নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

অলস মস্তিষ্ক

০২ রা নভেম্বর, ২০১৮ দুপুর ১:৪৬



কেউ আমাকে অবহেলা করলেই আমি পাহাড়ের কথা ভাবি। কেবল'ই মনে হয়- আমি একদিন সব ক্ষুদ্রতা ত্যাগ করে পাহাড়ে চলে যাবো। যখন যাবো তখন আর কোনো অপমান-অবহেলা'ই আমার গায়ে লেগে থাকবে না। বস্তুত ভাবা পর্যন্ত'ই- পাহাড়ে আর যাওয়া হয় না। এই সংকীর্ন শহরেই বারবার পিষে মরি। শহরের বিষাক্ত থাবায় বারবার দংশিত হই। পরাজিত হই। এইভাবেই পরাজিত হতে হতে মৃত্যুর দিকে ধাবিত হচ্ছি।

লেখাপড়া শেষ করে, কোনো রকমে একটা চাকরি জোগাড় করতে পারলেই- ছেলে-মেয়েরা বিয়ের জন্য অস্থির হয়ে পড়ে। বিয়ে খুব একটা সুখের ব্যাপার নয়। একটা মেয়ের সঙ্গে নিজেকে আষ্টেপৃষ্টে জড়িয়ে ফেলার মানেই হচ্চে জীবনটা ভোগে চলে যাওয়া। প্রেম জিনিসটা কম দামী সেন্টের মতো, গন্ধ বেশীক্ষন থাকে না। একজন চিন্তাশীল, কল্পনাপ্রবন মানূষ বিয়ের পর হয়ে যায় শ্রমিকের মতো। কাজেই বিয়ে না করে, জীবনটা উপভোগ করুন। অল্প কিছু দিন আমাদের আয়ু। সংসার ধর্মে ঝাঁপিয়ে না পড়ে জীবনটা উপভোগ করাই বুদ্ধিমানের কাজ।

একটা মানুষের কেন এত মোহ থাকবে মেয়ে মানুষের প্রতি? মেয়ে মানুষের মধ্যে শাশ্বত কিছুই পাওয়ার নেই। রোমিও-জুলিয়েট, লায়লা-মজনু এসব হলো ইমশোনাল একসেস। অতিশয় বাড়াবাড়ি। নারী প্রেম জীবনের কতটুকু? ভাবপ্রবন পুরুষেরা ব্যাপারটাকে যতদূর সম্ভব ফুলিয়ে-ফাপিয়ে তুলেছে। পুরুষ যেটাকে দখল করতে পারে না, সেটাকেই মহিমান্বিত করে তোলার চেষ্টা করে। কাজেই মেয়ে মানুষ থেকে দূরে থাকুন। প্রকিতিকে আপন করে নিন। মেয়ে মাউষের চেয়ে পাহাড় ভালো, সমুদ্র ভালো।

কাউকে গভীরভাবে ভালবাসার মানে হল, আপনাকে ধ্বংস করার ক্ষমতা সেই মানুষটির হাতে তুলে দেয়া এবং একই সাথে এটাও বিশ্বাস করা যে, ঐ মানুষটি তা করবে না! কাজেই ভালো যদি বাসতেই হয়- নদী, পাহাড়, বাগান, শিশুদের ভালো মানূষ। কোনো নারীকে নয়। নারী মানেই বিষ। সেধে সেধে কেন বিষের পেয়ালা হাতে নিবেন? শারীরিক ব্যাপারটার কথা ভাবছেন? ওটা তুচ্ছ ব্যাপার। শারীরিক ব্যাপারটাকে তুচ্ছ করে- নিজেকে মহান করে গড়ে তুলুন। আর যদি শারীরিক ব্যাপারটা তুচ্ছ করতে না পারেন- তাহলে টাকার বিনিময়ে মিটিয়ে নিন। তাও ভালো।

আমি বাংলামটর মোড়ে দাঁড়িয়ে আছি, মতিঝিল যাবো। সময় সকাল ১১ টা। তখন এক পাগল আমার কাছে এসে বলল- দেশ তথা বিশ্বের পরিস্থিতি যদি কিছুটা অনুধাবন করার চেষ্টা করো তাহা হইলে দেখিবে আমরা কি রকম সংকটের ভিতর দিয়া চলিয়াছি।....
পাগলদের কথা ভেবে দেখুন। তাদের শরীরের ক্ষুধা নেই। তাই তারা কত শান্তিতে আছে।

বহু বছর আগে একদিন আমি নদীর পাড় দিয়ে হাটছিলাম।
হঠাত দেখি এক পাগল নদীর পাশে টয়লেট করছে। আমার খুব রাগ হলো, গাধা নদীর পরিবেশ নষ্ট করছে!
একটা ইটের টুকরো মারলাম পাগলের গায়ে। পাগল ক্ষেপে গেল, আমাকে তাড়া করলো। আমি দৌড়াচ্ছি। পাগলও আমার পেছনে দৌড়াচ্ছে, তার দুই হাত ভরতি টাটকা বিষ্ঠা।

মন্তব্য ৪১ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪১) মন্তব্য লিখুন

১| ০২ রা নভেম্বর, ২০১৮ দুপুর ১:৪৯

সাহিনুর বলেছেন: বাস্তববাদী লিখা নুর ভাইয়া । খুব ভালো হয়েছে ।

০২ রা নভেম্বর, ২০১৮ দুপুর ১:৫৯

রাজীব নুর বলেছেন: আরে বাস্তবের উপরে বাস্তব।

২| ০২ রা নভেম্বর, ২০১৮ দুপুর ২:০৩

নাঈম আশফাক বলেছেন: বাস্তবতা ঘিরেই আমাদের জগতসংসার

০২ রা নভেম্বর, ২০১৮ দুপুর ২:১৭

রাজীব নুর বলেছেন: না, সবাই আবেগে আছে।
বাস্তবতাটা বুঝতে পারছে না।

৩| ০২ রা নভেম্বর, ২০১৮ দুপুর ২:০৩

বিষাদ সময় বলেছেন: আবার কি হলো!!! কলহ/মান/অভিমান?

শেষের দুই প‌্যারার পূর্ব পর্যন্ত লেখাটি চমৎকার।

কাউকে গভীরভাবে ভালবাসার মানে হল, আপনাকে ধ্বংস করার ক্ষমতা সেই মানুষটির হাতে তুলে দেয়া এবং একই সাথে এটাও বিশ্বাস করা যে, ঐ মানুষটি তা করবে না!

আর এ লাইনের জন্য পোস্টে ++

০২ রা নভেম্বর, ২০১৮ দুপুর ২:১৭

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
আমার কিছু হয় নাই।

৪| ০২ রা নভেম্বর, ২০১৮ দুপুর ২:৩০

ওমেরা বলেছেন: বুঝেছি, আজকে সুরুভী ভাবীর কাছে থেকে বকা পাইছেন।

০২ রা নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৬

রাজীব নুর বলেছেন: না। একটুও না।

৫| ০২ রা নভেম্বর, ২০১৮ দুপুর ২:৩৪

মাহমুদুর রহমান বলেছেন: এক বড়ভাইকে বললাম দাদা,বয়স তো পঞ্চাশ ছুঁই ছুঁই আপনার,তা জলদি বিয়ের কাজটা সেরেই ফেললেই তো হয়।
উনি বললেন,"মেয়ে পালা আর হাতি পালা সমান কথা"।আমার পক্ষে সম্ভব না,দাদা।আমি চিরকুমার হয়ে থাকতে চাই।

০২ রা নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৬

রাজীব নুর বলেছেন: ভেরি গুড।

৬| ০২ রা নভেম্বর, ২০১৮ দুপুর ২:৪৩

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: শৌচাকার্য সম্পাদনকারী ভদ্রলোক কি শৌচাকার্য অপরিসমাপ্ত করার পর নদীর পানি ব্যবহার করে আপনার পিছু নিছিলেন? নাকি....

;)

০২ রা নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৭

রাজীব নুর বলেছেন: পচা মন্তব্যের উত্তর দিব না।

৭| ০২ রা নভেম্বর, ২০১৮ দুপুর ২:৪৫

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: মরবেন কেন? এখনো দুনিয়ার কত কিছু দেখার বাকি।।



সত্য আর সুন্দর। বাস্তব কথা। ভালো বলেছেন ।।



মোহ মায়া আশা শান্তি কত কি আছে

০২ রা নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৭

রাজীব নুর বলেছেন: মামুন বুঝতে হবে।
আবেগ কে কনোল করতে হবে।

৮| ০২ রা নভেম্বর, ২০১৮ দুপুর ২:৫২

রূপক বিধৌত সাধু বলেছেন: এপিজে আবদুল কালামকে বহুবার প্রশ্ন করা হয়েছে, আপনি বিয়ে থা করেন নি কেন? উনি বারবার প্রসঙ্গটা এড়িয়ে গেছেন। অস্ট্রেলিয়ায় একবার এক সাংবাদিক জোরাজুরি করলে উনি বলেন, আমি বিয়ে করলে আজ এ পর্যন্ত আসতে পারতাম না।
বিয়ে মানুষকে সংসারের সাথে আষ্টেপৃষ্ঠে বেঁধে রাখে। নতুন কিছু ভাবা এবং তদানুসারে কাজ করতে বাধা সৃষ্টি করে। যারা শৃঙ্খল মুক্ত থাকতে চান, তাদের বিয়েশাদী না করাই ভালো। সংসারবিমুখ কিছু মানুষেরও দরকার আছে। যদিও এ জীবনটা শেষদিকে বড় কষ্টের, নিঃসঙ্গ থাকতে হয়।

০২ রা নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৮

রাজীব নুর বলেছেন: সুন্দর মন্তব্য করেছেন।

৯| ০২ রা নভেম্বর, ২০১৮ বিকাল ৩:০৫

সাইন বোর্ড বলেছেন: বিয়ে করার পরেই কি এই অনুভূতি হলো, না অাগেও ছিল ? পাগলের স্বাধীনতায় হস্তক্ষেপ করা মোটেই ঠিক না ।

০২ রা নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৯

রাজীব নুর বলেছেন: বিয়ের আগেও ছিল।
মানুষ তো ভুল করেই শিখে।

১০| ০২ রা নভেম্বর, ২০১৮ বিকাল ৪:০৩

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: আজ সুরভী ভাবির মন খারাপ? নাকি আপনাকে অনেক কিছু হজম করতে হয়েছে প্রিয় ভাই ;)

০২ রা নভেম্বর, ২০১৮ বিকাল ৪:০৬

রাজীব নুর বলেছেন: আমার ব্লগের দুনিয়া আর সংসার এক নয়। দু'টাই আলাদা।

১১| ০২ রা নভেম্বর, ২০১৮ বিকাল ৫:২২

আরোগ্য বলেছেন: রাজীব ভাইয়ের জুড়ি নেই।

০২ রা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৬

রাজীব নুর বলেছেন: আমি অতি তুচ্ছ!!

১২| ০২ রা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩০

পদাতিক চৌধুরি বলেছেন: গল্পটা নেহাত মন্দ হয়নি । কবে ফিনিশিংটা নিয়ে আমি একটা গল্প বলি । আমার পরিচিত একজন একবার কলকাতা চিড়িয়াখা দেখতে গেছিল । সারাদিনে বিভিন্ন জীবজন্তু দেখার পর বিকেলের দিকে গিয়েছিল গরিলা দেখতে । সঠিক ভাবে দেখলে হয়তো সমস্যা হতো না। কিন্তু উনি করলে করলেন কি - একটা কাঠি দিয়ে ক্রমাগত গুগল এটাকে খোচা দিতে লাগলেন । একসময় গরিলা সহ্য করতে পারলো না ।খাঁচার মধ্যে ওর ই করা বিষ্ঠা ছুড়ে মারলো আমার পরিচিত ওই লোকটার মুখে। সারা গায়ে নোংরা ত ।লাগলো । এমনকি পাশে থাকা লোকগুলোর গায়ও সেই নোংরা ছিটকে গিয়ে লাগলো । সে এক ভয়ানক দৃশ্য। এখন অবশ্য কোন জন্তু কে এভাবে উত্ত্যক্ত করার সুযোগ নেই।
শুভ কামনা প্রিয় ভাইকে।

০২ রা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪০

রাজীব নুর বলেছেন: দাদা, গল্প বলার জন্য ধন্যবাদ।
আমি আগামী বছর কলকাতা যাবো। ইনশাল্লাহ আপনার সাথে দেখা হবে।

১৩| ০২ রা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৩

কালো_পালকের_কলম বলেছেন: কঠিন কথা..... তবে বাস্তবে মানতে পারলে কেল্লা ফতেহ...

০২ রা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪০

রাজীব নুর বলেছেন: মানতে হবে। মানা উচিত।
আসলে আমাদের ছোটবেলা থেকে আইন না মানার একটা প্রবনতা আছে।

১৪| ০২ রা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৫

মীর সাজ্জাদ বলেছেন: নুর ভাইজান আপনার এই পোষ্ট দেখলে আমাদের ভাবি কিন্তু রেগে যেতে পারে। নদীর কহে ছাড়িয়ে নিশ্বাস, ওপারেতে যত সুখ আমার বিশ্বাস। ভাইজান যারা বিবাহ করেনি তারা বিয়ে করতে চায়। আর যারা বিবাহ করেছে তারা আফসোস করে যে এত আগেই কেনো বিয়ে করে ফেললাম। কিন্তু বিয়ে করা সেই ছেলেটাকে যদি আবারও ব্যাচেলার লাইফে এনে দেয়া যায় তাহলে সেই ছেলেটাই তার সংসারটির জন্য পাগল হয়ে যাবে। সে বললে আমার সংসার আমাকে এনে দাও। আসলে সংসারে যে সুখ আছে তা সংসার হতে আলাদা না হলে কেউই কখনো বুঝতে পারে না।

০২ রা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪১

রাজীব নুর বলেছেন: ঠিক আছে। বিয়ে করেন।
তার পর কপাল চাপড়াবেন। আমি দূর থেকে দেখব।

১৫| ০২ রা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০১

মীর সাজ্জাদ বলেছেন: দোয়া করবেন নুর ভাই, ভালো মনের মেয়েকে যেন জীবনসঙ্গী হিসেবে পাই। দূর থেকে দেখবেন বলে কিন্তু দোয়া করতে ভুইলেন না।

০২ রা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৯

রাজীব নুর বলেছেন: অবশ্যই দোয়া করবো। আমার দোয়া আছে। থাকবে।

১৬| ০২ রা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৯

স্বপ্নীল ফিরোজ বলেছেন:

সুন্দর পোস্টে প্রথম ভালো লাগা।

০২ রা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৫

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ ফিরোজ ভাই।

১৭| ০৩ রা নভেম্বর, ২০১৮ সকাল ৯:৪৫

অব্যক্ত কাব্য বলেছেন: বাস্তবতা তুলে ধরলেন। কিছু টাইপিং মিসটেক আছে! ঠিক করে নিলে আরো ভালো লাগবে

০৩ রা নভেম্বর, ২০১৮ বিকাল ৩:১৩

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

০৩ রা নভেম্বর, ২০১৮ বিকাল ৩:১৩

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১৮| ০৩ রা নভেম্বর, ২০১৮ সকাল ১০:২৪

রক বেনন বলেছেন: বস, আপনাকে স্যালুট!!

০৩ রা নভেম্বর, ২০১৮ বিকাল ৩:১৪

রাজীব নুর বলেছেন: আচ্ছা, ঠিক আছে।

১৯| ০৩ রা নভেম্বর, ২০১৮ দুপুর ২:৩১

কাওসার চৌধুরী বলেছেন:



চমৎকার লিখেছেন 'রাজীব ভাই'। আসলেই, প্রেম জিনিসটা কমদামী সেন্টের মত, গন্ধ বেশিক্ষণ থাকে না। বিয়ের বেলায়ও সম্ভবত তাই। মানুষ জন্মগতভাবে স্বাধীনচেতা, কিন্তু বিয়ে মানুষকে ইচ্ছার বিরূদ্ধে শৃঙ্খলিত করে।

০৩ রা নভেম্বর, ২০১৮ বিকাল ৩:১৪

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ বড় ভাই।

২০| ০৩ রা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৬

আরমান শুভ বলেছেন: জীবননান্দ দাশ সংসার করতে গিয়ে আত্তহত্যা করতে বাধ্য হয়েছিলেন। আমার ও মনে হয় সংসার পালন না করে জীবন উপভোগ করাই শ্রেয়।

০৩ রা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৯

রাজীব নুর বলেছেন: গ্রেট।
কামের কথা বলেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.