নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

আগামীকাল বৃষ্টি হবে, বিশ্বাস করুন বৃষ্টি হবেই

০৪ ঠা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫২



১। মহানবী (সাঃ) একদিন গাছের তলায় ঘুমিয়ে ছিলেন। এই সুযোগে দাসুর নামের একজন তাঁর পাশে এসে দাঁড়াল। চিৎকার করে সে মহানবী (সাঃ) কে ঘুম থেকে জাগাল। মহানবীর (সাঃ) ঘুম ভাঙলে চোখ খুলে দেখলেন, একটা ধারালো তালোয়ার তার গলার কাছে।
দাসুর চিৎকার করে উঠলো, এখন আপনাকে কে রক্ষা করবে?
মহানবী (সাঃ) ধীর শান্ত কণ্ঠে বললেন, ‘আল্লাহ।’
দাসুর মহানবীর (সাঃ) এই শান্ত কিন্তু গম্ভীর কণ্ঠের আল্লাহ শব্দে কেঁপে উঠল এবং হাত থেকে খসে পড়ল তরবারি।
মহানবী (সাঃ) তার তরবারি তুলে নিয়ে বললেন, ‘এখন তোমাকে কে রক্ষা করবে, দাসুর?
সে উত্তর দিল কেউ নেই রক্ষা করার।’
মহানবী (সাঃ) বললেন, ‘না, তোমাকেও আল্লাহই রক্ষা করবেন।’ এই বলে মহানবী (সাঃ) তাঁকে তার তরবারি ফেরত দিলেন এবং চলে যেতে বললেন।
বিস্মিত দাসুর তরবারি হাতে চলে যেতে গিয়েও পারল না ফিরে এসে মহানবীর (সাঃ) হাতে হাত রেখে পাঠ করলঃ ‘লা- ইলাহ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ।’

২। আজকে একটি বিশেষ দিন-
# আজকের দিনে ফেরাউন তার সৈন্য নিয়ে নীল নদে ডুবে মরে ছিল।
# নূহ নবীর নৌকা মহা প্লাবন থেকে রক্ষা পেয়েছিল।
# ইবরাহীম (আঃ) নমরুদের অগ্নিকূপ থেকে মুক্ত হয়েছিলেন।
# আইয়ূব (আঃ) দীর্ঘদিন অসুস্থ থাকার পর রোগ মুক্তি লাভ করেন।
# ইউনূস নবী মাছের পেট থেকে মুক্তি লাভ করেন।
# ঈসা নবী আসমানে উঠে যান।
# পৃথিবীতে প্রথম বৃষ্টি হয়।
# আজকের দিনের আল্লাহ পৃথিবী তৈরি করেছিলেন।
এরকম অনেক অদ্ভুত সব ঘটনা ঘটেছিল।

৩। ৫টি বাক্স পাশাপাশি রাখা আছে।
১টি বাক্সে পেঁয়াজ, ১টি বাক্সে রসুন, ১টি বাক্সে আদা, ১টি বাক্সে জিরা এবং ১টি বাক্সে মরিচ আছে।
৫টি বাক্সের ডান পাশে, সামনে ও উপরে বিভিন্ন রং রয়েছে। জিরার বাক্সের সামনে যে রং, রসুনের বাক্সের সামনেও ঐ একই রং। জিরার বাক্সের ডান পাশে যে রং, আদার বাক্সের ডান পাশেও ঐ একই রং। রসুনের বাক্সের উপরের যে রং, মরিচের বাক্সের সামনেও ঐ একই রং।
প্রশ্ন হচ্ছে কোন বাক্সে কী রয়েছে?

৪। একবার রামকৃষ্ণ পরমহংস দেবের কাছে এক সাধু এসে উত্তেজিত স্বরে বলল, আমি ত্রিশ বছর সাধনা করে, এখন হেঁটে নদী পার হতে পারি। আপনি কি সেটা পারেন ? পারলে করে দেখান দেখি?
স্মিত হেসে রামকৃষ্ণ বললেন, যেখানে এক পয়সা দিলেই মাঝি আমাকে নদী পার করে দেয় সেখানে এর জন্য ত্রিশ বছর নষ্ট করার পক্ষপাতি আমি নই!

মন্তব্য ৭৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (৭৬) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ৮:০৯

বনসাই বলেছেন: তেল পানিতে কবে ডুববে?

০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ৮:১৩

রাজীব নুর বলেছেন: মনে হয় না খুব শ্রীঘই।

২| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ৮:০৯

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: রানু ভাই, তোমার পোস্টের শিরোনাম দেখলে মেজাজ হট হয়। আজকে তোমারে গ্যাপে নিমু, দেখি তোমারে কে বাঁচায়...

ব্যাটা বদের বদ।





আগের পোস্টে মন্তব্য দিতে চেয়েছিলাম। এটাতে দিলাম..
@ বর্তমান সরকার দেশের জন্য অনেক কাজ করছে। আসলেইকরছে। তারা যে বলে, ’এক অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে বাংলাদেশ’ কথাটা খুব একটা ভুল বলে না।
উরি ব্বাবা! কী আশার ডিব্বা ররে!! রানুর মতিগতি কী ঘন্টায় ঘন্টায় চেন্জু হয়??


@রাপা প্লাজা
ঠিক করুন।


পুনশ্চঃ এবার থেকে আপনার এক পোস্টের মন্তব্য অন্যটাতে দেব।

০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ৮:১৪

রাজীব নুর বলেছেন:
গ্রামের নাম ধুতরা।
ডিসেম্বর মাস, ভয়াবহ ঠান্ডা। তখন আমার ৮/১০ বছর বয়স হবে।
আমার'ই বয়সী একদল ছেলে এসে বলল, শহর থেকে আসছো? চলো আমাদের সাথে- মজার এক খেলা খেলবো।

রাত এগারোটা।
নদীর কাছে গেলাম। ঘাটে একটা নৌকা বাঁধা। নৌকা ভরতি পাট। গ্রামের ছেলে গুলো আমার হাতে একটা মশাল দিয়ে বলল- যাও পাট গুলোতে আগুন লাগিয়ে আসো।

আমি বললাম, এটা আবার কেমন খেলা? গ্রামের ছেলে গুলো বিশ্রী ভাবে হেসে উঠলো, আর বলল- শহরের ছেলে ভয় পেয়েছে।
এই কথা শুনে আমার খুব রাগ হলো, সাথে সাথে নৌকা ভরতি পাটে আগুন লাগিয়ে দিলাম। ঠিক তখন গ্রামের ছেলেগুলো পালিয়ে গেল। এদিকে দাউ দাউ করে পাটে আগুন ধরে গেছে। সকালে এই নৌকা বোঝাই পাট গুলো বিক্রির উদ্দেশ্যে রাখা হয়েছিল।

হঠাৎ করে শুনি দুইজন লোক চিৎকার দিচ্ছে। তারা শীত থেকে বাঁচার জন্য পাটের ভিতরে ঢুকে শুয়ে ছিল। তাদের গায়ে আগুন লেগে গেছে। তারা পানিতে লাফ দিল। এবং জানে বেচে গেল। কিন্তু পাট গুলো সব পুড়ে গেল।

এই অপরাধবোধ আজও আমাকে কষ্ট দেয়।

৩| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ৮:১০

মলাসইলমুইনা বলেছেন: রাজীব নূর,
পাঁচ মেশালি লেখায় পাঁচ ফোড়নি ভালো লাগা । শুধু একটা প্রশ্ন দুই নম্বরের তথ্য ঠিক আছেতো ? আমি কিন্তু কোথাও মনে হয় পড়েছিলাম এক্সডাসের ঘটনাটা শুক্রবারে ঘটেছিলো । আমি অবশ্য ভুলও করতে পারি এতদিন পর ।

০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ৮:১৫

রাজীব নুর বলেছেন: আমারও ভুল হতে পারে।

৪| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ৮:২১

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ব্যাটা তাঁরছেড়া!

২ নাম্বারটা কপি-পেস্ট করা। ওসব শুক্কুর বারের ঘটনা।


ব্লগের একটা পোলা
খায় কোকাকোলা,
ডাকি তারে রানু
হবে একদিন নানু।
মোদের আছে ভাবী
নাম তার সুরভি।। :D

০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ৮:৪০

রাজীব নুর বলেছেন: আমার অপরাধ কি?

৫| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ৮:২১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আগামীকাল বৃষ্টি হবে, বিশ্বাস করুন বৃষ্টি হবেই

হলেও হতে পারে তাবে নিশ্চিত করা বলা যাবে না ।

০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ৮:৩৮

রাজীব নুর বলেছেন: আমি ১০০% নিশ্চিত। বৃষ্টি হবেই।

৬| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ৮:২৬

চাঁদগাজী বলেছেন:


২ নং'এর বেশীর ভাগ আনুমানিক ঐতিহাসিক রূপকথা, এগুলো লজিক্যাল নয়।
৩ নং নিয়ে ভাবতে হবে: প্রাথমিকভাবে মনে হচ্ছে, আপনি যেভাবে সাজায়েছেন, ঐভাবেই সবকিছু আছে।

০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ৮:৪০

রাজীব নুর বলেছেন: এই জন্যই আপনাকে ওস্তাদ ডাকি।

৭| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ৮:২৭

জাহিদ অনিক বলেছেন:




আগামীকাল বৃষ্টী হোক-
আজকেও বৃষ্টি হোক
সারাদিন- সারারাত বৃষ্টি হোক-
টিপটিপ টিপটিপ
ঝরঝর ঝরঝর
ঝিমঝিম ঝিমঝিম
রিমঝিম রিমঝিম

০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ৮:৪২

রাজীব নুর বলেছেন: ঝুম বৃষ্টি হবে।

৮| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ৯:০২

শাহারিয়ার ইমন বলেছেন: আজ আমাদের এখানে বৃষ্টি হয়েছে ।

০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ১০:১১

রাজীব নুর বলেছেন: কাল আমাদের এখানে হবে।

৯| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ৯:০৪

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: @ লেখকবলেছেন: আমার অপরাধ কি?
আমার নাম নিজু।
পুরান ঢাকার পোলা
খাই কোকাকোলা।


তরে আমি টপ টু বটম ছেঁচমু, দেখি কে বাঁচায়। :P
তর গাজী ওস্তাদেরও খবর আছে।।:D

০৫ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৭

রাজীব নুর বলেছেন: ভালো থাকুন।

১০| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ৯:১১

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ২নং এর লেখা আজকের না। ওইটা সম্ভবত মহরমের ১০তারিখ আমাদের মসজিদের ইমাম সাহেব বলেছিলো। মনে আছে।
আর ঠিক ই তো বলেছে ২টাকা দিয়ে পাড় হতে পারলে সাধনার কি দরকার

০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ১০:১১

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। হতে পারে।

১১| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ৯:৩৯

ঢাবিয়ান বলেছেন: বিশ্বাষে মিলায় বস্তু, তর্কে বহুদুর

০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ১০:১২

রাজীব নুর বলেছেন: ইয়েস।

১২| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ৯:৪৮

লীনা জািম্বল বলেছেন: আজকে বৃষ্টি হয়েছে--গতকাল হয়নি-- আগমীকাল হবে ।

০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ১০:১২

রাজীব নুর বলেছেন: আগামীকাল বৃষ্টি হবে। হবেই।

১৩| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ১০:০৩

আরমান শুভ বলেছেন: মহানবী কি আল্লাহ কে বলতে পারেননি আমাদের জান্নাতে ফিরিয়ে নিতে যেখানে তিনি বলেছেন তার উম্মতদের মধ্য ৭২ ভাগই দোজখে যাবে।

০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ১০:১৩

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১৪| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ১০:১৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: মহররমের ১০ তারিখে অনেক ঐতিহাসিক ঘটনা ঘটেছিল। সেটা আজ নয়...

০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ১০:২২

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ ভুল ধরিয়েছেন বলে।

১৫| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ১০:১৪

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: আরিব্বাস! ক্যাসা যাদু কিয়্যা; অ্যাভি-ভি বৃস্টি শুরু হুয়া! ১০:১০ পি.এম. @ ৪/১১/১৮

০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ১০:২৩

রাজীব নুর বলেছেন: আমি বলেছি। আর আমার কথা ফলবে না- তা কি হয়?

০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ১০:২৩

রাজীব নুর বলেছেন: আমি বলেছি। আর আমার কথা ফলবে না- তা কি হয়?

১৬| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ১০:২১

ফারিহা হোসেন প্রভা বলেছেন: ১নং টি সত্যিই খুব সুন্দর হয়েছে। ৩নং এর উত্তর কি আপনার কাছে আছে?

০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ১০:২৩

রাজীব নুর বলেছেন: আছে।

১৭| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ১০:২৮

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: আগে জানি কি কি ব্যবসার একটা পুস্ট করছিলান আফনে - অহন সাথে জ্যোতিষ্য টাও লাগা্ইবাইন- অনুমান বালা- আমার হাতটা দেহুইনছে- ব্যবসায় লস ক্যারে :|

০৫ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:০৯

রাজীব নুর বলেছেন: দেরী হোক যায় নি সময়।

১৮| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ১০:৩৭

সাইন বোর্ড বলেছেন: শিরোনামে কি হিমু হওয়ার চেষ্টা করা হয়েছে ? মুহাম্মদ (সাঃ) এর জীবনের চমৎকার একটা ঘটনাকে উল্লেখ করার জন্য ধন্যবাদ, রাম কৃষ্ণের ঘটনাটিও মনে রাখার মত ।

০৫ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:০৯

রাজীব নুর বলেছেন: শুভ সকাল।
ভালো থাকুন।

০৫ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:০৯

রাজীব নুর বলেছেন: শুভ সকাল।
ভালো থাকুন।

১৯| ০৫ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:৪২

আরোগ্য বলেছেন: রাজীন্দ্রনাথ ভাইয়ের পোস্ট জ্ঞানের আধার, নিজু ভাইয়ের মন্তব্য বিনোদনের ডিব্বা।
২ নং তথ্য মহরমের দশ তারিখে।

০৫ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৮

রাজীব নুর বলেছেন: ভালো থাকুন। সুস্থ থাকুন।

২০| ০৫ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:৫৮

মাহমুদুর রহমান বলেছেন: ১,২ ভাল লাগল।
৩- আদা,রসুন,পেয়াজ,জিরা,মরিচ মেবি।
৪- হা হা হা।মাথামোটা আর জ্ঞানী লোকদের মধ্যে পার্থক্য এটাই।

০৫ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৮

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

২১| ০৫ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:৩৪

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: চমৎকার একটা পোস্ট প্রসব করায় আল্লামা রাজীব নূর ভাইয়ের প্রতি শুকরানা!

০৫ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৯

রাজীব নুর বলেছেন: ভালোবাসা নিরন্তর।

২২| ০৫ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:২৬

খাঁজা বাবা বলেছেন: কিছুই বুঝি নাই। B:-)
আদা রসুনের ধাদা পড়ে মনে হয়েছে ১ কেজি আলুর দাম ১০ টাকা হলে ৫ কেজি মুলার দাম কত? 8-| :(( #:-S :#) :-B
বৃষ্টির অপেক্ষায় থাকলাম

০৫ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২০

রাজীব নুর বলেছেন: বাইরে ঝড় বইছে।
কিছুক্ষনের মধ্যে বৃষ্টি হবে।

২৩| ০৫ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:১১

নজসু বলেছেন: গতকাল (৪ নভেম্বর) মুসলমানদের জন্য তাহলে বিশেষ দিন ছিল দেখছি।
ধাঁধাটা জটিল মনে হচ্ছে। উত্তরটা হয়তো সহজ হবে।

রামকৃষ্ণ ঠিকই বলেছেন।

যৌকিতায় পরিপূর্ণ।

০৫ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২২

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ সুজন ভাই।
ভালো থাকুন।

২৪| ০৫ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:৪৯

হাবিব বলেছেন: পবিত্র আশুরার গুরুত্বপূর্ণ ঘটনাবলি
হাফেজ মাওলানা আবদুর রহীম
হিজরি সনের প্রথম মাস মহররম। ‘মহররম’ শব্দের অর্থ সম্মানিত। এ সম্পর্কে পবিত্র কালামে এরশাদ হয়েছে, ‘ইন্না ইদ্দাতাশ শুহুরি ইন্দাল্লাহিছনা আশরা শাহরা, ওয়া মিনহুম আরবাআতুন হুরুম।’ অর্থাৎ আকাশ ও পৃথিবী সৃষ্টির দিন থেকেই আল্লাহর নিকট মাসের সংখ্যা বারো, এর মধ্যে চারটি মাস সম্মানিত। (সূরা: তাওবা, আয়াত: ৩৬)। এ চার মাসের বৈশিষ্ট্য হলো, যারা বিশেষভাবে এ মাসগুলোতে ইবাদত-বন্দেগি করবে, আল্লাহ তাআলা তাদের বাকি আট মাস ইবাদত করার তাওফিক দান করবেন এবং যারা এ চার মাস নিজেকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখবে, তাদের জন্য বাকি আট মাস যাবতীয় পাপকাজ থেকে বেঁচে থাকা সহজ হবে।
হাদিস শরিফে চান্দ্রবর্ষের বারো মাসের মধ্যে মহররমকেই ‘শাহরুল্লাহ’ বা ‘আল্লাহর মাস’ বলে আখ্যায়িত করা হয়েছে। আর পবিত্র কোরআনে উল্লিখিত সূরা তাওবার ৩৬ নম্বর আয়াতাংশে ‘আরবায়াতুন হুরুম’ অর্থাৎ ‘অতি সম্মানিত ও মর্যাদাপূর্ণ চার মাস’ বলতে জিলকদ, জিলহজ, মহররম ও রজব—এই চার মাসকেই বোঝানো হয়েছে।
মহররম মাসের ১০ তারিখকে আশুরা বলা হয়। এই দিনটি সারা বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানদের জন্য একটি ঐতিহাসিক দিন। এই দিনের বিশেষ তাৎপর্য হলো, এই দিনেই পৃথিবীর বহু ঐতিহাসিক ও অলৌকিক ঘটনা সংঘটিত হয়েছে।
এই দিনেই সৃষ্টি করা হয় আমাদের আদি পিতা হজরত আদম (আ.)-কে, এই দিনেই তাঁকে বেহেশতে প্রেরণ করা হয়, এই দিনেই তাঁকে বেহেশত থেকে দুনিয়ায় প্রেরণ করা হয় এবং এই দিনেই তাঁদের উভয়কে (আদম-হাওয়া) আরাফাতের ময়দানে একত্র করা হয় ও তাঁদের ভুল-ত্রুটি মার্জনা করা হয়। অধিকন্তু এই দিনেই তিনি ইন্তেকাল করেন।
এই দিনেই মুসলিম জাহানের পিতা হজরত ইব্রাহিম (আ.)-কে আল্লাহ তাআলা অশেষ মেহেরবানিতে অগ্নিকুণ্ড থেকে মুক্তি দেন, যখন নমরুদ বাহিনী তাঁকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে।
এই দিনেই হজরত মুসা কালিমুল্লাহ (আ.) নীল নদ পার হয়ে ফেরাউনের কবল থেকে মুক্তি পান এবং ফেরাউন দলবলসহ নীল নদে ডুবে মারা যায়।
এই দিনেই দীর্ঘ সময় ধরে প্রবল বন্যার পর ‘আদমে সানি’ বা ‘দ্বিতীয় আদম’ উপাধিতে ভূষিত হজরত নূহ (আ.)-এর নৌকা জুদি পাহাড়ের চূড়ায় অবস্থান করে এবং তিনি ও তাঁর অনুসারী ইমানদার ব্যক্তিরা বেঁচে যান। পক্ষান্তরে যারা তাঁর প্রতি ইমান আনেনি, তারা সবাই মৃত্যুমুখে পতিত হয়।
এই দিনেই ছাহেবে হুত নামে অভিহিত হজরত ইউনুস (আ.) রাতের অন্ধকারে, পানির গভীরে ও মাছের পেটে—এই তিন স্তরের অন্ধকার থেকে মুক্তি পান।
এই দিনেই হজরত আইউব (আ.) সুদীর্ঘ ১৮ বছর রোগভোগের পর পূর্ণ সুস্থতা লাভ করেছিলেন। তিনি এমন সুস্থতা লাভ করেছিলেন যে তাঁকে দেখে তাঁর স্ত্রীও চিনতে পারেননি। এটা হচ্ছে মহান আল্লাহর মহা অনুগ্রহের ফলমাত্র এবং নবীদের অন্যতম হজরত আইউব (আ.)-এর কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার ধৈর্য ও সহিষ্ণুতার বহিঃপ্রকাশ।
এই দিনেই হজরত ঈসা মাসিহ (আ.) জন্মগ্রহণ করেন এবং এই দিনে ত্রিতত্ত্ববাদীদের রোষানল থেকে বাঁচানোর জন্য আল্লাহর অশেষ কুদরতে তাঁকে আসমানে উঠিয়ে নেওয়া হয়, যা পবিত্র কোরআনে সূরা আলে ইমরানের ৫৫ নম্বর আয়াতে উল্লেখ রয়েছে।
এই দিনেই হজরত মুসা (আ.) আল্লাহর সঙ্গে তুর পাহাড়ে গিয়ে কথা বলেন এবং ইবরানি ভাষায় নাজিলকৃত প্রসিদ্ধ কিতাব তাওরাতপ্রাপ্ত হন।
এই দিনেই হজরত ইয়াকুব (আ.)-এর অতি স্নেহের সন্তান, পরে মিসরের সম্রাটের স্বপ্নের তাবির বা ব্যাখ্যাকার হজরত ইউসুফ (আ.)-কে বহুকাল পরে ফিরে পান এবং তাঁর সন্তান হারানো বেদনার অবসান হয়।
এই দিনেই রাসুলে আরাবি নবীকুল শিরোমণি, ইমামুল হারামাইন, সাইয়্যদুস সাকালাইন, শাফিউল উমাম, ছাহেবে কাউসার, ছাহেবে কোরআন, হাদিউল উমাম, ইমামুল মুরসালিন জনাবে মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সা.) সর্বপ্রথম ওহিপ্রাপ্ত হন।
এই দিনেই হজরত সোলায়মান (আ.) সিংহাসন লাভ করেন। যাতে করে প্রতিদিন তিনি সকাল-সন্ধ্যায় তাঁর সৈন্যসামন্ত নিয়ে এক মাসের রাস্তা ভ্রমণ করতেন, যা পবিত্র কোরআনের সূরা সাবার ১২ নম্বর আয়াতে উল্লেখ রয়েছে।
এই দিনেই আল্লাহ তাআলা এই পৃথিবীতে সর্বপ্রথম রহমতের বৃষ্টি বর্ষণ করেন।
হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, রাসুলে করিম (সা.) হিজরত করে মদিনায় আগমন করার পর দেখলেন, ইহুদিরা আশুরার দিনে রোজা রাখে। নবী (সা.) এর কারণ জিজ্ঞেস করলে তারা বলল, এই দিনে হজরত মুসা (আ.) ও বনি ইসরাইল শক্রবাহিনী থেকে মুক্তি লাভ করেছিলেন, তাই এই দিনে হজরত মুসা (আ.) এর শুকরিয়া আদায়স্বরূপ রোজা রেখেছেন। তা শুনে রাসুলে পাক (সা.) বললেন, হজরত মুসা (আ.)-এর অনুসরণের ব্যাপারে আমি তোমাদের চেয়ে বেশি হকদার; তাই এই দিনে তিনি রোজা রাখেন এবং অন্যদেরও রোজা রাখার হুকুম দেন। কিন্তু কেবল আশুরার দিনে রোজা রাখলে বাহ্যিকভাবে ইহুদিদের অনুকরণ হয়ে যায়। তাই রাসুলে মাদানি (সা.) বলেন, তোমরা আশুরার রোজা রাখো এবং ইহুদিদের সাদৃশ্য পরিহার করো। অর্থাৎ আশুরার আগে বা পরে আরও এক দিন রোজা রাখো। অর্থাৎ মহররমের ৯, ১০ অথবা ১০, ১১ এই দুই দিন রোজা রাখো।
উম্মুল মুমিনিন হজরত হাফসা (রা.) বলেন, রাসুলে পাক (সা.) চারটি কাজ কখনো ত্যাগ করেননি। (১) আশুরার রোজা, (২) জিলহজের প্রথম নয় দিনের রোজা, (৩) আইয়ামে বিযের রোজা তথা প্রতি মাসের ১৩, ১৪, ১৫ তারিখের রোজা, (৪) ফজর ওয়াক্তে ফরজের আগে দুই রাকাত সুন্নত নামাজ।
হজরত কাতাদা (রা.) থেকে বর্ণিত রাসুলে পাক (সা.) ইরশাদ করেন, আশুরার রোজার ব্যাপারে আমি আশাবাদী, আল্লাহ তাআলা এর অছিলায় অতীতের এক বছরের গুনাহ মাফ করে দেবেন। (তিরমিজি)।
হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলে পাক (সা.) এরশাদ করেন, রমজানের রোজার পরে মহররমের রোজা হলো সর্বশ্রেষ্ঠ, যেমন ফরজ নামাজের পরে শেষ রাতের নামাজ অর্থাৎ তাহাজ্জুদ নামাজ সবচেয়ে বেশি মর্যাদাসম্পন্ন।
এ দিবসে সঠিক ফজিলত অনুধাবন করে সঠিক ইবাদতের মাধ্যমে আল্লাহর অশেষ রহমত বা করুণার আশায় মাগফিরাতের প্রত্যাশায়, এই দিনের মহান ঘটনা থেকে শিক্ষা নিয়ে আল্লাহ তাআলা প্রদত্ত, রাসুল (সা.) প্রদর্শিত পথে এগিয়ে চলার অঙ্গীকারে আবদ্ধ হওয়া উচিত।
পরিশেষে মহান আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে দোয়া কামনা করি, তিনি যেন আমাদের পবিত্র আশুরার তাৎপর্য অনুধাবন করে ইবাদত-বন্দেগির মাধ্যমে কাটানোর তাওফিক ইনায়েত করুন। আমিন।
হাফেজ মাওলানা আবদুর রহীম: সিনিয়র পেশ ইমাম ও খতিব, গুলশান কেন্দ্রীয় মসজিদ (আজাদ মসজিদ)।

০৫ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৩

রাজীব নুর বলেছেন: 'ধান ভানতে শিবের গীত' ।

২৫| ০৫ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:৫৪

আরোহী আশা বলেছেন: সুন্দর ভালো লাগলো।

০৫ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৩

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

২৬| ০৫ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:২৬

রানার ব্লগ বলেছেন: আমি তিন নং এর উত্তরের অপেক্ষায় আছি, ভাবনার মতো এত কঠিন কাজটা করে কে???

০৫ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৩

রাজীব নুর বলেছেন: অপেক্ষা করবেন না প্লীজ।

২৭| ০৫ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:০১

হাসান জাকির ৭১৭১ বলেছেন: আমি মোটেও বিশ্বাস না করলে নিশ্চয়ই বৃষ্টি হবে না??
পোস্ট ভাল লাগল।।

০৫ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৪

রাজীব নুর বলেছেন: বৃষ্টি শুরু হয়ে গেছে।

২৮| ০৫ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:৩৯

অপু দ্যা গ্রেট বলেছেন:
ভাবছিলাম আবহওয়া সংবাদ । তারপর ভেতরে দেখি জ্ঞানের সমুদ্র ।

বাহ বাহ !!!!

০৫ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৫

রাজীব নুর বলেছেন: হা হা হা--------
এলোমেলো এবং অগোছালো মানেই আমার পোষ্ট।

২৯| ০৫ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:৫৬

আব্দুল্লহ আল মামুন বলেছেন: ৩ নং প্রশ্নের উত্তর হচ্ছে, পিঁয়াজের বাক্সে পিঁয়াজ, রসুনের বাক্সে রসুন, আদার বাক্সে আদা, জিরার বাক্সে জিরা এবং মরিচের বাক্সে মরিচ আছে। উত্তর কি সঠিক হয়েছে?

০৫ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৬

রাজীব নুর বলেছেন: আমি বলব না।

৩০| ০৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৮

অব্যক্ত কাব্য বলেছেন: এবং আজ নেমেছে অঝর বৃষ্টি!
সত্যাসত্য বৃষ্টি

০৫ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৭

রাজীব নুর বলেছেন: আমি নিশ্চিত হয়েই বলেছি।

৩১| ০৫ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫০

ফেইরি টেলার বলেছেন: আগেই বলেছি আপনার লেখার হাত অসাধারণ । মহানবী ( সা:) কে নিয়ে লিখেছেন এজন্য বিশেষ ধন্যবাদ

০৫ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:০৮

রাজীব নুর বলেছেন: শুধু ধন্যবাদ দিলে হবে না।
চা খাওয়াতে হবে।

৩২| ০৫ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৫

জুন বলেছেন: আজ কিন্ত প্রচন্ড বৃষ্টি হয়েছে রাজীব নুর । ছবিটি প্রায় বৃষ্টি ধরে আসার সময় তোলা। দাড়িয়ে আছি বৃষ্টি শেষের অপেক্ষায় অনেকের সাথে অন্যের এক বাড়ির সিড়িতে।

০৫ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:০৯

রাজীব নুর বলেছেন: আমি আগে বলেছিলাম।
ছাতা নিয়ে বের হোন নাই কেন?

৩৩| ০৫ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:১৫

ফেইরি টেলার বলেছেন: নিশ্চই ! কোথায় কবে কিভাবে খেতে চান বলুন , আমরা মুসলিমরা তো এক রক্ত এক জাতি, আমাদের ভালোবাসা এটার্নাল ;)

০৫ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:১৭

রাজীব নুর বলেছেন: যেদিন দেখা হবে সেদিন। হুট করে কোনো একদিন দেখা হয়ে যাবে।

৩৪| ০৫ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৩০

পদ্মপুকুর বলেছেন: আপ্নেতো ভাই কামেল আদ্মী। কাল পর্যন্ত অপেক্ষা করা লাগ্লো না, এই সন্ধ্যাতেই বৃষ্টি হচ্ছে আমার এখানে। আপ্নেরে বুইঝ্যা শুইন্যা চলতে হইবো... :|

০৫ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৩৩

রাজীব নুর বলেছেন: আমি আগেই বলেছি আজ বৃষ্টি হবে।

৩৫| ০৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৪

নজসু বলেছেন:


ভাই আপনার নতুন লেখা না পেয়ে কাল থেকে আপনার ব্লগ হতে ফেরত যাচ্ছি।
ভালো আছেন আশা করি।

০৬ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৫৯

রাজীব নুর বলেছেন: ভালো আছি।
আসলে মন মেজাজ খুব বিক্ষিপ্ত হয়ে আছে।
এদিকে মাথায় বেশ কিছু লেখা জমা হয়ে আছে।
আচ্ছা, এখনই একটা লিখছি। ত্রিশ মিনিট লাগবে।

৩৬| ০৬ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:০৩

নজসু বলেছেন: ঠিক আছে ভাই।

০৬ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:১৭

রাজীব নুর বলেছেন: ভালোবাসা নিরন্তর।

৩৭| ০৭ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
এক লোকের দুই বউ ছিলো,

১ম জন যা বলতো
২য় জান তার উল্টা বলতো

লোকটা বললো আমার বউ দুইটা বিরাট জ্যোতিষ!!
যা বলে তাই হয়। একজনে বলে বৃষ্টি হবে অন্যজন বলতো হবেনা,
একজনের কথা অবশ্যই ফলতো !!

আমাদের রাজীব ভাইও বিরাট জ্যোতিষ !!

০৭ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:২৪

রাজীব নুর বলেছেন: হা হা হা ----

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.