নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
১। গভীর রাত। খুব ঝড় তুফান হচ্ছে।
একটা দো'তালা বাড়িতে সব দরজা-জানালা বন্ধ। এই দরজা জানালা যেন না খোলা যায়- তার জন্য তারকাটা দিয়ে টাইট করে আটকে দেওয়া হয়েছে। দোতালা বাড়িতে আজ দু'জন মাত্র মানুষ। একজন মা আর তার ৬ বছরের প্রতিবন্ধী ছেলে। মাঝ রাতে মায়ের ঘুম ভেঙ্গে যায়। মা তার প্রতিবন্ধী ছেলের ঘরে উঁকি দেয়। দেখেন, ছেলে আরাম করে ঘুমাচ্ছে। ছেলের ঘর থেকে বের হতেই মা দেখেন- একটা বাঘ। আসল রয়েল বেঙ্গল টাইগার। দু'জনে চোখাচোখি। বাঘের চোখে তীব্র ক্ষুধা। মায়ের চোখে এক আকাশ ভয় আর বিস্ময়!
ভয়াবহ এক মুভি। টান টান উত্তেজনা। মুভিটা দেখার পর আপনার মনে হবে না- সময়টা অপচয় করা হলো। মুভিটাতে মানুষের মনের গোপন সত্তাকে জাগিয়ে তোলা হয়েছে। চমৎকার মুভি। আরেকবার দেখব।
২। পাঁচজন ছেলে মেয়ে। প্রান প্রাচুর্যে ভরপুর।
তাদের কলেজ সাত দিনের ছুটি। সামার ভেকেশন। এই ছেলে মেয়ে গুলো এডভেঞ্চার প্রিয়। আসলে বয়সটাই তাদের এমন। তারা এক দূর্ঘম পাহাড়ে যাবার সিদ্ধান্ত নেয়। তারা তাদের পরিবারকে না জানিয়ে এক সকালবেলা রওনা দিয়ে দেয়। বিশাল বিশাল পাহাড়। সৃষ্টির শুরু থেকে আজও এই সমস্ত পাহাড় গুলো প্রায় একই রকম আছে। নানান মিথ জড়িয়ে আছে পাহাড় গুলো নিয়ে। মানূষের চেয়ে হাজার গুন বেশি রহস্য আছে এই সমস্ত পাহাড় গুলোতে। অদ্ভুত সব কান্ডকারখানা ঘটতে থাকে- ছেলে মেয়ে গুলোর সাথে।
মুভিটা দেখার সময়- এক মুহুর্তের জন্য চোখ সরিয়ে নিতে পারি নাই। সারাক্ষন উত্তেজনা কাজ করেছে, এরপর কি হবে? না জানি এরপর কি হয়! মুভিটা শেষ করার পর অনেকক্ষন ঝিম মেরে বসে ছিলাম। যখনই অই ছেলে মেয়ে গুলোর জায়গায় নিজেকে দাঁড় করিয়েছি- সারা শরীর কাঁপতে শুরু করেছিল।
৩। আর একদিন পর ক্রিসমাস।
চারিদিকে ছুটির আমেজ। শহরের ব্যস্ততম এক কর্পোরেট অফিসের সবাই বের হয়ে গেছে। শুধু মাত্র এক তরুনী মেয়ে ছাড়া। তার হাতের কাজ শেষ করতে একটু বেশি সময় লেগেছে। তরুনী মেয়েটি অফিসের সব লাইট বন্ধ করে। তারপর অফিস তালা দিয়ে লিফটে উঠে। ১৯ তালা থেকে নিচে নেমে কার পার্কিং এ গিয়ে দেখে গাড়ির চাবি ভুলে তার ডেস্কে'ই রেখে এসেছে। সে আবার উনিশ তালায় উঠে গাড়ির চাবি আনার জন্য।
এইভাবে মুভিটির শুরু। থ্রিলার মুভি। তরুনী মেয়েটি বিরাট বিপদে পড়ে। মুভিটি দেখার সময় কখনও আপনার রাগ লাগবে, কখনও মেয়েটির জন্য সীমাহীন ভালোবাসা জাগবে। কখনও আপনার ইচ্ছা করবে- যাই, নিজেই মেয়েটিকে বাঁচিয়ে আনি। সব মিলিয়ে চমৎকার একটি মুভি। খুব উপভোগ্য।
৪। নাগরিক পরিবেশ থেকে মুক্তির জন্য একজন লেখিকা শান্তিতে লেখালেখি করার জন্য- শহরের বাইরে এক ডাক বাংলোয় কিছু দিনের জন্য যায়। অত্যন্ত মনোরোম পরিবেশ সেখানে। অল্প বয়সী লেখিকা নিজেই গাড়ি চালিয়ে শহর থেকে ২০০ মাইল দূরে চলে যায়। পথে এক পেট্রোল পাম্প থেকে তেল নিয়ে নেয়। পেট্রোল পাম্পে চারজন বখাটে থাকে।
লেখিকা তার গন্তব্যে চলে আসে। বেশ মনোরম পরিবেশ। একা আছে নিজের মতোন করে। গান শুনছে, লিখছে, সুইমিং করছে। ভোররাতে পেট্রোল পাম্পের সেই চার বখাটে মেয়েটাকে আক্রমন করে। নারী লেখিকাকে খুব বাজে এবং করুন ভাবে ধর্ষন করে। প্রথমে ধর্ষন করায় এক প্রতিবন্ধীকে দিয়ে।
এরপর সেই চার বখাটের খুব করুন মৃত্যু হয়। এমন মৃত্যু যা আপনি চিন্তা করতে পারবেন না। হিটলারও ইহুদীদের এরকম করুন মৃত্যু দেয়নি। এমনকি মুসলিম ধর্মে কেয়ামতের পর পাপীদের এত কঠোর ভাবে শাস্তি দিবে না।
এই মুভির প্রথম ত্রিশ মিনিট হয়তো আপনার বিরক্ত লাগবে। কিন্তু তারপর দম বন্ধ হয়ে আসবে। মাঝে মাঝে ইচ্ছা করেই চোখ বন্ধ করে ফেলবেন। নিজেকে বলবেন- না দেখব না। কিছুতেই না। আবার না দেখেও থাকতে পারবেন না।
(এখন আমি বই পড়ি না। খালি সিনেমা দেখি। প্রতিদিন তিনটা করে। এটা খুবই বাজে অভ্যাস। এই পোষ্টে আমি ইচ্ছা করেই মুভির নাম গুলো বলিনি। আমি চাই না আপনারা মুভি গুলো দেখুন। বরং মুভি না দেখে বই পড়ুন। মুভির চেয়ে হাজার গুন বেশি ভালো- বই পড়া। বই পড়লে মানুষকে চেনা যায়, নিজেকে চেনা যায়।)
০৯ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৩
রাজীব নুর বলেছেন: মুভি দেখবেন না। বই পড়বেন।
২| ০৯ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৮
আরোগ্য বলেছেন: রাজীব ভাই দয়া করে প্রথম মুভির নামটা দিন।
০৯ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৪
রাজীব নুর বলেছেন: কিলার টাইগার।
৩| ০৯ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২২
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ২নাম্বার ছবিটা একটা তামিল ছবির সাথে মিলে যাচ্ছে। ৫বন্ধু গিয়েছিল পাহাড়ে। পরে কেউ ফিরেনি। সবাই মারা গিয়েছিল। কি একটা ভুতের জন্য মনে হয়
০৯ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৫
রাজীব নুর বলেছেন: হ্যা, এরকম তামিল একটা মুভি আছে। সেটা আমি দেখেছি।
তবে আমি এখানে তামিল মুভির কথা বলিনি।
৪| ০৯ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৭
হাবিব বলেছেন: লেখক বলেছেন: মুভি দেখবেন না। বই পড়বেন।
০৯ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:০৮
রাজীব নুর বলেছেন: বই পড়ার বিকল্প কিছু নেই।
৫| ০৯ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৮
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: রাজীব ভাই,
আপনি বলেছেন, এখন আমি বই পড়ি না। খালি সিনেমা দেখি। প্রতিদিন তিনটা করে। এটা খুবই বাজে অভ্যাস। এই পোষ্টে আমি ইচ্ছা করেই মুভির নাম গুলো বলিনি। আমি চাই না আপনারা মুভি গুলো দেখুন। বরং মুভি না দেখে বই পড়ুন। মুভির চেয়ে হাজার গুন বেশি ভালো- বই পড়া। বই পড়লে মানুষকে চেনা যায়, নিজেকে চেনা যায়।)
একটা কথা বলি, মাইন্ড কইরেন না! শুনেন, আপনি চান মানুষ বই পড়ুক আর নিজে মানুষকে ছবির কাহিনী বলে তাদের মধ্যে ইন্টারেস্ট তৈরি করছেন। এটা তো ঐ নেশাখোরের মত, যে নেশাগ্রস্ত হয়ে তার প্রিয়জনকে নেশা না করার কথা বলে
০৯ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:০৯
রাজীব নুর বলেছেন: আমি অধম তাই বলিয়া আপনারা উত্তম হইবেন না কেন?
০৯ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:০৯
রাজীব নুর বলেছেন: আমি অধম তাই বলিয়া আপনারা উত্তম হইবেন না কেন?
৬| ০৯ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:০০
সাইয়িদ রফিকুল হক বলেছেন: আমিও মুভি দেখি। প্রতিদিন দুই-তিনটা। কিন্তু মাসখানেক হলো দেখা হচ্ছে না।
তবে বই পড়ি প্রতিদিন। যেদিন কম পড়ি সেদিন কমপক্ষে একপৃষ্ঠা।
০৯ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:০৯
রাজীব নুর বলেছেন: গুড।
ভেরি গুড।
৭| ০৯ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:১৩
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
আমি অধম তাই বলিয়া আপনারা উত্তম হইবেন না কেন?
যাক, বঙ্কিমচন্দ্রের কথাটা বলে বুঝিয়ে দিলেন, সিনেমা দেখলেই শুধু হয় না, পূর্বে কিছু জেনে রাখা লাগে!
০৯ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:১৫
রাজীব নুর বলেছেন: ভালো থাকুন।
৮| ০৯ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:২৬
যবড়জং বলেছেন: আমিও প্রতিদিন ২/৩ টা করে মুভি দেখতাম এখন দেখা হয় না । তবে শেষ মানে লেখিকার মুভিটা মনেহয় দেখেছি কিন্তু নাম মনে পড়ছে না ।
ভালো থাকবেন ।।
০৯ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:১৭
রাজীব নুর বলেছেন: মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ।
৯| ০৯ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৩০
বিচার মানি তালগাছ আমার বলেছেন: বই পড়ে কেউ দেউলিয়া হয় না...
০৯ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:১৬
রাজীব নুর বলেছেন: ও আচ্ছা।
১০| ০৯ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৪৩
ঢাবিয়ান বলেছেন: প্রতিদিন তিনটা করে সিনেমা দেখেন!!!!!! আপনার বউ এখনও টিকে আছে?
০৯ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:১৫
রাজীব নুর বলেছেন: সে ঘুমায়।
আমি সিনেমা দেখি।
১১| ০৯ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:১৪
স্বরচিতা স্বপ্নচারিণী বলেছেন: ভালো লাগছিল পোস্টটি পড়ে। কিন্তু মুভিগুলোর নাম দেননি দেখে কিছুটা হতাশ হলাম। বই পড়া এবং মুভি দেখা দুটোই আমার প্রিয়। কিন্তু ব্যস্ততার জন্য সময় হয়ে উঠে না খুব একটা। নামগুলো দিয়ে দিলে ভালো হত।
যাই হোক, শুভকামনা রইলো।
০৯ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:১৫
রাজীব নুর বলেছেন: ভালো থাকুন।
১২| ১০ ই নভেম্বর, ২০১৮ রাত ৩:৪৪
মাহমুদুর রহমান বলেছেন: সবগুলোই ভালো লেগেছে।
[এমনকি মুসলিম ধর্মে কেয়ামতের পর পাপীদের এত কঠোর ভাবে শাস্তি দিবে না। ]
আসলে ভাই,আমাদের একটা সমস্যা আছে,কেউ একজন একটা রেসিপি তৈরি করে আনার পর যখন টেস্ট করে দেখি রান্না মন্দ হয়েছে তারপরও বলি আহ! কি টেস্ট। শুধুমাত্র অন্যের মন রক্ষার্থে।
১০ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৫১
রাজীব নুর বলেছেন: কাউকে খুশি করতে আমি এক শ; মিথ্যা বলতে রাশী আছি।
১৩| ১০ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:১০
অপু দ্যা গ্রেট বলেছেন:
ভাই প্লিজ প্লিজ প্লিজ
আমাকে মুভি গুলোর নাম বলুন ।
১০ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:১৪
রাজীব নুর বলেছেন: ঘুম তো ভালো নয়, নামাজ ভালো।
মুভি তো ভালো নয়, বই ভালো।
১৪| ১০ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:২৩
অপু দ্যা গ্রেট বলেছেন:
রাজীব ভাই
আমি মুভি আর বই নিয়ে বেচে আছি । এখন মুভির নাম গুলা বলেন না হলে আমাকে গুগল করতে হবে ।
আপনি কি আপনার ছোট ভাইকে কষ্ট করাতে চান ।
১০ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:০২
রাজীব নুর বলেছেন: ১। কিলার টাইগার।
অন্য গুলোর নাম মনে নিয়া।
সত্যি বলছি মনে নাই। মুভির নাম আমার মনে থাকে না।
১০ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:০২
রাজীব নুর বলেছেন: ১। কিলার টাইগার।
অন্য গুলোর নাম মনে নিয়া।
সত্যি বলছি মনে নাই। মুভির নাম আমার মনে থাকে না।
১৫| ১০ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:২২
অপু দ্যা গ্রেট বলেছেন:
আচ্ছা সমস্যা নেই । বের করে নিচ্ছি ।
১০ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:৪৩
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
১৬| ১১ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৩৯
মাহের ইসলাম বলেছেন: এ রীতিমতো অন্যায়।
তাড়াতাড়ী মুভির নাম বলে ফেলেন।
নাহলে, আমি ভাবীর কাছে আপনার নামে অভিযোগ করবো, কিন্তু।
১২ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:১৮
রাজীব নুর বলেছেন: খাইসে আমারে!
১৭| ১১ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:৩৮
কথাকথিকেথিকথন বলেছেন:
হা হা! মুভ্যি রিভিউ এর ভঙ্গিমা পছন্দ হয়েছে। বলতে পারছিনা কোনোটা দেখছি কিনা তবে শেষেরটা আন্দাজ করতে পেরেছি মনে হয়, মুভ্যির নামের মধ্যে grave শব্দটা আছে!
১২ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:১৯
রাজীব নুর বলেছেন: আপনি বুদ্ধিমান।
১৮| ১২ ই নভেম্বর, ২০১৮ সকাল ৭:৩১
রূপক বিধৌত সাধু বলেছেন: সবগুলো ছবির নাম বলে দিলে ভালো হতো।
১২ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:১৯
রাজীব নুর বলেছেন: ইচ্ছা করেই দেইনি।
১৯| ১২ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৭
ফারিহা হোসেন প্রভা বলেছেন: স্যার ৪নং মুভিটার নাম কী? একটু বলবেন প্লিজ....
১২ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:২৭
রাজীব নুর বলেছেন: নাম তো মনে নাই।
©somewhere in net ltd.
১| ০৯ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৩
পল্লব কুমার বলেছেন: আগে মুভি দেখতে ভাল লাগত। প্রতিদিন ২/১ টা করে দেখতাম। এখন আর তেমন ভাল লাগে না। মাঝে মাঝে দেখা হয়।