নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

ডাকসু নির্বাচন নিয়ে সাধারন মানুষ যা ভাবছেন

১২ ই মার্চ, ২০১৯ দুপুর ২:০৮

১। ঢাকা বিশ্ববিদ্যালয়কে যারা প্রাচ্যের অক্সফোর্ড বলেন বিশ্ববিদ্যালয় সম্পর্কে তাদের কোনো ধারণা নেই।

২। ডাকসু নির্বাচনের বিচিত্র সব খবর সকাল থেকেই দেখছি।
ঢা বি কর্তৃপক্ষ প্রমাণ করেছেন- তারা একটা নির্বাচন অনুষ্ঠানের যোগ্য নন। তাদের সকল মনোযোগ ১০ টাকায় চা-সিঙ্গারা-সমুচা বিক্রির মাধ্যমে গিনিজ বুকে নাম লেখানোর চেষ্টায়।

৩। কর্তার ইচ্ছায় কর্ম- এই সোজা বিষয়টি আমরা কেন যেন বুঝতে চাই না। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কী বা করার আছে।

৪। আইয়ুব খানের সময়েও ডাকসুতে এমন 'অসাধারন' নির্বাচন হয়নি ...

৫। শুধু আমি বা আমরাই নই।
আমি নিশ্চিত, আজ সকালে ঘুম ভেঙে আরও একবার জ্ঞান হারিয়েছেন নুরুভাই (নুরুল হক), তার ভিপি হওয়ার সংবাদ পেয়ে!
নির্বাচন বিষয়টাকে আর কতো হাইস্যকর করার পর এই জাতি ক্ষ্যান্ত হবে?
বলে রাখলাম, এই দেশে সরকারি চাকরির অফার দিয়েও ভোটারদের আর কেন্দ্রে ফেরানো যাবে না- সেই দিন খুব বেশি দূরে নয়।

৬। প্রথমত, তরুণ ছাত্রছাত্রীদের উপর ভরসা রাখতে হবে।
দ্বিতীয়ত, তরুণ ছাত্রছাত্রীদের উপর ভরসা রাখতে হবে।
তৃতীয়ত, তরুণ ছাত্রছাত্রীদের উপর ভরসা রাখতে হবে।
এদের অধিকাংশের চোখে আগামীদিনের সাম্যের বাংলাদেশের স্বপ্ন ঝলমল করছে।

৭। অতীতে একবার জাবিতে ছাত্রলীগের ফুল প্যানেল হারলেও ভিপি পদে জিতে এসেছিলেন একজন!গতকালও একই নাটক হল শোভনের সাথে!

৮। আমাদের মনে রাখা দরকার, স্বাধীনতার পর ২১ বছর আমরা গণতন্ত্র বঞ্চিত ছিলাম। নির্বাচনী ব্যবস্থাটিকে চূড়ান্তভাবে কলুষিত করে গণতন্ত্র রক্ষা করা কী আদৌ সম্ভব হতে পারে?

৯। ডাকসু নির্বাচনে মেয়েদের হলগুলোতে ছাত্রলীগের ভরাডুবি হয়েছে।
বুঝতে পারছি না- দেশের সবচেয়ে ক্ষমতাবান নারী যাদেরকে এত পছন্দ করেন, তাদেরকে কেন সাধারণ নারীরা পছন্দ করেন না?

১০। শিবিরকর্মী নুরা ডাকসু ভিপি নির্বাচিত হওয়ায় হুদাই আহাজারি করতেসি। এই দেশেইতো রাষ্ট্রীয় খরচে দেশব্যাপী মসজিদ প্রকল্প হয়, এই রাষ্ট্রে কওমীরা স্বীকৃতি পেয়েছে, এই ঢাবিতেই হিজাবীরা হিজাব ডে পালন করছে, তো শিবিরকর্মী ডাকসু ভিপি হবেনা তো কি আমি হবো?
আহারে ! আহারে মুক্তিযুদ্ধের চেতনা!!! আহারে ঢাকা বিশ্ববিদ্যালয়...

১১। আজ যারা ডাকসু নির্বাচনকে ইনিয়ে বিনিয়ে সমর্থন করছেন, পিঠে হাত দিয়ে দেখুন তো, মেরুদন্ড ঠিকঠাক আছে কিনা!!

১২। নুরুকে যারা ভোট দিয়েছে তারা রাশেদ - ফারুককে ভোট দেয়নি !!!
রব্বানি - সাদ্দামকে যারা ভোট দিয়েছে তারা শোভনকে ভোট দেয়নি !!!
এই যুক্তিটাই কি যথেষ্ট নয় !!! যে শোভনকে বলির পাঠা বানানো হয়েছে।


মন্তব্য ৩৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ১২ ই মার্চ, ২০১৯ বিকাল ৩:০৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: কতকিছু ঘটে যাচ্ছে শহরে তার খো্জই রাখি না

১২ ই মার্চ, ২০১৯ রাত ৮:০৬

রাজীব নুর বলেছেন: খোজ না রাখাই ভালো। মন খারাপ হবে না।

২| ১২ ই মার্চ, ২০১৯ বিকাল ৩:৩০

চাঁদগাজী বলেছেন:


মুক্তিযোদ্ধা কোটাবিরোধী রগকাটা শিবির ভোটে দাঁড়ালো কিভাবে?

১২ ই মার্চ, ২০১৯ রাত ৮:০৬

রাজীব নুর বলেছেন: এই দেশে সব সম্ভব।

৩| ১২ ই মার্চ, ২০১৯ বিকাল ৪:০৫

স্বপ্নের আগামী বলেছেন: অসাধারণ বিশ্লেষণ। মনের কথা গুলো উঠে এলো আপনার লেখায়।

১২ ই মার্চ, ২০১৯ রাত ৮:০৭

রাজীব নুর বলেছেন: ভালো থাকুন।

৪| ১২ ই মার্চ, ২০১৯ বিকাল ৪:৫১

জুনায়েদ বি রাহমান বলেছেন: পাব্লিকের মন্তব্য বা ভাবনায় যুক্তি আছে। নির্বাচনকে স্বচ্ছ ও নিরপেক্ষ করতে হলে সবাইকে সমান সুযোগ দিতে হবে। টাবি প্রশাসন সেটা পারেনি। তারা পুরু বিশ্ববিদ্যালয়'টাকে নাটকের মঞ্চ করে ফেলেছে।

১২ ই মার্চ, ২০১৯ রাত ৮:০৭

রাজীব নুর বলেছেন: দুঃখজনক।

৫| ১২ ই মার্চ, ২০১৯ বিকাল ৪:৫৪

জুনায়েদ বি রাহমান বলেছেন: নুরা সমর্থকদের উপর সকালে যারা লাইভ ক্যামেরার সামনে লাঠিসোঁটা নিয়ে হামলা করলো, তারা কারা?
এইসব সন্ত্রাসীরা বিশ্ববিদ্যালয়ে কি করে?

১২ ই মার্চ, ২০১৯ রাত ৮:০৮

রাজীব নুর বলেছেন: দুষ্ট লোক সব জায়গায় আছে।

৬| ১২ ই মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:৩৬

তারেক_মাহমুদ বলেছেন: আমার মনে হয় না শোভনকে বলির পাঠা বানানো হয়েছে, নির্বাচনে কিছুটা অনিয়ম থাকলেও অন্তত ৬৫% নিরপেক্ষ হয়েছে।

১২ ই মার্চ, ২০১৯ রাত ৮:০৯

রাজীব নুর বলেছেন: তা ঠিক।

৭| ১২ ই মার্চ, ২০১৯ রাত ৮:৩৯

পদাতিক চৌধুরি বলেছেন: আজ সারা দিন চেষ্টা করে অবশেষে এখন ব্লগে ঢুকতে পারলাম ।

সাধের ব্লগটি যেন কোথায় হারিয়ে গেছে। ভাবনা গুলো বেশ ভালো দুই একটা বাদে । তবে ডাকসু নির্বাচন নিয়ে ভাই যে সিরিয়াস এ বিষয়ে দ্বিমত পোষণ করার কোন অবকাশ নেই ।

শুভকামনা ও ভালোবাসা রইলো ।

১৩ ই মার্চ, ২০১৯ সকাল ৭:০৬

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ দাদা।

৮| ১২ ই মার্চ, ২০১৯ রাত ১০:২৩

মা.হাসান বলেছেন: রাজীব দুলভাই, সেদিন অক্সফোর্ডের এক ছাত্রের সাথে দেখা, টিএসসিতে, আমারি মতোন ১০ টাকায় পেট ভরে খেতে গিয়েছিল। ও বললো ওরা নাকি অক্সফোর্ড কে পাশ্চাত্যের ঢাকা বিশ্ববিদ্যালয় দাবি করতে চেয়েছিল, কিন্তু বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ বলেছে এখনো অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানে পৌছুতে পারেনি।

সুরভি আপা আপনাকে বার্গার বানায়নি এখনো তা দেখে ভালো লাগলো।

১৩ ই মার্চ, ২০১৯ সকাল ৭:০৭

রাজীব নুর বলেছেন: শুভ সকাল।
ভালো থাকুন।

৯| ১৩ ই মার্চ, ২০১৯ রাত ১:৩৪

কনফুসিয়াস বলেছেন: আমি করজোড় জানাই, এই লিখাটি পএিকায় প্রকাশিত হউক।

১৩ ই মার্চ, ২০১৯ সকাল ৭:০৮

রাজীব নুর বলেছেন: চাকরি থাকবে না।

১০| ১৩ ই মার্চ, ২০১৯ ভোর ৫:৫২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
প্রথম মন্তব্যটি যিনি করেছেন তাকে লাল সালাম।

বাংলাদেশে মান সম্মত বিশ্ববিদ্যালয় কমই আছে। তাই টাকা আদের আছে তারা পড়তে দেশ ছাড়ছে। ঢাকা

১৩ ই মার্চ, ২০১৯ সকাল ৭:০৯

রাজীব নুর বলেছেন: এই দেশে শান্তি নাই। আমার টাকা থাকলে আমিও বিদেশ চলে যেতাম।

১১| ১৩ ই মার্চ, ২০১৯ ভোর ৫:৫৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
Confucius বলেছেন: আমি করজোড় জানাই, এই লিখাটি পএিকায় প্রকাশিত হউক।

১৩ ই মার্চ, ২০১৯ সকাল ৭:০৯

রাজীব নুর বলেছেন: হুম।

১২| ১৩ ই মার্চ, ২০১৯ সকাল ৮:৫৬

আবু হাসান লাবলু বলেছেন: সব কিছুর আগে সবার সৎ ও সাহসী হওয়া দরকার।

১৩ ই মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:৩১

রাজীব নুর বলেছেন: ইয়েস।

১৩| ১৩ ই মার্চ, ২০১৯ সকাল ৯:১৮

ঢাবিয়ান বলেছেন: খুব ভাল লিখেছেন। তবে নুরু যে শিবির কর্মী এটা হাতুড়িলীগ বলছে, আপনি কেন বলছেন? নুরুল হল অতীতে ছাত্রলীগ করত। ২০১৫ সালে মহসিন হলে ছাত্রলীগের মানব সম্পদ উন্নয়ন সম্পাদক ছিল। ফেসবুকে এখন ভাইরাল তার অতীত পরিচয়।

১৩ ই মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:৩২

রাজীব নুর বলেছেন: হুম।

১৪| ১৩ ই মার্চ, ২০১৯ সকাল ১১:২৪

বোকা পুরুষ বলেছেন: এ দেশ থেকে ছাত্র রাজনিতী বিলীন না হলে দেশ শুধু ধ্বংসের পথেই হাটবে। ১৯৭১ এর পর ছাত্র রাজনৈতিক দল গুলোর ধ্বংসাত্মক কর্মকান্ড ছাড়া, উল্লেখযোগ্য ভাল কোন কর্মসুচির কথা কেউ বলতে পারবেন? সেটা ছাত্রদল, ছাত্রলীগ বা শিবির যেই হউক না কেন।

১৩ ই মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:৩৩

রাজীব নুর বলেছেন: ইয়েস।

১৫| ১৩ ই মার্চ, ২০১৯ দুপুর ২:৪১

আখ্যাত বলেছেন:
৩। "কর্তার ইচ্ছায় কর্ম" কথাটা সব সময় ঠিক না।
“ঢাবি মারা গেছেন” এই বাক্যে “ঢাবি” হলো কর্তা
আচ্ছা, কেউ কি ইচ্ছায় মারা যায়।
৪। আইয়ুব খানের সময়েও ডাকসুতে এমন 'অসাধারন' নির্বাচন হয়নি ...
হয়নি বলেই তো তখন গো আযমদের মত অমানুষরা জিএস হতো

১৩ ই মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:৩৩

রাজীব নুর বলেছেন: ভালো থাকুন।

১৬| ১৩ ই মার্চ, ২০১৯ দুপুর ২:৪৬

মাহমুদুর রহমান সুজন বলেছেন: যা কিছুই দেখছি তা যে ঘটবে আগে থেকেই অনেক সাধারণ মানুষ আচঁ করে থাকে।

১৩ ই মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:৩৪

রাজীব নুর বলেছেন: সাধারন মানুষ না, বুদ্ধিমানরা আঁচ করতে পারে। বোকা লোক পারে না।

১৭| ১৩ ই মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:৫০

মাহমুদুর রহমান বলেছেন: নুরুকে কতিপয় লোক বলছে সে শিবিরের সদস্য।
এই ব্যাপারটা কে আপনি কিভাবে দেখছেন?

১৩ ই মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:৩৫

রাজীব নুর বলেছেন: দশ জন যেইদিকে আমিও সেইদিকে।

১৮| ১৩ ই মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:৩৬

মাহমুদুর রহমান বলেছেন: লেখক বলেছেন: দশ জন যেইদিকে আমিও সেইদিকে।

হা হা হা ।

১৩ ই মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:৩৯

রাজীব নুর বলেছেন: হাসুন। খুব হাসুন। হাসাহাসি করা ভালো। শরীর মন দু'টাই ভালো থাকে।
কিন্তু আমার হাসি পায় না। অথচ আমি খুব হাসতে চাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.