নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
বাসে করে উত্তরা যাচ্ছি।
আজ ভাগ্য বেশ ভালো, সিট পেলাম। বাস ছাড়ার আগে খুব সুন্দরী এক মেয়ে উঠলো কিন্তু বাসে আর সিট খালি নেই।
আমি লাফ দিয়ে উঠে বললাম, আসসালামুয়ালাইকুম, নিন এইখানে বসুন।
মেয়েটি হাসি মুখে আমার সিটে বসল। বলল, আপনি কি সব সময় মেয়েদের এই রকম সিট ছেড়ে দেন?
আমি বললাম, জ্বী ছোটবেলা থেকেই। কিন্তু আমাকে দেখে কেউ কোনোদিন সিট ছেড়ে দেয়নি।
বিশ্ব রোড দিয়ে শাঁ শাঁ করে বাস চলছে।
বাসের জানালা খোলা, মেয়েটার চুল বাতাসে উড়ছে। একটু পরপর মেয়েটা আমার দিকে আর আমি মেয়েটার দিকে তাকাচ্ছি।
মেয়েটা চোখে খুব সুন্দর করে কাজল দিয়েছে। কপালে একটা ছোট টিপ। ঠোটে হয়তো হালকা গোলাপী লিপস্টিক দিয়েছে। দুই হাত ভর্তি কাঁচের চুড়ি। কোনো কারন ছাড়াই মেয়েটাকে আপন আপন লাগছে। কিছু মানুষ থাকে না- প্রথম দেখায় আপন আপন লাগে।
সময় তখন মধ্যদুপুর।
চারিদিকে কাঁচের মতোন স্বচ্ছ রোদ। তবে প্রচুর বাতাস আছে। ঘটনা চক্রে আমরা একই জাগায় দু'জন নামলাম।
মেয়েটি বলল, আমার খুব ইচ্ছা করছে আপনাকে একটা বার্গার আর কোক খাওয়াই।
আমি বললাম, নিশ্চয়'ই। চলুন।
আমরা একটা খুব বড় ফাস্টফুডের ঢুকলাম। দোকানে ঢুকার সাথে সাথে সারা শরীর ঠান্ডা হয়ে গেল। এসি এত বাড়ানো!
আমরা কোনার দিকে একটা টেবিলে বসলাম। এদিকটায় ভিড় কম। দোকানে একটা ইংলীশ গান বাজছে। গায়ক চিৎকার করে গাইছে। মনে হয় যেন ঝগড়া করছে। গানের কথা গুলো এই রকম, ''Sag, wer will Beef? Neun in den Jeans, Renn oder schieß, yallah, fuck the police''
আমি আরাম করে বার্গার আর কোক খেলাম।
সকালে নাস্তা করা হয়নি। বেশ ক্ষিধে পেয়েছিল। মেয়েটি কিভাবে বুঝলো কে জানে! মায়ের জাত বলেই- মেয়েরা অনেক কিছু বুঝতে পারে।
মেয়েটি বলল, আপনার হাতে কাজ না থাকলে আমার সাথে সন্ধ্যা পর্যন্ত থাকুন। আমি মেয়েটার আন্তরিকতায় মুগ্ধ! এই যুগে এরকম মেয়েও আছে! অল্প সময়ে মেয়েটির সাথে আমার খুব ভাব হয়ে গেল। রাস্তা পার হওয়ার সময় মেয়েটি বলল, আমার হাত ধরো। আমি রাস্তা পার হতে পারি না। আমি মেয়েটির হাত ধরলাম। খুব নরম হাত। বললাম, ভয় নেই, আমি আছি।
১০ ই মার্চ, ২০১৯ রাত ৮:৪৮
রাজীব নুর বলেছেন: জানে না।
২| ১০ ই মার্চ, ২০১৯ সকাল ৮:১৮
Ahmedparbes বলেছেন: Nice
Check that please https://www.technicalsquard.com/
১০ ই মার্চ, ২০১৯ রাত ৮:৪৮
রাজীব নুর বলেছেন: কি এটা?
৩| ১০ ই মার্চ, ২০১৯ সকাল ৮:২২
আখ্যাত বলেছেন: :
গাদাগাদি গাড়িতে সিট পাওয়ার অধিকার পুরুষের চেয়ে একজন নারীরই বেশি
নারীটি সমঅধিকারে খুশি থাকলে সে সরল বোকা
পুরুষটি সমঅধিকারের কথা বললে সে নির্মম চালাক
১০ ই মার্চ, ২০১৯ রাত ৮:৪৯
রাজীব নুর বলেছেন: হা হা হা---
৪| ১০ ই মার্চ, ২০১৯ সকাল ৯:৫৭
আকতার আর হোসাইন বলেছেন: অন্য মেয়ের হাত ধরেছেন....
সুরভি ভাবি জানলে বাসায় জায়গা হবে তো আমার ভাইটার...
১০ ই মার্চ, ২০১৯ রাত ৮:৪৯
রাজীব নুর বলেছেন: মাইর মাটিতে পড়বে না।
৫| ১০ ই মার্চ, ২০১৯ সকাল ১০:২৭
নীল আকাশ বলেছেন: যেই মেয়ের ছবি দিয়েছেন সেই মেয়ের হাত ধরে থাকলে তো খবর আছে আপনার, ভাবী জানে?
মেয়ে ছবি দেখে তো আমারই তো প্রায় হৃদকম্পন শুরু হয়ে গেল অবস্থা! মেঘ না চাইতেই ঢাক গুরগুর..
সমঅধিকার মেয়েদের নায্য পাওনা থেকে বন্চিত করে। মেয়েরা মায়ের জাত। আচরন গত কোন সমস্যা না থাকলে প্রায় সব পুরুষরাই মেয়েদের যথেষ্ঠই সম্মান করে।
মেয়েদের সিট ছেড়ে দেয়াটা হলো মেয়েদের সম্মান করা যেটা অবশ্যই প্রতিটা মেয়েই ডির্জাভ করে।
ধন্যবাদ এবং শুভ কামনা রইল!!
১০ ই মার্চ, ২০১৯ রাত ৮:৫০
রাজীব নুর বলেছেন: মেয়ে জাতটাই মায়াবতির জাত।
৬| ১০ ই মার্চ, ২০১৯ সকাল ১০:৪৭
মিখু হোসাইন তিতু বলেছেন: তারপর... তারপর কি হল - ঘুম ভেঙে গেল, নাকি ভাবী ঘুম থেকে ডেকে তুলে বাজারের ব্যাগ ধরিয়ে দিল..????
১০ ই মার্চ, ২০১৯ রাত ৮:৫১
রাজীব নুর বলেছেন: আমি বাজার করি প্রতি শুক্রবার।
৭| ১০ ই মার্চ, ২০১৯ সকাল ১১:১৩
মৃত্যু হবে একদিন বলেছেন: বাংলা সিনিমা
১০ ই মার্চ, ২০১৯ রাত ৮:৫১
রাজীব নুর বলেছেন: মাঝে মাঝে বাংলা সিনেমা ঘটে যায়।
৮| ১০ ই মার্চ, ২০১৯ সকাল ১১:২৭
পদাতিক চৌধুরি বলেছেন: হা হা হা.... এটা কেমন হলো ? আপনার কাছে কাজ না থাকলে আমার সঙ্গে সন্ধ্যা পর্যন্ত থাকুন । পরে আবার বলল আমার হাত ধরো আমি রাস্তা পার হতে পারি না।
শিওর গৃহযুদ্ধের আশঙ্কা আছে । আমরা এসব বিতরকের মধ্যে নাই পালালাম .....
১০ ই মার্চ, ২০১৯ রাত ৮:৫২
রাজীব নুর বলেছেন: উফ দাদা!!!!
৯| ১০ ই মার্চ, ২০১৯ দুপুর ১২:১২
তারেক_মাহমুদ বলেছেন: হা হা হা এসব কি ভাই?
১০ ই মার্চ, ২০১৯ রাত ৮:৫২
রাজীব নুর বলেছেন: এই তো ঘটনা। ঘটে যায়।
১০| ১০ ই মার্চ, ২০১৯ দুপুর ১:৪৩
মাহমুদুর রহমান সুজন বলেছেন: চরম আকাঙ্ক্ষায় ব্যাথিত সময়ের স্বপ্নরা এমন করেই আসে।
১০ ই মার্চ, ২০১৯ রাত ৮:৫২
রাজীব নুর বলেছেন: হুম।
১১| ১০ ই মার্চ, ২০১৯ দুপুর ২:০৯
আখ্যাত বলেছেন:
আপনার “সেই মেয়েটি”র পাঠকপ্রিয়তা দেখে আমিও একটি “সেই মেয়েটি” লিখে ফেললাম
১০ ই মার্চ, ২০১৯ রাত ৮:৫৩
রাজীব নুর বলেছেন: এখনই পড়বো।
১২| ১০ ই মার্চ, ২০১৯ দুপুর ২:২৩
নয়া পাঠক বলেছেন: আমি তো প্রায় রোজই মেয়েদের দাড়িয়ে থাকতে দেখলে সিট ছেড়ে দিয়ে নিজে কষ্ট করে যাই কিন্তু আমারে তো কেউ কোনদিন কইল না, আসেন বার্গার আর কোক খান! পোড়া কপাল আমার! এদিকে দেখি শুধু বার্গার আর কোক না সাথে আরও কিছু!
১০ ই মার্চ, ২০১৯ রাত ৮:৫৩
রাজীব নুর বলেছেন: কোনো একদিন এরকম ঘটে যাবে। অপেক্ষা করুন।
১৩| ১০ ই মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:০১
মাহমুদুর রহমান বলেছেন: এতক্ষন মনে হচ্ছিলো যেন, আমি আর সে মেয়েটি একসাথে ছিলাম।
গল্পে ভালো লাগা রেখে গেলাম গুরু।
১০ ই মার্চ, ২০১৯ রাত ৮:৫৪
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
১৪| ১০ ই মার্চ, ২০১৯ রাত ৯:২০
আখ্যাত বলেছেন: :
মেয়েটির কৃতজ্ঞতাবোধ ও সৌজন্যবোধ অনুসরণীয়
সবার জন্য
সুরভি আপার জন্যও
কে জানে হয়তো অনুসৃতও
১১ ই মার্চ, ২০১৯ সকাল ৭:৩২
রাজীব নুর বলেছেন: হুম।
১৫| ১১ ই মার্চ, ২০১৯ রাত ১:৩৯
মুক্তা নীল বলেছেন:
কোনো কারন ছাড়াই মেয়েটাকে আপন আপন লাগছে। কিছু মানুষ থাকে না- প্রথম দেখায় আপন আপন লাগে।
এ-ই কথাগুলোর মানে কি? বয়স কত---জানি!!! অবশ্য আপনাদের স্বহজাত স্বভাব....
১১ ই মার্চ, ২০১৯ সকাল ৭:৩২
রাজীব নুর বলেছেন: !
১৬| ১১ ই মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:৪১
নজসু বলেছেন:
আশা করি ভালো আছেন।
ভালো মনের মানুষেরা সবাইকে ভালোবেসে আপন করে নিতে পারেন।
১১ ই মার্চ, ২০১৯ রাত ৮:০৯
রাজীব নুর বলেছেন: জ্বী ভালো আছি।
১৭| ১১ ই মার্চ, ২০১৯ রাত ৯:২৫
আলমগীর কাইজার বলেছেন:
ভালো লাগলো। তবে ভাবির প্রতিক্রিয়া জানতে ইচ্ছা হচ্ছে।
১১ ই মার্চ, ২০১৯ রাত ৯:৩৬
রাজীব নুর বলেছেন: এই পোষ্টের ব্যাপারে সে কিছুই জানে না।
১৮| ১৩ ই মার্চ, ২০১৯ সকাল ৮:৩২
দীপঙ্কর বেরা বলেছেন: হা হা
দারুণ তো
১৩ ই মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:৩২
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ১০ ই মার্চ, ২০১৯ সকাল ৭:৪০
মা.হাসান বলেছেন: সুরভি আপা কি ঘটনা জানে?
জানলে কিন্তু খবর আছে।