| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
রাজীব নুর
	আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
 
১। বিপদে পড়লেও কখনো বউ এর কাছ থেকে টাকা ধার নেবেন না। 
আমি চার বছর আগে সুরভির কাছ থেকে ১০ হাজার টাকা ধার নিয়েছিলাম, দু'বার দিয়েছি, এখনও ১৫ হাজার বাকি আছে!
২। আইনস্টাইন একবার বলেছিলেন, ব্যক্তিগত মৃত্যু চিন্তা আমার নেই। কারণ চারদিকে যে প্রানের লীলা, প্রানের এত প্রকাশ তার মধ্যেই আমিও একজন মাত্র। 
 পাখি, জীবজন্তু, কীটপতঙ্গ, গাছপাল এসব নিয়েই পৃথিবী।
৩। আমার বন্ধু রফিক আমাকে এসে বলল- দোস্ত নেশা করতে চাই। কোন নেশা করি- বলতো?
আমি তাকে জীবনানন্দ দাশ এর কবিতার বই ধরিয়ে দিলাম।
কেউ নেশা করতে চাইলে জীবনানন্দ দাশের একটা কবিতার বই ধরিয়ে দেয়া উচিত, নেশা হবেই। 
এখন, কোথাও রফিক এর সাথে দেখা হলেই বলে- জীবনানন্দ দাশকে গুলি করে মেরে ফেলা উচিত। ব্যাটা বেঁচে থাকলে আমি তাকে গুলি করে মারতাম। 
৪। মহাভারত- পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এ মহাকাব্য না পড়া মানে সাহিত্যের মহাসাগর থেকে নিজেকে বঞ্চিত করা। 
 ন্যায় অন্যায়, ধর্ম অধর্ম, দর্শন, সমরনীতি, ইতিহাস, লোকাচার কি নেই এই মহৎ গ্রন্থটিতে! এটা কোন নির্দিষ্ট ধর্মের বই নয়, মহাভারত মানবজাতির সম্পদ, আমাদের সম্পদ।
৫। যদি ৫টাকায় ১৫টি চকলেট পাওয়া যায়; আবার প্রতি তিনটি চকলেটের প্যাকেটের জন্য ১টা চকলেট ফ্রী পাওয়া যায় তবে ৫ টাকায় সর্বমোট কয়টি চকলেট পাওয়া যাবে ?
৬। কয়েক বছর আগে চট্টগ্রামের একটি পানি শোধানাগার উন্মোচনের অনুষ্ঠানে এসে সৈয়দ আশরাফ বলেছিলেন- ওয়াসার পানি শুধু আওয়ামীলীগের জন্য না। এই পানি বিএনপি, জামায়াত সবাই খায়। সুতরাং এমন পানি সরবরাহের ব্যবস্থা করুন যাতে ভাল পানি পায়, ভাল পানি খায়। 
আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম এর অসুস্থতা এতোটাই বেশি ছিলো যে তাঁর ফেরা নিয়ে সংশয় ছিলো। তারপরও আওয়ামী লীগ তাঁকে মনোনয়ন দিয়েছিলো। 
আওয়ামী লীগের কোটি কোটি সমালোচনা আছে কিন্তু এইসব অবদানের কথা কোনদিন মুছে যাবে না। তেমনি একজন সৈয়দ আশরাফ চিরদিন মানুষের হৃদয়ে থাকবেন সম্মানের আসনে।
 
০৪ ঠা জানুয়ারি, ২০১৯  দুপুর ১২:১৭
রাজীব নুর বলেছেন: আচ্ছা, মরে গেলেই মানুষ কেন বলে- ভালো মানুষ ছিলেন।
২| 
০৪ ঠা জানুয়ারি, ২০১৯  সকাল ১১:৫৬
নয়া পাঠক বলেছেন: মিথ্যা! তাও আবার সাদা! তাহলে কালো মিথ্যে কোনগুলো? 
১। নিশ্চয় এখানে চক্রবৃদ্ধিজনিত সূদ হিসেব করা হয়েছে।
২। আইনস্টাইন মহাশয় সঠিক কথাই বলেছেন। হাজারো বিলিয়ন প্রাণের মধ্যে আমিও একটি প্রাণ, এটা নিয়ে ভাববার কিছু নেই। আবার কথাটি ঠিক নিউটনের তৃতীয় সূত্রের মতই এর একটি উল্টো কথাও প্রযোজ্য। কারণ অন্য সকল প্রাণ আর মানুষের প্রাণ এর মথ্যে বিরাট পার্থক্য বিদ্যমান। তিনি ঠিকই অনুধাবন করেছিলেন তার নিজস্বতাকে। তাই ব্যক্তিগত মৃত্যুচিন্তা তাকে বা তার কাজকে প্রভাবিত করতে পারেনি। তিনি গত হয়েছেন কিন্তু তার জ্ঞানের মাধ্যমে তিনি চিরদিনই বিরাজমান থাকবেন।
৩। বন্ধু নিশ্চই নেশায় মাতাল হয়েই দাশ বাবুকে হয়রান হয়ে খুঁজে ফিরছেন, যেমন আরো অন্যান্য কবিতামাতালগণ খুঁজে ফেরেন।
৪। মহাভারত- এর পক্ষের যুক্তিগুলো একদম সঠিক যদিও পুরোটা একবারে পড়া হয়ে উঠেনি।
৫। উত্তর ৫টাকায় চকলেট পাওয়ার অসীম পরিমাণের সুযোগ। এমন সুযোগ কোন কোম্পানী নিশ্চয় দিয়ে ফতুর হতে চাইবে না।
৬। ব্যক্তির চেয়ে দল বড়, আর দলের চেয়ে দেশ, 'দেশ' মানে শুধু মাটি, গাছ, নদী-নালা, আলো-বাতাশ, টাকা-পয়সা নয় অবশ্যই দেশের সাধারণ জনগণ। সৈয়দ আশরাফ সাহেব ব্যক্তিগতভাবে বিষয়টি অনুধাবন করতে পেরেছিলেন নিশ্চয়।
 
০৪ ঠা জানুয়ারি, ২০১৯  দুপুর ১২:১৯
রাজীব নুর বলেছেন: যে মিথ্যায় মানুষের ক্ষতি হয় সেটাই কালো মিথ্যা।  
ধন্যবাদ আপনাকে প্রতিটা পয়েন্ট মন দিয়ে পড়েছেন বলে।
 
০৪ ঠা জানুয়ারি, ২০১৯  দুপুর ১২:১৯
রাজীব নুর বলেছেন: যে মিথ্যায় মানুষের ক্ষতি হয় সেটাই কালো মিথ্যা।  
ধন্যবাদ আপনাকে প্রতিটা পয়েন্ট মন দিয়ে পড়েছেন বলে।
৩| 
০৪ ঠা জানুয়ারি, ২০১৯  দুপুর ১২:০৪
মোঃ মঈনুদ্দিন বলেছেন: ধন্যবাদ রাজিব ভাই সুন্দর পোস্টের জন্য। আপনার সবগুলো পয়েন্টের সাথে একমত। 
মহাভারত পড়েছি; আবার টিভি সিরিয়ালে দেখেছি। খুব ভালো লেগেছিল।
 বইয়ের মাধ্যমে নেশা হয় এটা আমার ক্ষেত্রে যথেষ্ট কার্যকর। 
সদ্য পরলোকগত জনাব সৈয়দ আশরাফুল ইসলাম সজ্জন ব্যক্তি ছিলেন। তিনি কিশোরগঞ্জের গর্ব; যদিও আলোচিত সমালোচিত ব্যক্তিত্ব। আমি কিশোরগঞ্জ গুরুদয়ালের ছাত্র ছিলাম। আমার বড় জেঠা ওখানেই থাকতেন। মিস করবে একজন ব্লু -ব্লাড পলিটিশিয়ানকে। 
ভালো থাকুন।
 
০৪ ঠা জানুয়ারি, ২০১৯  দুপুর ১২:২২
রাজীব নুর বলেছেন: কোনও কোনও দিন... ভোর রাতে শিশিরপাতের স্বপ্নটা চিরকুটে টুকে রাখা হয় না...
৪| 
০৪ ঠা জানুয়ারি, ২০১৯  দুপুর ১২:১১
আমি ৎৎৎ বলেছেন: ভাই এক, ভাই এক, ভাই এক, ভাই এক,ভাই এক.....................এক  নাম্বার  টা .............. সবার জন্য সত্য।  
 
বাকী ১৫,০০০  সারাজীবনেও শোধ করতে পারবেন না।  
  
  
 
ভাল লিখেছেন, পোষ্টে ডাবল পিলাস্।
ভাল থাকুন, সবসময়।
 
০৪ ঠা জানুয়ারি, ২০১৯  দুপুর ১২:২৩
রাজীব নুর বলেছেন: শুকরিয়া।
৫| 
০৪ ঠা জানুয়ারি, ২০১৯  দুপুর ১২:৪১
এম এ কাশেম বলেছেন: ভাল লাগলো।
শুভ কামোনা।
 
০৪ ঠা জানুয়ারি, ২০১৯  দুপুর ২:৩২
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
৬| 
০৪ ঠা জানুয়ারি, ২০১৯  দুপুর ১২:৪৫
আর্কিওপটেরিক্স বলেছেন: জীবনানন্দ দাশ
 
০৪ ঠা জানুয়ারি, ২০১৯  দুপুর ২:৩২
রাজীব নুর বলেছেন: হুম।
৭| 
০৪ ঠা জানুয়ারি, ২০১৯  দুপুর ১:২৯
কথার ফুলঝুরি! বলেছেন: আমিও নেশার জালে আটকে পড়ছি' লেখার নেশা। যদিও এই নেশার উৎস অন্যখানে  
  বই পড়াও মারাত্বক নেশা তবে সবচেয়ে বড় নেশা ভালোবাসার নেশা  
 
ভাইয়া' আপনি ভুলে গিয়েছেন।  ভাবী আপনার কাছে আরও কিছু টাকা পায়  
 
অংক দেখলে ভয় লাগে  ![]()
 
০৪ ঠা জানুয়ারি, ২০১৯  দুপুর ২:৩৩
রাজীব নুর বলেছেন: হুম।
প্রতিমাসে একটু একটু করে দিচ্ছি।
৮| 
০৪ ঠা জানুয়ারি, ২০১৯  দুপুর ২:২৯
দিকশূন্যপুরের অভিযাত্রী বলেছেন: আমার একটা প্রবলেম আছে। তবে এটা প্রবলেম নাকি সমস্যা এ ব্যাপারেও খানিকটা খটকা আছে।
 
০৪ ঠা জানুয়ারি, ২০১৯  দুপুর ২:৩১
রাজীব নুর বলেছেন: এই খটকা কোনো দিনও দূর হবে না।
৯| 
০৪ ঠা জানুয়ারি, ২০১৯  বিকাল ৪:৪৬
মাহমুদুর রহমান বলেছেন: ১,২,৩,৪,৫,৬ ভালো লাগলো। 
তবে ৫ টাকায় কুড়িটি চকলেট পাওয়া যাবে বলে মনে হচ্ছে।
 
০৪ ঠা জানুয়ারি, ২০১৯  বিকাল ৫:৫৮
রাজীব নুর বলেছেন: আপনি তো বুদ্ধিমান!
১০| 
০৪ ঠা জানুয়ারি, ২০১৯  সন্ধ্যা  ৭:১২
মাহমুদুর রহমান বলেছেন:  আপনি তো বুদ্ধিমান!
 
কিন্তু বাপ তো বলে আমি নাকি বোকা নম্বর ওয়ান।
 
০৪ ঠা জানুয়ারি, ২০১৯  সন্ধ্যা  ৭:৩৩
রাজীব নুর বলেছেন: বাপ মা আদরকে তাদের প্রিয় সন্তনদের ভালোবেসে বোকা বলে।
 
০৪ ঠা জানুয়ারি, ২০১৯  সন্ধ্যা  ৭:৩৩
রাজীব নুর বলেছেন: বাপ মা আদরকে তাদের প্রিয় সন্তনদের ভালোবেসে বোকা বলে।
১১| 
০৪ ঠা জানুয়ারি, ২০১৯  রাত ৯:৫০
তারেক ফাহিম বলেছেন: ভাবির হিসেবটা ঠিকমত কইষেন 
  
 
০৪ ঠা জানুয়ারি, ২০১৯  রাত ১০:০৩
রাজীব নুর বলেছেন: হে হে হে
১২| 
০৪ ঠা জানুয়ারি, ২০১৯  রাত ৯:৫৪
হাবিব বলেছেন: আসসালামুআলাইকুম রাজীব ভাই
 
০৪ ঠা জানুয়ারি, ২০১৯  রাত ১০:০৪
রাজীব নুর বলেছেন: ওয়াকাইকুম আসসালাম।
১৩| 
০৪ ঠা জানুয়ারি, ২০১৯  রাত ১০:১০
হাবিব বলেছেন: পাঁচ নাম্বারের উত্তর কি ৯ হবে?
 
০৫ ই জানুয়ারি, ২০১৯  সকাল ৮:১৪
রাজীব নুর বলেছেন: না।
১৪| 
০৪ ঠা জানুয়ারি, ২০১৯  রাত ১১:২৭
অপু দ্যা গ্রেট বলেছেন: 
আমি ভাবীর সাথে একমত । তিনি আপনার কাছে পেতেই পারেন । হয়ত আপনার মনে নাই । 
আইনেস্টাইন আমার অন্যতম প্রিয় বিজ্ঞানী । তবে তার চেয়ে আমার নিউটন কে ও আর্কিমিডিস কে বেশি ভাল লাগে । 
আমি প্রকৃতি প্রেমী । ভাল লাগে সবুজ । 
আসলেই বইটা আমি পড়িনি । এটা কোথায় পেতে পারি বলতে পারেন ?
এখন অংক করতে ইচ্ছে করছে না । 
আমার কাছে সৈয়দ আশরাফ কে ভাল ই লাগত । তার কিছু কিছু বিষয় লজিক্যাল ছিল । অন্যদের চেয়ে সৎ ছিলেন ।
 
০৫ ই জানুয়ারি, ২০১৯  সকাল ৮:১৫
রাজীব নুর বলেছেন: শুভ সকাল। 
ভালো থাকুন।
১৫| 
০৫ ই জানুয়ারি, ২০১৯  সকাল ৮:৪০
ল বলেছেন: দারুণ সব তথ্য থেকে আমার মতো কেউ কেউ হয়ত উপকৃত হতে পারেন।
       
ধন্যবাদ নিরন্তর।
 
০৫ ই জানুয়ারি, ২০১৯  বিকাল ৩:২২
রাজীব নুর বলেছেন: শুকরিয়া।
১৬| 
০৫ ই জানুয়ারি, ২০১৯  সকাল ৯:১১
সোহানী বলেছেন: এক নং টা পড়ে আমি হাসতে হাসতে অজ্ঞান..................... 
  
  ![]()
 
০৫ ই জানুয়ারি, ২০১৯  বিকাল ৩:২২
রাজীব নুর বলেছেন: বাস্তব। একদম বাস্তব।
১৭| 
০৫ ই জানুয়ারি, ২০১৯  বিকাল ৪:৪৬
নতুন-আলো বলেছেন: বেশ ভালো লাগলো মিথ্যা কথা
 
০৫ ই জানুয়ারি, ২০১৯  সন্ধ্যা  ৭:২৬
রাজীব নুর বলেছেন: সত্য কারো কাছে ভালো লাগে না।
১৮| 
০৫ ই জানুয়ারি, ২০১৯  সন্ধ্যা  ৭:৩৭
শরীফ আতরাফ বলেছেন: বাংলাদেশে সুখী মানুষের তালিকা করা হলে আপনার নাম উপরের দিকে থাকতো বলে আমার ধারণা।
 
০৫ ই জানুয়ারি, ২০১৯  রাত ৮:২২
রাজীব নুর বলেছেন: আমি সুখে থাকার জন্য আপ্রান চেষ্টা করি।
১৯| 
০৫ ই জানুয়ারি, ২০১৯  সন্ধ্যা  ৭:৫৪
মুক্তা নীল বলেছেন: ১নং টা সম্পর্কে একটু বলি জনাব, আপনারা এই পুরুষরা একটু সুযোগ পেলেই বউ এর বদনাম করেন 
মজা পাইলাম...... (সুরভী ভাবি দেখেছে এই পোস্ট?
 
০৫ ই জানুয়ারি, ২০১৯  রাত ৮:২৩
রাজীব নুর বলেছেন: শুধু বদনাম না অনেক সুনামও করি। 
সুরভি এই পোষ্টে দেখলে আমার খবর আছে।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা জানুয়ারি, ২০১৯  সকাল ১১:২৮
চাঁদগাজী বলেছেন:
৬ নং) আওয়ামী লীগ পুরো বৃটিশ কলোনিয়েল সিষ্টেমের বাংগাদেশী ভার্ষণ; কলোনীর লোকদের জন্য ওদের মাথা ব্যথা ছিলো না, ওরা তাদের নিজের মানুষের জন্য সবই করতো।