নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

জীবনের গল্প- ৮

০৫ ই মার্চ, ২০১৯ রাত ৮:১৪



শাহেদ প্রতিদিন ছাদে অনেকক্ষন সময় পার করে।
পাশের বাড়ির বাড়িওয়ালার ছেলেটি ছাদে রাজমিস্ত্রি এনে একটা ঘর বানিয়েছে। এই ঘরে বড় বড় দু'টা জানালা দিয়েছে। অনেক গুলো দামী দামী কবুতর ও পাখি এনেছে। চারটা বিশাল সাইজের মোরগও আছে। বাড়িওয়ালার ছেলেটির নাম আকিব। আকিব সম্ভবর পশু পাখি পছন্দ করে। শাহেদ প্রতিদিন কবুতর, পাখি এসব খুব মন দিয়ে দেখে। আকিব নিয়মিত এগুলোকে দুইবেলা নিজের হাতে এসে খাবার দেয়। সপ্তাহে একদিন কবুতর গুলো আকাশে উড়ায়। শাহেদ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে। মাঝে মাঝে শাহেদ আকিবের সাথে কথা বলে।
আকিব মোট কত জোড়া কবুতর আছে তোমার?
আকিব বলে, মামা তের জোড়া কবুতর।
তেরো জোড়া কবুতরের দাম কত পড়লো?
সব মিলিয়ে মামা সাড়ে তিন লাখ টাকা খরচ হয়েছে।
সব মিলিয়ে মানে?
এই ঘর মিস্ত্রী এনে বানাতে হয়েছে। কবুতর, পাখি, মোরগ ইত্যাদি মিলিয়ে।
শাহেদ মনে মনে বলে সাড়ে তিন লাখ টাকা!

একদিন দুপুরবেলা শাহেদ দেখে-
আকিব তার বান্ধবীকে ছাদে এনে খুব আদর করছে। শাহেদের একবার ইচ্ছা করলো ভিডিও করতে। কিন্তু সে ভিডিও করতে পারলো না। এটা তার রুচির সাথে যায় না। আকিব তাকে বেশ সম্মান করে। রাস্তায় দেখা হলেই বলে মামা, আসসালামু আলাইকুম। কেমন আছেন মামা? ইত্যাদি ইত্যাদি। একবার আকিবের সাথে তেজগাঁতে দেখা আহসান উল্লাহ ইউনিভার্সিটির সামনে। আকিব এই ভার্সিটিতেই পড়ে।
আকিব বলল, মামা নতুন বাইক কিনেছি।
শাহেদ বলল- দাম কত?
মামা দুই লাখ। দুই লাখের পরেও আমি আরও পঁচিশ হাজার টাকা এক্সট্রা খরচ করেছি। অনেক কিছু লাগিয়েছি।
আকিব আন্তরিকতার সাথে বলল, মামা আসেন বাইকে আপনাকে বাসায় নামিয়ে দেই।
শাহেদ বলল, না। এখন বাসায় যাবো না। আমার কাজ আছে। তুমি যাও।

আকিবের বাবা পশু হাসপাতালের বিরাট ডাক্তার।
তাদের টাকার অভাব নাই। সরকারীতে গাড়িতে করে তারা খুব ঘুরে বেড়ায়। শুক্র শনি সরকারী অফিস বন্ধ কিন্তু তাদের তখনও সরকারী গাড়িতে বেড়াতে দেখা যায়। এই তো কিছু দিন আগে আকিবদের বাসার ছাদে বিরাট খাবারের আয়োজন। ছাদে প্যান্ডেল টানানো হয়েছে। বাবুর্চি রান্নায় ব্যস্ত। তাকে সাহায্য করছে আরও ৫/৭ জন লোক। মজাদার খাবারের রান্নার গন্ধে পুরো এলাকা ভরে গেছে। মনে হয় ওদের বাড়িতে কারো বিয়ে। অসংখ্য মেহমান সেজে গুজে এসেছে। সবাই আরাম করে খাচ্ছে। শাহেদ ছাদে দাঁড়িয়ে সব দেখল।
পরের দিন শাহেদ আকিবকে জিজ্ঞেস করলো এটা কিসের অনুষ্ঠান হলো তোমাদের বাসায়? কারো বিয়ে নাকি?
আকিব বলল, না মামা। বাবা মা হজ্ব করতে যাচ্ছে সৌদি। তাই আত্মীয় স্বজন সবাইকে দাওয়াত করে খাওয়ালো।

গত পরশু'র ঘটনা।
আকিব মন খারাপ করে ছাদে দাঁড়িয়ে আছে।
শাহেদ বলল, কি হয়েছে আকিব মন খারাপ করে আছো কেন? কি হয়েছে?
আকিব বলল, মামা আমি বন্ধুদের সাথে ইন্ডিয়া আর নেপাল গিয়েছিলাম বেড়াতে। মোট সতের দিন ছিলাম। ফিরে এসে দেখি আমার সব পাখি, কবুতর মোরগ মরে পড়ে আছে।
শাহেদ বলল, কেউ পাখি গুলোকে খাবার দেয়নি?
আকিব বলল, মামা আমিই নিষেধ করেছিলাম আমার ছাদের ঘরে যেন কেউ না আসে। বলেছিলাম আমিই ওদের দেখাশোনা করবো নিয়মিত। তাছাড়া ছাদের চাবি শুধু আমার কাছেই থাকে। সতের দিন পর ফিরে এসে দেখি সব মরে শেষ। দুঃখের বিষয় এই কয়দিন ওদের কথা আমার একেবারেই মনে পড়েনি। যাওয়ার আগেও বেশি করে যে খাবার আর পানি দিয়ে যাবো একেবারেই ভুলে গেছিলাম।

মন্তব্য ২৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই মার্চ, ২০১৯ রাত ৮:১৯

হাবিব বলেছেন: আমাদেরও কয়েকটা কবুতর আছে, ভালোই লাগে। আমার ছোট ভাই কিনেছিলো।

০৫ ই মার্চ, ২০১৯ রাত ৮:২৩

রাজীব নুর বলেছেন: খুব ভালো।

২| ০৫ ই মার্চ, ২০১৯ রাত ৮:৩৪

আফসানা মারিয়া বলেছেন: গল্পের অর্থ কি এই, অতি আড়ম্বড়তার মাঝে যত্নশীলতা হারিয়ে গিয়েছে?

০৫ ই মার্চ, ২০১৯ রাত ১০:৪১

রাজীব নুর বলেছেন: হুম। তাই তো।

৩| ০৫ ই মার্চ, ২০১৯ রাত ৮:৫০

ভুয়া মফিজ বলেছেন: আকিবের নাম ''বেকুব আকিব'' হওয়া উচিত!

০৫ ই মার্চ, ২০১৯ রাত ১০:৪১

রাজীব নুর বলেছেন: ইয়েস।

৪| ০৫ ই মার্চ, ২০১৯ রাত ৯:৪৫

মাহমুদুর রহমান বলেছেন: একজন ভুল করে আর তার ভুল থেকেই বাকিদের শিক্ষা নিতে হয়।
গল্পটা সুন্দর হয়েছে।

০৫ ই মার্চ, ২০১৯ রাত ১০:৪১

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

৫| ০৫ ই মার্চ, ২০১৯ রাত ৯:৫১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সুন্দর গল্প, ভালো লাগলো ভাই।

আপনার জন্য শুভকামনা রইল

০৫ ই মার্চ, ২০১৯ রাত ১০:৪১

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৬| ০৫ ই মার্চ, ২০১৯ রাত ১০:৪৫

নীলপরি বলেছেন: গল্প ভালো লাগলো ।

০৬ ই মার্চ, ২০১৯ সকাল ৭:২৮

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ পরী।

৭| ০৫ ই মার্চ, ২০১৯ রাত ১০:৫১

পদাতিক চৌধুরি বলেছেন: গল্প ভালো লাগলো। তবে অতগুলি কবুতর মরে যাওয়াতে কষ্ট পেলাম।

শুভকামনা ছোট ভাইকে।

০৬ ই মার্চ, ২০১৯ সকাল ৭:৩০

রাজীব নুর বলেছেন: এটা বাস্তব গল্প।

৮| ০৫ ই মার্চ, ২০১৯ রাত ১১:০২

সোহাগ তানভীর সাকিব বলেছেন: আকিব ধনীর দুলাল। এমন ধনীর দুলালদের হেয়ালিপনায় এমন আরো কত অন্যায় আর অমানবিক কাজ হয় যা আমরা অনেক সময় জানিও না।

০৬ ই মার্চ, ২০১৯ সকাল ৭:৩০

রাজীব নুর বলেছেন: গুরীবরাও অন্যায় করে।

৯| ০৬ ই মার্চ, ২০১৯ রাত ১২:২২

মাহের ইসলাম বলেছেন: কষ্ট দিয়ে দিলেন তো !

০৬ ই মার্চ, ২০১৯ সকাল ৭:৩১

রাজীব নুর বলেছেন: মানুষ হয়ে জন্ম নিয়েছেন আর কষ্ট পাবেন না, এটা কেমন কথা।

১০| ০৬ ই মার্চ, ২০১৯ রাত ১:৪৩

মাহমুদুর রহমান সুজন বলেছেন: পাখীগুলোর জন্য মায়া লাগছে।
গতবছর আমার সখের অনেকগুলো কবুতর মরে গিয়েছিল। ৩০ জুড়ের উপর তখন অনেক খারাপ লেগেছিল।

০৬ ই মার্চ, ২০১৯ সকাল ৭:৩১

রাজীব নুর বলেছেন: আহারে----

১১| ০৬ ই মার্চ, ২০১৯ সকাল ৮:০৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
শাহেদ সাহেবের চাকরির কি খবর?

আমার বড় একটা গ্রুপ অব কোম্পানীজ থাকলে উনাকে একটা পদে বসিয়ে দিতাম।

০৬ ই মার্চ, ২০১৯ দুপুর ১:৩০

রাজীব নুর বলেছেন: হোক আপনার গ্রুপ অব কোম্পানী।

১২| ০৬ ই মার্চ, ২০১৯ সকাল ৯:১৬

মোঃসালাহ্উদ্দিন বলেছেন: সুন্দর খুব ভাল লাগলো।

০৬ ই মার্চ, ২০১৯ দুপুর ১:৩১

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.