নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

আবোল-তাবোল

১৮ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৫৭



সবাই এখন তাকিয়ে আছে নির্বাচনের দিকে। নির্বাচনের উপর অনেক কিছু নির্ভর করছে। বিএনপি পাশ করলে এক রকম হিসাব আবার আওয়ামীলীগ পাশ করলে আরেক রকম হিসাব। ব্যবসায়ী, চাকরিজীবি, ব্যাংকার, কবি-সাহিত্যিক সবাই অপেক্ষায় আছে। কোথাও গেলে সবার অই এক কথা নির্বাচনটা শেষ হোক। এদিকে নমিনেশন নিয়েও মানূষের মধ্যে ব্যাপক চিন্তা ভাবনা দেখা যাচ্ছে। এই নমিনেশনের উপরেও অনেক কিছু নির্ভর করছে। মানুষ রাজনীতি কেন করতে চায়? তাদের উদেশ্য কি? নিজের আখের গোছানো? না দেশের জন্য ভালো কিছু করতে চায়। যদি দেশের জন্য কিছু করতে চায়- তাহলে রাজনীতি না করে কি দেশের জন্য কিছু করা যায় না? আসলে আমি খুব কম বুঝি।

এমপি হতে পারলে মন্ত্রী হওয়া সহজ হয়ে যায়। সীমাহীন ক্ষমতা কার না ভালো লাগে! কত প্রটোকল। কত সম্মান। আগে পিছে পুলিশ থাকবে। রাতে ঘুমালেও দরজার সামনে পুলিশ থাকবে। সবাই হুজুর হুজুর করবে। সালাম দিবে। রাষ্ট্র গাড়ি দিবে, বাড়ি দিবে। ক্ষমতা খুব মারাত্মক জিনিস। যা খুশি তাই করা যায়। টাকা পয়সার চিন্তা করতে হবে। দুই দিক না দশ দিক থেকে টাকা আসতে থাকে। না চাইলেও টাকা আসতে থাকবে হু হু করে। এত টাকা হবে যে নামে বেনামে রেখেও শেষ করা যাবে না। তখন টাকা বিদেশে পাঠাতে হবে। বিদেশে পাঠানোর পরেও টাকা শেষ হবে না। তখন টিভি চ্যানেল, ব্যাংক্সিহ নানান ব্যবসা প্রতিষ্ঠান খুলতে হবে। এমন কোনো মন্ত্রী কি আছে যার কোনো ব্যাবসা প্রতিষ্ঠান নেই? অথবা বিদেশে বাড়ী নেই?

আগামী পাঁচ বছরে যা যা ঘটবে। আমার দশটা ভবিষ্যত বানীঃ

১। বাংলা সাহিত্য দখল করে নিবে সরকারি আমলারা।
২। আগামী নির্বাচনে জয়ী হবে আওয়ামীলীগ।
৩। চুরী, ছিনতাই, দালালী, চাটুকারীতা এবং বেকারত্ব অনেক বাড়বে।
৪। সড়ক দূর্ঘটনা ব্যাপক হারে বাড়বে।
৫। ধনীরা আরও ধনী হবে। দরিদ্ররা আরো দরিদ্র।
৬। বেশ কয়েকটা টিভি চ্যানেল এবং পত্রিকা আসবে।
৭। জ্যাম অসহনীয় পর্যায়ে বাড়বে। বাজারে প্রতিটা জিনিসের দাম বাড়বে।
৮। দুষ্টলোকেরা কবি হবে, সাহ্যিতিক হবে, ব্যবসায়ী হবে, বুদ্ধিজীবি হবে।
৯। ইয়াবা'র চাহিদা বাড়বে। মদের দোকানে ভীড় বেশি হবে। প্রস্টিটিউটদের চাহিদা বাড়বে।
১০। ব্লগার কমে যাবে। বইমেলার চেয়ে বানিজ্যমেলার চাহিদা বাড়বে।

মন্তব্য ৪২ টি রেটিং +৬/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ১৮ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:১৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: তবুও সুদিনের আশা নিয়ে বেঁচে আছি...

১৯ শে নভেম্বর, ২০১৮ সকাল ৮:০৫

রাজীব নুর বলেছেন: লাভ নাই। সিদুন আর আসবে না। এইসব নিয়েই বেঁচে থাকতে হবে।

২| ১৮ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:১৫

সাইন বোর্ড বলেছেন: খুব কমন ভাবনা, তারপরও বলতে হয় ভাল উপলব্ধি ।

১৯ শে নভেম্বর, ২০১৮ সকাল ৮:০৬

রাজীব নুর বলেছেন: কমন ভাবনা হলেও মিথ্যা নয়।

৩| ১৮ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:২০

আখেনাটেন বলেছেন: খারাপ বলেন নাই। সাথে ...খোর সাফিক্সটার জয়জয়কার ঘটবে। :D

১৯ শে নভেম্বর, ২০১৮ সকাল ৮:০৬

রাজীব নুর বলেছেন: এখন আমাদের সুন্দরভাবে বাঁচতে হলে এই দেশ ছেড়ে পালাতে হবে।

৪| ১৮ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:৩৯

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: সহমত।

২০১৪সালে এখনকার চাইতে বেশী ব্লগার ছিল। :(


আই লাভিউ সুরভি ভাবী। :P

১৯ শে নভেম্বর, ২০১৮ সকাল ৮:০৭

রাজীব নুর বলেছেন: কানটা টেনে ছিড়ে ফেলব বদ কোথাকার।

৫| ১৮ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:৫৪

আরোগ্য বলেছেন: রাজীন্দ্রনাথ ভাই ভবিষ্যত বাণীগুলো ভয়াবহ। তারপরও যতদিন শ্বাস ততদিন আশ।
সাময়িক বিরতিতে ছিলাম আশা করি ভালো আছেন।

১৯ শে নভেম্বর, ২০১৮ সকাল ৮:০৮

রাজীব নুর বলেছেন: আমি ভালো আছি। এই দেশে আমাদের কষ্ট করেই বেঁচে থাকতে হবে।

৬| ১৯ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:০২

শাহরিয়ার কবীর বলেছেন: হিজরা বা তৃতীয় লিঙ্গরা সংসদে ৮টি আসন চায়, যদি এরাও এমপি হয়ে দেশ চালায়, তখন কেমন হবে?

এ বিষয়ে আপনার সুচিন্তিত মতামত কি রাজীব ভাই? ;)

আর এ দিকে তো হিরু আলম আছেই .... :P

এটি কোন গুজব নয়, বিস্তারিত নিচের লিংকে দেখুন.... উৎসঃ সময় টিভি !
সংসদে ৮টি আসন চায় তৃতীয় লিঙ্গরা

১৯ শে নভেম্বর, ২০১৮ সকাল ৮:০৯

রাজীব নুর বলেছেন: সরকার দুর্বল তাই এখন এই সমস্ত লোকপজন সুযোগ নিচ্ছে।

৭| ১৯ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:১৪

পদাতিক চৌধুরি বলেছেন: হয়তো নতুন কিছু নেই, কিন্তু সাজানোটা বেশ ভালো হয়েছে । এর জন্য এই পোস্টে লাইক।

শুভকামনা প্রিয় ছোটভাইকে

১৯ শে নভেম্বর, ২০১৮ সকাল ৮:০৯

রাজীব নুর বলেছেন: জাতি আজ অন্ধকারে নিমজ্জিত।

৮| ১৯ শে নভেম্বর, ২০১৮ ভোর ৬:২৫

চাঁদগাজী বলেছেন:


আপনার নিজস্ব বাণীগুলো সত্যে পরিণত হবে।

১৯ শে নভেম্বর, ২০১৮ সকাল ৮:১০

রাজীব নুর বলেছেন: ১০০% ।
তাদের কি তারা চলে যাবে।

৯| ১৯ শে নভেম্বর, ২০১৮ সকাল ৭:৩০

নজসু বলেছেন:




আমরা তবুও সুদিনের স্বপ্ন দেখবো ভাই।

১৯ শে নভেম্বর, ২০১৮ সকাল ৮:১১

রাজীব নুর বলেছেন: বাস্তব হলো সুদিনের স্বপ্ন দেখে লাভ নাই।

১০| ১৯ শে নভেম্বর, ২০১৮ সকাল ৮:০১

সাত সাগরের মাঝি ২ বলেছেন: ১০টা ভবিষ্যত বানী অচিরেই সত্যে রুপ নিবে

১৯ শে নভেম্বর, ২০১৮ সকাল ৮:১১

রাজীব নুর বলেছেন: অচিরেই কি?
অলরেডি বাস্তব হয়ে গেছে।

১১| ১৯ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:০৩

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: আপনাকে অভিনন্দন। আপনার ভবিষ্যৎ বাণী পুরন হয়ে গেছে। বই মেলায় ১৮তে একজন পানি উন্নয়নের না কি বোর্ডের প্রধান
তিনি সেরা কবি নির্বাচিত হয়েছেন। আমলারা কবি হয়ে গেছে বইকি।

১৯ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:২৬

রাজীব নুর বলেছেন: আমি যা বলি সত্য বলি।

১২| ১৯ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:৫০

খাঁজা বাবা বলেছেন: আপনি যা বলেছেন তা তো হওয়ার ই কথা।
আপনার সাথে একমত।
সাথে সাথে সামাজিক মূল্যবোধ ব্যপক ভাবে হ্রাস পাবে। সহনশীলতা কমে যাবে।
মানুষের প্রতি মানুষের বিশ্বাস, আস্থা কমে যাবে, মানুষ আরো এক কেন্দ্রীক, একা হীনমন্য হয়ে যাবে।
সামাজিক শৃংখলা থাকবে না। রাস্তায় কেউ মরে পড়ে থাকলেও কেউ খোজ নেবে না। খুন, গুম ধর্সন, রাহাজানি এগুলো খুব স্বাভাবিক ব্যপার হয়ে যাবে, এতে কেউ কিছু মনে করবে না।
মানুষের শ্লীলতা বোধ আশংকাজনক ভাবে কমে যাবে।

১৯ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:২৭

রাজীব নুর বলেছেন: রাইট।
যদিও এমনটা আমাদের কাম্য নয়।

১৩| ১৯ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৫

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: মুরগীর ডিম আজকে ৩০টাকা হালি। :P

১৯ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:২৮

রাজীব নুর বলেছেন: আমি ডিম সব সময় ডজন কিনি।

১৪| ১৯ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:৪৪

অবেলার পানকৌড়ি বলেছেন: এগুলার একটাই সমাধানঃ
নিয়ম করে দেয়া হোক ৩০ বছর বয়সের আগে কেউ সন্তান নিতে পারবেনা, নিলেই ক্রসফায়ার! আর জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি সম্পর্কে সবাইকে সচেতন করা দরকার, পারলে ফ্রিতে কনডম দেয়া হোক কর্মসংস্থানের বদলে কারন কর্মসংস্থান হওয়া মানেই যে পরেরদিন বিয়ে।
উল্লেখ্য, এবারের কুরবানী ঈদেই আমাদের গ্রামে ৫/৬ টা বাল্য বিবাহ হয়ে গেল যেখানে পাত্রপাত্রীর বয়স ১৪ এর নিচে ছিল সবারই।

১৯ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:০০

রাজীব নুর বলেছেন: আল্লাহ সব ঠিক করে দিবেন এটাই আমার আশা।

১৫| ১৯ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:০৮

অবেলার পানকৌড়ি বলেছেন: ভাই কি আর বলব, গ্রামে একজন গরীব মানুষ মাত্র ১৫/২০ হাজার টাকা যৌতুকের লোভে নিজের ১২/১৩ বছরের ছেলেকে বিয়ে দিয়ে দেয়। এই ফ্যামিলিগুলির মধ্যে বাকী ছেলে/মেয়ের মাঝে যদি ১/২ জন লেখাপড়ায় ভাল হয় তাহলেই তো বেকারের সংখ্যা বেড়ে যাচ্ছে।
ক্রসফায়ার ছাড়া কি এখন উপায় আছে,, বলেন? :(

২০ শে নভেম্বর, ২০১৮ সকাল ৮:২৪

রাজীব নুর বলেছেন: সরকারের এদিকে মনযোগ দেওয়া উচিত।

১৬| ২০ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:০৯

ফারিহা হোসেন প্রভা বলেছেন: একদিন সব শীতল হয়ে আসিবে...সেদিনের অপেক্ষায়ই আছি জেনে শুনে....

২০ শে নভেম্বর, ২০১৮ সকাল ৮:২৫

রাজীব নুর বলেছেন: শীতল হবে না।
কেয়ামত হবে।

১৭| ২০ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:১৪

সজিব আহমেদ আরিয়ান বলেছেন: ভবিষ্যৎ বাণীতে আরো দুইটা বার্তা রাখলে ভালো হতো সেটা হলো...

১- শিক্ষার মান কমবে কিন্তু ' I am GPA five ' এর হার বাড়বে।
২- অধিকাংশ রাজনীতিবিদরা ব্যবসায় জরিয়ে যাবে! হ্যাঁ কালো টাকা সাদা করার ব্যবসায়!

২০ শে নভেম্বর, ২০১৮ সকাল ৮:২৫

রাজীব নুর বলেছেন: তা তো অবশ্যই।

১৮| ২০ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:৩৫

আলআমিন১২৩ বলেছেন: আওয়ামী লীগ জয়ী হবে কথাটা অন্ধ সমর্থকদের মনস্তাতিক যুদ্ধ।পরাজয়ের শংকা হতেই এ ধরনের overconfidence.

২০ শে নভেম্বর, ২০১৮ সকাল ৮:২৬

রাজীব নুর বলেছেন: দেখা যাক।

১৯| ২০ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:৫১

অপু দ্যা গ্রেট বলেছেন:



দ্বিমত পোষন করার উপায় দেখতেছি না ।

কিছু বই পড়ে আবার ফিরে আসব দ্বিমত পোষন করার জন্য ।

আপাতত সহমত ভাই ।

তবে সিরিয়ালি বলি একটা অযৌক্তিক নয় ।

২০ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:১৩

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ আপনাকে।
ভালো থাকুন।

২০| ২০ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:১৭

শিবলী আখঞ্জী বলেছেন: দুষ্ট লোকেরা কবি সাহিত্যিক বুদ্ধিজীবী হয়ে যাবে কথাটা সত্য

২০ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:১৪

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
ভালো থাকুন।

২১| ২১ শে নভেম্বর, ২০১৮ রাত ১:২০

মাহমুদুর রহমান বলেছেন: দেখা যাক আল্লাহ কি করেন।

২১ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:১৪

রাজীব নুর বলেছেন: আল্লাহ এখন কিছু করবেন না।
আল্লাহ আমাদের পৃথিবীতে সুন্দরভাবে চলার জন্য কোরআন দিয়ে দিয়েছেন।
আমরা যদি সে মোতাবেগ না চলি তাহলে আমাদের পদে পদে সমস্যা হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.