নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

ভাবুন, ভেবে দেখুন

০৯ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৩০



এই পৃথিবী জন্মের পর একটুও জায়গা বাড়েনি। বরং আমরা প্রতিনিয়ত পৃথিবীর ক্ষতি করে চলেছি। এজন্য মাঝে মাঝেই প্রকৃতি প্রতিশোধ নেয়- ঝড়, বন্যা আর ভূমিকম্প দিয়ে। কাজেই প্রতিটা মানুষকে সচেতন হতে হবে। সবচেয়ে বড় কথা- এই পৃথিবী কোনো দিনও বদলাবে না। যেমন আছে, তেমন'ই থাকবে। মানুষ বদলে যাবে। খুন, রাহাজানি, দুর্নীতি আরও বাড়বে। দুর্ঘটনা আরও বাড়বে। ডিভোর্স আরও বাড়বে। জ্যাম আরও বাড়বে। অর্থ্যাত বর্তমানের চেয়ে অনেক বেশি খারাপ অবস্থা হবে। এগুলো মেনে নিয়েই আমাদের জীবনয আপন করতে হবে। যারাই পৃথিবীতে আসবে তাদের এই সব সহ্য করতে হবে। কাজেই সন্তান পৃথিবীতে আনার আগে বাপ মায়ের একশ' বার ভাবা উচিত।

আমরা গ্লোবাল ওয়ার্মিংয়ের এমন এক পর্যায়ে আছি যা আরেকটু বেশি হলে সেখান থেকে ফিরে আসা সম্ভব নয়। জলবায়ু পরিবর্তন পৃথিবীতে 'সবচেয়ে বড় বিপদ', অথচ সেদিকে কারো নজর নেই। মানব সংঘাত কমার কোনো লক্ষণ নেই। চক্রবৃদ্ধি হারে বেড়েই চলেছে। বায়ুমণ্ডলের ওজোন স্তর প্রচন্ড ক্ষতিগ্রস্ত অবস্থায় আছে। অলরেডি এন্টার্কটিকার বরফ গলতে শুরু করে। এদিকে বাংলাদেশের কারখানাগুলোর মালিকেরা পরিবেশ নিয়ে কখনও ভাবে না। সমস্ত পৃথিবী জুড়েই নানান ধরনের আন্দোলন চলছে। দারিদ্র মুক্ত পৃথিবীর আন্দোলন, ক্ষুধা মুক্ত পৃথিবীর আন্দোলন, নিরক্ষর মুক্ত পৃথিবীর আন্দোলন। কিন্তু পৃথিবীর টিকে থাকার আন্দোলন এবং পৃথিবীতে যেন মানুষ সুন্দরভাবে বেঁচে থাকতে পারে, প্রকৃতি যেন তার ভারসাম্য না হারায়- সেদিকে কারো নজর নেই।

বাংলাদেশের ভালো আর বুদ্ধিমান লোক গুলো এক আকাশ রাগ আর ক্ষোভ নিয়ে সব বিদেশ চলে গেছে। বাংলাদেশ উন্নতবিশ্বের দেশ না। এই দেশের নাগরিকেরা যতই আবেগ নিয়ে বলুক বা দাবী করুক, এদেশ সোনার দেশ। এতা একটা ফালতু কথা। বাস্তবতা হল, এদেশের মাটির তলায় সোনাও নেই, প্লাটিনামও নেই। পুরো দেশ ভরা দুষ্টলোক দিয়ে। নব্য ধনীরা শুধু বুঝে ক্ষমতা। শাসকগোষ্ঠী বোঝে শুধুই অর্থ, ভোগ, বিলাস। আমাদের দেশের ধনীরা এবং রাজনীতিবিদরা নির্বোধ শ্রেনীর মানুষ। পৃথিবীর সবচেয়ে মর্যাদাপূর্ণ পেশা কৃষি ও শ্রমিকের কাজ। অথচ এদেরকে অবহেলার চোখে দেখা হয়। কৃষক ও শ্রমিকের ঘাম যত বেশি ঝরে রাষ্ট্রের ততবেশি উন্নতি হয়। আমরা সিনেমার নায়ক-নায়িকাকে নিয়ে লাফালাফি করি। ক্রিকেট খেলোয়াড়দের নিয়ে মাতামাতি করি।

কখনও কি ভেবেছেন- যে দেশে জন্মগ্রহন করলেন, সে দেশের জন্য কিছু করা উচিত কিনা? এই মানসিকতা তো কারো মধ্যে দেখি না। নিজের পরিবারের জন্য করার পর দেশের কথা ভাবুন। দেশের জন্য কিছু করতে চেষ্টা করুন। যাই হোক, অন্য কথা বলি- পৃথিবীর মধ্যে সবচেয়ে অলস জাতী হচ্ছে- কুয়েত আর পরিশ্রমী জাতি হচ্ছে- আফ্রিকার দেশ উগান্ডা। তবে আশার কথা হচ্ছে আমাদের দেশের মানূষ অলস নয়। একটা চাকরির ইন্টারভিউ'র জন্য হাজার-হাজার সিভি জমা পরে। অথচ নিবে মাত্র সতের জন্য। আমাদের দেশের নারীরাও কর্ম প্রিয়। তারাও বেকার থাকতে পছন্দ করে না।
বঙ্গবন্ধুর লিখা 'অসমাপ্ত আত্মজীবনী' বইতে ৪৮নং পৃষ্ঠায় লেখা- ''সকল জাতির মধ্যে কিছু কিছু আছে কিন্তু বাঙালিদের মধ্যে আছে পরশ্রীকাতরতা, ভাই, ভাইয়ের উন্নতি দেখলে খুশি হয়না। এই জন্যই বাঙালি জাতির সকল রকম গুন থাকা সত্ত্বেও সারা জীবনভর অন্যের অত্যাচার সহ্য করতে হয়েছে। সুজলা, সুফলা বাংলাদেশ সম্পদে ভর্তি। এমন উর্বর জমি দুনিয়ার খুব অল্প দেশেই আছে। তবুও এরা গরীব। কারণ যুগ যুগ ধরে এরা শোষিত হয়েছে নিজেদের দোষে।নিজকে এরা চিনেনা, আর যতদিন এরা চিনবেনা এবং বুঝবেনা না ততদিন এদের মুক্তি আসবেনা।''

মন্তব্য ৪১ টি রেটিং +৪/-০

মন্তব্য (৪১) মন্তব্য লিখুন

১| ০৯ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৪৮

পদাতিক চৌধুরি বলেছেন: একটি সচেতন মূলক পোস্ট এবং কর্মোদ্যোগ এর পোস্ট ,ভালো লাগলো। উগান্ডা কে ধন্যবাদ।

শুভকামনা প্রিয় ছোট ভাইকে ।

০৯ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৫১

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ দাদা।

২| ০৯ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:০৫

ফারিহা হোসেন প্রভা বলেছেন: এখন হাতের উপর হাত রেখে বসে থাকার সময় নয়। বরং আমাদের সকলকে হতে সকল কাজে দৃঢ় পটু।
ভালো লাগা জানিয়ে গেলাম।

০৯ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:০৫

রাজীব নুর বলেছেন: মাঝে মাঝে মনে হয়- জীবনেরও যদি কোনো প্রুফ রিডার থাকত ! আ- কার, ই-কার, বর্ণ, বাক্য সব কিছু ঠিক করে আমরা যেমন প্রতিটি উপন্যাস আর গল্পকে শুদ্ধ করে সাজাই, তেমন করে কেউ যদি আমাদের জীবনের ভুল গুলোকে ঠিক করে একটা শুদ্ধ জীবন গড়িয়ে দিত, একটা সুন্দর জীবন সাজিয়ে দিত !

৩| ০৯ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:২৬

মাহমুদুর রহমান বলেছেন: বিপর্যস্ত পৃথিবী আশার আলো পুনঃ আগমন ।

০৯ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:০৫

রাজীব নুর বলেছেন: পাহাড়-চুড়ায় দাঁড়িয়ে মনে হয়েছিল, আমি এই পৃথিবীকে পদতলে রেখেছি-
হয়তো এই পাহাড় সমান উঁচু হতে চায় কেউ, আমি মাটিতে মেশা ঘাস হতেই ভালোবাসি।

৪| ০৯ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:৩৪

নীলসাধু বলেছেন: ধন্যবাদ।
মূল্যবান কিছু কথা বলেছেন।
আমাদের ভাবা উচিত।
রিএক্ট করা উচিত।
যদিও আমরা ইতোমধ্যে আত্মকেন্দ্রিক জাতিতে পরিণত হয়েছি
তবু আশাবাদি হতে চাই
আগামির বাংলাদেশ রঙ্গীন হোক এই শুভকামনা জানাই।

০৯ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:০৬

রাজীব নুর বলেছেন: উড়াই কিছু সুখের ফানুস ...

৫| ০৯ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:৩৫

করুণাধারা বলেছেন: পোস্টটা ভাল। আপনার আবেগও বুঝতে পারছি। কিন্তু দেশের প্রতি কেউ কিছু করে না এটা ঠিক নয়, অনেকেই করতে যায়- কিন্তু তাদের পদে পদে বাধা দেয়া হয়......

০৯ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:০৬

রাজীব নুর বলেছেন: বাংলাদেশ! খুব গর্ব হয় দেশটাকে নিয়ে। আবার মনে হয়- কেন যে এই দেশে জন্ম নিলাম!

৬| ০৯ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:৪২

সাহিনুর বলেছেন: আপনার কথা গুলো পড়তে খুব ভালো লাগে ভাইয়া।

০৯ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:০৭

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

৭| ০৯ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:০৫

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: আমাদের ভাবতে হবে। বদলাতে হবে। পরিবেশ বাচাতে হবে। না হয় অক্সিজেন গ্রহন করে কদিন পর সিলিন্ডার নিয়ে ঘুরতে হবে।

০৯ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:০৭

রাজীব নুর বলেছেন: ঐ দেখা যায় তাল গাছ, ওই আমাদের গাঁ,

৮| ০৯ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:০৫

বনসাই বলেছেন: কথা বলার আর দিন নেই অদ্য; এখন সময় কেবল কাজের। নিজের কাজটি ঠিকভাবে করাটাই দেশপ্রেম; আমরা যেন দেশপ্রেমিক হতে পারি।

০৯ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:০৮

রাজীব নুর বলেছেন: ধন্য জন্ম , রবীন্দ্রনাথের পরে জন্মেছিলেম বলে , তাকে পেয়েছি বলে

৯| ০৯ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:০৫

বনসাই বলেছেন: কথা বলার আর দিন নেই অদ্য; এখন সময় কেবল কাজের। নিজের কাজটি ঠিকভাবে করাটাই দেশপ্রেম; আমরা যেন দেশপ্রেমিক হতে পারি।

১০| ০৯ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৮

রাকু হাসান বলেছেন:


নিজের পরিবারের জন্য কিছু করার পর ,দেশের জন্য ভাবুন --শতভাগ একমত আমি ।
আমরা বড্ড আত্মকেন্দ্রীক ভাইয়া ।

০৯ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৪

রাজীব নুর বলেছেন: আত্মকেন্দ্রিক হয় কিশোরী মেয়েরা।
নিজেকে পুরোপুরি বিকশিত করতে হবে।

১১| ০৯ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৯

আরমান শুভ বলেছেন: ভুমিকম্পের সাথে গ্লোবাল ওয়ারমিং এর কানেকশন আছে কিনা জানিনা। জড় বন্যা এগুলোতে অসতর্ক বা গৃহহীন মানুষেরাই মারা যায়,সঠিক সময়ে সঠিক অবস্থানে থাকলে হ্মতি হওয়ার কথা নয়। প্রকৃতির প্রতিশোধ নেওয়ার ইচ্ছা হলে পুরোপুরি নিয়ে নিক শুধু শুধু হ্মতিসাধনকারীদের বাচিয়ে রেখে কি লাভ। নাকি প্রকৃতির সেই হ্মমতা নাই?

০৯ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৬

রাজীব নুর বলেছেন: প্রকৃতির সীমাহীন ক্ষমতা আছে। মানুষ মানূষের সাথে পারে। কিন্তু প্রকৃতির সাথে কেউ পারে।
এই যে কিছু দিন পর-পর প্রকৃতি আমাদের শিক্ষা দিয়ে যায়।

১২| ০৯ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৭

জাহিদ অনিক বলেছেন:
অসমাপ্ত আত্মজীবনী একটি দারুণ বই। শেখ মুজিব নিজে একজন রাজনৈতিক ব্যক্তি, একজন পিতা এবং একজন দার্শনিক এই বইতে। তিনি বাঙ্গালী। বাংলার মানুষের দর্শন তিনি ভালো করেই জানেন।
বইটা সবার পড়া উচিত। দেশের জন্য ভাবা উচিত।

০৯ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫২

রাজীব নুর বলেছেন: ঠিক বলেছেন- এই বই সকলের পরা উচিত।
আর একটা কথা- যেদিন বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে সেদিন'ই প্রতিটা বাঙ্গালীর কপাল পুড়েছে।

১৩| ০৯ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৪

হাবিব বলেছেন: আপনার লেখাগুলো পড়তে খুব ভালো লাগে নুর ভাইয়া।

০৯ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫০

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

১৪| ০৯ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫০

নজসু বলেছেন:


কি আর বলি।
লেখাটা পড়ে অক্ষমতার লজ্জায়
মাথা হেট করতে হলো।

০৯ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:০৭

রাজীব নুর বলেছেন: না এটা ঠিক না।
দেরী হোক যায়নি সময়।

১৫| ০৯ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:২৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: দেশপ্রেম, দেশের জন্য মায়া মমতা না থাকলে আমরা কখনোই উন্নত হতে পারব না...

০৯ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:১৮

রাজীব নুর বলেছেন: আমাদের দেশের লোকদের মধ্যে দেশ প্রেম নাই। এই জন্যই লোকগুলো এতটা নিষ্ঠুর।

১৬| ১০ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:১২

আরমান শুভ বলেছেন: মানুষের ও হ্মমতা আছে পারমাণবিক বোমা আর হাইড্রোজেন বোমা ফাটালে সকল প্রানীজগত ধংস হয়ে যাবে প্রকৃতির চেহারা ও পালটে ফেলবে অসহায় ফোসফাস করা ছাড়া তার আর কিছু করার থাকবে না। ধর্মের ভবিষ্যত বানীগুলোর কি হবে কে জানে।

১০ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৫৪

রাজীব নুর বলেছেন: আপনার মন্তব্য পড়ে চিন্তায় পরে গেছি।

১৭| ১০ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:০৯

সংগ্রামী_জীবন বলেছেন: খুব ভাল লেখছেন!

১০ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৫৪

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১৮| ১০ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:০৬

নীলপরি বলেছেন: খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে লিখেছেন । কে জানে আর কবে ভাবতে শিখবে সবাই!

১০ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৫৫

রাজীব নুর বলেছেন: আশা করি, মানূষের টনক নড়বে।

১৯| ১০ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:২২

অব্যক্ত কাব্য বলেছেন: বেশ লিখেছেন

১০ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৫৫

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

২০| ১০ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:১৩

শাহারিয়ার ইমন বলেছেন: এদেশে কৃষক-শ্রমিক দের দাম নাই ।এইজন্য আমরা গরীব ।

১০ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৫৬

রাজীব নুর বলেছেন: সরকারের কঠিন ভূমিকা পালন করতে হবে।

২১| ১০ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৪৬

মোঃ আল মামুন শাহ্ বলেছেন: ভাই ভাইয়ের উন্নতি দেখতে পারে না। ঠিক বলেছেন ভাই। পরশ্রীকাতরতা দূর করতে হবে। কেমন আছেন আপনি?

১০ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৪৭

রাজীব নুর বলেছেন: আমি ভালো আছি।


আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.