নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
অদ্ভুত একটা সময়ের মধ্যে আমরা বন্ধী হয়ে আছি
চারিদিকে শকুনের দল বিছিয়ে রেখেছে বিষাক্ত দাঁত
সাপের চেয়ে হাজার গুন বেশি নিষ্ঠুর 'সৃষ্টির সেরা জীব'
সমাজের ভালো মানুষ গুলো বাষ্প হয়েছে বহু আগে
নষ্টদের নিয়ে অজস্র কবিতা লিখতে হবে দিন-রাত।
কলেজ পড়ুয়া ছেলে মেয়েরা দলবেধে যায় সিনেমাতে
ঝুম বৃষ্টির পর আচমকা রোদ উঠে কোনো কোনোদিন
ঘরের কোনেতে মাকড়সার বসবাস, যেন মহা প্লাবন
সব কিছু বদলে যাচ্ছে, মানুষ, ঘরবাড়ি আর কবিতা
গভীর গোপনে শারীরিক সম্পর্ক, শেষে ইন্টারনেটে।
সিসিটিভি থাকা সত্ত্বেও দাড়োয়ান একটু ঘুমিয়ে নেয়।
কোনো ছাড় নেই, কঠিন প্রতিশোধ নেওয়া হবে, হবেই
ত্রিশ বছরের ভুল গুলো সব পুড়িয়ে ফেলেছি আগুনে
গভীর অন্ধকারে মৃত মানুষের নৃত্য দেখেছো কখনও?
হে মহিয়সী মৃত্যুর আগে নিয়মিত সুখ দাও, অপার সুখ
(কবিতা লেখার ক্ষমতা আমার নেই। তবুও চেষ্টা করেছি কবিতার মতোন করে কিছু একটা লিখতে। এত টুকু লিখতে অনেক সময় লেগেছে। অসংখ্যবার লিখেছি আর মুছে দিয়েছি। যখন ব্লগে কারো কবিতা পড়ি- খুব সহজে বলে দেই- ভালো হয়েছে, ভালো হয়নি, চমৎকার, অগোছালো- ইত্যাদি কত কথা বলে দেই। কবিতা লেখা অনেক কঠিন।
১০ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৪৪
রাজীব নুর বলেছেন: শুকরিয়া।
২| ০৯ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৫৩
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ প্রিয়। আপনিও কবিতার প্রেমে কবিতা লেখা শুরু করলেন।।। ভালো লাগলো
১০ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৪৫
রাজীব নুর বলেছেন: আমি প্রচুর কবিতা লিখেছি। এই সামুতেই কমপক্ষে আমার ৫০০ কবিতা আছে।
৩| ০৯ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:০৩
মা.হাসান বলেছেন: পরিচিত অনেকের কাছেই শুনছি বাসায় রান্নার গ্যাসের সমস্যার কথা, আমার বাসায় অবশ্য এখনো সমস্যা নাই।
১০ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৪৫
রাজীব নুর বলেছেন: ও আচ্ছা।
৪| ০৯ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:৫০
অপু দ্যা গ্রেট বলেছেন:
দারুন হয়েছে ভাই । যদিও কবিতা কিভাবে লিখতে হয় জানি না । তবে কথা গুলোর ভাব বুঝতে পারি । কিন্তু ত্রিশ বছরের ভুল জায়গাটা বুঝতে পারিনি । আমার তো বয়স আরো কম ।
১০ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৪৬
রাজীব নুর বলেছেন: কবিতা তো আসলে আবেগের খেলা।
৫| ১০ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:০১
জাহিদ অনিক বলেছেন:
গ্রেট ! অদ্ভুত কবিতা ভালো লেগেছে রাজীব ভাই। শেষ দুই লাইন সত্যিই ছক্কা হাঁকিয়েছেন। আই এম ইমপ্রেসড।
আপনি যদি সত্যি সিরিয়াস হয়ে কবিতা লেখা শুরু করেন, বিলিভ মি! আমাদের ভাত উঠে যাবে।
১০ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৪৭
রাজীব নুর বলেছেন: কি হিংসে হয়?
৬| ১০ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:২৮
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: আমারতো বেশ ভালো লাগলো পড়তে! চালিয়ে যান! ++
১০ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৪৮
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
ইনশাল্লাহ চালিয়ে যাব।
৭| ১০ ই নভেম্বর, ২০১৮ রাত ১:০০
আরোগ্য বলেছেন: মাই গড! রাজীব ভাই অসাধারণ হয়েছে। আমি মুগ্ধ। দারুণ লিখেছেন।
১০ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৪৯
রাজীব নুর বলেছেন: আহা !!!!
৮| ১০ ই নভেম্বর, ২০১৮ রাত ২:৪৫
ল বলেছেন: নিসর্গের কাছে অকপটে ঋণস্বীকারকারী কবি
১০ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৫০
রাজীব নুর বলেছেন: যেটা বাস্তব।
৯| ১০ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৫০
হাবিব বলেছেন: খুব খুব সুন্দর ..............ভালো লেগেছে
১০ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৫০
রাজীব নুর বলেছেন: শুকরিয়া।
১০| ১০ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:০৮
বিজন রয় বলেছেন: হা হা হা........... শেষ পর্যন্ত ঢেঁকি ভাত রান্না করছে!!
১০ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৫০
রাজীব নুর বলেছেন: !
১১| ১০ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:০৭
সাইন বোর্ড বলেছেন: অাবার সেই গৎ বাঁধা বর্ননা, কোন কাব্যিকতা নেই, তবু কবিতার মত করে লেখার চেষ্টা করেছেন - এটাই বড় কথা ।
১০ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৪৯
রাজীব নুর বলেছেন: এটা গদ্য স্টাইল কবিতা।
১২| ১০ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:১৯
মাহমুদুর রহমান বলেছেন: অসাধারন।
১০ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৪৮
রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ।
১৩| ১১ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:৩১
শিখা রহমান বলেছেন: রাজীব আপনার এই কবিতাটা ভালো লেগেছে। কাব্যপ্রচেষ্টায় শুভকামনা থাকলো।
১১ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:৩৮
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ বোন।
১৪| ১২ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪১
ফারিহা হোসেন প্রভা বলেছেন: আপনি সঠিক বলেছেন। কবিতাটি সুন্দর হয়েছে অনেক।
আপনার কবিতা গল্প সবই আমার প্রিয়।
দোয়া ও ভালবাসা জানবেন।
১২ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:২৭
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। শুকরিয়া।
১৫| ০২ রা ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:৪১
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: কি আজব ! আমায় এখন মন্তব্য করিনি , বিশ্বাস হয়না।
কবিতায় +++
০২ রা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৩১
রাজীব নুর বলেছেন: দূর--- আপনি তো আমায় লজ্জায় ফেলে দিচ্ছেন!
১৬| ০২ রা ডিসেম্বর, ২০১৯ রাত ৮:১৭
ইফতেখার ভূইয়া বলেছেন: আপনার কবিতা অনেক ভালো লেগেছে রাজীব ভাই। এ ধরনের কবিতা পড়লে আমার বরাবরই হুমায়ুন আজাদ স্যারের একটা কবিতা মনে পড়েঃ
আমি জানি সব কিছু নষ্টদের অধিকারে যাবে,
নষ্টদের দানবমুঠোতে ধরা পড়বে মানবিক
সব সংঘ পরিষদ - চ'লে যাবে অত্যন্ত উল্লাসে
চ'লে যাবে এই সমাজ সভ্যতা - সমস্ত দলিল
নষ্টদের অধিকারে ধুয়েমুছে.....
©somewhere in net ltd.
১| ০৯ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৩৮
নজসু বলেছেন:
আমার কাছে ভালো লেগেছে।