নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

টুকরো টুকরো সাদা মিথ্যা- ৭২

২৭ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:২২



১। আমার যখন অনেক ক্ষুধা লাগে, তখন পৃথিবীর সবকিছু খেয়ে ফেলতে ইচ্ছা করে। রাস্তার ইট গুলোকে মনে হয় কেক, ইটের টুকরো গুলোকে মনে হয়- ভাত। ঘাস গুলোকে সবজি। আকাশের মেঘ গুলোকে ফিরনি আর ময়লা পানি গুলোকে মনে হয় শরবত। আজ বেলা ১২ টার দিকে প্রচন্ড ক্ষুধা পেয়ে গেল। কিন্তু ক্ষধা লাগার কথা না, সকালে ভাত খেয়েছি। সকালে আমি রুটি'ই খাই কিন্তু আজ সকালে সুরভি রুটি বানায়নি। গতকাল রাতে ভাত না খেয়ে ঘুমিয়েছি বলে সুরভি শাস্তি স্বরুপ গতকাল রাতের খাবার সকালে নাস্তা হিসেবে দিয়েছে।

২। আজ ব্যস্ত একটি রাস্তা পার পার হয়েছি। অথচ ওভার ব্রীজ ছিল পাশেই। রাস্তা পার হতে-হতে ভাবলাম "রাস্তা পারাপারে ফুট-ওভারব্রিজ ব্যাবহার করা উচিত। জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পার হওয়া ঠিক না।

৩। বৃটিশদের শাসন চলছিল তখন।
একজন বৃটিশ সাহেব ভারতীয় উপসমহাদেশে তাদের কোন একটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করার জন্য তদন্তে আসলেন। যে প্রতিষ্ঠানটি বৃটিশরা প্রতিষ্ঠা করতে চাচ্ছে তা জনস্বার্থ বিরোধী তাই মুসলমানরা তার বিরুদ্ধে ব্যাপক আন্দোলনে ও জনমত তৈরি করার চেষ্টাও করেছিল।

নির্দিষ্ট তারিখে বৃটিশ সাহেব তার বিশাল বাহিনী নিয়ে গন্তব্যে রওয়ানা হলেন কিন্তু পথিমধ্যে মুসলমানরা তার পথ রোধ করল। ইংরেজ সাহেব মুসলমানদের কাছে তাদের দাবীর কথা জিজ্ঞাসা করল। কিন্তু মুসলমনরা তার ভাষা না বুঝতে পারায় কেবল স্লোগান দিতে লাগল এবং শরীরী ভাষায় তারা গলার কাছে হাত উত্তোলন করল।
বৃটিশ সাহেবের সাথে যে দোভাষী ছিল তিনি মুসলিম বিরোধী। বৃটিশ সাহেব দোভাষীর কাছে মুসলমানদের দাবী এবং গলার কাছে হাত উত্তোলন করার প্রকৃত কারণ জানতে চাইলেন। কিন্তু কপট দোভাষী প্রকৃত কারণ না বুঝিযে বলল মুসলমানরা আপনাকে হত্যা করতে অর্থ্যাৎ তারা আপনার গলা কেটে ফেলতে চায়। বৃটিশ সাহেব খুব রেগে গেল এবং তার সাথে থাকা পুলিশ বাহিনীকে মুসলমানদের উপর গুলি চালানোর নির্দেশ দিল।

সেদিন পুলিশের গুলিতে শত শত মুসলমানের জীবনহানী হয়েছিল। মূল দৃশ্য ছিল, মুসলমানরা তাদের গলার কাছে হাত উত্তোলন করে সাহেবকে বুঝাতে চেয়েছিল তারা জীবন দিতে রাজী কিন্তু জনস্বার্থ বিরোধী কোন কাজ হতে দিবে না অন্যদিকে দোভাষী মূসলমাদের ভাষাজ্ঞতার সুযোগ নিয়ে সাহেবকে বুঝিয়েছিল ভিন্ন।

৪। স্ত্রী: ভাবছি চুলটা ছোট করে কেটে ফেলি। কি বল?
স্বামী: কেটে ফেলো।
স্ত্রী: এত কষ্ট করে বড় করলাম...
স্বামী: তাহলে কেটো না ৷
স্ত্রী: কিন্তু আজকাল ছোট চুলই তো ফ্যাশন!
স্বামী: তাহলে কেটে ফেলো।
স্ত্রী: আমার বন্ধুরা বলে যে আমার যে মুখের কাটিং তাতে বড় চুলই মানায়।
স্বামী: তাহলে কেটো না।
স্ত্রী: কিন্তু ইচ্ছে তো করে।
স্বামী: তাহলে কেটে ফেলো।
স্ত্রী: ছোট চুলে তো বিনুনি হবে না।
স্বামী: তাহলে কেটো না।
স্ত্রী: ভাবছি এক্সপেরিমেন্ট করেই ফেলি, নাকি!
স্বামী: তাহলে কেটে ফেলো।
স্ত্রী: বাজে করে কেটে দিলে?
স্বামী: তাহলে কেটো না।
স্ত্রী: না। কেটেই দেখি না একবার।
স্বামী: তাহলে কেটে ফেলো।
স্ত্রী: যদি আমাকে স্যুট না করে তাহলে কিন্তু তুমি দায়ী!
স্বামী: তাহলে কেটো না।
স্ত্রী: আসলে ছোট চুল সামলাতে সুবিধা।
স্বামী: তাহলে কেটে ফেলো।
স্ত্রী: ভয় করে, যদি খারাপ লাগে।
স্বামী: তাহলে কেটো না।
স্ত্রী: না, একবার কেটেই দেখি।
স্বামী: তাহলে কেটে ফেলো।
স্ত্রী: তাহলে কবে যাবে?
স্বামী: তাহলে কেটো না।
স্ত্রী: আমি মায়ের কাছে যাবার কথা বলছি।
স্বামী: তাহলে কেটে ফেলো!
স্ত্রী: কি আবোল তাবোল বলছো! শরীর খারাপ নাকি?
স্বামী: তাহলে কেটো না!

(ম্যাওপ্যাও টাইপ একটা পোষ্ট দিলাম। সকলের কাছে ক্ষমাপ্রার্থী।)


মন্তব্য ৪৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ২৭ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:২৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ক্ষুধা একটা ভয়াবহ ব্যাপার।
চুলের তেমন কোন কাজ নেই।
তবে মেয়েদের চুল সৌন্দর্য বৃদ্ধি করে।

২৭ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৪৩

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
ভালো থাকুন। সুস্থ থাকুন।

২| ২৭ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:২৯

সজিব আহমেদ আরিয়ান বলেছেন: লাস্টের কাহিনী আমি নিজেও করি কিন্তু বউ নাই তো ফ্রেন্ডদের সাথে!

২৭ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৪৪

রাজীব নুর বলেছেন: বিয়ে করে ফেলেন। সুন্দর সময় গুলো কাজে লাগান।
আর হ্যা বিয়েতে আমাকে দাওয়াত দিতে ভুলবেন না।

৩| ২৭ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৩৩

অপু দ্যা গ্রেট বলেছেন:



১ নং আমার সাথে প্রায় ই হয় । একটু ভোজন রসিক কিনা ।

২ নং টা কখনো ই করি না । ওভার ব্রিজ থাকলে সেটা দিয়ে পার হই বা জেব্রা ক্রসিং ।

৩ নং টা দুঃখ জনক কিন্তু এ ধরনের মানুষ এখনো আছে ।

৪ নং টা আগেও পড়েছি ।

২৭ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৪৪

রাজীব নুর বলেছেন: শুকরিয়া অপু ভাই।
ভালো থাকুন।

৪| ২৭ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৪৬

হাবিব বলেছেন: তিন তের দিয়া বারো নয় দিয়া পূরণ করো আমার স্বামীর এই নাম পার কইরা দাও নাইওর যাম........ মানে কি বলেন তো?

২৭ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৫৫

রাজীব নুর বলেছেন: মানে জানি না।

৫| ২৭ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৫১

পদাতিক চৌধুরি বলেছেন: পোস্ট সম্পর্কে বলার মত তেমন কিছু পেলাম না।

২৭ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৫৫

রাজীব নুর বলেছেন: আমি নিজেই স্বীকার করেছি এটা ম্যাওপ্যাও পোষ্ট।

২৭ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৫৫

রাজীব নুর বলেছেন: আমি নিজেই স্বীকার করেছি এটা ম্যাওপ্যাও পোষ্ট।

৬| ২৭ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:০৫

ফেইরি টেলার বলেছেন: আপনার ভাগ্য ভালো ৩ নং এর জন্য এখনো কেও এসে হাদিসের রেফারেন্স চায় নাই :D

ভালো পোস্ট , আপনার পোস্ট পড়লে খুব ঝরঝরা লাগে

২৮ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:৩৬

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ,।

৭| ২৭ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:১৫

আরোগ্য বলেছেন: বাকীগুলো বুঝলাম। শেষে এসে তো আমিই বিরক্ত জানিনা স্বামী বউয়ের ঘ্যানর ঘ্যানর কি করে সহ্য করলো।

২৮ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:৩৬

রাজীব নুর বলেছেন: এরকমই হয়।

৮| ২৭ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৩৭

কথাকথিকেথিকথন বলেছেন:





সুন্দর উপস্থাপন। শেষেরটা খুব ফানি! এর আগেরটা শিক্ষণীয়, ভুল বোঝানো যুদ্ধ থেকেও মারাক্তক। এর আগেরটাও শিক্ষণীয়, নিয়ম জেনেও না মেনে চলি, এবং ভাবি মেনে চলা উচিত, এবং চলি না। এর আগের ঘটনা একটা আটপৌরে ঘটনা অনেক পরিবারের।

২৮ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:৩৭

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ অল্প কথায় বিশ্লেষন করেছেন।

৯| ২৭ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৫৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: শেষের পুরোনো কৌতুকটার জন্য ম্যাঁওপ্যাঁও থেকে বেঁচে গেলেন...

২৮ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:৩৭

রাজীব নুর বলেছেন: শুকুর আল হামদুলিল্লাহ।

১০| ২৭ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:৩৩

জাহিদ অনিক বলেছেন:

ক্ষিধে লাগলে আমার পুরো পৃথীবিটাই চিবিয়ে খেয়ে ফেলতে ইচ্ছে করে।
ভালো লাগছে আপনার সাদা সাদা মিথ্যা

২৮ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:৩৮

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ কবি।

১১| ২৭ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:৩৪

সাত সাগরের মাঝি ২ বলেছেন: কৌতুক নাকি বাস্তব??

২৮ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:৩৯

রাজীব নুর বলেছেন: বাস্তব।

১২| ২৭ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:২৩

অয়ি বলেছেন: সাদা মিথ্যা কেন? লেখার মধ্যে তো সাদা সত্যও রয়েছে।

২৮ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:৩৯

রাজীব নুর বলেছেন: সে এক বিরাট ইতিহাস।

১৩| ২৮ শে নভেম্বর, ২০১৮ ভোর ৬:৩৪

সজিব আহমেদ আরিয়ান বলেছেন: বিয়ে উপযোগী বয়স এখনো হয়নি! দাওয়াত থাকবে সবার কিন্তু বিড়াল মাংস থাকবে!

২৮ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:৪০

রাজীব নুর বলেছেন: ছিঃ
কখনও না।

১৪| ২৮ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:০০

চাঙ্কু বলেছেন: আমারও এখন তেমন ক্ষুধা লাগে না!! আফসুস

৪নং টা মনে আগে কোথায়ও পরেছিলাম!!

২৮ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:৪০

রাজীব নুর বলেছেন: সুখী মানুষদের ক্ষুধা কম লাগে।

২৮ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:৪০

রাজীব নুর বলেছেন: সুখী মানুষদের ক্ষুধা কম লাগে।

১৫| ২৮ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:১১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
বিনোদিত হলুম।

২৮ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৩১

রাজীব নুর বলেছেন: ছবিটা বদলে অন্য ছবি দেন। চোখটা মায়াময় না।

১৬| ২৮ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:২৬

নজসু বলেছেন:



জ্বী ভাই, সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। ( ২নং)

২৮ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৩২

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১৭| ২৮ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
কিন্তু আমার এই চোখের ছবিটা আমার কাছে ভাল লাগে যে!

২৮ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৪১

রাজীব নুর বলেছেন: অনুরোধ করেছি অনুরোধটা রাখুন। প্লীজ।

১৮| ২৮ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৭

পৌষ বলেছেন: ক্ষুধা লাগলে আমার মাথা ঠিক থাকে না। প্রচণ্ড রাগ হয় তখন

২৮ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪২

রাজীব নুর বলেছেন: আমারও রাগ লাগে।
বাইরে থাকলে তখন মনে মনে যারা রাস্তায় উলটো পথে গাড়ি চালায় তাদের বাজে বকা দেই।

১৯| ২৮ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০২

ফারিহা হোসেন প্রভা বলেছেন: কি রাস্তার ময়লা পানিকে শরবত মনে হয়? মনের কল্পনা :D
২নং একদম সঠিক বলেছেন।
ভালো লাগলো.....

২৮ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪২

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ বোন।

২০| ২৮ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:১১

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: গুলিস্তানের রাস্তায় এক হকার ডেকে ডেকে সেইন্ট বিক্রি করছে। মানুষ দাম জিঙ্গেস করলে বলে ১২০০ টাকা। কিন্তু মানুষ ৫০ টাকা দাম বললে সাথে সাথে দিয়ে দিচ্ছে। আমি তো অবাক! পরে খোঁজ নিয়ে জানলাম সেগুলো হোম মেড।। মেড ইন চক বাজার।

২৮ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:২০

রাজীব নুর বলেছেন: জ্বী ওগুলো নকল।
শার্টে দিলে দাগ হয়ে যায়।

২১| ২৯ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:২৭

বলেছেন: সাদা সাদা

২৯ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৪১

রাজীব নুর বলেছেন: সাদা কালো মিলিয়ে।

২২| ০৮ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৪০

মাহমুদুর রহমান বলেছেন: হা হা হা!

০৮ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৪৪

রাজীব নুর বলেছেন: হাসা ভাল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.