নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
একটা মেয়ে আধা নগ্ন অবস্থায়।
গায়ে শুধু মাত্র ব্রা অথবা পাতলা একটা ওড়না জড়ানো। পুরো মুখ ঢাকা, শুধু চোখ দেখা যায়।। বিশাল বক্ষের অর্ধেক বের হয়ে আছে, পেট, উরু দেখা যাচ্ছে- এরকম একটা স্টীল ছবি বা এক মিনিটের একটা ভিডিও ইন্টারনেট ভিত্তিক সামাজিক যোগাযোগ গুলোর মাধমে ছেড়ে দেয়। সেখানে লেখা থাকে অথবা মেয়েটা নিজের মুখ কাপড় দিয়ে ঢেকে বলে- আমি ইমো সেক্স করি। যারা ইমো সেক্স করতে চান তারা এক হাজার টাকা বিকাশ করেন। (নিচে নাম্বার লেখা থাকে) এখানে মেয়েটা বেশ কিছু শর্তও দিয়ে দেয়। মুখে দেখতে চাইবেন না। বিকাশ না করলে অযথা ফোন করে কথা বলতে চাইবেন না। ইত্যাদি ইত্যাদি। যৌনসম্ভোগের তৃষ্ণা বেশির ভাগ বাঙালি বালক বয়স থেকেই রপ্ত করতে থাকে। এই আধুনিক যুগে এসে- হাতের কাছে আছে, হোয়াটসঅ্যাপ, ইমো, ভাইবার, ফেসবুক ভিডিও কল ইত্যাদিতে চলে অসামাজিক কাজ।
সৌদি প্রবাসী শ্রমিকরা এই 'ইমো সেক্স করি' মেয়েদের প্রথম সারির গ্রাহক। সৌদিতে খুব কম বেতনে বাংলাদেশী শ্রমিকরা কাজ করে। পনের শ' বা দুই হাজার রিয়েল পায়। এরা বছরের পর বছর সৌদি থাকে। নারী সঙ্গ একেবারেই পায় না। তারা বিনোদনের জন্য সিনেমায় যেতে পারে না, পার্কে যেতে পারে না। বার নেই। মরুভুমির বুকে অনেক দূরে বেদুইনরা থাকে। কিন্তু তাদের কাছে যাওয়া খুব রিস্ক। ধরা পড়লে সৌদি সরকার কল্লা কেটে ফেলবে। তাই তারা নিজের শারীরিক চাহিদা মেটাতে ইমো সেক্স করে এক হাজার টাকার বিনিময়ে। এই ব্যবসাটা গত কয়েক বছর ধরে খুব রমরমা। ইমো সেক্স মেয়েরা টাকার বিনিময় ফোন সেক্সও করে। মধ্য প্রাচ্যের দেশ গুলোতে বাংলাদেশের শ্রমিকরা এই সমস্ত ইমো সেক্স মেয়েদের সবচেয়ে বড় গ্রাহক। রেগুলার কাস্টমাররা বেশ ছাড় পায়। বর্তমান সমাজ ব্যবস্থা অধঃপতনে চলে গেছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম গুলো আজকাল এভাবেই সবেচেয়ে বেশি ব্যবহার হচ্ছে। মেয়ে গুলোর দোষ আমি দেই না। এটা ছাড়া তারা করবে কি? দেশে নেই চাকরি। খেয়ে বেঁচে তো থাকতে হবে। কেউ শখ করে তো আর এরকম করে না। যদি এই দরিদ্র মেয়ে গুলো একটা চাকরি পায় তাহলে তারা ইমো সেক্স নামের অসভ্য কাজ গুলো করবে না। গ্রামের দরিদ্র ঘরের মেয়েরা ইমো সেক্স পেশায় জড়িয়ে যাচ্ছে।
ইমো সেক্স মেয়ে গুলোর বিজ্ঞাপনের ভাষা এই রকম “আমার সাথে ইমো সেক্স করতে আগ্রহীরা এই নম্বরে কল করেন।” কেউ কেউ লিখেন এরকম- ''আমি তানিয়া আক্তার। আমি টাকার বিনিময়ে ইমোসেক্স করি। ১ ঘন্টা ১০০০ টাকা। এটা xxxxxxxxxxx আমার ক্ন্ট্রাক নাম্বার। যারা কাজ করবা এই নাম্বারে ফোন দেও।'' আবার কেউ কেউ এভাবে লিখে থাকেন- ''প্রবাসী ভাইয়েরা আমি "দিপা সুলতানা"। টাকার বিনিময়ে ফোন সেক্স, ইমো সেক্স করি। ভিডিও কল সেক্স ১ ঘন্টা ১০০০ হাজার টাকা। আর অডিও কল সেক্স ১ ঘন্টা ৫০০ টাকা। আরেকটা বিজ্ঞাপন আছে এই রকম- ''আমি লাবনী, ঢাকা থাকি। আমি লেখাপড়া করি। আমার কিছু টাকা প্রয়োজন। কেউ যদি হেল্প করো ফোন দাও এই নাম্বারে xxxxxxxxxxx. যে হেল্প করবা, আমি তার সাথে ফোন ও ভিডিও তে সেক্স করবো। ফোন সেক্স -৫০০ টাকা আর ভিডিও সেক্স -১০০০ টাকা। আগে বিকাশ করতে হবে। বিকাশ করতে না পারলে, দয়া করে কেউ ডিস্টাব করবেন না। আমার বিকাশ নাম্বার xxxxxxxxxxx
সাইবারসেক্স (Cybersex) একপ্রকার ভার্চুয়াল যৌনতা (virtual sex)। এরকম সেক্স দরিদ্র দেশ গুলোতেই বেশি হয়। প্রতিটা মানুষের যৌন চাহিদা এবং যৌন আকাঙ্ক্ষার পরিমাণ আলাদা। বিভিন্ন যুগের প্রায় সব সমাজেই ‘বিবর্তনগত কারণে’ পুরুষের যৌন আকাঙ্ক্ষা নারীর তুলনায় বেশি। বাংলাদেশের মানুষ সাইকোলজিক্যাল সমস্যায় অন্যান্য দেশের মানুষের মতই ভোগে কিন্তু গুরুত্ব দেয় না। এর একটা কারণ নিম্ন আয় এবং দরিদ্রতা। ওয়েবক্যাম ব্যবহার করে সরাসরি ভিডিওর মাধ্যমে কৃত যৌন-আলাপ পার্টনারদের আরও মানসিকভাবে নিকটতর হতে সাহায্য করে। ইন্টারনেটের বৌদলতে অবৈধ যৌনাচার, ধর্ষণের প্রবণতা এবং অসামাজিক কর্মকান্ড বাড়ছে।
২৪ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৪৫
রাজীব নুর বলেছেন: এই সবই তো দিন দিন বেড়েই চলেছে।
সমাধান করবে কে?
২৪ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৪৫
রাজীব নুর বলেছেন: এই সবই তো দিন দিন বেড়েই চলেছে।
সমাধান করবে কে?
২| ২৪ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৪১
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
এই সব বন্ধ করতে সরকারের
সংশ্লিষ্ট বিভাগকে উদ্যোগী হয়ে
প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
২৪ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৪৫
রাজীব নুর বলেছেন: এখন কি আমাদের মানববন্ধন করতে হবে? মিছিল করতে হবে?
৩| ২৪ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৪১
বিচার মানি তালগাছ আমার বলেছেন: এগুলো সবাই জানে...
২৪ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৪৬
রাজীব নুর বলেছেন: সবাই জানে তাহলে এগুলো বন্ধ করার জন্য সরকার ব্যবস্থা নেয় না কেন?
২৪ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৪৬
রাজীব নুর বলেছেন: সবাই জানে তাহলে এগুলো বন্ধ করার জন্য সরকার ব্যবস্থা নেয় না কেন?
৪| ২৪ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৪৬
জাহিদ হাসান বলেছেন: ফেসবুকে প্রায়ই দেখি এইসব কমেন্ট - ‘স্বামী বিদেশ । ইমো নাম্বার এত-এত।কল দাও! ’
এইরকম কমেন্ট দেখলে খুব মেজাজ খারাপ হয়। সোস্যাল সাইটে এইরকম নোংরামী খুবই খারাপ।
২৪ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৪৭
রাজীব নুর বলেছেন: বাংলাদেশের সব জাগায় এরকম নোংরামী চলছেই। এই সব নোংরামী বন্ধ করার জন্য পদক্ষেপ কে নেবে?
৫| ২৪ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৪৯
বিচার মানি তালগাছ আমার বলেছেন: দাড়ি টুপি আর হিজাবের সংখ্যা বেড়ে গেলে যে দেশের চুশীল সমাজের আতংক শুরু হয়ে যায়, সে দেশে এগুলো বন্ধ হবে না...
২৪ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:১৭
রাজীব নুর বলেছেন: আসলে দুষ্টলোক ধর্মের কাছে এসে আশ্রয় নেয়। টুপি দাড়ি আর হিজার এগুলো লোক দেখানো।
৬| ২৪ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৪৯
জাহিদ হাসান বলেছেন: সরকার তো আছে খালি বিরোধীদলের স্কাইপি- ইন্টারনেট বন্ধ করা নিয়া। এইসব মহামারী বন্ধের সময় কোথায়?
২৪ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:১৮
রাজীব নুর বলেছেন: তা ঠিক।
দেশে এই সমসয়া ছাড়াও আরও অনেক সমস্যা আছে।
৭| ২৪ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:০৪
রসায়ন বলেছেন: ডিজিটাল পতিতাবৃত্তি !
২৪ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:১৮
রাজীব নুর বলেছেন: দেশ তাহলে এগিয়েই যাচ্ছে বলা যায়??
২৪ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:১৮
রাজীব নুর বলেছেন: দেশ তাহলে এগিয়েই যাচ্ছে বলা যায়??
৮| ২৪ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:০৬
স্বপ্নীল ফিরোজ বলেছেন: যার গুয়া হে কাচি দিয়া ফারুক। আমার কি!
২৪ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:১৯
রাজীব নুর বলেছেন: এটা ভালো কথা নয়।
এটা দুষ্টলোকদের কথা।
৯| ২৪ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:০৭
পথচারী শিশুদের বন্ধুূ বলেছেন: সামাজিক সাইট গুলোতে হঠাৎ করেই সামনে চলে আসে এসব বিজ্ঞাপন, যার আজকাল সবার সামনে মোবাইল ই বের করা যায়না।
২৪ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:২০
রাজীব নুর বলেছেন: হুম।
এই সমস্যায় আমরা অনেকেই পড়ি।
১০| ২৪ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:১৬
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: এই কাজগুলো না সরকার বন্ধ করতে পারবে। না কেউ। কারন তারা ভি পি এন ব্যবহার করে। আর এগুলো বন্ধ করতে সামাজিক শিক্ষা ছড়ানো দরকার। আর যারা এগুলোতে ইন্টারেস্ট দেখায় তাদের মানসিক চিকিৎসা দরকার।
মানুষ যখন বোকা হয়। অথবা মানসিক ভাবে সুখি না হয় তখনি নানান সুখ পাওয়ার চিন্তা করে।
২৪ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:২১
রাজীব নুর বলেছেন: সুন্দর বলেছেন।
ধন্যবাদ।
১১| ২৪ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:২৪
আর্কিওপটেরিক্স বলেছেন: পড়লাম....
এই ব্যাপারে জানি। কিন্তু কি করবো বলুন???
হ্যাক করলে পুলিশ ধরবে নয় তো ৫৭ ধারা... এদিকে এসব চোখের সামনে দেখা যায় না
২৪ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:২১
রাজীব নুর বলেছেন: আসলে এইদেশে শান্তি নাই।
১২| ২৪ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:৩০
নাহিদ০৯ বলেছেন: যৌন ব্যবসার একাল সেকাল নিয়ে তো আপনি প্রায় ছোট খাটো একটা গবেষনাই করে ফেলেছেন। যাই হউক, ভয়ংকর এবং নতুন তথ্য জানলাম।
২৪ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:২২
রাজীব নুর বলেছেন: বাচতে হলে জানতে হবে।
১৩| ২৪ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:০৮
ফারিহা হোসেন প্রভা বলেছেন: খুব সতর্কমূলক একটি পোষ্ট। আপনাকে ধন্যবাদ। মাঝে মাঝে যৌন হয়রানি নিয়ে পোষ্ট দিতে ভয় পেয়ে যাই খুব। কে জানি আবার কি ভাবে।
আপনার জন্য অনেক অনেক শুভ কামনা.....
২৪ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:২২
রাজীব নুর বলেছেন: ভয় পাবেন না। যেটা মন চায় লিখে ফেলবেন আমার মতোন।
১৪| ২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:০১
মাহমুদুর রহমান বলেছেন: আফসোস।
২৫ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:১৯
রাজীব নুর বলেছেন: হুম।
১৫| ২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:১৫
শাহরিয়ার কবীর বলেছেন: ইমো বা ফোন সেক্স এর খবর আপনি কোথায় পেলেন, রাজীব ভাই?
২৫ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:১৯
রাজীব নুর বলেছেন: ইচ্ছা করলেই সব খবর রাখা যায়।
১৬| ২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ১:১০
মাহমুদুর রহমান সুজন বলেছেন: চুলকানী এমন একটা নিজনিস ভাই চুলকালে চুলকাতেই ইচ্ছে করে। পোস্টে প্লাস পাওয়ার বা কমেন্ট প্রত্যাশা করে যদি পোস্ট দেন দিবেন। একটা খেটে খাওয়া জাতিকে কোড করে কেনো। চাজী কে কপি করতে যাচ্ছেন বুঝি। এই মিডেলেষ্টিরা দিনের পর দিন খেটে নিজের সুখ বিসর্জণ দিয়ে কয়টা পয়সা সেইভ করে দেশের কোটি জনতার পেটে ভাত দেয়। মিডেলইস্টে থাকি বলেই যে আপনার কটু কথাটা গায়ে লেগেছে তা নয়। শুধুই একটা খেটে খাওয়া সম্প্রায়কে নিচু করে বলার জন্য প্রতিবাদ করতে কমেন্টটি লিখেছি।
২৫ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:২২
রাজীব নুর বলেছেন: আপনার মন্তব্যের উত্তর আপাতত দিচ্ছি না।
১৭| ২৫ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:৪৫
মোঃ মাইদুল সরকার বলেছেন:
নির্দিষ্ট একটা গোষ্ঠীকে ছোট করে না দেখালেই পারতেন।
এসব ইমু সেক্স ও আরও অন্যান্য সবকিছুই দিনকে দিন বেড়েই চলছে।
শুধুই কি প্রবাসীরা মুখুশ পড়া শিক্ষিত মানুষও যে আছে এ দলে।
২৫ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:২১
রাজীব নুর বলেছেন: না, প্রবাসী ছাড়া আরও অনেকে আছে। তবে প্রবাসীদের সংখ্যাই বেশি।
১৮| ২৫ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:৪৮
সাত সাগরের মাঝি ২ বলেছেন: এগুলো কবে বন্ধ হবে?
২৫ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:২০
রাজীব নুর বলেছেন: কোনো দিন বন্ধ হবে না। বরং দিনদিন আরও বাড়বে।
১৯| ২৫ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:৩২
হাসান রাজু বলেছেন: এতো টেনশনের মনে হয় কিছু নাই। বলে না প্রযুক্তি সুবিধার সাথে কিছু অসুবিধা নিয়ে আসে। এটাও এমনই একটা ব্যাপার। এটা থামানো কঠিন।
দেখুন, এক সময়ের টেনশন ছিল পর্ণ ম্যাগাজিন, চটি বইয়ের সহজলভ্যতা, পরে আসলো পাড়ায় পাড়ায় ভিডিও ক্লাব ভিসিআর, ভিসিপিতে পর্ণ মুভির সহজলভ্যতা। রসময় গুপ্ত, পামেলা এণ্ডারসনের মত স্টার ও ছিল সে সময়। যা এখন নাই। এগুলো এখন হাতের এতো কাছে এসে গেছে যে কেউ এ নিয়ে আর আগের মত মাতামাতি করে না।
এই ভার্চুয়াল সেক্স ও এক সময় পানসে হয়ে যাবে ।
মুভি দেখেছেন "Her" ভার্চুয়াল মিষ্টি প্রেমের মুভি। একটা মোবাইল প্রোগ্রাম গ্রাহকের সঙ্গ দেয় প্রেম প্রেম খেলে। ভালো থাকবেন।
২৫ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:০৭
রাজীব নুর বলেছেন: আপনার মন্তব্যটা আমার পছন্দ হয়েছে।
মুভিটা দেখিনি। দেখব।
২০| ২৫ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:৩৬
মায়াবী ঘাতক বলেছেন: এগুলো বলতে পারেন প্রযুক্তির অভিশাপ। সরকারের পক্ষে আইন করে এইসব বন্ধ করা যাবে না। এর জন্য প্রয়োজন আমাদের সকলের সামাজিক সচেতনতা। পাশাপাশি যারা ভাইবার, ইমোতে এইসব নোংরামি করে বেড়ায় তাদেরকে র্যাবের মনিটরিং এর আওতায় আনা দরকার।
২৫ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:০৮
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
২১| ২৫ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:৫৫
কিরমানী লিটন বলেছেন: প্রচলিত অথচ মারাত্মক সামাজিক ব্যাধিটা এখন ভাইরাসের মত ছড়িয়ে পড়ছে সমাজের রন্ধে রন্ধে। আপনার এই সচেতনামুলক পোষ্টের জন্য ধন্যবাদ। শুভকামনা রইলো।
২৫ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:১০
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।
২২| ২৫ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:০৪
আরোগ্য বলেছেন: এসব বিকৃত চরিত্রের মানুষদের চরমভাবে উত্তম মধ্যম দেয়া দরকার।
এধরনের অশালীন কাজ করার চেয়ে বাসাবাড়ি কাজ করা অনেক শ্রেয়।
দয়াকরে অন্য অর্থ বের করবেন না।
২৫ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৯
রাজীব নুর বলেছেন: আছা, অন্য অর্থ বের করলাম না।
২৩| ২৫ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:৪৬
হাসান জাকির ৭১৭১ বলেছেন: প্রযুক্তির সাইড ইফেক্ট..............!
২৫ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪০
রাজীব নুর বলেছেন: তাই তো।
কিছু করার নেই।
২৪| ২৫ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:৪৯
তারেক ফাহিম বলেছেন: পাশ্বপ্রতিক্রিয়াতো হবেই একটু আকটু
শুধুমাত্র বিদেশি শ্রমিকদের দোষ দিয়ে গেলেন রাজীব ভাই? দেশেতো এমন অনেক যৌন পিপাসু আছে।
২৫ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪১
রাজীব নুর বলেছেন: তা আছে।
আসলে সকল প্রবাসীরা এরকম না।
২৫| ২৫ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৩
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: পোষ্টটা আরো গুছিয়ে লেখা যেত! কিভাবে ইমো তে বিকৃত যৌণচারন হয়, সে বিষয়ে কম দৃষ্টিপাত দিলেও পারতেন।
বিষয়টা গুরুত্বপূর্ন। বিষয়টি নিয়ে আরো দারুন ভাবে লেখা যেত।
২৫ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৩
রাজীব নুর বলেছেন: আপনি ঠিক বলেছেন।
পোষ্ট টা বড্ড অগোছালো। সত্য কথা বলতে কি আমি খুব তাড়াহুড়ার মধ্যে ছিলাম।
২৬| ২৫ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৭
পলাশবাবা বলেছেন: এই বিকাশ [ ও অন্যান্য টেলি মানি ট্রান্সফার সুবিধা ] আসার পর অনেক সমস্যা সৃষ্টি হয়েছে। ইমু সেক্স এসেছে, মাদকের ব্যবসা বেড়েছে , অপহরণ বেড়েছে ... সামাজিক অবক্ষয়ের হলেও এই হাজার কোটি টাকার ব্যবসা করতেই হবে আমাদের।
২৫ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৩
রাজীব নুর বলেছেন: আসল কথা হলো- লাঠি দিয়ে অন্ধ পথ চলে আবার এই লাঠিয়ে দিয়ে কাউকে পিটিয়ে মেরে ফেলাও যায়।
২৭| ২৫ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৭
সোনালী ঈগল২৭৪ বলেছেন: আমাদের দেশে যৌনসংক্রান্ত আলোচনা এখনো নেগেটিভ দৃষ্টিতে দেখা হয় , বয়ঃপ্রাপ্তির পর একটা ছেলের কিংবা একটা মেয়ের যৌন চিন্তা আসা স্বাভাবিক ব্যাপার , কিন্তু প্রাপ্তবয়স্ক নারী পুরুষের মেলামেশা কিংবা প্রেমসংক্রান্ত ব্যাপার গুলো এখনো ভালো দৃষ্টিতে দেখা হয়না , তারপর সামাজিক অবস্থার প্রেক্ষিতে একটা ছেলের বিয়ে করতে করতে প্রায় ত্রিশ বছরের বেশি পার হয়ে যায় , তার কাছে সেক্স একটা ফ্যান্টাসি , তাই দেখা যায় যে বেশিরভাগ সময় তারা ভুল পথে চলে যায় , আর এসব ভার্চুয়াল সেক্স প্রযুক্তির অপব্যবহারের নমুনা , এছাড়া ধর্মীয় মূল্যবোধের ও কিছুটা অভাব আছে এখানে , সবমিলিয়ে একটা অর্ধশিক্ষিত জাতির হাতে হঠাৎ প্রযুক্তি এলে যা হয় তাই দেখছি এখন আমরা
২৫ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৫
রাজীব নুর বলেছেন: আমরা কি আজও সঠিক ব্যবহার শিখব না?
২৮| ২৫ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৯
মাহমুদুল হাসান (সুমন)। বলেছেন: ++
২৫ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৫
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
২৯| ২৫ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:১৩
মোঃ ছিদ্দিকুর রহমান বলেছেন: আপনী সুধুই সমস্যার কথাগুলোই তুলে ধরেছেন। কিন্তু কিভাবে এথেকে পরিত্রান পাওয়া যায়, তা কিন্তু প্রকাশ করেননি। ভেবে ছিলাম, আপনার পক্ষ হতে এর কোন একটা প্রতিকান পাওয়া যাবে। এক নি:শ্বাসে পড়া শেষ করলাম কিন্তু আশাহত হলেম তোন প্রতিকার আপনী প্রকাশ করেন নি।
আপনাকে ধন্যবাদ, সামাজিক সমস্যাটি তুলে ধরার জন্য।
২৫ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৬
রাজীব নুর বলেছেন: পরিত্রান আমি একা পারবো না। সমস্ত ব্লগারগন মিলে পরিত্রান বের করতে হবে।
৩০| ২৫ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:১৪
মোঃ ছিদ্দিকুর রহমান বলেছেন: আপনী সুধুই সমস্যার কথাগুলোই তুলে ধরেছেন। কিন্তু কিভাবে এথেকে পরিত্রান পাওয়া যায়, তা কিন্তু প্রকাশ করেননি। ভেবে ছিলাম, আপনার পক্ষ হতে এর কোন একটা প্রতিকান পাওয়া যাবে। এক নি:শ্বাসে পড়া শেষ করলাম কিন্তু আশাহত হলেম তোন প্রতিকার আপনী প্রকাশ করেন নি।
আপনাকে ধন্যবাদ, সামাজিক সমস্যাটি তুলে ধরার জন্য।
৩১| ২৫ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৫
তারেক_মাহমুদ বলেছেন: মাহমুদুর রহমান সুজন ভাইয়ের কমেন্টটি খুবই গুরুত্বপূর্ণ, আসলে শুধু বিকৃত যৌন চাহিদা শুধুমাত্র প্রবাসী শ্রমিকরাই মেটায় না দেশেও এমন অনেকে এ ধরনের বিকৃত যৌন চাহিদা মেটায়। তবে এটা ঠিক এ ধরনের মেয়েরা প্রবাসী শ্রমিকদের টার্গেট করে তাদের ক্লাইন্ট হিসাবে।
২৫ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৭
রাজীব নুর বলেছেন: আমি এধরনের মেয়েদের দোষ দিব না। তারা নিরুপায়।
দেশে চাকরি নেই। না খেয়ে তো আর থাকা যায় না। কাজেই বাধ্য হয়ে তারা এপথ বেছে নিচ্ছে।
৩২| ২৫ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৮
সেলিম৮৩ বলেছেন: ভেরি স্যাড নিউজ। অাপডেট ভার্সন।
২৫ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৮
রাজীব নুর বলেছেন: সময়ের ব্যাপার।
আমরা এর থেকে বেড়িয়ে আসবো ইনশাল্লাহ।
৩৩| ২৫ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৩
মাহের ইসলাম বলেছেন: পেশার রকমফের, বিচিত্র ।
২৫ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৮
রাজীব নুর বলেছেন: এরকম পেশা কেউ শখ করে বেছে নেয় না।
৩৪| ২৫ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১২
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সব যায়গায় এখন সেক্স বিক্রি হচ্ছে ।
২৫ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৯
রাজীব নুর বলেছেন: সেক্স ব্যাপার টা মানব জীবনের মূখ্য বিষয় না।
৩৫| ২৫ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২০
শাহাদাত নিরব বলেছেন: মাহমুদুর রহমান সুজন বলেছেন- কাউকে কোট করে বলাটা হয়তো পোষ্টের প্রাধান্যতা হারিয়েছে
এবার অভিজ্ঞতার কথা বলি মধ্যপ্রাচ্যে থাকি ভাইয়ের মোবাইল দোকান আছে বিকাশও করে তাই মাঝে মাঝে বসি
একবার ৪০/৪৫ বছরের এক লোক এসে বলল ১০০০ টাকা বিকাশ করবে আমি বললাম ভাই এখনতো যাবে না কাল সকাল ব্যাতীত (এই দেশ থেকে ১২ঃ০০ থেকে সকাল ৮ঃ০০ পর্যন্ত টাকা ডেলিভারি হয় না) কাষ্টমার বলে উঠলো না এখনি লাগবে আমি অনেক বুঝিয়ে বললাম যে এখন যাবে না ।আমি পাঠাতে পারবো বাট রিসিভ হবে না।
তখনি উনি মোবাইলে কাউকে ফোন দিয়ে বলছে যে এখন যাবে না বাট বিপরীত দিকের উনি মানছে না তখন আমি বললাম দেখি আমার কাছে দেন আমি বুঝিয়ে বলি (মেয়ের কন্ঠ) আমিও উনাকে অনেক চেষ্ঠা করে বুঝাতে পারলাম না । পরে রহস্য করে ঐ ভাইকে জিজ্ঞাসা করলাম কে ভাই এমন অবুজ লোকটা একটু আনইজি ফিল করলো বলল না।পরে একদিন ঐ লোক এসে বলল ভাই আমার ১০০০ টাকা জ্বলে গেছে আমি বললাম আমিতো টাকা দিছি বলল হা আপনার টাকা পেয়েছে কিন্তু ২/৩ মিনিট দেখিয়ে আমাকে ব্লক করে দিয়েছে।
কৌতুহল বসত লোকটাকে ভালো করে জিগালাম কি ভাবে পরিচয় লোকটা একটু লজ্জাবোদ করে বলল বিগো লাইভে আমি তার মোবাইল দিয়ে বিগো লাইভে যাই একি এলাহি কান্ড খুললাম খোলা পতিতালয়।
মানুষ কে অকৃষ্ট করার জন্য যত কিছু প্রয়োজন সবই করছে ।
তাদের ডিমান্ড রিয়েল সেক্স করবে না ।
২৫ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫১
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ আপনাকে দারুন একটা তথ্য দেওয়ার জন্য।
৩৬| ২৫ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২১
শাহারিয়ার ইমন বলেছেন: "বাচ্চা হবে না " যুগ চলছে ।
২৫ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪২
রাজীব নুর বলেছেন: হা হা হা ----
৩৭| ২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:০১
অপু দ্যা গ্রেট বলেছেন:
রাজীব ভাই আমি তিন দিন ধরে এই বিষয়ের উপর একটা ছোট খাটো রিসার্চ চালিয়েছি । তবে এর সমাধান আছে । সেটা নিয়ে বিস্তারিত লেখা প্রায় শেষ ।
আরো দু দিন লাগবে শুধু তথ্য গুলো যাচাই করতে ।
আশা করি দ্রুত লিখাটি দিতে পারব ।
২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৪২
রাজীব নুর বলেছেন: গ্রেট।
আপনার লেখার অপেক্ষায় আছি।
৩৮| ২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:১৮
নজসু বলেছেন:
আমার ধারনা ছিল অনলাইনে এসব জিনিস ভুয়া।
কেউ হয়তো ফাজলামো করে ।
আজকে বুঝলাম।
মেয়েগুলোও তাহলে লাজ লজ্জাহীন।
টাকার বিনিময়ে কি না করে।
২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৪৩
রাজীব নুর বলেছেন: মেয়ে গুলোর দোষ দেওয়া ঠিক হবে না।
খেয়ে পড়ে বেঁচে থাকতে তো হবে?
৩৯| ২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৪৯
সম্রাট ইজ বেস্ট বলেছেন: এসবই হয় ফেসবুকের মত সামাজিক যোগাযোগমাধ্যমের বদৌলতে। এই ফেসবুক যে আমাদের সমাজের কতটা ক্ষতি করেছে তার পরিসংখ্যান করা সম্ভব নয়। ফেসবুকের মত সাইটগুলো এড়িয়ে চলুন।
২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৪৪
রাজীব নুর বলেছেন: কাশির সিরাপ দিয়ে এদেশের লোকজন নেশা করে।
ফেসবুক ব্যবহার করে----
কিছু বলার নাই।
৪০| ২৬ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:১৯
তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: অভিজ্ঞতা। হা হা হা.....।
যৌন আকাঙ্খার সমাধানের পথ উপরে পড়লাম। ভালোই তো। এসব বদলাতে হবে নয়তো মেনে নিতে হবে।
২৬ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:১২
রাজীব নুর বলেছেন: সন নিতে হবে। অন্য কোনো পথ তো নাই।
৪১| ২৮ শে নভেম্বর, ২০১৮ সকাল ৮:৪৪
নীল আকাশ বলেছেন: রাজীব ভাই, আপানর এই পোষ্ট টা পড়ার পর থেকে আমি নমুনা খুঁজছিলাম, পাচ্ছিলাম না দেখে মন্তব্য করিনি। নীচে দেখুন
রিশা মনি
❤0176ক্সক্সক্সক্সক্স
২৮ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:৩৬
রাজীব নুর বলেছেন: হা হা হা---
৪২| ২৯ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:১৭
ভীতু সিংহ বলেছেন: এসব নোংরামি বন্ধ করতে হলে ধর্মীয় মূল্যবোধের বিকল্প নেই।
২৯ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:২৮
রাজীব নুর বলেছেন: তা সম্ভব না আমাদের মতো দেশে।
৪৩| ২৯ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৩০
ভীতু সিংহ বলেছেন: কেন সম্ভব নয় তার কারণটা কি সংক্ষেপে জানতে পারি??
২৯ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৩১
রাজীব নুর বলেছেন: আমাদের দেশে কেউ নিয়ম মানতে চায় না।
নিয়ম না মানাটাই তারা বাহাদূরি মনে করে।
এদিকে আইন থাকলেও তার প্রয়োগ নেই।
©somewhere in net ltd.
১| ২৪ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৩৯
হাবিব বলেছেন: সব অসুস্থ রিপুর কুতকুতি