নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
সকালে ঘুম থেকে উঠে শাহেদ জানতে পারে আজ তার ষষ্ঠ বিবাহ বার্ষিকি।
নীলা আজ শাড়ি পরেছে। নীলার শাড়ি পরা দেখলেই শাহেদ বুঝতে পারে আজ বিশেষ একটি দিন। নীলা সব সময় শাড়ি পরে না। বিশেষ দিন গুলোতে সে শাড়ি পড়বেই। সকালে নাস্তার টেবিলে বিরাট আয়োজন দেখে শাহেদ অবাক! আফগানি পরোটা, সুজির হালুয়া, সবজি, ডিম পোচ, নেহারি। ফ্রিজ তো আজ তিন দিন ধরে খালি। এগুলো নীলা কিভাবে ব্যবস্থা করলো কে জানে!
শাহেদ বলল, নীলা তোমাকে খুব সুন্দর লাগছে।
নীলা বলল, আমি তো সাজিনি।
শাহেদ বলল- বাঙ্গালী মেয়েদের সাজতে হয় না। শুধু চোখে মোটা করে কাজল আর কপালে একটা টিপ পড়লেই অনেক সুন্দর লাগে।
নীলা কখনও কোনো কিছু নিয়েই অভিযোগ করে না। শাহেদ জানে তার ঘরে কি আছে না আছে। কোনটা কম প্রয়োজন, কোনটা বেশি প্রয়োজন। গত দুই সপ্তাহ শাহেদ বাজারে যায়নি। শাহেদ-নীলার একমাত্র মেয়ে পরী ইলিশ মাছ খেতে চেয়েছে। শাহেদ মনে মনে তিন বার বলল- ইলিশ! ইলিশ! ইলিশ! শাহেদ প্রতিদিন সকালে নাস্তা করে বেলকনিতে বসে খবরের কাগজ পড়ে এবং চা খায়। দূর থেকে নীলা এই দৃশ্যটা রোজ দেখে, তার বড় ভালো লাগে। শাহেদ আরাম করে বসে খবরের কাগজ পড়ছে আর চা খাচ্ছে- এই দৃশ্যটা নীলার কাছে অনেক দামী। পরীর স্কুল ছুটি হয়ে গেছে। নীলা পরীকে আনতে যাচ্ছে। শাহেদের ইচ্ছা করলো নীলার সাথে যেতে। কিন্তু শেষ পর্যন্ত গেল না। সময় দ্রুত চলে যায় অথচ অনেক সহজ ইচ্ছা গুলোও পূরন হয় না।
শাহদের অনেক গুলো এটিএম কার্ড আছে। কোনটাতে কত টাকা আছে শাহেদ জানে না। আদৌ টাকা আছে কিনা সেটাও নিশ্চিত না। আজ তার বিবাহ বার্ষিকি। স্ত্রী আর কন্যার জন্য অবশ্যই কিছু কেনা প্রয়োজন। বিশেষ দিন গুলোতে 'বিশেষ' কিছু ব্যবস্থা করা দরকার। তার ইচ্ছা ছিল এবার বিবাহ বার্ষিকি কাটাবে আন্দামানে। হুট করে চাকরি চলে যাওয়াতে সব বড্ড এলোমেলো হয়ে গেছে। খুব কঠিন সময় যাচ্ছে। চারদিক থেকে কোনো আশার আলোও দেখা যাচ্ছে না। দিনদিন পরিস্থিতি খুব খারাপ হচ্ছে। শাহেদ মতিঝিল চলে গেল। এখানে সব রকমের ব্যাংক আছে। শাহেদ তার সব গুলো এটিএম কার্ড চেক করলো। পাঁচটা কার্ড থেকে সব মিলিয়ে টাকা পাওয়া গেল সতের হাজার টাকা। এই সতের হাজার টাকাই তার শেষ সম্বল।
অবিশ্বাস্য হলেও সত্যি শাহেদ তের হাজার টাকা দিয়ে নীলার জন্য একটা শাড়ি কিনে নিল। চমৎকার শাড়ি। সাদার মধ্যে সাদার কাজ করা। এই শাড়ি পড়লে নীলাকে কেমন লাগবে তা শাহেদ বেশ কয়েকবার তার মনের চোখ দিয়ে দেখে নিল। পরীর জন্য চারটা বড় ইলিশ মাছ কিনলো। দাম পড়লো পচিশ শ' টাকা। মাছ গুলো খুব ভালো হয়েছে। একদম ঝকমক করছিল। মনে হচ্ছিল মাছ গুলো বুঝি এখনই নদী থেকে ধরা হয়েছে। সবচেয়ে বড় কথা- চারটা মাছেই ডিম আছে। পরী আর তার ইলিশ মাছের ডিম অনেক পছন্দ। অনেকে বলে ডিমওয়ালা ইলিশের স্বাদ কম হয়। একথা শাহেদ একটুও বিশ্বাস করে না। শাহেদ বাসায় ফিরলো। নীলা শাড়ি আর মাছ দেখে প্রচন্ড অবাক! পরী মাছ দেখে খুশীতে লাফাচ্ছে। পরিবারের সদস্যদের মুখে হাসি দেখা- বিরাট আনন্দের ব্যাপার।
২৩ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:০৮
রাজীব নুর বলেছেন: আমরা কেউ কারো মতো না।
সবাই আলাদা।
২| ২২ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:৫৯
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
শুভ বিবাহ বার্ষিকী
ইলিশ মাছের দাওয়াত গ্রহণ করলুম, যদিও আপনি দেননি!
২৩ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:০৮
রাজীব নুর বলেছেন: আজ ইলিশ রান্না হয়নি।
আগামীকাল হবে ইলিশ। ইলিশের দুই পদ করা হবে।
৩| ২২ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:৫৯
আর্কিওপটেরিক্স বলেছেন: পড়লাম
২৩ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:০৯
রাজীব নুর বলেছেন: শুকরিয়া।
৪| ২৩ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:০২
আখেনাটেন বলেছেন: পরীর জন্য রাশি রাশি অাদর ও ভালোবাসা।
তবে অান্দামানে ভ্রমণে সাবধান। গত পরশু ওখানের এক দ্বীপে আধুনিক পৃথিবী থেকে বিচ্ছিন্ন অাদিবাসীরা আমেরিকান একজনকে তীর ছুঁড়ে মেরে ফেলেছে।
লেখা ভালো হয়েছে।
২৩ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:১০
রাজীব নুর বলেছেন: আন্দমান গেলে আমরা একা যাবো না। একটা গ্রুপের সাথে। অনেকে মিলে।
বুকের ভেতর থেকে যা উঠে আসে, তা ভালো না হয়ে পারেই না।
৫| ২৩ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:০৭
কথার ফুলঝুরি! বলেছেন: লেখার শিরোনামটি দেখে একটি গান মনে পড়লো ভাইয়া "জীবনের গল্প, আছে বাকি অল্প"
শাহেদ আর নীলার জীবনের গল্প ভালো লেগেছে খুব । আমিও নীলার মত বিশেষ বিশেষ দিনগুলো তে শাড়ি পরতে খুব পছন্দ করি । কি অদ্ভুত ভাইয়া, ইলিশ মাছের ডিম আমার অনেক পছন্দ ।
প্রিয় মানুষ ও পরিবারের সদস্যদের মুখে হাসি এ পৃথিবীর অন্যতম স্বর্গীয় এক সুখ ।
২৩ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:১১
রাজীব নুর বলেছেন: কাল তো ছুটির দিন।
চলে আসুন আমাদের বাসায়।
৬| ২৩ শে নভেম্বর, ২০১৮ রাত ১:১১
মা.হাসান বলেছেন: বাগানে ৩টা গাছ কাটতে হয়েছিল। ৩ তিরিক্কে ৯টা গাছ লাগাবো।
২৩ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:৩৭
রাজীব নুর বলেছেন: অবশ্যই।
৭| ২৩ শে নভেম্বর, ২০১৮ রাত ১:২৬
চাঁদগাজী বলেছেন:
এটা কি ধারাবাহিক?
২৩ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:৩৮
রাজীব নুর বলেছেন: জ্বী ওস্তাদ এখন থেকে এই নামে ধারাবাহিক চলবে।
তবে শিরোনাম এটা থাকলেও ঘটনা (জীবনের গল্প) গুলো ভিন্ন ভিন্ন হবে।
৮| ২৩ শে নভেম্বর, ২০১৮ রাত ১:২৬
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: পরিবারের সদস্যদের মুখে হাসি দেখা- বিরাট আনন্দের ব্যাপার।
............................................ বিশেষ দিনের আনন্দ বিশেষ সুখকর হয় ।
কিন্ত এটাতো জীবনের চলমান দৃশ্য, শুভ বিবাহ বার্ষিকী , শুভ কামনা ।
....................................................................................................
২৩ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:৩৯
রাজীব নুর বলেছেন: শাহেদ ও নীলার কাছে আপনার শুভেচ্ছা পাঠিয়ে দেওয়া হবে।
৯| ২৩ শে নভেম্বর, ২০১৮ রাত ১:৩১
বিচার মানি তালগাছ আমার বলেছেন: সুখ থাক আজীবন...
২৩ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:৩৯
রাজীব নুর বলেছেন: আজীবন কারোই সুখ থাকে না।
১০| ২৩ শে নভেম্বর, ২০১৮ ভোর ৫:০৩
নিউটনিয়ান বলেছেন: ছোট গল্প ছোট থাকাই ভালো
২৩ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:৩৯
রাজীব নুর বলেছেন: ঠিক বলেছেন।
১১| ২৩ শে নভেম্বর, ২০১৮ সকাল ৭:৫৫
ল বলেছেন: সহজ ইচ্ছাগুলো সহজে পুরন হয় না ---
ইচ্ছাগুলো সবসময় শাহেদ জামালদের অধরাই থেকে যায় ----
তবুও স্বপ্ন দেখে হাসিমাখা একটি সুখী পরিবারের ----
এই স্বপ্ন -- ই -- সম্বল।।।।
২৩ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:৪০
রাজীব নুর বলেছেন: স্বপ্নই তো বাঁচিয়ে রাখে।
১২| ২৩ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:০১
পদাতিক চৌধুরি বলেছেন: গল্প ভালো হয়েছে । শাহেদএটিএম ইউজ করলেও ব্যবহার না জানাটা না একটু বোকামি লাগলো। তবে ইলিশ মাছের ডিম আমারও খুব ফেভারিট ।
অফটপিক, আন্টি ও ছোট ভাইয়ের সঙ্গে যোগাযোগ করব কিভাবে?? আজ সারা দিন আমি ফ্রি আছি। পারলে কলকাতা হোটেল থেকে কেউ জোরে করতে পারি। দরকার হোটেলের নাম বা ভাইয়ের ফোন নম্বরটি।
২৩ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:৪৬
রাজীব নুর বলেছেন: মা আর ছোট ভাই আফ্রিদি ইন্টারন্যাশোনাল হোটেলে আছে। নিউ মার্কেটের কাছে হোটেলটা।
ছোট ভাইয়ের নাম আবীর।
ওর নাম্বার তো আমি জানি না।
অবশ্য আগামীকাল সন্ধ্যায় ওরা প্লেনে উঠবে।
১৩| ২৩ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:১২
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: নীলা আর সাহেদ এর কাহিণি ভালোই এগুচ্ছে
২৩ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:২৭
রাজীব নুর বলেছেন: শুধু নীলা আর শাহেদ ভাবলে হবে না।
এগুলো আসলে জীবনের গল্প।
১৪| ২৩ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:১৯
সনেট কবি বলেছেন: ভাল লিখেছেন।
২৩ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:২৮
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ চাচাজ্বী।
১৫| ২৩ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৫০
কিরমানী লিটন বলেছেন: চলুক...
নান্দনিক ভালোলাগার এই লিখা। অভিবাদন প্রিয় রাজীব নুর ভাই।
২৩ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:৩৫
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
১৬| ২৩ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:২১
পদাতিক চৌধুরি বলেছেন: আমি এই মুহূর্তে আফ্রিদি ইন্টারন্যাশনাল ফোন করেছিলাম। ওরা জানাল আবির নামের কেউ নেই। তবে পাসপোর্ট এর নাম জানতে চাইল। আমি ধন্যবাদ জানিয়ে ফোন রেখে দিলাম।
২৩ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:৩৪
রাজীব নুর বলেছেন: ও---
ছোট ভাইয়ের ডাক নাম আবীর।
ভালো নাম আহাদ হোসেন
১৭| ২৩ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:১৪
পদাতিক চৌধুরি বলেছেন: এখন হোটেলে আবার ফোন করলাম । ওরা কিছুক্ষণ পরে জানালো, আন্টি ভাই রুমে নেই ,বাইরে আছে।
২৩ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:২৩
রাজীব নুর বলেছেন: আমার ছোট ভাইও মাত্র হোটেলে ফিরে আমাকে জানালো আপনি ফোন করেছিলেন।
আপনার নাম্বার চাইছে- আপনাকে ফোন করবে।
ফেসবুক ইনবক্সে আপনার নাম্বার আমাকে দেন। আমি পাঠিয়ে দেই।
১৮| ২৩ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৪১
অপু দ্যা গ্রেট বলেছেন:
বরাবরের মতই দারুন ।
তবে আমারো এখন ইলিশ খেতে ইচ্ছে করছে ।
শুভ বিবাহ বার্ষিকী ।
পরীর জন্য ভালবাসা আর আদর ।
ভাল থাকুন সব সময় ।
২৩ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৩৩
রাজীব নুর বলেছেন: এখনকার ইলিশ মাছ আগের মতো স্বাদ হয় না।
১৯| ২৩ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৫৫
পৌষ বলেছেন: পরিবারের সদস্যদের মুখে হাসি দেখা-আনন্দের। সত্যিই খুবই আনন্দের যা ভাষায় প্রকাশ করা যায় না।
২৩ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৩৪
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ পৌষ।
২০| ২৩ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৪৯
সোহানী বলেছেন: ভালোলাগলো যাপিত জীবনের গল্প। তবে শাহেদরা জীবনে সুখীই হয় সব সবময় সব কিছুতে।
২৪ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:১৮
রাজীব নুর বলেছেন: খুশি হবার ক্ষমতা একেক জনের একেক রকম।
২১| ২৩ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:০০
শাহরিয়ার কবীর বলেছেন: ছোট গল্প হিসাবে,পড়ে ভালো লাগলো।
২৪ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:১৮
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
ভালো থাকুন।
২২| ২৩ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:৩২
ইরাবতী (ভূতের পেত্নী) বলেছেন: ইলিশ, ইলিশ, ইলিশ!
২৪ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:১৯
রাজীব নুর বলেছেন: জাতীয় মাছ বলে কথা!
২৪ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:১৯
রাজীব নুর বলেছেন: জাতীয় মাছ বলে কথা!
২৩| ২৩ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:৪৫
জাহিদ হাসান বলেছেন:
২৪ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:১৯
রাজীব নুর বলেছেন: ইয়েস!
২৪| ২৪ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:০২
ফারিহা হোসেন প্রভা বলেছেন: তাদের জন্য আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানিয়ে দিবেন....
২৫ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:২৭
রাজীব নুর বলেছেন: অবশ্যই।
২৫| ২৪ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:৪৩
মাহমুদুর রহমান বলেছেন: শাহেদ এদেশে থেকে কিছু করতে পারবে না।তার উচিৎ বিকল্প কোন চিন্তা করা।
২৬ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:১৭
রাজীব নুর বলেছেন: শাহেদ শেষ।
২৬| ২৬ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:৩৮
তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: দারুণ!
২৬ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:১৭
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ২২ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:৫৬
আরোগ্য বলেছেন: আজকে শাহেদের মাঝে রাজীব ভাইকে খুঁজে পেলাম।