কোন কাজ নেই।
০২ রা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৩
রাজীব নুর বলেছেন: রাজনৈতিক অস্থিরতা থাকবেই।
আমাদের দেশে প্রচন্ড অস্তিরতা।
২১| ০২ রা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
উনাকে ডাকতে হবে কেন? উনি কি মনের কথা বুঝতে পারেন না?
০২ রা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৮
রাজীব নুর বলেছেন: পারেন।
তবু উনিই বলেছেন আমাকে ডাকো।
২২| ০৩ রা নভেম্বর, ২০১৮ দুপুর ১২:২০
রক বেনন বলেছেন: সীমন্তিনী, তোমায় ডেকে পাইনি সাড়া
দুয়ার ঘিরে ছিলো হাজার কাঁটার বেড়া
কেনো তবে বনের পথে সীমন্তিনী
কেনো তবে এই কুয়াশায় সীমন্তিনী
একলা এলে পথ হারালে –
বনের পথে কেনো আমায় পথ ভোলালে… সীমন্তিনী।
সীমন্তিনী, এখন তোমার চোখের আঁচে
দু’টি ভুরুর মধ্যিখানে গনগনে লাল সিঁদুর আঁচে
উড়ে পুড়ে খাক হলো সব রাত্রিদিবস
সীমন্তিনী –
প্রিয় কাফের তোমার প্রেমে আজও বিবশ।
০৩ রা নভেম্বর, ২০১৮ বিকাল ৩:১৫
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
©somewhere in net ltd.
১| ০১ লা নভেম্বর, ২০১৮ রাত ৮:৩৩
নজসু বলেছেন: পিসি সরকারের কাহিনিটা মজা লাগলো।
প্রথমটা যখন পড়ছিলাম মনে হচ্ছিলো হুমায়ুন আহম্মেদ স্যারের লেখা পড়ছি।