নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

রাস্তায় পাওয়া ডায়েরী থেকে- ৭১

২৬ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৪৬



১। পৃথিবী জুড়ে বিশ্বাসের ভাঙ্গচূর হচ্ছে বলে আজকাল দেশে-দেশে এত অশান্তি এবং বিশৃংখলা। জাতিতে জাতিতে এত হিংসা, রেষারেষি। চারিদিকে সমস্যার শেষ নেই- আন্তজার্তিক দস্যুতা, ক্ষমতার অপব্যবহার, শক্তির দম্ভ এবং এক দেশের স্বাধীনতার ওপর অন্য দেশের হামলা। আন্তজার্তিক অবিশ্বাস মানুষের ব্যক্তিগত জীবনেও গ্রাস করেছে। আমরা বিশ্বাসকে হারিয়েছি বলে জীবনের সবচেয়ে বড় মূল্যবোধকেও হারিয়ে ফেলেছি আজ। জীবনের প্রতি সত্যনিষ্ঠা নেই বলে আমরা প্রতি কাজে এমনকি বন্ধুত্ব, ভালোবাসা এবং প্রেমেও ছল-চাতুরি এবং স্বার্থবুদ্ধির আশ্রয় নিই। এর কোনো সমাধান নেই। দিনদিন বরং পরিস্থিতি আরও খারাপ হবে। আমি মেনে নিয়েছি, আপনারাও মেনে নিন।

২। আমি সব মানুষকে বিশ্বাস করি। কিন্তু সবাই বিশ্বাসের মর্যাদা রাখতে পারে না। কোনো মানূষের মুখে প্রথমে'ই পাপ দেখি না বলেই বন্ধুত্বের সহজ হাত বাড়িয়ে দেই। যে একে গ্রহন করতে পারে না তার জন্য আমার মায়া হয়। নিজের মনের অবিশ্বাস দিয়ে পরের বিশ্বাসকে আহত করার নামই হলো- কাপুরুষতা। চলুন আমরা মোমবাতির মতো বাঁচি, নিজেকে দান করে, কিন্তু সকলকে আলো দিয়ে।

৩। চরাঞ্চলে জমি দখলের জন্য যেমন দুইদল গ্রামবাসী দা, কুড়াল, খুন্তি ইত্যাদি নিয়ে ঝাঁপিয়ে পড়ে ঠিক তেমনি আজ ক্ষমতায় যাওয়ার জন্য দেশের রাজনৈতিক দল গুলো দেশটাকে ইজারা নেয়ার জন্য হাতের কাছে যা পাচ্ছে তাই নিয়ে পাগলা কুত্তার মত ঝাঁপিয়ে পড়েছে। যদি এবার সত্যি সত্যি কোনো ভাবে বিএনপি ক্ষমতায় আসে তাহলে তারা ওদের হাড্ডি ভাঙ্গবে। অনেক বিএনপিওয়ালাদের মুখে আমি এই কথা শুনেছি।

৪। একজন মানুষ নামাজ পড়লেই তাকে ভালো বলা যাবে না। এবং একজন মানুষ নামাজ না পড়লেই খারাপ হয়ে যায় না। দুষ্টলোকরা ধর্মকে ব্যবহার করে সাধু সাঁজার জন্য। আমাদের সমাজে বেশির ভাগ লোক হলো দুষ্ট। মাঝে মাঝে মনে হয়- পৃথিবীতে ধর্ম না থাকলেই বুঝি ভালো হতো। কিছু লোক ঠিকই বলে আসল ধর্ম হলো মানব ধর্ম। বাংলাদেশের বেশির ভাগ মসজিদ মাদ্রাসা অসৎ লোকের টাকায় হয়েছে।

৫। বিএনপিতে যোগ দিলেন আওয়ামী লীগের সাবেক এমপি গোলাম মাওলা রনি। বলেছেন, মৃত্যুর আগ পর্যন্ত বিএনপিতেই থাকবেন। বিএনপি নির্বাচনকে সামনে একট বিষয়ে সফল। সেটি হলো অনেক নেতাকে কিনে নিল। নেতা কেনা যে সহজ তা প্রমাণ করল।

মন্তব্য ২৭ টি রেটিং +১/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ২৬ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৫৫

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: এই দুনিয়াতে কত কিছু হবে। কত কিছু দ্বখতে হভে

২৭ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৪

রাজীব নুর বলেছেন: দেখুন আর অভিজ্ঞতা সংগ্রহ করুন।

২| ২৬ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৫৭

হাবিব বলেছেন: বাংলাদেশের মসজিদ মাদরাসা অসৎ লোকের টাকায় হয়েছে...... সেখানে কি নামাজ পড়া জায়েজ হবে?
নেতারা কেন দল বদলায়?

২৭ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৪

রাজীব নুর বলেছেন: নামাজ পড়তে সমস্যা নাই।
মানুষই বদলে যায়, তো অতি সামান্য ব্যাপার।

৩| ২৬ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:১৭

নজসু বলেছেন:



জীবন রং পাল্টায়।
স্বার্থের টানে নেতা দল পাল্টায়।

২৭ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৫

রাজীব নুর বলেছেন: জ্বী ঠিক তাই।

৪| ২৬ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:১৮

সাদা মনের মানুষ বলেছেন: রাজনীতিতে রনিদের শেষ কথা বলে কিছুই নেই

২৭ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৫

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ মন্তব্য করার জন্য।

৫| ২৬ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:২৩

জুনায়েদ বি রাহমান বলেছেন: ১। বাস্তবতা মেনে নেওয়াই বুদ্ধিমানের কাজ।
২। অন্যের জন্য কিছু করতে পারাটা আনন্দের, যারা অন্যের জন্য কিছু করে না তারা এই আনন্দটা মিস করে।
৩। আওয়ামী-বিম্পি'র রাজনীতি মানেই চুলাচুলি, খুনাখুনি, ধাওয়া পালটা ধাওয়া....
৪। ভালো মন্দ প্লাটফর্মেই আছে। ধর্মও একটা প্লাটফর্ম।
৫। নেতার দলবদল ইতিবাচক চোখে দেখাই ভালো। আমি আওয়ামীলীগ; চুরি করলেও আওয়ামীলীগ, ডাকাতি করলেও আওয়ামীলীগ, খুনাখুনি করে দেশ নরক বানালেও আওয়ামীলীগ... এই জঘন্য মানসিকতা থেকে বেরিয়ে আসা উচিত।
এবারের নেতাদের দল বদল আমাদের রাজনীতির ইতিবাচক সাইন হিসেবে দেখছি।

২৭ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৭

রাজীব নুর বলেছেন: ১। অবশয়ই।
২। এই জন্য আমি নিজের জন্য কিছু করি না।
৩। রাজনীতির নিয়ম এখন এটাই।
৪। এক কথায় ধর্ম হলো আফিম।
৫। সহমত।

৬| ২৬ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:২৬

নতুন-আলো বলেছেন: সবাই রং পাল্টায়..........

২৭ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৯

রাজীব নুর বলেছেন: অর্থাৎ সবাই গিরগিটি।

৭| ২৬ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৪৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সহমত ভাই...

২৭ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:০০

রাজীব নুর বলেছেন: শুকুর আলহামদুলিল্লা।

৮| ২৬ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:২৫

সনেট কবি বলেছেন: রাজনীতিতে এমনটা হয়।

২৭ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:০০

রাজীব নুর বলেছেন: আমি তো মেনেই নিয়েছি। আপনারাও মেনে নিন।

৯| ২৬ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:৫৫

ANIKAT KAMAL বলেছেন: অসম্ভব কিছু ভা‌লোলাগা অাপনার সব লেখা‌তেই পাই ধন্যবাদ

২৭ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:০১

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।
ভালোবাসা।

১০| ২৭ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:২৭

আরোগ্য বলেছেন: বাড়িতে পুলিশের অভিযান। কাজিনের ভাগ্য ভাল, হিন্দি মুভির মত আগেই সে চম্পট।

২৭ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:০১

রাজীব নুর বলেছেন: গ্রেট।

১১| ২৭ শে নভেম্বর, ২০১৮ ভোর ৬:৫১

বলেছেন: সামাজিক মূল্যবোধের অভাবেই সমাজব্যবস্থা ভেঙ্গে পড়ে,ফলে সামাজিক বৈষম্য, বিদ্বেষ ও স্বার্থপরতা সবকিছুর উর্ধে চলে আসে । মানুষের জীবন হয়ে যায় পশুর চেয়েও নীচে যাকে বলা হয় সামাজিক মূল্যবোধের অবক্ষয়

নামাজ পড়লেই ভালো মানুষ হওয়া যায় না----

১২| ২৭ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:০২

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ মন্তব্য করার জন্য।

১৩| ২৭ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৪১

সম্রাট ইজ বেস্ট বলেছেন: ‌আপনার উপলব্ধি বেশ সমৃদ্ধ।

২৭ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:২৪

রাজীব নুর বলেছেন: গরীবের উপলব্ধির দাম নাইরে ভাই।

১৪| ২৮ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৯

ফারিহা হোসেন প্রভা বলেছেন: মানুষের রিয়াল ফেস প্রকাশ হতে তেমন সময় লাগে না বলে না এই কথাটা? ঠিক তেমন....
আওয়ামীলীগে তার ইচ্ছার মতে চলতে পারে নাই মনে হয় বা কোনো বাঁশ খাইসে তাই এখন চলে এসেছে। যাই হোক আমি যতটা শুনেছি তাকে দল থেকে বরখাস্ত করে দেওয়া হয়েছে। এর কারণ আমি এখনো জানি না। আমাকে বলতে পারবেন?

২৮ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৫

রাজীব নুর বলেছেন: কারন জানি।
সেই ঘটনাটা কি আপনার মনে নেই- উনি মিডীয়ার ক্যামেরাম্যানকে লাথি দিয়েছিলেন।

২৮ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৫

রাজীব নুর বলেছেন: কারন জানি।
সেই ঘটনাটা কি আপনার মনে নেই- উনি মিডীয়ার ক্যামেরাম্যানকে লাথি দিয়েছিলেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.