নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

সামুর ব্লগাররা যা-যা ভাবছেন অরিত্রির ঘটনা নিয়ে

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৫৬



শান্ত নিস্তব্ধ শীতের রাত।
কী এক নিঃসঙ্গতায় মৌন বিশ্বচরাচর। সমস্ত শহরকে একটা পাগলা গারদ বলে মনে হয়। সমাজের কিছু মানুষ যেন এক একটি জীবন্ত আবর্জনার স্তুপ। ভালোবাসাহীন, মায়াহীন, ভাষাহীন এই শহরে আমার দম বন্ধ হয়ে আসে। এই শহরের মানুষ গুলো দিনদিন পাথর হয়ে যাচ্ছে। বিকৃত সচ্ছলতার আলোয় ঝিলমিল করে শহরের প্রতিটি দালান। চিরকাল কি এই শহর টা এমনই থাকবে?

এসব ঘটনা দেখলে নিজেকে বড় অসহায় মনে হয়।
আমি খুবই হতাশ এবং মানসিকভাবে আহত হয়েছি সামগ্রিক ঘটনায়। ক্ষমা, উদারতা, মহত্ব, মানবিকতা না থাকলে তাদের কাছ থেকে আমাদের শিশুরাই বা কি শিখবে? তথাকথিত ভাল স্কুল গুলো যেদিন ছাত্র না পেয়ে বারবার ভর্তির বিজ্ঞাপন দেবে- বোঝা যাবে আমরা সত্যি বদলাতে পেরেছি। আপনি যখন আপনার বাচ্চাকে স্কুলে পাঠাবেন, তখন সেই স্কুলের নিয়ম কানুন সম্পর্কে আপনার জানা থাকবে! বাচ্চাকে স্কুল পাঠিয়েই আপনার দায়িত্ব শেষ হয়ে যায় না!

আমাদের সমাজ ব্যবস্থায় একটা বাচ্চাকে কখনো একজন ব্যক্তি হিসেবে বিবেচনা করা হয়না। তারও যে একটা সত্ত্বা আছে, ব্যক্তিস্বাতন্ত্র আছে বা আত্মসন্মানবোধ আছে তা কেউ ভাবে না। যে চলে গেছে তাকে তো আর ফিরিয়ে আনা যাবে না। এমন ঘটনা যেনো আর না ঘটে শিক্ষকদের সচেতন হওয়া চাই। নাইন পড়ুয়া একটা মেয়ে মোবাইল নিয়ে যাওয়ার মত ম্যাচুরিটি দেখায় কিন্তু নিজের ভুল বুঝতে পেরে নিজেকে সামলাতে পারলো না- রাগটা এখানেই! জীবনকে এরা এত তুচ্ছ ভাবছে কেন? এদের প্রতি শুধু শিক্ষকের না আমাদের সবার দায়িত্ব রয়েচছে।

সকলেরই মন মানসিকতার অনেক পরিবর্তন এবং উন্নত করা প্রয়োজন, পুরুষ-মহিলা, বয়স্ক থেকে শুরু করে বাচ্চা, কিংবা ধনী থেকে শুরু করে গরীব সবাইকে সমান সন্মান করে চলতে হবে। আমাদের মাঝে অন্যের দোষ খোজা স্বভাবে পরিণত হয়েছে। স্কুলের কাজ হলো শিক্ষার সাথে সাথে এদেরকে ভালোবাসা আর যুক্তি দিয়ে বাকী জীবন চলার উপযোগী করে তোলা। ভিকারুন্নেছা তো বাংলাদেশ মিলিটারী একাডেমি না।

স্কুল কর্তৃপক্ষ অনেক ক্ষেত্রে অভিভাবকের সাথে ছাত্রের মতই ব্যবহার করে। শিক্ষার্থীদের নানাভাবে শারীরিক ও মানসিক চাপে রাখা হচ্ছে আর এর ফলে অনেক দুঃখজনক ঘটনা ঘটে। শিক্ষার্থীদের মানসিক অবস্থা এবং গঠন বোঝা জরুরী। এই একটা বাচ্চা মেয়ের চলে যাওয়া আমাকেও কষ্ট দিচ্ছে- বাচ্চাদের সাইকোলজি বুঝে তাদের শিক্ষা দান করতে হয় তাদের পাশে থাকতে হয় কিন্তু সব সময় তো ছাড় দেয়া যায় না!

শিক্ষার্থীরা স্কুল-কলেজে ভর্তি হয় জ্ঞানার্জনের জন্য। তারা যদি সব জানবেই তাহলে তো আর বিদ্যালয়ে যাওয়ার প্রয়োজন হতো না। ছাত্রছাত্রীদের ভুল হতে পারে। হওয়াটাই স্বাভাবিক। তাদের ভুলত্রুটি শোধরানোর দায়িত্ব তো শিক্ষকদেরই। শিক্ষার্থীরা কোন দাগী আসামী নয়। তাই এদেরকে উপযুক্ত ভাবে বুঝিয়ে শিক্ষা দিতে হয়। এই কিশোরীর মৃত্যুর পিছনে, আমাদের সমাজ,শাষন ব্যবস্হা,পিতামাতা,শিক্ষক সবাই কমবেশী দায়ী।

কঠিন পৃথিবীতে টিকতে হলে নিজেকে সামলে চলতে জানতে হবে। আত্মহত্যার দায় স্কুলের না। জীবনের সৌন্দর্য,বিশালতার শিক্ষা পরিবার থেকে হওয়া দরকার। সবচেয়ে বড় কথা সময়টা এখন খারাপ! তাই বাচ্চাদের কাউন্সিলিং করাও খুব দরকার! খেয়াল করেছেন- ঢাবি সহ কত আত্মহত্যার ঘটনা এই কয়দিনে এসেছে! পৃথিবীটা বড্ড কঠিন জায়গা এখানে টিকে থাকতে হলে, লড়াই করতে হবে! এত অপমান গায়ে মাখলে তো কেউ আমাদের বাচ্চাদের বাঁচতে দিবে না।
ইকবাল রোডের নাম পরিবর্তন হয়ে আসাদ রোড হতে পারলে ভিকারুননেসা নামটাও পরিবর্তন হওয়া উচিত। ভিকারুননেসা নামটা তাই পাকিস্তানের প্রতীক, অত্যাচারের প্রতীক, নোংরামির প্রতীক, অভিজাত এর প্রতীক। যান্ত্রিক জীবনে শিক্ষকরা প্রচণ্ড প্রফেশনাল হয়ে গেছেন, যেখানে শুধু টাকা এবং লাভ ছাড়া অন্য চিন্তার স্থান নেই। ছাত্র ছাত্রীদের শুধু ব্যাবসায়িক উপাদান মনে করেন। অরিত্রির পরিনতির জন্য তারা সরাসরি দায়ী।

মন্তব্য ৩৯ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩৯) মন্তব্য লিখুন

১| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:০০

ঠাকুরমাহমুদ বলেছেন: স্কুলের প্রিন্সিপালের ফাঁসি হওয়া উচিত ।

০৫ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:১২

রাজীব নুর বলেছেন: না, এতটা কঠোর হওয়া ঠিক হবে না।
যে লোক গাছ কাটার ব্যবসা করেন- তার গাছের উপর কিন্তু মায়া আছে।

২| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:০৪

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: একটা কথা ভালো লাগছে। স্কুল তো মিলিটারি একাডেমী না। ঠিক বলেছেন। এইরকম করা তার ঠিক হয়নি
।আবার বাবা মাও কেমন। নাইনে পড়ামেয়ে স্কুলে মোবাইল নিয়ে যায়। ব্যক্তিগত মোবাইল দেয় সেটাও ভাবা দরকার। এই স্কুলের নামে আগেও নাকি কিছু কথা উঠেছে। আসল কথা হল সরকারের দেখা দরকার বিষয়টা। আমরা শুধু শুধু বিচারক না সাজি

০৫ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:১৪

রাজীব নুর বলেছেন: সমস্যা তো এখানেই সাধারন মানুষ বিচারক বনে যায়।

৩| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:০৪

বলেছেন: ফাঁসি চাই

০৫ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:১৪

রাজীব নুর বলেছেন: কার বাপ মায়ের? না শিক্ষকের?

৪| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:১০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব সুন্দর বলেছেন ভাই, দারুণ সব উপমা সহকারে একটা দাবিও রেখেছেন, সেখানে আমিও একমত পোষণ করছি, চেঞ্জ করা হোক ভিকারুননেসার নাম।

শিরোনামের সাথে বক্তবের মিল না থাকলেও খুব সুন্দর বলেছেন ভাই, ভালো লাগা জানবেন।

শুভকামনা রইল

০৫ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:১৫

রাজীব নুর বলেছেন: শুভ সকাল।

৫| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:১৭

মিথী_মারজান বলেছেন: খানিকটা ভুল নাহয় বাচ্চা মেয়েটার হয়েছিলো।
তবে সেগুলো শুধরে নেবার সুযোগ ছিল।
কিন্তু বড়দের যে ভুলে অরিত্রি হারিয়ে গেল, সেটা শোধরাবার আর কোন সুযোগ নেই
পৃথিবীতে অরিত্রি নেই এটাই এখন সবচেয়ে বড় সত্যি।:(


০৫ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:১৬

রাজীব নুর বলেছেন: ভুল করেই তো বাচ্চারা শিখে।
এই ঘটনা আমাদের জন্য লজ্জার।

৬| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১:০৩

আরোগ্য বলেছেন: আমরা মানুষ বানাতে স্কুলে পাঠাই এসব কসাই ও ডাকাতদের কাছে।মানুষ গড়তে মানুষই চাই।

০৫ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:২০

রাজীব নুর বলেছেন: ঠিক শুধ মানুষ আমাদের সমাজে নেই।

৭| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১:৩৮

চাঁদগাজী বলেছেন:



ভিকারুন্নেসা হচ্ছে এলিটদের ট্রেডমার্ক, ওটা স্কুল নয়; ওখানে যারা শিক্ষকতা করে, সবগুলো ক্রিমিনাল।

০৫ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:১৮

রাজীব নুর বলেছেন: এই স্কুলে ভরতি হতে টাকা লাগে। অনেক টাকা।
আজকাল সব শিক্ষা প্রতিষ্ঠানই ব্যবসায়ী বনে গেছে।
একটি জাতির উন্নতির জন্য শিক্ষার বিকল্প নেই। কাজেই শিক্ষা প্রতিষ্ঠান হবে পবিত্র। কলুষিত নয়।

০৫ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:১৯

রাজীব নুর বলেছেন: টাকা দিয়ে যেমন শিক্ষার্থী ভরতি হয়, তেমনি টাকা দিয়ে শিক্ষকও নিয়োগ হয়।

৮| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১:৪০

উম্মে সায়মা বলেছেন: :(

০৫ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:২০

রাজীব নুর বলেছেন: শুভ সকাল।

৯| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ ভোর ৫:৫৯

স্বপ্নীল ফিরোজ বলেছেন:
স্কুলের প্রিন্সিপাল ও আরো বেশ কজনের ফাঁসি হওয়া উচিত ।
কসাই হবার আর শিক্ষক হবার যোগ্যতা এক রকম না। এরা কসাই হবার যোগ্যতা নিয়ে শিক্ষক সেজে বসে আছে।

০৫ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:২১

রাজীব নুর বলেছেন: দুষ্টলোক জন সন জায়গা দখল করে নিয়েছে।

১০| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৩

জাহিদ অনিক বলেছেন:

এই শহরটা মিথ্যে হয়ে যাবে।
কবিদের কথা সত্য হবে, সবকিছু নষ্টদের দখলে যাবে।

০৫ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৫

রাজীব নুর বলেছেন: তাই তো দেখছি।

১১| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:০৪

নজসু বলেছেন:



আমরা শুধু অপলক চেয়ে দেখি।
সমবেদনা জানাই।
কষ্ট পাই।
কিন্তু সমাজ থেকে এই অমানবিকতাগুলো দূর করতে পারিনা।

০৫ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৬

রাজীব নুর বলেছেন: আমাদের অনেক কষ্ট হয়।

১২| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:০৭

স্বপ্নীল ফিরোজ বলেছেন: লেখক বলেছেন: না, এতটা কঠোর হওয়া ঠিক হবে না।
যে লোক গাছ কাটার ব্যবসা করেন- তার গাছের উপর কিন্তু মায়া আছে।

-- তার কাঠের প্রতি মায়া আছে। জীবিত গাছের প্রতি কোন মায়া বা দরদ নেই।

০৫ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৬

রাজীব নুর বলেছেন: কুয়াশার ঘাড়ে চেপে নেমে আসে ভোর,
হোক তা বেদনা বিঁধুর
তবু তার কাটে না তো ঘোর।

১৩| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৫

সামিয়া বলেছেন: আমার লেখা লাইন সহ আরও অনেকের লেখা কোট করেছেন দেখে ভাললাগলো, বোঝা গেলো আপনি সবার লেখা বেশ মনোযোগ দিয়ে পড়েন। সাথে নিজের যুক্তিযুক্ত অভিমত ব্যাক্ত করেছেন অত্যন্ত ভালোভাবে ------

গ্রেট জব ব্রাদার----

০৫ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৭

রাজীব নুর বলেছেন: হে আইন-হে রাষ্ট্র-হে সরকার

জানি, ভিকারুননিসার ঘটনায় শাস্তি তো দূরের কথা, কারো কোনো কিছুই হবে না। কিন্তু কেন হবে না সেটা জানতে চাই

১৪| ০৮ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:১৬

মাহমুদুর রহমান বলেছেন: আদিগন্ত বিস্তৃত শূন্যতায় এক আকাশ সহ্য ক্ষমতা নিয়ে বেঁচে আছি আজও এজন্য স্রষ্টার কাছে আমি চির কৃতজ্ঞ।

একের কথা বলেছেন আপনি রাজীব ভাই।সত্যিই মেয়েটার জন্য খারাপ লাগলো খুব।আপনার লেখা পড়ে একটি প্রশ্ন হৃদয়ের স্পন্দন বাড়িয়ে দিচ্ছে বারবার।
সেই প্রশ্নটি,
সুবোধ, কবে হবে ভোর?

০৮ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৫৩

রাজীব নুর বলেছেন: জিজ্ঞেস করা হচ্ছে সুবোধ কে? কিন্তু সুবোধ তো অনেক আগে মারা গেছে।

১৫| ০৮ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৪৪

অপু দ্যা গ্রেট বলেছেন:



আমাদের স্কুল কলেজ গুলো আজ জিপিএ নিয়ে দৌড়াদৌড়ি করে । ছাত্র ছাত্রীদের মানসিক বিকাশ নিয়ে তাদের কোন মাথা ব্যাথা নেই ।

০৮ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৫৭

রাজীব নুর বলেছেন: দেশের উন্নতির জন্য, ভালোর জন্য- কৃষি আর শিক্ষাখাত সবচেয়ে বেশি নজর দিতে হয়।

১৬| ০৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৫৪

খায়রুল আহসান বলেছেন: আপনি সাধারণতঃ যে ধরণের পোস্ট লিখে থাকেন, এটা তার থেকে কিছুটা ব্যতিক্রমী। পোস্টে দুটো চমৎকার কথা বলেছেনঃ
* ভিকারুন্নেসা তো বাংলাদেশ মিলিটারী একাডেমী না।
* শিক্ষার্থীরা কোন দাগী আসামী নয়।

পৃথিবীতে অরিত্রি নেই এটাই এখন সবচেয়ে বড় সত্যি। - মিথী_মারজান এর ৫ নং মন্তব্যের এ কথাটা আত্মস্থ করতে কষ্ট হচ্ছে!

০৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:০৭

রাজীব নুর বলেছেন: আমার সৌভাগ্য আপনি আমার পোষ্টে এসেছেন।
আপনাকে সালাম জানাই।
আপনি কেমন আছেন?
অনেকদিন হয়ে গেল আপনার নতুন কোনো কবিতা পাই না।

১৭| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৫

খায়রুল আহসান বলেছেন: ওয়া আলাইকুম আস সালাম, আমি ভাল আছি। জিজ্ঞাসার জন্য ধন্যবাদ।
অনেকদিন হয়ে গেল আপনার নতুন কোনো কবিতা পাই না। - আপনার এ কথার পর আর চুপ করে বসে থাকা যায় না। তাই দিলাম একটি নতুন কবিতা পোস্ট। :)
আশাকরি, কবিতাটি পড়ে জানাবেন কেমন হয়েছে।

০৯ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:২৩

রাজীব নুর বলেছেন: অবশ্যই। অবশ্যই।
এখনই পড়ছি।

১৮| ১০ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৩২

ফারিহা হোসেন প্রভা বলেছেন: আপনার সাথে সহমত.....অনেক ভাল লিখেছেন। খুব কষ্ট পেয়েছি সত্যি বলতে অরিত্রির ঘটনাটির কারণে।

১০ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৭

রাজীব নুর বলেছেন: আর যেন এরকম না ঘটে।

১৯| ১০ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৪১

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ঠিক বলেছেন।

১০ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২০

রাজীব নুর বলেছেন: সব সময় ঠিক কথাই বলতে চেষ্টা করি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.