নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

আপনি কি সুখী?

০৬ ই আগস্ট, ২০১৯ সকাল ১০:৩২



ধরে নিলাম,
বিশ্বের সবচেয়ে দামী গাড়িটির মালিক আপনি।
স্বর্ণের বা ডায়মন্ডের অনেক গুলো হাত ঘড়ি আছে আপনার।
পৃথিবীর সেরা ব্যান্ডের পোষাকে আপনার ঘর ভর্তি।
আপনার গাড়ি, বাড়ি, জমি এবং সম্পত্তির অভাব নেই।
আরো ধরে নিলাম, আপনার টাকা পয়সা, গহনা, জমিজমার অভাব নেই।

তাতে লাভ কি রে ভাই?
এতকিছুর পরও জীবন আপনাকে অসুখী করে তুলবে! কারণ আপনি মৃত্যুকে জয় করতে পরবেন না! ভাগ্য ভালো হলে, বড়জোর একশ বছর বাঁচবেন। দুইশো বছর তো নয়। পৃথিবীর সব ধনীর একটাই আক্ষেপ- তারা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে, আমি মৃত্যুকে জয় করতে চাই! কিন্তু মৃত্যুকে জয় করা যায় না, তবে অমর হয়ে থাকা যায়। মহৎ কোন একটি ভালো কাজের মধ্য দিয়ে। কাজেই মৃত্যুর আগে মহৎ মানবিক কাজ যত পারেন করে নিন। নিজের পরিবারের দায়িত্ব পালনের পর সমাজের দায়িত্ব পালন করেন।

সবচেয়ে বড় সত্য হলো- মানুষ এই কারণে অসুখী নয় যে, তারা মৃত্যকে জয় করতে পারে না। মানুষ অসুখী কারণ তাদের চাওয়া-পাওয়ার শেষ নেই। মানূষের লোভ খুব বেশি। অর্থনীতিবিদরা বলেন, মানুষের চাওয়া পাওয়ার শেষ নেই। যার চাহিদা যত কম সে দিনিয়াতে তত সুখী। আমি নিজে কি রকম মানুষ? ভাবলাম।

আমার কোনো চাওয়া পাওয়া নেই। আমার কোনো কিছুই নেই। তারপরও-
আমি খুব সুখী, কারন আমি ডাল- ভাত হাসি মুখে খাই।
আমি খুব সুখী, কারন আমি বাসে ঝুলে-ঝুলে গন্তব্যে যাই।
আমি খুব সুখী, কারন আমার আলমারি ভর্তি জামা কাপড় নেই।
আমি খুব সুখী, কারন ব্যাংকে আমার কোনো টাকা নেই।
আমি খুব সুখী, কারন আমার ঘরে এসি নেই।
আমি খুব সুখী, কারন এত নেই-নেই এর মাঝেও স্ত্রীর মুখে হাসি।
আমি খুব সুখী, কারন সারাদিন বাইরে কাজ শেষ করে ঘামে ভেজা ক্লান্ত শরীরে বাসায় ফেরার পর- স্ত্রী দৌড়ে এসে জড়িয়ে ধরে।

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৬ ই আগস্ট, ২০১৯ সকাল ১০:৫৪

ইসিয়াক বলেছেন: same to you ha ha ah

০৬ ই আগস্ট, ২০১৯ রাত ৯:২২

রাজীব নুর বলেছেন: হে হে হে
হো হো হো
হি হি হি

২| ০৬ ই আগস্ট, ২০১৯ সকাল ১০:৫৬

ইসিয়াক বলেছেন: ++++++

০৬ ই আগস্ট, ২০১৯ রাত ৯:২৭

রাজীব নুর বলেছেন: ---------------

৩| ০৬ ই আগস্ট, ২০১৯ সকাল ১০:৫৮

ইসিয়াক বলেছেন: এটা কি নিজের ছবি ?

০৬ ই আগস্ট, ২০১৯ রাত ৯:২৪

রাজীব নুর বলেছেন: জ্বী আমার ছবি। তিন বছর আগের।

৪| ০৬ ই আগস্ট, ২০১৯ দুপুর ১২:২৪

জাহিদ হাসান বলেছেন: আমি খুব সুখি, কারণ আমার বউ নাই। চাকরি-বাকরিও নাই।
খালি পড়াশোনার সোদন :D :D

০৬ ই আগস্ট, ২০১৯ রাত ৯:২৫

রাজীব নুর বলেছেন: অইড়া শোণা কে সম্মান করতে হবে, ভালোবাসতে হবে।

৫| ০৬ ই আগস্ট, ২০১৯ দুপুর ২:৪৯

মাহমুদুর রহমান সুজন বলেছেন: তখনই আপনি সুখী যখন বললেন আপনার কী নেই! সবিতো আছে।

০৬ ই আগস্ট, ২০১৯ রাত ৯:২৬

রাজীব নুর বলেছেন: আমার কিছুই নাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.