নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

বিস্ময়ে অবাক জাতি অথবা স্বস্তির মন্ত্রীসভা

০৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:৩১



লেখা শুরু করার আগে বলতে চাই- বিচার বহির্ভূত হত্যা সমর্থন করি না। কিন্তু সুবর্ণচরের ধর্ষকদের 'ক্রসফায়ার' চাই।
মন্ত্রিসভায় ছোটো-খাটো একটা ঝড় বয়ে গেলো! নতুনদের অভিনন্দন! চোখ বন্ধ করে বিনা দ্বিধায় বলা যায়- নতুন মন্ত্রিসভা ভালো লেগেছে। সুবিবেচনাপ্রসূত এবং চমকপ্রদ। অভিনন্দন মাননীয় নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এবং মাননীয় পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী হিসেবে শ. ম. রেজাউল করিমকে আন্তরিক অভিনন্দন। দীর্ঘদিন পর পিরোজপুর থেকে মন্ত্রী দেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ।

এতদিনে তথ্য মন্ত্রণালয়ের একটা গতি হলো! আহা বেশ বেশ! আর শিক্ষা মন্ত্রণালয়েরও গতি আসলো। আশা করি-জাতিকে এবার শিক্ষা দিয়ে ছাড়বেন আমাদের দীপু মণি। হাছান মাহমুদ তথ্য মন্ত্রী, এবার আর বিনোদনের অভাব হবে না। খোশ আমদেদ মাননীয় ত্রাণ ও দূর্যোগ প্রতিমন্ত্রী জনাব ড. এনামুর রহমান এমপি ১৯৯৮ সাল থেকে যাকে সৎ, নিষ্ঠাবান,দয়ালু ও একজন মেধাবী চিকিৎসক হিসেবে জানি। তাঁর প্রতি রইলো প্রানঢালা অভিনন্দন। আওয়ামীলীগের পাওয়ার হাউজ, চিরস্থায়ী বন্দোবস্তমূলক ছটি আসন (গোপালগঞ্জের তিনটি ও মাদারীপুরের তিনটি) থেকে এবারই প্রথম প্রধানমন্ত্রী ব্যতীত কোন মন্ত্রী নেই। বিষয়টি সুন্দর। অল কোয়ায়েট অন দ্য সাউদার্ন ফ্রন্ট, দক্ষিণ রণাঙ্গনে সব শান্ত...

অভিনন্দন নতুন অর্থমন্ত্রী ও পরিকল্পনামন্ত্রী লোটাস কামাল। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পালনে আসাদুজ্জামান নূরের বিকল্প এখনও আমি ভাবতে পারছি না। পরিচ্ছন্ন রাজনীতিক ও তারুণ্যের প্রতীক জাহিদ আহসান রাসেলকে অনেক আগেই মন্ত্রিসভায় প্রত্যাশা করেছিলাম। প্রত্যাশাটা পূরণ হলো অবশেষে। নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ও শিক্ষা বিষয়ক প্রতিমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ভাইকে অভিনন্দন। ইনারাই পথ দেখাবেন। রাজনীতি খেলার মাঠ সব জায়গাতেই সিলেটকে হারাল কুমিল্লা! প্রথমবার এমপি নির্বাচিত হয়ে উপমন্ত্রীর মর্যাদা দিয়ে একেএম এনামুল হক শামীমকে মন্ত্রিসভায় ঠাই দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে শরীয়পুরবাসী কৃতজ্ঞ এবং এনামুল হক শামীমকে অভিনন্দন। ভাই এগিয়ে যান।

এমন মন্ত্রিসভা করতে গেলে বুকের পাটা লাগে। সুশাসন, দুর্নীতিমুক্ত বাংলাদেশ এবং আমার গ্রাম হবে আমার শহর ইশতেহারের প্রাথমিক কাজ সম্ভবত শুরু হয়ে গেছে। আচ্ছা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পর সৈয়দ আশরাফ-ই বর্তমান আওয়ামী লীগের সর্বোচ্চ জনপ্রিয় ব্যক্তিত্ব ছিলেন? বিগত মন্ত্রিসভার ২৫ মন্ত্রী, ৯ প্রতিমন্ত্রী ও ২ উপমন্ত্রী এবারের মন্ত্রিসভায় স্থান পাননি! ড. এ কে আব্দুল মোমেন পররাষ্ট্রমন্ত্রী হওয়াতে বাংলাদেশ দূতাবাস ও হাইকমিশনে প্রবাসীরা ভালো ব্যবহার ও সার্ভিস পাবার সম্ভাবনা প্রবল। আজ একজন আমাকে বললেন, সত্যিকারের জননেতার সংজ্ঞা যারা খুঁজেন তারা একবার স্মরণ করে নিতে পারেন একজন সৈয়দ আশরাফুল ইসলাম'কে।

ইংরেজিতে একটি প্রবাদ আছে-- মর্নিং শো'জ দ্য ডে। অর্থাৎ সকাল দেখেই বোঝা যায়, আজকের দিনটি কেমন যাবে। নতুন এই মন্ত্রীসভার সর্বাঙ্গীন সফল্য কামনা করি। সৎ দক্ষ ও অভিজ্ঞ এবং নতুনের সমন্বয়ে দেশ অনেক দূর যাবে। নতুন টিম, নতুন আশা, নতুন স্বপ্ন। সুশসান প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা রইল।

মন্তব্য ৫৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৫৮) মন্তব্য লিখুন

১| ০৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:৩৭

জুনায়েদ বি রাহমান বলেছেন: শাহাজান খান, নাহিদ কাক্কু- নেই। এটা স্বস্তির। নতুনরা কি, কতটা করতে পারেন; দেখা যাক।
আপাতত শুভকামনা।

'ধর্ষকদের ক্রসফায়ার চাই'

০৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:১৯

রাজীব নুর বলেছেন: ইনশাল্লাহ। ভাল হবে।

২| ০৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:৪১

মোঃ মঈনুদ্দিন বলেছেন: ধন্যবাদ সময়োচিত পোস্টের জন্য। নবগঠিত মন্ত্রীসভায় নতুনদের জয় জয়কার। ভালো। আরো ভালো লাগবে যদি তারা বিরোধী দমনে মনোনিবেশ না করে সবার ঐকান্তিক চেষ্ঠায় দেশ গড়ায় মন দেন। সবাই যেন বাংলাদেশের জন্য কাজ করেন। অবশ্যই দলের উর্ধ্বে উঠে।

০৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:২০

রাজীব নুর বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

৩| ০৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:৫০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: মাল‌য়ে‌শিয়ার রাজার পদত্যাগ। মাল‌য়ে‌শিয়ার রাজা সুলতান মুহাম্মাদ ৫ম পদত্যাগ ক‌রে‌ছেন। ফেডা‌রেল সং‌বিধা‌নের ৩২(৩) ধারা অনুযায়ী তি‌নি লি‌খিত পত্র‌যো‌গে আজ র‌বিার ৭ জানুয়া‌রি ২০১৯ পদত্যাগ ক‌রেন।২০১৬ সা‌লের ১৩ ডি‌সেম্বর তি‌নি মাল‌য়ে‌শিয়ার ১৫তম রাজা হিসা‌বে দা‌য়িত্বগ্রহণ ক‌রেন।

০৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:২১

রাজীব নুর বলেছেন: তাতে কি মালোশিয়ার খুব ক্ষতি হবে?

৪| ০৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:০৬

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: লেখা শুরু করার আগে বলতে চাই- বিচার বহির্ভূত হত্যা সমর্থন করি না। কিন্তু সুবর্ণচরের ধর্ষকদের 'ক্রসফায়ার' চাই।

দেশে প্রচলিত আইন আছে। এমন কথা বলাটাও বেআইনি সেটা জানেন?

০৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:২১

রাজীব নুর বলেছেন: হুম।

৫| ০৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:২৯

সাইন বোর্ড বলেছেন: এমপি যেখানে শীতের সবজি সেখানে মন্ত্রীর দাম তো একটু বেশি হওয়ারই কথা, হাজার হলেও মন্ত্রী তো, যতই তা মাগনায় পাওয়া যাক ।

০৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:১৯

রাজীব নুর বলেছেন: হুম।

৬| ০৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:০৩

ইসমাঈল আযহার বলেছেন: কামনা করি আমাদের কন্ত্রীগণ ভক্ষক না হয়ে রক্ষক হবেন।

০৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:১৮

রাজীব নুর বলেছেন: ইনশাল্লাহ।

৭| ০৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:৪৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পালনে
সাদুজ্জামান নূরের বিকল্প আছে কি?

০৭ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৭:৪৯

রাজীব নুর বলেছেন: অবশ্যই আছে।

৮| ০৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:৫০

ইলি বলেছেন: ধর্ষকদের ক্রসফায়ার চাই'হাসান মাহমুদ বাদে সব চলবে। ধন্যবাদ।

০৭ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৭:৫০

রাজীব নুর বলেছেন: জ্বী।
শুভ সকাল।

৯| ০৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ১২:০০

তাহমিদ রহমান বলেছেন: তথ্য মন্ত্রণালয় আর অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে অন্য কাউকে বিবেচনা করা উচিৎ ছিলো। মন্ত্রীসভার যেসকল সদস্য সম্পর্কে ধারণা আছে, তাদের মধ্যে অন্তত এই দুইটি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্তদের ব্যাপারে মানুষের নেতিবাচক ধারণাই অনেক বেশি

০৭ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৭:৫১

রাজীব নুর বলেছেন: ইয়েস।

১০| ০৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ১২:৩৮

বলেছেন: রাজীব ভাই একটা কথা আপনাকে বলা -- ভালোবাসা থেকে --

আপনি আমি সহ অনেকের কাছে একজন " আইকন "" ব্লগার, আপনার টুকরো টুকরো সাদা মিথ্যা বা আজকের ডাইরি
এসব প্রমাণ করে আপনি একজন সজ্জন লোক। সবার প্রিয় --

ইদানিং আপনার অনেক লেখাতেই রাজনৈতিক পোস্ট ইচ্ছা বা অনিচ্ছায় চলে আসছে।
উপমহাদেশের রাজনীতি হলো চরিত্রতগত হীনমন্যতা ও নীতিহীনতা যা মানুষকে করে দিচ্ছি অমানবিক পশুর মতো।

তাই আপনি রাজনৈতিক পোস্ট এড়িয়ে গেলে কি হয় না!!!
ধন্যবাদ।।।

০৭ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৭:৫২

রাজীব নুর বলেছেন: আপনি আমার মনের কথাটা বলেছেন।
ধন্যবাদ ভালো থাকুন।

১১| ০৭ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:০৪

চাঁদগাজী বলেছেন:



নতুনগুলোর পড়ালেখা নেই

০৭ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৩৮

রাজীব নুর বলেছেন: হা হা হা---
অনেকে পড়ালেখা ছাড়াও অনেক কিছু করতে পারে। রবীন্দ্রনাথ, নজরুল।

১২| ০৭ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:০৫

চাঁদগাজী বলেছেন:


লোটাস কামাল ও মাশরাফি ২ জনে মিলে ক্রিকেটের গল্প করতে পারবে।

০৭ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৩৯

রাজীব নুর বলেছেন: যে রাঁধে সে চুলও বাঁধে।
ঠিক তেমনি যে খেলে, সে ভালো কাজও করতে পারবে।
আমাদের আশাবাদী হতে হবে।

১৩| ০৭ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:২৬

হাবিব বলেছেন: মন্ত্রীসভা.......

০৭ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৪০

রাজীব নুর বলেছেন: !

১৪| ০৭ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৪৪

ট্রাভেলার মাসুদ বলেছেন: হেভি ওয়েট নেতারা মন্ত্রীত্বহীন। ভাবতে অবাক লাগছে!

০৭ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৪১

রাজীব নুর বলেছেন: অযোগ্যদের দূরে রাখা ভালো।
তারা যদি ভালো কাজ করতো তাহলে অবশ্যই তাদের রাখা হতো।

১৫| ০৭ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:১২

আঁধার রাত বলেছেন: ডিসিপশন।

০৭ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৪২

রাজীব নুর বলেছেন: !

১৬| ০৭ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:১৭

আখ্যাত বলেছেন: কিন্তু সুবর্ণচরের ধর্ষকদের 'ক্রসফায়ার' চাওয়াটা শাস্তিযোগ্য অপরাধ।

০৭ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৪২

রাজীব নুর বলেছেন: কি কন???
স্যরি।

১৭| ০৭ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:০৭

গরল বলেছেন: আপনিতো দেখি ডাবল ষ্ট্যান্ডার্ড, বিচার বহির্ভুত হত্যাকান্ড চান না আবার ক্রসফায়ার চান, বেশীরভাগ বাংলাদেশীই আসলে মুখে মুখে যতই নীতিবান হোক না কেন আবেগে নীতি বিসর্জন দিতে পিছ পা হয় না তাই দেশে কোনদিন সুশাসন আসবে না। আর বাংলাদেশে বিশ্ব নবিকেও যদি মণ্ত্রী বানানো হয় কোন লাভ নাই কারণ চোরের অধীনে সবই চুরী করতে বাধ্য।

০৭ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৪২

রাজীব নুর বলেছেন: আমি আমার দেশকে নিয়ে অনেক আশাবাদী।

১৮| ০৭ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৩৩

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: ভাল কিছুর অপেক্ষায় থাকলাম।

০৭ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৪২

রাজীব নুর বলেছেন: ইনশাল্লাহ।

১৯| ০৭ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৫১

জাহিদ অনিক বলেছেন:

নতুন মন্ত্রীসভা
নতুন আশা ভরসা

০৭ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:২৬

রাজীব নুর বলেছেন: ইনশাল্লাহ ভালোই হবে।

২০| ০৭ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৩৬

ঢাবিয়ান বলেছেন: মন্ত্রীরা তাই করে, যা তাদের করতে বলা হয়। সুতরাং মুখ বদল হলেও কিছু যায় আসে না।

০৭ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৪১

রাজীব নুর বলেছেন: I them lay my freedom- I was myself in them.

২১| ০৭ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৫৪

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: সবচেয়ে ভালো হয়েছে শাহজাহান ও ইনুকে বাদ দেওয়া অন্যগুলোর কথা বলতে পারবোনা।

০৭ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৪১

রাজীব নুর বলেছেন: সহমত।

২২| ০৭ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:০৭

আঁধার রাত বলেছেন: কাউকেই বাদ দেওয়া হয় নাই। আলোচনার ধরন পরিবর্তন করার জন্য এটা একটা ধোঁকা। তাদের জন্য বেশকিছু মন্ত্রনালয়ের পূর্ণ মন্ত্রীর পদ ফাঁকা রাখা হয়েছে। যথা সময়ে মন্ত্রী পরিষদ সাফলিং করে তাদের পদায়ন করা হবে। অপেক্ষা করেন দেখতে পাবেন।

০৭ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৪২

রাজীব নুর বলেছেন: না, এমনটা হবে না।

২৩| ০৭ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৪৪

অভি চৌধুরী বলেছেন: বাংগালী ভোট লইয়া মরে । হেগো নাকি ভোট দেওনি লাগবো । হেরা কয় আমরা লেংটা হই্য়া পাছায় তারেকেে খাম্বা নিয়া ভোট দিবার যামু খালি পেটে।এইডা আমগো জনগণ কয়না। কয় ফখরু উদ্দিন বাবুর্চি। ৩০০ লোক হেয় খাওনেে জায়গা কইরা দাওয়াত দিসে ৯০০। ৬০০ লোকের কোটি কোটি টাকা সে পাঠায়সে তারেক বাবারে। হেয় ভাবসে যারা বিএনপি করে তারা সবাই খালেদার মত মূর্খ।

০৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:৫৬

রাজীব নুর বলেছেন: কিছুই বুঝলাম না।

২৪| ০৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:৪৯

ইসিয়াক বলেছেন: বিচার বহির্ভূত হত্যা সমর্থন করি না। কিন্তু সুবর্ণচরের ধর্ষকদের 'ক্রসফায়ার' চাই। একমত।ধন্যবাদ

০৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:৫৭

রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ।

২৫| ০৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:৩৫

অভি চৌধুরী বলেছেন: হাহাহাহা আমার কমেন্ট আপনি বুঝে ফেললে তো আমার কমেন্ট করাটাই অর্থহীন হয়ে যেতো। যাইহোক ধর্ষক কে ডিরেক্ট ফায়ার অন ফ্রন্ট অব পিপলস।

ধন্যবাদ

০৮ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৭:৫৯

রাজীব নুর বলেছেন: ভালো থাকুন।

২৬| ০৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:৩২

মাহমুদুর রহমান বলেছেন: আমিও সর্বোচ্চ সাজা চাই, সেসব ধর্ষকদের।

আমরা আমলা এবং মন্ত্রীদের কাছে থেকে সবসময় ভালো কিছু আশা করে থাকি কিন্তু শেষ পর্যন্ত তাঁরাই আমাদের নিরাশ করেন।

০৮ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৮:০০

রাজীব নুর বলেছেন: তা ঠিক।
তবু একটু একটু করে পেতে পেতে একদিন বেশি পাবো।

২৭| ০৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:৪৯

নীলপরি বলেছেন: পজিটিভ লেখা । ভালো লিখেছেন ।

০৮ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৮:০০

রাজীব নুর বলেছেন: শুকরিয়া পরী।

২৮| ০৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:৫৫

শাহারিয়ার ইমন বলেছেন: এদের ভিতর থেকে যে একজন শাজাহান, নাহিদ হবেনা তার গ্যারান্টি কি ?

০৮ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৮:০০

রাজীব নুর বলেছেন: এমন নিশ্চিয়তা দেওয়া যায় না।

২৯| ০৮ ই জানুয়ারি, ২০১৯ রাত ২:১৯

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: নির্বাচনের পূর্বে, আমার লেখায় দেখুন ,
বলেছিলাম, সংকেত দিলাম, কিছু একটা নতুন্ত ঘটবে ।
...................................................................................
তবে এতেও আমি সন্তষ্ট নই, আরও কিছু আসুক !!!

০৮ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৮:০১

রাজীব নুর বলেছেন: ধিরে ধীরে আমাদের দেশের ভালো হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.