নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

টুকরো টুকরো সাদা মিথ্যা- ৭১

২১ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:১২



১। যারা আত্মবিশ্বাস নিয়ে জন্মায় তারা ছোটবেলা থেকেই একটু অন্যরকম। নিজেকে কেউকেটা না ভাবলেও তাদের মধ্যে দেখা যায় অন্য এক ধরনের গরিমা। এই বিষয়ে বিখ্যাত ঔপন্যাসিক ও কথাশিল্পী শরৎচন্দ্র চট্রোপাধ্যায়ের শ্রীকান্ত উপন্যাসের ইন্দ্রনাথ চরিত্রটির উদাহরণ দেবার মতন। শ্রীকান্ত উপন্যাসের ইন্দ্রনাথ বাঘ ভয় পায় না, বরং এগিয়ে গিয়ে দেখতে যায়- সত্যি বাঘ কিনা। সে গভীর অন্ধকারে গভীর নদীতে মৃত্যুকে উপেক্ষা করে মাছ ধরতে যায়।

২। দেবতা জিউসের নির্দেশে প্রমিথিউস মানুষ ও পশু গড়লেন। কাজ শেষ করার পর দেখা গেল মানুষের চেয়ে পশুর সংখ্যা বেশি। তা দেখে জিউস আদেশ করলেন কিছু পশু ভেঙ্গে মানুষ গড়ে মানুষের সংখ্যা বাড়াতে। প্রমিথিউস সেই মতো কাজ করলেন। কিন্তু যেসব মানুষ পশু ভেঙ্গে গড়া হল তারা মনের দিক থেকে পশুই রয়ে গেল। এবং অবাক ব্যাপার হচ্ছে তারা একটা বিশেষ পেশা নিয়ে পৃথিবীতে আসল- রাজনীতিবিদ। আর পৃথিবীকে পশুর খোঁয়াড় বানানোর চেষ্টা করে যেতে লাগল এবং এখনো যাচ্ছে।

৩। নিজের উপর বিশ্বাস না আসিলে ঈশ্বরে বিশ্বাস আসে না। জগতের যা কিছু উন্নতি, সব মানুষের শক্তিতে হয়েছে, উৎসাহের শক্তিতে হইয়াছে। বিশ্বাসের শক্তিতে হইয়াছে। প্রাচীন ধর্ম বলিত, যে ঈশ্বরে বিশ্বাস না করে সে নাস্তিক। নতুন ধর্ম বলিতেছে, যে আপনাতে বিশ্বাস স্থাপন না করে সে ই নাস্তিক।

৪। সোমাবার রাতের ঘটনা।
রাত ১১ টায় বিছানায় গেলাম। ঠিক করলাম আজ ঘুম না এলেও চোখ বন্ধ করে পড়ে থাকব। ঘুমের দরকার আছে- সুন্দর এবং সুস্থভাবে বেঁচে থাকার জন্য। এপাশ ওপাশ করতে করতে ফযরের আযান দিয়ে দিল। তখন একটা ঝিমুনি এলো। আর স্বপ্ন দেখা শুরু করলাম- বাসে উঠতে গিয়ে পড়ে গেছি। পা ভেঙ্গে গেছে। আমাকে হাসপাতালে নেওয়া হলো।
ডাক্তার বলছে- পা কেটে ফেল।
আমি বললাম- না না আমার পা কাটবেন না।
ডাক্তার বললেন- চুপ, কোনো কথা না। হলুদ দাঁত বের করে নার্স বলল- অসুবিধা নেই, আমাদের হাসপাতাল থেকেই হুইলচেয়ার দেয়া হবে।

৫। গতকাল রাত থেকেই ঢাকা শহরের বিভিন্ন মসজিদে তিন দিনের অনুষ্ঠান পালন করা হচ্ছে- ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে। এটা খুব ভালো। অনুষ্ঠান করুক। কিন্তু তারা অনেক দূর দূর পর্যন্ত মাইক লাগিয়েছে। একজনের পর এক ওয়াজ করেই যাচ্ছে। এদিকে আশে পাশে অসংখ্য বাড়ি ঘর। কত ছাত্র, বছরের শেষ তাদের পরীক্ষা। তারা শান্তিতে পড়তে পারছে না। রাস্তায় চলাচলরত মানুষ বেশ বিরক্ত। নবীজী (স.) আছেন আমাদের হৃদয়ে। ঢাক-ঢোল পিটিয়ে মাইকিং আর লাইটিং এর কি দরকার? আজ সকালে দেখলাম বিশাল মিছিল বের করেছে। এই লাইটিং, মাইকিং, ওয়াজ এবং মিছিলের পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ হয়েছে। এই টাকা গুলো দিয়ে যদি দরিদ্র মানুষদের পেট ভরে খাওয়ানোর ব্যবস্থা করা হতো তাহলে আমাদের নবীজী খুব খুশি হতেন।

মন্তব্য ৩৪ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ২১ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:১৭

আরোহী আশা বলেছেন: খুব ভালো লাগলো কথাগুলি..........

২১ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:২৭

রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ।

২| ২১ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:১৯

সজিব আহমেদ আরিয়ান বলেছেন: ঈশ্বরেও বিশ্বাস করতে হবে এবং নিজের দক্ষতার উপর অঘাত বিশ্বাস থাকতে হবে!

২১ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:২৮

রাজীব নুর বলেছেন: জ্বী ঠিক বলেছেন।

৩| ২১ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:২১

আকতার আর হোসাইন বলেছেন: ৩ নম্বরটক...

[sv] ''নিজের উপর বিশ্বাস না আসিলে
ঈশ্বরে বিশ্বাস আসে না। জগতের যা কিছু
উন্নতি, সব মানুষের শক্তিতে হয়েছে,
উৎসাহের শক্তিতে হইয়াছে। বিশ্বাসের
শক্তিতে হইয়াছে। প্রাচীন ধর্ম বলিত, যে
ঈশ্বরে বিশ্বাস না করে সে নাস্তিক। নতুন
ধর্ম বলিতেছে, যে আপনাতে বিশ্বাস
স্থাপন না করে সে ই নাস্তিক।"

২১ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:২৮

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

৪| ২১ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:২১

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ১, ৩, ৫বেশি ভালো লেগেছে। নিজের প্রতি বিশ্বাস থাকা জরুরী । না থাকলে কোন কাজে মন বসবেনা। বারবার মনে হবে আমি পারিনা।


আর ইশ্বরে বিশ্বাস করলে ভাগ্যতেও আসে। আর পরিবর্তন করার ইচ্ছা জাগে।

২১ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৩০

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ মামুন ভাই।

৫| ২১ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:২৬

টিয়া রহমান বলেছেন: দারুণ বলেছেন ভাইয়া

২১ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৩০

রাজীব নুর বলেছেন: আমি ভাল কথাই বলি।

৬| ২১ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:১৪

মোঃ আল মামুন শাহ্ বলেছেন: নতুন আসা কোন ধর্মতে আমরা বিশ্বাস স্থাপন করি না। নিজের ওপর বিশ্বাস এর প্রকৃতি নিয়ে আপনার সাথে আমি একমত নই। যে নিজের উপর বিশ্বাস করে না সেই নাস্তিক এই কথার সাথে একমত না। ধন্যবাদ।

২১ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:০২

রাজীব নুর বলেছেন: ভালো থাকুন।

৭| ২১ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:২৮

আরোগ্য বলেছেন: যে ইবাদতে প্রতিবেশির কষ্ট হয় নবীজী তা নিষেধ করেছেন।

২১ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:১৫

রাজীব নুর বলেছেন: এটা তাদের বুঝা উচিত।

৮| ২১ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:৪১

মাহমুদুর রহমান বলেছেন: ৫ নম্বরটা আপনি ঠিক বলেছেন।এদের বোঝা উচিৎ।

২১ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:১৫

রাজীব নুর বলেছেন: ধনবাদ।

৯| ২১ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:০২

সাইদ চৌধুরী বলেছেন: ৪ নম্বরটা মনে হচ্ছে নেট হতে মেরে দিয়েছেন । আবার হতেও পারে আপনি সেই লেভেলের রসিক লোক, স্বপ্নেও রসিকতার মাঝে থাকেন

২১ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:০৪

রাজীব নুর বলেছেন: ভালো থাকুন।

১০| ২১ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৯

মনিরা সুলতানা বলেছেন: ৫নং এর সাথে সহমত ।

২১ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৪

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ বোন।

১১| ২২ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:০৪

সেজুতি_শিপু বলেছেন: অনেক ভালো লাগলো লেখা । আমাদের সচেতন, দায়িত্বশীল ও প্রাজ্ঞ হতে আরও কতদিন লাগবে কে জানে ?

২২ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:০১

রাজীব নুর বলেছেন: আসলে আজ থেকেই যদি শিক্ষা ব্যস্থা ঢেলে সাজানো যায়- তাহলে আশা করা যায় ত্রিশ বছর পর থেকে আমরা সুফল পেতে শুরু করবো।

১২| ২২ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:৫১

ফেনা বলেছেন: পাচঁ নম্বরটার জন্য বিশাল করে লাইক।

২২ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:০২

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

১৩| ২২ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৫৬

অপু দ্যা গ্রেট বলেছেন:





ইদানিং পর পারে যাওয়ার ইচ্ছে মনে হচ্ছে বহুত ।

যদি এমন হয় তবে আপনার খবর আছে ।

২২ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:১৩

রাজীব নুর বলেছেন: আমার কিচ্ছু হবে না।
আমি বেহেশতে যাব।
পাপ করিনি।

১৪| ২২ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:১৯

অপু দ্যা গ্রেট বলেছেন:






আপনি কই যাবেন সেটা পরের হিসেব । এখনো অবেক কিছু দেয়ার বাকি আছে ।

আরো জানতে চাই ।

চুপাচাপ কাজ করেন আর আমাদের কৌতুহল বাড়ান ।


মরার চিন্তা বাদ দেন । আপনাকে আমরা তিনশ বছর চাই ।

২২ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:৫১

রাজীব নুর বলেছেন: ভোট চাই ভোটারের, দোয়া চাই সকলের।

১৫| ২৩ শে নভেম্বর, ২০১৮ সকাল ৮:০৩

বলেছেন: সমাজ গঠনে এই রকম পোস্ট ভুমিকা রাখবে ---

২৩ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:৪৯

রাজীব নুর বলেছেন: এটাই আমি চাই।

১৬| ২৪ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৫৯

অগ্নি সারথি বলেছেন: দুই নাম্বার টা ভালো লেগেছে!

২৪ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৩২

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

১৭| ২৫ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:৪৫

তাশমিন নূর বলেছেন: সত্যিই। শেষ প্যারাটার সঙ্গে ভীষনভাবে একমত।

২৫ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:২৮

রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ বোন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.