নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

পবন দাস বাউল

০৬ ই জুন, ২০১৯ সকাল ১১:২৩



গভীর রাত।
বাসার সবাই গভীর ঘুমে। আমি জেগে আছি। গান শুনছি। অদ্ভুত সুন্দর একটা গান। গানের কথা গুলো মুগ্ধ হয়ে শুনছি! বসুন্ধরার বুকে। কন্ঠ, কথা ও সুরঃ পবন দাস বাউল। তিনি নিজের যোগ্যতায় অনেক দূর যেতে পেরেছেন। দরিদ্র ঘরের ছেলে। তিনবেলা ঠিকভাবে খেতেও পায়নি। একজন গান পাগল মানুষ তিনি। নিজে গান করেন, সুর করেন। সারাটা জীবন গান গেয়ে পার করে দিচ্ছেন। অসংখ্য মানুষ তার গানের ভক্ত। তার গানে দেশের কথা থাকে, মানুষের কথা কথা থাকে, চাওয়া, ধর্ম, আধ্যাত্মিকতা থাকে, পাওয়া- না পাওয়া থাকে।

সারা পৃথিবীতে একশ্রেণির আধ্যাত্মিক শ্রোতা আছেন। কেউ কথার পাগল, কেউ সুরের। সেই সুর যে উপায়েই মানুষের কাছে পৌঁছাক না কেন। ১৯৬১ সালের ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার মোহাম্মদপুর নামে ছোট্ট একটি গ্রামে জন্মগ্রহণ করেন পবন দাস বাউল। পবন দাস বাউলের বাবা মা ভিক্ষা করে গান গাইতেন পথে পথে। তিনি নিজেও বিভিন্ন জেলার মেলায় ঘুরে ঘুরে গান গাইতেন।
বর্তমানে এই গায়ক ফ্রান্সে বসবাস করেন। ১৯৮২ সালে ফ্রান্সের একটি কনসার্টে দর্শনার্থী হয়ে আসা মিমলু সেনের সাথে পবন দাস বাউলের পরিচয় হয় এবং পরবর্তী সময়ে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। জীবনসঙ্গীকে হিন্দি থেকে শুরু করে ইংরেজী ও ফ্রেঞ্চ পড়তে শিখিয়েছেন মিমলু। তার সমস্ত গান প্রতিটা বাঙ্গালীর হৃদয়ে থাকবে বহুকাল।

বাংলা ১৩৮৫ সালে বন্যায় সকলে যখন জীবন বাঁচিয়ে গ্রামের স্কুলে আশ্রয় নিয়েছেন তখন পবন দাস বাউল লিখলেন ‘বসুন্ধরার বুকে’ গানটি আর তাতে কন্ঠ দিলেন বাউল নিজে। এক হাতে একতারা, অন্য হাতে ডুবকি বাজিয়ে গান করেন এই খ্যাতিমান লোকসংগীত শিল্পী। লোকসংগীতের শিল্পী হলেও তিনি আধুনিক মানুষ। পৃথিবীর বহুদেশে তিন গান গেয়ে মানুষের মন জয় করে নিয়েছেন। ইন্টারনেট ঘাঁটলেই মিলবে তাঁর গানের অডিও ও ভিডিও।

পবন দাস বাউলের গানের হাতেখড়ি সুফি ফকিরের কাছ থেকে হলেও ১৪ বছর বয়সে সুবল দাস বাউলের কাছে তাঁর গান শেখা শুরু। পবন দাস বাউলের 'বসুন্ধরার বুকে' গানটি

বসুন্ধরার বুকে বরষারি ধারা
ধারা ভরা হাহাকার
বসুন্ধরার বুকে
(আহ ! কি আবেগ! কি কথা!! ধারা ভরা হাহাকার। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের হাহাকার।

তেরশো পঁচাশি সালে দামদরের বান্ধ
ভেঙ্গে পড়ে
বালক ছেলে কোলে করে
বালক ছেলে কোলে করে
স্কুলে পালায়
(গঙ্গার শাখা হুগলীর উপনদী 'দামদর'। সেবার খুব বন্যা হয়। রাস্তা ঘাট ঘর বাড়ি সব পানিতে ঢুবে যায়। লোকজন একটা প্রাইমারী স্কুলে আশ্রয় নেয়। ছোট ছোট বাচ্চাদের তাদের বাবা মা কোলে করে নিয়ে স্কুলে আশ্রয় নেয়।)

স্রোতি ঘাটায় দেখলাম বিরাট এক সাকু
লুহার খুটি খাম্বা, তলে আছে ফাটুল
কত গরুর গাড়ি, কত ঘুরোঘুরি
কত গরুর গাড়ি, কত ঘুরোঘুরি
নদ-নদী গেলো ভেসে
(দীর্ঘ দিনের পুরানো সাঁকো, যত্ন নেওয়া হয়নি। গায়ক নিজের চোখেই সব দেখলেন। দরিদ্র মানুষের শেষ সম্বল সব পানিতে ভেসে যাচ্ছে। অথচ তার করার কিছুই ছিল না। এই আক্ষেপ তার বুকে গভীর ছাপ ফেলে।)

বান উঠলো ভাই ঘরে ঘরে
দেওয়াল চাপা মানুষ মরে
বালক ছেলে কোলে করে
বালক ছেলে কোলে করে
স্কুলে পালায়
(গ্রামের সমস্ত বাড়িতে পানি উঠে গেল। এক রাতের মধ্যে তাদের ঘর বাড়ি পানিতে ঢুবে গেল। স্কুলে আশ্রয় নেওয়া মানুষ গুলোও বাঁচতে পারলো না। তীব্র পানির স্রোতে দেয়াল ভেঙ্গে পড়লো। দেয়ালের চাপায় অসহায় মানুষ মারা গেল।)

বসুন্ধরার বুকে বরষারি ধারা
তারা ভরা আকাশ
বসুন্ধরার বুকে
(সারাদিন বৃষ্টি। পুরো এলাকা পানিতে তলিয়ে গেল। ভেসে গেলো গৃহস্তের সমস্ত মালামাল। এমন কি গরু ছাগল হাস মূরগী। সারাদিন বৃষ্টি হওয়ার ফলে রাতের আকাশ ঝকঝকে পরিস্কার। আকাশ পরিস্কার হয়ে তারা ফুটে উঠলো। রাতের তারা ভরা আকাশ এসবের সাক্ষী।)

বর্ধমান পাকুরা মেদিনীপুর মানভুম
দুমকা পাটনা আর মুর্শিদাবাদ বীরভূম
ষোলো ক্রোশ জুড়ে লুহার খুটি মেরে
ষোলো ক্রোশ জুড়ে লুহার খুটি মেরে
জলকে রেখেছে ঘেরে
(এখানে কোলকাতার অনেক এলাকার নাম এসেছে। সেসব এলাকায় বন্যা রোধে বাধ দেওয়া হয়েছিল।)


গানটি একবার শুনে নিন।

মন্তব্য ১৬ টি রেটিং +০/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৬ ই জুন, ২০১৯ সকাল ১১:৩১

পদাতিক চৌধুরি বলেছেন: ভাইয়ের লিংক সূত্রে গানটা শুনলাম। বেশ ভালো লাগলো।

০৬ ই জুন, ২০১৯ সকাল ১১:৪৯

রাজীব নুর বলেছেন: গ্রেট।

২| ০৬ ই জুন, ২০১৯ সকাল ১১:৩১

চাঁদগাজী বলেছেন:


আমি একবার টেলিভিশনে এই গায়কের কনসার্ট দেখেছিলাম; আমি ভেবেছিলাম উনি বাংলাদেশী

০৬ ই জুন, ২০১৯ সকাল ১১:৫১

রাজীব নুর বলেছেন: বাংলাদেশী না হোক, বাঙ্গালী তো।
কোলকাতায় জন্ম হলেও উনি বাঙ্গালী। সারা জীবন বাংলা গান গেয়েছেন।

৩| ০৬ ই জুন, ২০১৯ দুপুর ১:২৪

জাহিদ অনিক বলেছেন: পবন দাস বাউল এর গান কখনো শোনা হয় নাই। শুনব------

ঈদ মোবারাক রাজীব ভাই। আপনার মেয়ে পরীর জন্য রইলো জন্মদিনের শুভেচ্ছা। ভালো থাকুন সবাই।

০৬ ই জুন, ২০১৯ বিকাল ৪:১৩

রাজীব নুর বলেছেন: বাসায় চলে আসেন। সামান্য আয়োজন করেছি।

৪| ০৬ ই জুন, ২০১৯ বিকাল ৪:৪৪

নীলপরি বলেছেন: ভালো পোষ্ট । সুন্দর লিরিক ।

০৭ ই জুন, ২০১৯ রাত ১১:৫৩

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৫| ০৬ ই জুন, ২০১৯ রাত ১০:১৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুরের কারনে পবন বাবুর গানটি অনেক বার শুনেছি, বাট সব বুঝতাম না।
আপনি লিরিক দেয়ায় সুবিধা হল।

০৭ ই জুন, ২০১৯ রাত ১১:৫৭

রাজীব নুর বলেছেন: ভালো থাকুন।

৬| ০৭ ই জুন, ২০১৯ দুপুর ১২:০৩

খায়রুল আহসান বলেছেন: চমৎকার একটি গান শোনালেন, অনেক ধন্যবাদ।
গায়ক সম্পর্কে যেটকু লিখেছেন, তাও ভাল লেগেছে। গানের কথাগুলো লিখে দেয়াতে আরো বেশী ভাল লেগেছে।
পোস্টে প্লাস + +

০৭ ই জুন, ২০১৯ রাত ১১:৫৯

রাজীব নুর বলেছেন: আপনি আমার পোষ্টে এলেই আমারে খুশি খুশি লাগে।
মন্তব্য করে খুশির সীমানা আকাশের মতো করে দেন।

৭| ০৭ ই জুন, ২০১৯ দুপুর ২:০০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আরেকজন আছেন পূর্ণদাস বাউল।

০৮ ই জুন, ২০১৯ রাত ১২:০০

রাজীব নুর বলেছেন: উনাকে নিয়ে আপনি লিখুন।
তার সম্পর্কে তাহলে জানতে পারবো।

৮| ১২ ই জুলাই, ২০২৩ রাত ২:৫২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:

পবন দাস বাউলের কথা খুব মনে হলো।
১৯৯৭-১৯৯৮ সালের দিকে 'আসল চিনি' নামের একটা অ্যালবাম রিলিজ পেয়েছিল। পবন দাস আর শ্যাম মাইলসের। তখন প্রথম শোনা।

১৩ ই জুলাই, ২০২৩ দুপুর ১:৫২

রাজীব নুর বলেছেন: বন্ধু পুরোনো লেখা খুঁজে পড়েছেন।
এজন্য আন্তরিক ধন্যবাদ জানবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.