নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

রাস্তায় পাওয়া ডায়েরী থেকে- ৮৪

১১ ই মার্চ, ২০১৯ রাত ৯:৪৮

১। বেঁচে থেকে আর কি হবে, এই ধরনের একটা ভাব নিয়ে দিব্যি বেঁচে আছি।

২। আমায় যদি তুমি বলো ঈশ্বর,
আমি বলব হ্যাঁ আমি তাই।
আমায় যদি বলো পাপী শয়তান,
আমি বলব হ্যাঁ আমি তাই-ই।

- কারন আমার মাঝে যাদের অস্তিত্ব
তার একজন ঈশ্বর; অপর জন শয়তান।
তাই যখন শয়তানের ছবিটি ভাসে
আমার মানব অবয়বে- তখন আমি পাপী।

২৬ নভেম্বর ১৯৭২ সালে দৈনিক আজাদ পত্রিকায় প্রকাশিত এই কবিতাটি রুদ্র মুহম্মদ শহিদুল্লা'র প্রকাশিত প্রথম কবিতা। ১৯৯০ সালে সাপ্তাহিক পূর্ণিমা ম্যাগাজিনে রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ এক সাক্ষাতকারে বলেছেনঃ ''অকবিদের হাত থেকে কবিতাকে রক্ষা করুন।''

৩। You must remember that, you fighting against destiny.
You have to make your own future.

৪। হাসি ও নীরবতা হলো দুটি শক্তিশালী হাতিয়ার । হাসির মাধ্যমে আপনি হাজারো সমস্যার সমাধান করতে পারবেন ।নীরবতার মাধ্যমে আপনি হাজারো সমস্যাকে এড়িয়ে যেতে পারবেন।

৫। ২য় বিশ্ব যুদ্ধের সময় কিটক্যাট চকলেট বানানো একদম বন্ধ ছিলো এর কারণ ছিলো পর্যাপ্ত দুধের সরবরাহ না থাকা।

৬। সাফল্যের ৩টি শর্তঃ-
অন্যের থেকে বেশী জানুন।
অন্যের থেকে বেশী কাজ করুন।
অন্যের থেকে কম আশা করুন।

( উইলিয়াম শেক্সপিয়ার )

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১১ ই মার্চ, ২০১৯ রাত ৯:৫৩

ANIKAT KAMAL বলেছেন: অসম্ভব সুন্দ‌রের শিক্ষনীয় পোস্ট

১২ ই মার্চ, ২০১৯ সকাল ৭:৪৪

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

২| ১১ ই মার্চ, ২০১৯ রাত ১০:৫৪

মাহমুদুর রহমান বলেছেন: মাঝে মাঝে আপনার মন্তব্যগুলো পড়ে মুগ্ধ হই।
এতো সুন্দর সুন্দর কথা আপনার মাথায় আসে অথচ আমার মাথায় খেলে না।
আজব ব্যাপার!
অবশ্য সবাই তো আর এক রকম না।

যাই হোক,ভালো লাগলো আপনার ভাবনাগুলো।অত্যান্ত যুগোপযোগী লেখা।

১২ ই মার্চ, ২০১৯ সকাল ৭:৪৪

রাজীব নুর বলেছেন: ভালো থাকুন। সুস্থ থাকুন।

৩| ১২ ই মার্চ, ২০১৯ রাত ১২:৫২

কথার ফুলঝুরি! বলেছেন: ৪ নং এর হাতিয়ার দুটি আমার আছে B-)

কিটক্যাট :#)

আমিও যে একজন অকবি B:-)

১২ ই মার্চ, ২০১৯ সকাল ৭:৪৫

রাজীব নুর বলেছেন: না না আপনি অকবি নন।

৪| ১২ ই মার্চ, ২০১৯ রাত ১:০৯

আকতার আর হোসাইন বলেছেন: বাহ, সেরা ভাই...

রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ'র কবিতা অসম্ভব সুন্দর...

..

সাফল্যের ৩টি শর্তঃ-

অন্যের থেকে বেশী জানুন।
অন্যের থেকে বেশী কাজ করুন।
অন্যের থেকে কম আশা করুন।

শেক্সপিয়ারের প্রথম দুটি মানলেও ৩ নম্বরটি আমি মানি না...

আশা অবশ্যই রাখতে হবে। ভালভাবে রাখতে হবে। আশা ও স্বপ্নের মধ্যেই মানুষের বেঁচে থাকা।

এখন আবার আমাকে শেক্সপিয়রের চেয়ে জ্ঞানী বলে হেয় করিয়েন না আবার...

শুভ রাত্রি প্রিয় রাজিব ভাই...

১২ ই মার্চ, ২০১৯ সকাল ৭:৪৫

রাজীব নুর বলেছেন: ভালোবাসা নিরন্তর।

৫| ১২ ই মার্চ, ২০১৯ সকাল ৯:৫৭

চাঁদগাজী বলেছেন:


রাস্তায় প্লাষ্টিকের ব্যাগ দেখি অনেক, আপনি ডাইরী কোথায় পান?

৬| ১২ ই মার্চ, ২০১৯ দুপুর ১:৩০

রাজীব নুর বলেছেন: যারা ভাগ্যবান তারা ডায়েরী পায়।

৭| ১৫ ই মার্চ, ২০১৯ বিকাল ৫:০১

তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: কঠিন ভাবনা গুলো।

১৫ ই মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:৫৮

রাজীব নুর বলেছেন: ইয়েস।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.