নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

শুভ হোক বাংলার নববর্ষ, বাঙালির নববর্ষ ১৪২৬

১৪ ই এপ্রিল, ২০১৯ দুপুর ১:১২



আজ বাংলার আর একটি নতুন বর্ষের ১৪২৬ শুরু।
সম্রাট মহামতি আকবর কে স্মরন করছি আজ, তিনি বাংলায় কৃষকদের অর্থ নৈতিক কর্মকান্ডে উজ্জিবীত (খাজনা আদায় ) করার কল্যানে ও স্বার্থে গ্রামে, গন্জে, হাটে, ঘাটে, মাঠে বৃহত্তর বাংলার জন পথে পথে হালখাতা, বৈশাখী মেলা, লোকাল নাচ, ঘোড় দৌড়, নৌকা বাইচ, ফোগ গানের (সারি জারি )আয়োজন করে ছিলেন এই বৃহত্তর বাংলায় ( বাংলা বর্ষের বৈশাখ মাসে)।
এ’ দিয়েই মূলত বাংলা বর্ষের শুরু ১৪২৪ বছর আগে। এই হতেই আমাদের বাংলা বর্ষের শুরু, তাই বাংগালিদের রক্তে, মনে গেথে আছে এই সংস্কৃতি। আমাদের অঞ্চলের আবহাওয়া তাই বলে, বর্ষা ঋতু আসবার আগেই এই সময়ই গ্রাম - গঞ্জের মানুষ ফসল পেত, ইহাই একে অপরের মধ্যে বিনিময় করত, সরকারকে খাজনা দিত, আনন্দ করত, পুজি করত খাবার সারা বছরের জন্য। তাই, আমদের আর্থিক বছরও (April ) হতে শুরু হলে মন্দ হতো নয়!!

পুরাতনকে বিদায় দিয়ে নতুনের স্বপ্ন রচনা করতে রবীন্দ্রনাথ ঠাকুরের বৈশাখী গান গেয়ে নতুন বাংলা বছরকে স্বাগত জানাই আমরা। মিষ্টি মুখ, পান্তা ইলিশ আর নতুন দেশি পোশাকে আমরা এই দিনটিতে একদিনের জন্য হলেও পুরো বাঙালি হয়ে যাই।
পহেলা বৈশাখ আর পান্তা ইলিশ যেনো সমার্থক শব্দ হয়ে দাঁড়িয়েছে। বৈশাখী মেলার প্রধান আকর্ষণ এখন পান্তা ইলিশ। তাও আবার মাটির সানকিতে। এখন তো অনেকে নিজের বাড়িতেই এই বিশেষ খাবারের আয়োজন করছে। আর এ কারণেই বৈশাখ আসার আগেই ইলিশের দাম চলে যাচ্ছে সাধারণ মানুষের নাগালের বাইরে।
পহেলা বৈশাখ বাঙালির সর্ব সেরা উৎ‍সবের দিন। পুরাতনকে ভুলে নতুনকে আলিঙ্গন করার দিন ৷ এদিন গোটা বাঙালি আলোড়িত হয়, আন্দোলিত হয় নতুনের শক্তিতে।

আজ ধুয়ে মুছে যাক 'তুমি মুসলিম না হিন্দু' নামক অসভ্যতার সব ছাপ !!!
সবাইকে জানাই শুভ নববর্ষ।
মেলায় যাইরে...মেলায় যাইরে...মেলায় যাইরে......

সকলে ভাল থাকুন, সুস্থ থাকুন, থাকুন আনন্দে।



মন্তব্য ২৮ টি রেটিং +১/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ১৪ ই এপ্রিল, ২০১৯ দুপুর ১:১৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: শুভ নববর্ষ ১৪২৬

১৪ ই এপ্রিল, ২০১৯ রাত ৮:৩৯

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

২| ১৪ ই এপ্রিল, ২০১৯ দুপুর ১:১৭

তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: আমি আকবর ও বীরবলের কার্টুন দেখলাম। দারুণ মজার!
শুভ নববর্ষ।

১৪ ই এপ্রিল, ২০১৯ রাত ৮:৪০

রাজীব নুর বলেছেন: আনন্দলোকে
মঙ্গলালোকে
বিরাজ সত্যসুন্দর...

৩| ১৪ ই এপ্রিল, ২০১৯ দুপুর ১:২৫

সায়ন্তন রফিক বলেছেন: আজ আমাদের পহেলা বৈশাখ, ওপার বাংলায় ১৪ এপ্রিল। কাল ওদের পহেলা বৈশাখ, আমাদের ১৫ এপ্রিল। পরশু ওদের ও আমাদের ১৬ এপ্রিল। আমরা সবাই বাঙালি। শুভেচ্ছা।

১৪ ই এপ্রিল, ২০১৯ রাত ৮:৪১

রাজীব নুর বলেছেন: মুছে যাক গ্লানি...

৪| ১৪ ই এপ্রিল, ২০১৯ দুপুর ১:২৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: শুভ নব বর্ষ

১৪ ই এপ্রিল, ২০১৯ রাত ৮:৪১

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

৫| ১৪ ই এপ্রিল, ২০১৯ দুপুর ১:৩৬

মাহমুদুর রহমান বলেছেন: নববর্ষের প্রতিটি দিন হোক সুখময় ও ভালোবাসাময়।

ভালো থাকবেন।

১৪ ই এপ্রিল, ২০১৯ রাত ৮:৪২

রাজীব নুর বলেছেন: ধর্ম কি বলে? নববর্ষ নিয়ে?

৬| ১৪ ই এপ্রিল, ২০১৯ দুপুর ১:৩৮

হাবিব বলেছেন: মুখোসটা কার?

১৪ ই এপ্রিল, ২০১৯ রাত ৮:৪৩

রাজীব নুর বলেছেন: আমার না।

৭| ১৪ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৪:১৭

চাঁদগাজী বলেছেন:


নববর্ষে প্রশাসন, সরকারের লোকজন সম্রাট আকরের মতো মহামতি হয়ে যাক।

১৪ ই এপ্রিল, ২০১৯ রাত ৮:৪৪

রাজীব নুর বলেছেন: নববর্ষে হৃদয়জাত শুভেচ্ছা !

৮| ১৪ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৫:১৩

আরোগ্য বলেছেন: শুভ নববর্ষ।

১৪ ই এপ্রিল, ২০১৯ রাত ৮:৪৪

রাজীব নুর বলেছেন: ১৪২৬’এর নতুন সূর্যের সাথে সাথে ঝলমলিয়ে উঠুক সবার জীবন। ভালোবাসায় তৈরি হোক জীবনের সবক’টি ক্ষণ।

৯| ১৪ ই এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:০০

আকতার আর হোসাইন বলেছেন: শুভেচ্ছা জানবেন প্রিয় রাজিব ভাই

১৪ ই এপ্রিল, ২০১৯ রাত ৮:৪৫

রাজীব নুর বলেছেন: ভালোবাসা নিরন্তর।

১০| ১৪ ই এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:৩৭

দীপংকর চক্রবর্ত্তী বলেছেন: শুভ হইবার আর দিলেন কই? আমার ঘরে তর্ক চলতেছে। কারণটা হলো, রাইত ১২টায় নাকি সুর্য উঠার পর নববর্ষ?


শুভেচ্ছা জানবেন। আর শুভ নববর্ষ।

১৪ ই এপ্রিল, ২০১৯ রাত ৮:৪৫

রাজীব নুর বলেছেন: বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর।

১১| ১৪ ই এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:৫২

ডার্ক ম্যান বলেছেন: নববর্ষ কেমন কাটলো

১৪ ই এপ্রিল, ২০১৯ রাত ৮:৪৬

রাজীব নুর বলেছেন: কেমন কাটলো?
এই নিয়েই একটা পোষ্ট দিব কিছুক্ষনের মধ্যে।

১২| ১৫ ই এপ্রিল, ২০১৯ সকাল ৭:৩৬

পদাতিক চৌধুরি বলেছেন: নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা রইলো ভায়ের গোটা পরিবারের জন্য।

১৫ ই এপ্রিল, ২০১৯ রাত ৯:৪৬

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ দাদা।

১৩| ১৫ ই এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:২৫

অজ্ঞ বালক বলেছেন: এই ইলিশটা কেন? মানে এর কোন ঐতিহাসিক ভিত্তি কি আছে নাকি শুধুমাত্র একটা আধুনিক প্রথা?

১৫ ই এপ্রিল, ২০১৯ রাত ৯:৪৮

রাজীব নুর বলেছেন: এটা একটা প্রথা। মানলে তো কোনো সমস্যা নাই। আবার না মানলেও কোনো সমস্যা নেই।

১৪| ১৮ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৩:৫১

খায়রুল আহসান বলেছেন: নববর্ষের শুভেচ্ছা!
দিনটি উদযাপনে সকল কৃত্রিমতা এবং অতিরঞ্জনের অবসান হোক!

১৯ শে এপ্রিল, ২০১৯ সকাল ১১:৩৪

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.