নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

ভালো লোক, মন্দ লোক

২০ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:০৭



এই সমাজে ভালো লোক যেমন আছে আবার মন্দ লোকও আছে। আজ থেকে এক শ' বা দুই শ' বছর আগেও ভালো লোক ছিল, মন্দ লোকও ছিল। আজ থেকে এক শ' বা দুই শ' বছর পরেও যদি পৃথিবী টিকে থাকে তখনও ভালো লোক থাকবে, মন্দ লোকও থাকবে। এটাই জগতের একটা অলিখিত নিয়ম। তবে বর্তমান সময়ে মন্দ লোকের সংখ্যাই বেশি। এই জন্য আজ আমাদের দেশের এত অধঃপতন। একটা কথা সব সময় মাথায় সেট করে রাখবেন- ''কিছু লোক খারাপ কাজ করে তাদের টাকা নেই বলে। আর কিছু লোক খারাপ কাজ করায় তাদের অনেক টাকা আছে বলে।'' লক্ষ্য করে দেখবেন, দুনিয়াতে খারাপ লোক গুলোই ভালো থাকে। ভালো খায়। আর ভালো লোক গুলো রাস্তার পাশের দোকান থেকে এক কাপ চা আর কেক খায়।

ভালো মানুষ চেনার উপায় কি? অথবা মন্দ মানুষই বা চেনার উপায় কি? আমার ভালো মানুষ এবং খারাপ মানুষ নির্নয় করার একটা ফর্মুলা আছে। আমি তিনটা প্রশ্ন করি। এবং তাদের উত্তর শুনেই বুঝতে পারি তারা ভালো লোক না মন্দ লোক।
আমার প্রথম প্রশ্ন থাকে- আপনার জীবনের একটা ভালো কাজের কথা বলুন।
আমার দ্বিতীয় প্রশ্ন থাকে- আপনার জীবনের একটা মন্দ কাজের কথা বলুন।
আমার তৃতীয় প্রশ্ন থাকে- আপনার জীবনের স্বপ্ন কি বা ভবিষ্যৎ ইচ্ছা কি?
তাদের এই তিনটি প্রশ্নের উত্তর শুনেই আমি বুঝতে পারি, তারা ভালো লোক না মন্দ লোক। ভালো লোক হলে তাদের সাথে মিশি। মন্দ লোক হলে এড়িয়ে চলি। আমার তিনটা প্রশ্নই খুব সহজ সরল। কিন্তু অবাক ব্যাপার হচ্ছে- এই তিনটা অতি সাধারন প্রশ্নের উত্তর কেউ'ই সঠিকভাবে দিতে পারে না। বরং নানান রকম ভান করে। নিজেকে হিরো প্রমান করতে চেষ্টা করে। হিরো ভাব দেখাতে গিয়েই তাদের আসল রুপ ফুটে উঠে। আমি প্রচুর বই পড়ি। আর বই পড়লে মানুষ চেনা যায়। মানুষের ভান বা মিথ্যা অভিনয় গুলো অতি সহজেই ধরা যায়।

আচ্ছা, আমি নিজে কি ভালো মানুষ? ইয়েস আমি ভালো মানুষ। আমি কারো ক্ষতির চিন্তা করি না। লোভ করি না। হিংসা করি না। শুধু নিজেকে নিয়ে ভাবি না। সব সময় দেশের কল্যানের কথা ভাবি। দেশের সমস্ত মানুষের কথা ভাবি। খেয়ে, না খেয়ে থেকেছি কিন্তু কোনোদিন অসৎ হইনি। সব সময় আমি চারপাশের দুঃখী মানুষদের কথা ভাবি। এবং তাদের জন্য ভালো কিছু করার মানসিকতা আছে আমার। একজন মানুষ সবচেয়ে বেশি ভান করে লেখালেখি করার সময়। অথচ আমি সহজ সরলভাবে সব বলি-লিখি। বাদাম খেলে বাদামের কথাই লিখি। রাস্তার পাশে চা কেক খেয়ে শেরাটন হোটেলের কথা বলি না। আসলে, আমি ভালো মানুষ কারন, খারাপ হবার মতো সাহস আমার নেই। আমি বিশ্বাস করি, সুখে থাকার চেয়ে স্বস্তিতে থাকা অনেক ভালো।

এই সমাজে নানান মতবাদের প্রভাবে মানুষের স্থির চিন্তাশক্তি নষ্ট হয়ে যাচ্ছে দিনকে দিন। নানান রকম ব্যাখ্যায় তৈরি হয় কূট সন্দেহ। আর সন্দেহ ঢুকে গেলেই অনেক সহজ জিনিসও জটিল হয়ে উঠে। সকলের মনে রাখা উচিত, যেহেতু মানুষ হয়ে জন্মেছেন, সৃষ্টির সেরা জীব মানুষ। আশরাফুল মাখলুকাত। কাজেই আপনাকে সব সময় ভালো কাজ করতে হবে। দেশকে দেশের মানুষকে ভালোবাসতে হবে। আর ভালো কিছু করার জন্য আপনাকে সব সময় আপনার মনুষ্যত্বটা জাগিয়ে রাখতে হবে। মানুষের মধ্যে মনুষ্যত্ব জাগ্রত হলে অনেক সমস্যার সমাধান সম্ভব। তবেই সুন্দর পৃথিবী গড়ে তোলা সম্ভাব।

মন্তব্য ২৮ টি রেটিং +২/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ২০ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:১৩

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ভালো লাগলো আজকের সুন্দর লেখাটি।।। ভালো আর মন্দের পরিচয়।।। :

২০ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:২১

রাজীব নুর বলেছেন: আপনাকে কিন্তু আমার ভালো মানুষ বলে মনে হয়।

২| ২০ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:২৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আপনার মত ভাল মানুষের সংখ্যা খুবই কম আমাদের সমাজে...

২০ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৩১

রাজীব নুর বলেছেন: দোয়া করবেন যেন আমৃত্যু আমি খারাপ কাজ না করি।

৩| ২০ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:২৭

আরোগ্য বলেছেন: রাজীব ভাইয়ের কাছে অনেক কিছু শিখার আছে।

২০ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৩২

রাজীব নুর বলেছেন: সবার কাছ থেকেই সবার অনেক শেখার আছে।

৪| ২০ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৩৪

মীর সাজ্জাদ বলেছেন: দুনিয়াতে খারাপ লোকগুলোই ভালো থাকে, ভালো খায়।

একদম খাটি কথা বলেছেন ভাই। ভালো মানুষগুলোর জীবনে পদে পদে কষ্ট থাকে।

২০ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৪২

রাজীব নুর বলেছেন: এটাই বোধহয় আল্লাহ চায়। আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে তো কিছু হতে পারে না।

৫| ২০ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৩৪

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: রাজীব ভাই, আজকের লেখাটা অন্যগুলো থেকে আলাদা ! কোন রহস্য টহস্য আছে নাকি?

২০ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৪৩

রাজীব নুর বলেছেন: জীবনের মোড় বদলে গেছে। কি ভেবেছিলাম, আর কি হচ্ছে!!!

৬| ২০ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৪৫

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: ভাই কোন সুখকর ঘটনা নাকি দু...?

২০ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:০২

রাজীব নুর বলেছেন: না। সুখের না।

৭| ২০ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৫৪

পদাতিক চৌধুরি বলেছেন: শেষের আগের প্যারাটা আমার ভীষণ ভালো লেগেছে।

শুভকামনা ভাইকে।

২০ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:০৩

রাজীব নুর বলেছেন: দাদা মাঝে মাঝে আমার আত্মবিশ্বাস খুব বেড়ে যায়।

৮| ২০ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:১১

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: স্যারি ভাই! ;(

২০ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:১৮

রাজীব নুর বলেছেন: গান শুনুন। এডিট করেছেন আমাদের ব্লগার ধুলোবালি

৯| ২০ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:২৯

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: দেখলাম, এটা কি রুনা লায়লার প্রথম জীবন?

২০ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:৩০

রাজীব নুর বলেছেন: আমি জানি না। সোনাবীজ সাহেব বলতে পারবেন।

১০| ২০ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:৩৩

নতুন নকিব বলেছেন:



সুন্দর বলেছেন। ধন্যবাদ।

২০ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:৪৯

রাজীব নুর বলেছেন: ভালো থাকুন।

১১| ২০ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:১৯

হাবিব বলেছেন: জিবন কি এভাবেই চলবে?

২১ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:৩৭

রাজীব নুর বলেছেন: জীবনের পথ জীবনই খুজে নেবে।

১২| ২০ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:৫৭

কাউছার হোসেন বলেছেন: দুনিয়াতে ভালো মানুষগুলোর জীবনে অনেক বেশী কষ্ট থাকে।

২১ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:৩৮

রাজীব নুর বলেছেন: কষ্ট সবারই আছে।

১৩| ২১ শে নভেম্বর, ২০১৮ রাত ১:১৫

মাহমুদুর রহমান বলেছেন: মানুষের মধ্যে থেকে মায়া-দয়া উঠে গেছে।আর এই জন্যই এতো মন্দ লোকের আবির্ভাব।

২১ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:১০

রাজীব নুর বলেছেন: ঠিক আছে। বুঝলাম।
কিন্তু আমাদের তো দায়িত্ব আছে। কিচু তো করতে হবে। শুধু ব্লগে বক বক করলেই হবে না।

১৪| ২১ শে নভেম্বর, ২০১৮ রাত ২:২৪

জুনায়েদ বি রাহমান বলেছেন: আপনার পোস্টে ভালো ভালো, বাস্তব কথা থাকে। বরাবরের মতো +

২১ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:১০

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.