নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

টুকরো টুকরো সাদা মিথ্যা- ৯২

১৭ ই এপ্রিল, ২০১৯ সকাল ৯:৩০



১। শিক্ষক ক্লাসের সবাইকে একটি ক্রিকেট ম্যাচের উপর রচনা লিখতে বললেন। একজন ছাত্র ছাড়া সবাই রচনা লিখতে ব্যস্ত হয়ে পড়ল। আর সেই ছাত্র লিখলঃ “বৃষ্টির কারনে কোন ক্রিকেট ম্যাচ হয়নি!!

২। একটা কোম্পানিতে ৫ জন কর্মচারী এবং ১ জন মালিক ছাড়া আর কেউ নাই, একদিন মালিক কে খুন করা হল ,পুলিস সন্দেহ করলো ৫ জন কর্মচারীকে ,তাদের নাম হল
১.আমজাদ
২.পিংকি
৩.আকাশ
৪.মামুন
৫.রাসেল

পুলিশ তালাশ করে মালিকের ঘর থেকে একটা ক্যালেন্ডার পেল ,যাতে কত গুলো তারিখ লিখা,তারিখ গুলো হল ৪,৫,৭,৮,১২, বলতে হবে খুনি কে ......?

৩। অন্ধকার কখনো অন্ধকারকে দূর করতে পারে না। অন্ধকারকে দূর করতে পারে শুধুমাত্র আলো। ঠিক তেমনি ঘৃনা কখনো ঘৃনাকে দূর করতে পারে না, শুধুমাত্র ভালবাসাই পারে ঘৃনাকে দূর করতে। কাউকে ঘৃ্না করা অনেকটা 'ইদুরের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য নিজের পুরো বাড়িটিই আগুনে পুড়িয়ে দেওয়ার মত' একটা কাজ। এখানে যাকে ঘৃনা করা হয় তার চেয়ে ঘৃণাকারীরই বেশি ক্ষতি হয়, ঘৃণাকারীই বেশি কষ্ট পায়। তাই আসুন, আজ থেকে ঘৃণাকে ঘৃণা নয়, ভালবাসা দিয়ে জয় করি।

৪। আমি বিশ্বাস করি- এই পৃথিবীর প্রতিটি দিনই সম্ভাবনার। সম্ভাবনাময়ী এখানে আসলে আমাদের প্রতিটি মুহুর্ত'ই।

৫। বউ যতদিন না পুরনো হচ্ছে ততদিন তার হাঁচি, কাশি, নাকঝাড়াও সুন্দর লাগে।

৬। ঠিকই বলেছো তুমি, ভেতর দিকে ভালো করে তাকালে তবেই ধরা পড়ে অতৃপ্ত বাসনার দাগ! চেয়ো না, চেয়ো না খোদা আমার পাপের হিসাব।

মন্তব্য ২৭ টি রেটিং +২/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ১৭ ই এপ্রিল, ২০১৯ সকাল ৯:৪৪

অগ্নি সারথি বলেছেন: ৫ নং ভাল্লাগসে!

১৭ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৫:৪৩

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

২| ১৭ ই এপ্রিল, ২০১৯ সকাল ৯:৪৫

শামছুল ইসলাম বলেছেন: আমজাদ কী খুনি?

১৭ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৫:৪৪

রাজীব নুর বলেছেন: আমি কি জানি।
আপনি বলুন।

৩| ১৭ ই এপ্রিল, ২০১৯ সকাল ১০:১১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
২নং কেসটিকে পিআইবিতে স্থানান্তর করা হোক।

১৭ ই এপ্রিল, ২০১৯ রাত ৮:৫০

রাজীব নুর বলেছেন: হা হা হা----

৪| ১৭ ই এপ্রিল, ২০১৯ সকাল ১০:২৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ধাঁধার উত্তর নিচের সূত্র অনুযায়ী হতে পারে....
৪ নাম্বার মাস April == A
৫ নাম্বার মাস May == M
৭ নাম্বার মাস July == J
৮ নাম্বার মাস August == A
১২ নাম্বার মাস December == D

১৭ ই এপ্রিল, ২০১৯ রাত ৮:৫১

রাজীব নুর বলেছেন: আপনি বুদ্ধিমান।

৫| ১৭ ই এপ্রিল, ২০১৯ সকাল ১০:২৯

পথ হতে পথে বলেছেন: চমৎকার , এরকম লেখা আরো চাই ।

১৭ ই এপ্রিল, ২০১৯ রাত ৮:৫১

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

৬| ১৭ ই এপ্রিল, ২০১৯ সকাল ১০:৫৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: ৩,৫,৬ দারুন :)

+++

১৭ ই এপ্রিল, ২০১৯ রাত ৮:৫১

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ জনাব।

৭| ১৭ ই এপ্রিল, ২০১৯ সকাল ১১:২২

পবিত্র হোসাইন বলেছেন: ৫ নম্বর ঠিকঠাক

১৭ ই এপ্রিল, ২০১৯ রাত ৮:৫২

রাজীব নুর বলেছেন: অবশ্যই ঠিকঠাক।

১৭ ই এপ্রিল, ২০১৯ রাত ৮:৫২

রাজীব নুর বলেছেন: অবশ্যই ঠিকঠাক।

৮| ১৭ ই এপ্রিল, ২০১৯ সকাল ১১:৪৫

করুণাধারা বলেছেন: দারুন লাগলো, বিশেষ করে ধাঁধার সমাধান! আমি ভেবেই পাচ্ছিলাম না এটা কি হতে পারে!

১৭ ই এপ্রিল, ২০১৯ রাত ৮:৫২

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৯| ১৭ ই এপ্রিল, ২০১৯ দুপুর ১২:২৯

ভুয়া মফিজ বলেছেন: আজকেরটা খুব একটা জমে নাই.........আবার চেষ্টা করুন। :)

১৭ ই এপ্রিল, ২০১৯ রাত ৮:৫৩

রাজীব নুর বলেছেন: চেষ্টা অব্যহাত থাকবে।

১০| ১৭ ই এপ্রিল, ২০১৯ দুপুর ১:২৫

পদাতিক চৌধুরি বলেছেন: না না বলবো না। নিজে সমাধান করতে না পেরে আমাদের কাছে কৌশলে জিজ্ঞেস করা?? অত সহজ নয়!
আমরা এ পাড়ায় থাকি না।

১৭ ই এপ্রিল, ২০১৯ রাত ৮:৫৩

রাজীব নুর বলেছেন: হা হা হা---
আমি তো পারি। দেখতে চেয়েছি আপনারা পারেন কিনা।

১১| ১৭ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৫:৩৬

অজ্ঞ বালক বলেছেন: ৩ - মাঝে মাঝে কাঁটা দিয়া কাঁটা তুলতে হয়।
৪,৫ - হক কথা।
৬ - সুন্দর লাগসে।

১৭ ই এপ্রিল, ২০১৯ রাত ৮:৫৪

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

১২| ১৭ ই এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:৫৫

হাবিব বলেছেন: আপনি কি সত্য কথা বলবেন না?

১৭ ই এপ্রিল, ২০১৯ রাত ৮:৫৪

রাজীব নুর বলেছেন: সত্য কথা বললে চাকরি থাকবে না।

১৩| ১৮ ই এপ্রিল, ২০১৯ সকাল ৭:৫৯

কিশোর মাইনু বলেছেন: Lovely....

সাধারণত, সব পয়েন্ট ধরেই কমেন্ট করি, কিন্তু আজ শুধু একটা কথাই বলব, Everything is fair & lovely...

ভাল থাকবেন।

১৮ ই এপ্রিল, ২০১৯ সকাল ১০:০৫

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.