নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

রাস্তায় পাওয়া ডায়েরী থেকে- ৯০

০৮ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৩:০৩



১। পুরুষ মানুষ জীবনে স্বেচ্ছায় একটি ভুল সিদ্ধান্ত নেয়, সেটা হলো বিয়ে করা। আর নারী সারা জীবনে একটি সঠিক সিদ্ধান্ত নেয়, তা হলো বিয়ের পিঁড়িতে বসা।

২। আইনস্টাইন একবার ট্রেনে চড়ে যাচ্ছেন। টিকিটচেকার এসে টিকিট চাইতে আইনস্টাইন খুঁজে পাচ্ছেন না কোথায় টিকিটটি রেখেছেন।
টিকিটচেকার আইনস্টাইনকে চিনতে পেরে বললেন, ‘প্রফেসর, আপনাকে আর খুঁজতে হবে না। আমি জানি আপনি নিশ্চয় টিকিট কেটেছেন।’
‘না, না, খুঁজতে হবে’, আইনস্টাইন ব্যস্ত হয়ে বললেন, ‘ওটা না পেলে আমি জানব না আমি কোথায় যাচ্ছি!’

৩। রবীন্দ্রনাথ- নিজের ছবি সম্পর্কে বলেছেন, ‘আমার ছবি যখন বেশ সুন্দর হয়, মানে সবাই যখন বলে বেশ সুন্দর হয়েছে তখনি আমি তা নষ্ট করে দিই। খানিকটা কালি ঢেলে দিই বা এলোমেলো আঁচড় কাটি। যখন ছবিটা নষ্ট হয়ে যায়, তখন তাকে আবার উদ্ধার করি। এমনি করে তার একটা রূপ বের হয়।’

৪। 'কখন বুঝবে একটি দেশ ও সমাজ নষ্ট হয়ে গেছে?
যখন দেখবে দরিদ্ররা ধৈর্যহারা হয়ে গেছে, মূর্খরা মঞ্চে বসে আছে, জ্ঞানীরা পালিয়ে যাচ্ছে এবং শাসকরা মিথ্যা কথা বলছে।'

৫। ফজরের নামাজ দুপুর পর্যন্ত কাজা হয় না। কারন, আমাদের নবী একবার দেরী করে ঘুম থেকে উঠেছিলেন। নবীর জন্য আমরা মাফ পেয়েছি।

৬। সবচেয়ে বড় প্রতিশোধ হচ্ছে সুখে থাকা। কারণ কোনো কিছুই প্রতিপক্ষকে এর চেয়ে বেশী উম্মাদ করে না।

৭। দিনদিন ব্লগ থেকে ব্লগারের সংখ্যা কমে যাচ্ছে। এর জন্য দায়ী সরকার। দেশের সমস্যা এবং নানান অনিয়ম গুলো চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় ব্লগাররা। দেশের সবকিছুতেই সবার আগে এগিয়ে আসে ব্লগাররা। মুক্ত চিন্তা-ভাবনা না করতে পারলে- কিভাবে হবে? প্রতিটা ব্লগে মত প্রকাশের সুষ্ট পরিবেশ ফিরে আসাটা খুব জরুরী। অন্যথায় দেশ অনেকখানি পিছিয়ে যাবে।

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৩:২৯

কিশোর মাইনু বলেছেন: ১/ভাবী কি পোস্টটি দেখেছেন?!?!?

২/উনি নাকি নিজের নাম্বার ও মুখস্ত রাখতেন না। অনীহা ছিল বলে। এমন আরো অনেক গল্প পড়ে আমার প্রশ্ন বিজ্ঞানীরা এরকম বোকা বা আত্মভোলা হয় কেন?!?!?

৩/জানতাম না ব্যাপারটা। কিন্তু জেনে ও তেমন কিছু বুঝলাম না।


৪/অনেকটা কি আমাদের দেশের মত?!?!?

৫/সোর্স্টা জানতে পারলে ভাল হত ভাইয়া।

৬/ভাল বলেছেন। মনে থাকবে কথাটা।

৭/একমত।

০৮ ই এপ্রিল, ২০১৯ রাত ৯:৩০

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ আপনাকে প্রতিটা পয়েন্ট মন দিয়ে পড়ার জন্য।

২| ০৮ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৪:১৮

বাংলার মেলা বলেছেন: হুমায়ুন আহমেদ ইসলাম ধর্ম সম্পর্কে তেমন কোন জ্ঞান অর্জন করেনি। তাই তার দেয়া ফতোয়ায় দ্বীন ও শরীয়তের তেমন কোন রদবদল করেনা। তা সত্ত্বেও কিছু কিছু মূর্খ তার যেকোন বক্তব্যকেই অকাট্য সত্য বলে ধরে নেয়। 'জোছনা ও জননীর গল্প' উপন্যাসে হুমায়ূনের ফজর নামাজ বিষয়ক ফতোয়া সেরকমই একটা ব্যাপার।

রাসূল (স) অসাবধানতা বা অত্যধিক ক্লান্তির কারণে ফজরে নির্ধারিত সময়ে উঠতে পারেননি বলে কাজা আদায় করেছিলেন। তার সম্মানে একমাত্র ফজরের নামাজ কাজা করার বিধান আছে - তাও জোহর এবং হারাম ওয়াক্তের আগ পর্যন্ত । কিন্তু কেউ যদি ইচ্ছে করে বা অলসতার কারণে ফজর নামাজ কাজা করে, তাহলে তার তওবা ছাড়া মাফ পাবার কোন উপায় নেই।

০৮ ই এপ্রিল, ২০১৯ রাত ৯:৩২

রাজীব নুর বলেছেন: কেউ হুমায়ূন আহমেদকে ছোট করে করে বললে আমার ভালো লাগে না।

৩| ০৮ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৫:২৮

অন্তরা রহমান বলেছেন: ১/ জিনিসটা আসলেই দিল্লির লাড্ডু। খাইলেও খবর আছে, না খাইলেও।
৩/ খুব একটা খারাপ বুঝি না চিত্রকলা। কিন্তু, গুরুদেবের আঁকায় প্রান খুঁজে পাই না।
৪/ দরিদ্র অবস্থায় আর যাই হোক ধৈর্য্য থাকে না।
৫/ আমিও শুনেছি, কিন্তু এটা ভেরিফাইড কি?
৬/ ক্ষমতা থাকলে প্রতিপক্ষকে গুড়িয়ে দেয়াটাই সবচাইতে অসাধারণ অনুভূতি। ক্ষমতা না থাকলে এসব শুধু নিজের হেরে যাওয়াটা ঢাকার শাক।
৭/ আর কোথাও কোন ব্লগ নাই। কতগুলো বাংলা ব্লগ সাইট ছিল! একে একে বন্ধ হয়ে শুধু সচল, সামু ছাড়া আর কেউ নাই!

০৮ ই এপ্রিল, ২০১৯ রাত ৯:৩৩

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
ভালো থাকুন।

৪| ০৮ ই এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:০৫

পদাতিক চৌধুরি বলেছেন: সব গুলো পড়লাম। ২ নম্বরটা বেস্ট লাগলো।

০৮ ই এপ্রিল, ২০১৯ রাত ৯:৩৪

রাজীব নুর বলেছেন: শুকরিয়া দাদা।

৫| ০৮ ই এপ্রিল, ২০১৯ রাত ৮:৫৮

নতুন নকিব বলেছেন:



৫ নং সঠিক নয়। ফজরের শেষ সময় সূর্যোদয়ের পূর্ব পর্যন্ত- এটাই সঠিক।

০৮ ই এপ্রিল, ২০১৯ রাত ৯:৩৯

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ আপনাকে।
এটা নিয়ে আমার মনেও সংশয় ছিল।

৬| ০৮ ই এপ্রিল, ২০১৯ রাত ১১:০২

কিশোর মাইনু বলেছেন: আপনার নামে অভিযোগ আছে ভাই আমার।
আপনি ধন্যবাদ দেন ঠিকই, কিন্তু আমার করা প্রশ্ন গুলোর কিন্তু জবাব দেন না?!?!?

কেন?!?!?
আমি কি আপনার অপছন্দের ব্যাক্তিদের তালিকায় আছি নাকি?!?!?
Frankly Clear cut answer...

০৯ ই এপ্রিল, ২০১৯ সকাল ৯:২৬

রাজীব নুর বলেছেন: দূর কি যে বলেন!!!

৭| ১২ ই এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:৫৫

মাহমুদুর রহমান বলেছেন: পুরুষ মানুষ জীবনে স্বেচ্ছায় একটি ভুল সিদ্ধান্ত নেয়, সেটা হলো বিয়ে করা। আর নারী সারা জীবনে একটি সঠিক সিদ্ধান্ত নেয়, তা হলো বিয়ের পিঁড়িতে বসা।

আপনি বলছেন ভুল সিদ্ধান্ত আসলে এটা একটা মনগড়া কথা।ধরুন আপনি আপনার স্ত্রীকে নিয়ে অসুখে আছেন তার অর্থ কি দাঁড়ায় বাকীরাও কি অসুখে আছে?

আবার এই কথাটা পুরুষদের উৎসাহের সাথে ধাবিত করে যৌনপল্লির দিকে।

মোটকথা এই ধারনা আমরা সৃষ্টি করেছি আর আমাদেরকে এই ধারনা থেকেই বেরিয়ে আসতে হবে।

১২ ই এপ্রিল, ২০১৯ রাত ১১:৩২

রাজীব নুর বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.