নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

জীবনের গল্প- ৫

০৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:০৫



জাহেদ ভাইকে আমি চিনি এক যুগের বেশি সময় ধরে।
খুব ভালো মানুষ। বিয়ে করেছে পাঁচ বছরের বেশি সময় হয়েছে। তাদের কোনো বাচ্চা-কাচ্চা নেই। জাহেদ ভাইয়ের বউ সুমি। সুমিও ভাবীও বেশ প্রানবন্ত চমৎকার একজন মানুষ। হাসি খুশি সুন্দর একটি পরিবার। আমি জাহেদ ভাইয়ের বাসায় গেলে অবাক হই- সুমি ভাবী বাসাটা এত সুন্দর করে সাজিয়ে-গুছিয়ে রেখেছে যে নিজের চোখে না দেখলে বিশ্বাস করতাম না। জাহেদ একটা চাকরি করে। বেতন খুব বেশি নয়। তবে সে যে টাকা বেতন পায় সেই টাকা দিয়ে তাদের দু'জনের বেশ ভালো ভাবেই চলে যায়। কিন্তু ইদানিং তাদের সংসারে অশান্তি দেখা দিয়েছে। প্রচন্ড অশান্তি। জাহেদ আমার বন্ধু মানুষ। সে তার সব কিছুতেই (ভালো-মন্দ) আমাকে ডাকে। আমার স্বভাব হলো- আমি কারো বিপদে আপদে কিছু করতে পারি আর না পারি, তাদের পাশে থাকতে পারি।

আমি গেলাম জাহেদ ভাইদের বাসায়।
ছোট্র দুই রুমের বাসা। দুই রুমে দু'জন বসে আছে। আমি দু'জনকে ডেকে এক রুমে আনলাম। আগে আমি সুমী ভাবীর বক্তব্য শুনতে চাইলাম। ভাবী আমাকে বললেন, সে জাহেদকে ছেড়ে চলে যাবে। একেবারে চলে যাবে। ডিসিশান ফাইনাল। কারন তাদের বিয়ে হয়েছে পাঁচ বছর হলো কিন্তু জাহেদ কোনো বাচ্চা নিতে চায় না। সে বলে, দরিদ্র দেশে, দরিদ্র বাপ মায়ের বাচ্চা নিয়ে বিলাসিতা করা ঠিক না।
জাহেদ বলল, সে এই নোংরা সমাজে কোনো বাচ্চা আনতে চায় না। জাহেদের শেষ কথা- এই বাজে সমাজে একটা বাচ্চা এনে কষ্ট দেওয়ার কোনো মানে হয় না। যদি এটা ইউরোপ হতো তাহলে চোখ বন্ধ করে বাচ্চা নেওয়া যেত।
আমি বললাম, এই সমাজে অলরেডি যাদের বাচ্চা আছে? অথবা যারা নতুন বিয়ে করছে এবং সন্তানের অপেক্ষায় আছে। তারা কি করবে?
জাহেদ বলল, সেটা নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। আর বিয়ে করলেই বাচ্চা নিতে হবে এটা আমি মানি না। সমাজের রি বাজে নিয়মটা বদলানো দরকার। খুব দরকার।

আমাদের তিনজনের মধ্যে তুমুল আলাপ আলোচনা চলছে।
সুমী ভাবী বললেন, বিয়ের পর থেকে কোথাও গেলেই পরিচিত-অপরিচিত সবাই জানতে চায়- বাচ্চা নেই? কেন নেই? সমস্যা কার? তোমার? না স্বামীর? এই কথা শুনতে শুনতে আমার ঘৃণা ধরে গেছে। অথচ সমস্যা আমারও নেই। আমার স্বামীরও নেই। একটা বাচ্চা নিলে সমস্যা কি? বাচ্চা তো আমি লালন-পালন করবো। কত শখ আমার নিজের একটা সন্তান হবে আমার। আমি আদর ভালোবাসা দিয়ে বড় করবো, খাওয়াবো, গোছল করাবো, ঘুম পারাবো।
জাহেদ সহজ সরল গলায় বলল, এই সমাজে আমি নিজে চলতে পারি না। পদে পদে আমাকে ঠকতে হয়। এক কথায় আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যুদ্ধ করি। এখন আমি এই নিষ্ঠুর সমাজে একটা শিশু এনে কষ্ট দিতে চাই না। তাছাড়া আমি যদি কোটি কোটি টাকার মালিক হতাম তাহলে সন্তান নিতাম। টাকা দিয়ে সব সমস্যার সমাধান করা যায়। এই সমাজ দুষ্টলোকদের সমাজ। এখানে ভালো মানূষদের জায়গা নেই। আমি যেমন কষ্ট করে চলছি, সন্তান নিলে সেও আমার মতোন কষ্ট করে চলবে? নিজের সন্তানের দুঃখ কষ্ট আমার পক্ষে সহ্য করা সম্ভব না।

যখন কেউ কাউকে বুঝতে পারে না, তখনই সমস্যা শুরু হয়।
সুমি ভাবী বললেন, একটা রিকশাওয়ালারও দুইটা-তিনটা বাচা আছে। রাস্তার পাশে সবজি বিক্রেতারও বাচ্চা কাচ্চা আছে। তাহলে তারা তাদের সন্তানকে কিভাবে এই সমাজে মানুষ করবে?
জাহেদ বলল, তাদের সন্তান আর সংসার নিয়ে তারা ভাববে। আমি চিন্তা করবো- আমার সংসার নিয়ে। আমাদের দেশে কম করে হলেও ৩২ লাখ দম্পত্তির বাচা নেই। তারা বেঁচে আছে না। কি দরকার এই দরিদ্র দেশে বাচ্চা এনে? তাকে ভালো একটা স্কুলে পড়াতে পারবও না। ভালো খাওয়াতে পারবো না। উন্নত জীবন যাপনের কিছুই দিতে পারবো না। তাই আমি সন্তান নিবো না। বাশি থাকবে না, বাশি বাজবেও না। সন্তান ছাড়াই আমি বেশ ভালো আছি। আমার কোথাও কোনো সমস্যা হচ্ছে না। তাছাড়া আমার ভাই বোনদের বাচ্চা কাচ্চা আছে। ওদের আমি নিজের সন্তানের মতোন করেই আদর করি। জাহেদ বেশ জোরের বলল, সুমী আবেগটাকে কন্টোল করো। আমি তোমাকে প্রচন্ড ভালোবাসি।

এই সমাজে যারা খারাপ কাজ করে তারা কাদের সন্তান?
সব বাপ মা'ই সন্তান জন্ম দিয়ে ভাবে- আমার ছেলে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, পাইলট হবে। একজন ভিক্ষুকও ভাবে তার সন্তান বড় হয়ে বিরাট ব্যবসায়ী হবে। আসলে কোনো বাপ মা'ই চায় না তাদের সন্তান খারাপ হোক। কিন্তু দিন শেষে দেখা যায়- এক সময়ের ছোট্র শিশু বড় হয়ে চোর হয়, ছিনতাইকারী হয়, দূর্নীতিবাজ হয়, ধর্ষনকারী হয়, দালাল হয়, ধান্ধাবাজ হয়, নেশাগ্রস্ত হয়। এগুলো তো মিথ্যা নয়। এই সমাজে দশ জনের মধ্যে নয় জনই দুষ্টলোক। এই এত এত দুষ্টলোকের মাঝে জাহেদ নতুন একটা শিশু আনতে চায় না। আমার মনে হয় জাহেদ রাইট। সন্তান জন্ম দেওয়া কোনো ঘটনা না। কিন্তু এই সমাজে সন্তানকে সঠিকভাবে মানুষ করা খুব কঠিন। বিশেষ করে এই নোংরা সমাজে। আসলে একটা শিশুকে উন্নত জীবন না দিতে পারলে সেই শিশুকে পৃথিবীতে এনে লাভ নাই। জন্ম দেওয়ার পর শিশুর খাওয়া দাওয়া, শিক্ষা আর চিকিৎসার জন্য মানূষের কাছে হাত পাততে হয়? তাহলে একটা শিশু পৃথিবীতে আনার কোনো দরকার নাই। সব শিশু তো আর ধনীর ঘরে জন্ম নেয় না। সব বাবা মা ধনী নয়।

মন্তব্য ২৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ০৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:১৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
এই নোংরা সমাজে সন্তানকে সঠিকভাবে মানুষ করা খুব কঠিন। একটা শিশুকে উন্নত জীবন না দিতে পারলে সেই শিশুকে পৃথিবীতে এনে লাভ নাই। জন্ম দেওয়ার পর শিশুর খাওয়া দাওয়া, শিক্ষা আর চিকিৎসার জন্য মানূষের কাছে হাত পাততে হয়? তাহলে একটা শিশু পৃথিবীতে আনার কি প্রয়োজন?

০৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:১৮

রাজীব নুর বলেছেন: আপনি তো আমার কথাই বললেন!

২| ০৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:২১

নতুন-আলো বলেছেন: সন্তানদের বিপথগামীতার পেছনে মা-বাবা অনেকাংশে দায়ি

০৬ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৫৯

রাজীব নুর বলেছেন: তা খুব একটা ভুল বলেন নি।

৩| ০৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:৩৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দারিদ্র্যের কষ্ট আসলেই অনেক বেশি, কাউকে কখনো বলাও যায়না, আবার মনের ভিতর কষ্টের পাহাড়ও জমতে থাকে, বিশেষ করে মধ্যবিত্ত পরিবারের মানুষদেরই বেশি সমস্যা হয়।
যাক, তবে অভাবের মাঝেও মানুষ বেঁচে আছে, বেঁচে থাকবে পৃথিবী আছে যতদিন, অভাবের তাড়নায় বাচ্চা না নেয়ার সিদ্ধান্ত মোটেও ঠিক নয়, এতে মনের রোগই পরিলক্ষিত হচ্ছে।

দুনিয়ার মানুষদের অনেক সমস্যার কিছুটা প্রকাশ করেছেন সুন্দর লেখায়, ভালো লিখেছেন ভাই।

০৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:০০

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

৪| ০৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:৩৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লেখক বলেছেন: আপনি তো আমার কথাই বললেন![/sb

সূর্য্য পূর্বদিকে উদিত হয় আর
পশ্চিমে অস্ত যায় এটাই চিরা সত্য।
এটা রাম, স্যাম যদু মধু সবাই বলবে

০৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:০০

রাজীব নুর বলেছেন: শুকরিয়া জনাব।

৫| ০৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:৪৮

ঠাকুরমাহমুদ বলেছেন: এই সময়ের জন্য দায়ী কে “পরিবার, পরিবেশ, সমাজ” ?

০৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:০১

রাজীব নুর বলেছেন: রাষ্ট্র।
রাষ্ট্র ব্যবস্থা।

৬| ০৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:২১

হাবিব বলেছেন: তবুও ভালো থাক তারা

০৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:০১

রাজীব নুর বলেছেন: হুম।

৭| ০৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:২১

মাহের ইসলাম বলেছেন: জাহেদ আর সুমি - দুজনের যুক্তিতে কিন্তু যথেষ্ট ধাঁর আছে।

০৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:০২

রাজীব নুর বলেছেন: তা আছে।
ধন্যবাদ আপনাকে।

৮| ০৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:৩৩

চাঁদগাজী বলেছেন:



এটা যদি গল্প হয়, নায়কের সমস্যা আছে

০৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:০৩

রাজীব নুর বলেছেন: বাস্তব গল্প।
নায়কের কোনো শারীরিক সমস্যা নেই।
সে দরিদ্র দেশের সমাজ ব্যবস্থার উপর খুশি না।

৯| ০৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:৪৪

রাবেয়া রাহীম বলেছেন: চাঁদগাজী বলেছেন:
এটা যদি গল্প হয়, নায়কের সমস্যা আছে


গল্পের নায়ক কি জাহেদ ?

০৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:০৩

রাজীব নুর বলেছেন: জ্বী। জাহেদ।

১০| ০৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ১২:৫১

অপু দ্যা গ্রেট বলেছেন:




আমি আবার একমত হতে পারলাম ন আ। কারন বাচ্চা পালন ও বড় করার দায়িত্ব বাবা মায়ের । তারা যদি চায় একজঙ্কে আইনেস্টাইন পর্যন্ত বানাতে পারে ।

হ্যা সমাজের প্রভাব পরবে । তবে সেটা দূর করার উপায় তাদের ই বের করতে হবে ।

০৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:০৪

রাজীব নুর বলেছেন: আপনি পোষ্টের জাহেদ এর মূল সমস্যা ধরতে পারেন নি। অথবা আমি মুল সমস্যা বুঝাতে পারিনি।

১১| ০৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ১:২১

বাকপ্রবাস বলেছেন: ব্যাপারটা এমন হলে বিয়েটা না করলেই হয়, বিয়ে করে সন্তান নেবেনা সেটা স্বার্থপরতা।

০৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:০৫

রাজীব নুর বলেছেন: এই চিন্তা ভাবনা থেকে আমাদের বের হয়ে আসতে হবে।
বিয়ে মানেই বাচ্চা কাচ্চা- এটা আমি মানি না।

১২| ০৬ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:০৮

মুক্তা নীল বলেছেন: সুমী ও জাহেদ এর দুজনের কথাই যুক্তি আছে। সুমীর সংসারের মাতৃত্বের ইচ্ছা জাগবে এটাতো সাভাবিক। অপরদিকে জাহিদ কে কিন্তু আমার খারাপ মনে হায় নি। আজ জাহিদ বাচ্চা নিল, কিছু বছর পর সে তার সন্তানের প্রতি দায়িত্ব পালন না করেন, নিজেরমতো কোথাও চলে গেল সন্তানকে একা ফেলে।
তারপর......
জাহিদ মন্দলোক না। আরো কিছুবছর সময় নিক। পৃথিবীতে সন্তানের জায়গা বড়ই দূর্বল।

০৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:০৬

রাজীব নুর বলেছেন: চমৎকার মন্তব্য করেছেন।

১৩| ০৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৫১

নজসু বলেছেন:



জাহেদের কথা সমর্থণ করতে পারছিনা।
জাহেদের উচিত তার উত্তরসুরী রেখে যাওয়া।

০৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৫৬

রাজীব নুর বলেছেন: না না।
এরকম চিন্তা ভাবনা একদম দূর করতে হবে।

১৪| ০৬ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১৪

মাহমুদুর রহমান বলেছেন: আমি যা বুঝলাম,এই ঘুনে ধরা সমাজের বাস্তব চিত্র জাহেদ ভাইয়ের মানসিক বিপর্যয় ঘটিয়েছে।উনার উদ্দেশ্যে একটা বিষয় বলতে চাই,আপন ভালো তো দুনিয়া ভালো।উনি যদি নিজে ঠিক থাকেন সন্তানকে নিজের মত করে লালন করেন সেই সন্তান কখনও বিপথে যাবে না বলে আমার বিশ্বাস।

০৬ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৪৫

রাজীব নুর বলেছেন: আমি আবারোও বললাম আপনি একজন বুদ্ধিমান ব্লগার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.