নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
১৯৪৭ সালে ইংরেজরা ভারত-পাকিস্তান নিয়ে বেড়ালের পিঠে ভাগাভাগি করার সময় বাংলাকে ভেঙে দুই টুকরো করে দিয়েছিলো। আমাদের ভাগের বাংলা পড়লো পাকিস্তানের সঙ্গে। আর পাকিস্তানও দেশভাগ হওয়ার পর থেকেই শুরু করলো আমাদের সোনার দেশের সোনার মানুষগুলোর উপর অবর্ণনীয় নির্যাতন আর নিপীড়ন। প্রথমেই তারা চাইলো আমাদের ভাষা কেড়ে নিতে। কিন্তু আমরা আমাদের ভাষা কেড়ে নিতে দেই নি। এরপর বছরের পর বছর পেরিয়ে গেছে।
দিনটি ছিল ৭ মার্চ, ১৯৭১ সাল।
ঢাকার রেসকোর্স ময়দানে বাঙালির অবিসংবাদী নেতা দিয়েছিলেন এক বজ্রকণ্ঠ ভাষণ। সে ভাষণ দেওয়ার সময় তার গলা দিয়ে যেন কথা নয়, ঠিকরে বের হচ্ছিলো বজ্র। আর সেই বজ্রগুলো ময়দানে সমবেত লক্ষ মানুষের হৃদয়ে যোগান দিচ্ছিলো অমিত সাহস। আর তাদেরকে দেখাচ্ছিলো স্বাধীনতার স্বপ্ন।
রেসকোর্স ময়দানে সেদিন লক্ষ লক্ষ মানুষ।
আমার মা নানার সাথে গেল ভাষন শুনতে। আমার বাবাও গেলো সেই ভাষন শুনতে। তখন মা-বাবা দুইজন দু'জনকে চিনতো না। যাই হোক, সবাই এসেছে নেতার কথা শুনতে, নেতা তাদের কি আদেশ দেবেন, তা শোনার জন্য। নেতার কাছ থেকে সবাই নতুন দেশের কথা শুনতে চায়, নতুন স্বপ্নের কথা শুনতে চায়। আর সেই স্বপ্নের কথা বলতে রেসকোর্স ময়দানে লাখ লাখ মানুষকে সামনে রেখে ১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উঠলে মঞ্চে।
সেদিন সেই ভাষণে দুলে উঠেছিলো পাকিস্তান নামের দেশটির ভিত্তিমূল পর্যন্ত। সেই ভাষণে শেখ মুজিব পুরো বাঙালি জাতিকে দিয়েছিলেন সম্পূর্ণ সঠিক দিক নির্দেশনা। আর কি আশ্চর্য তার কথা বাঙালিরা পালন করেছিলো অক্ষরে অক্ষরে। একটি ভাষণ পুরো জাতিকে কতোটা নাড়া দিতে পারে!! আজ ১৫ আগষ্ট। শোকের দিন। আমি একটি কবিতা লিখেছি শেখ মুজিবকে নিয়ে-
একজন মহামানব
এই দিনে লজ্জায় আর এক আকাশ ঘৃনায়-
আমি মিশে যাই মাটিতে। পিতা জেগে উঠো।
৩২ নম্বর বাড়িটি নতুন প্রজন্মকে আবার
নতুন করে জেগে উঠার প্রেরণা যোগায়।
বিবেকের কাছে প্রশ্ন- মানুষ কেমন করে এত হিংস্র হয়?
আমি আমার সমস্ত ভালোত্ব নিয়ে লিখতে বসেছি
কবিতায় যা বলবো সরাসরি বলবো, করে বুক টান-
কবিতায় আজ বলব শেখ মুজিবের যত কথা-
বঙ্গবন্ধু একটি মুক্তির নাম, একটি বিশ্বাসের নাম
শিল্প, সাহিত্য আর সঙ্গীতে বারবার উচ্চারিত হয়েছে-
আপনার কৃতিত্বের কথা হে মুজিব।
মানুষ মানুষকে বাঁচায়, পশুরা মানুষকে হত্যা করে
তিনি নেই, তবুও বারবার তার কথা বড্ড মনে পড়ে
আপনার সেই ভরাট কন্ঠ আর কালো ফ্রেমের চশমা
বাঙ্গালীকে সুখে দুঃখে বারবার তার কাছে ফিরে যেতে হবে
হে নায়ক- আপনি দিয়ে গেছেন চিরজীবনের স্বাধীনতা।
বঙ্গবন্ধু মানেই পৃথিবীর মানচিত্রে স্বাধীন বাংলাদেশ
আপনি ছিলেন সারা বাংলাদেশের মানুষের বটবৃক্ষ-
এখন, বাংলার মাটিকে অটুট রাখবে, শেখ হাসিনা।
বাঙালির শ্রেষ্ট সন্তানকে আমরা কখনও যাব না ভুলে
বাংলাদেশের আরেক নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
প্রিয় বঙ্গবন্ধু, পুরো বাঙালী জাতি আপনার কাছে ঋণী
হে বাংলার মানুষ সকল তোমরা বিশ্বাস করো-
আমি একটি শব্দ মিথ্যা লিখি নাই
তোমরা যদি সত্যবাদী হও, তাহলে আজ
চিৎকার করে বলো- জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
১৫ ই আগস্ট, ২০১৯ বিকাল ৩:১৪
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ মন্তব্য করার জন্য।
ভালো থাকুন।
২| ১৫ ই আগস্ট, ২০১৯ রাত ১:১২
চাঁদগাজী বলেছেন:
যুদ্ধে, বউয়েরা স্বামী হারায়েছিলেন, বাবা-মা সন্তান হারায়েছিলেন, সন্তানেরা এতিম হয়েছিলো, নারীরা নির্যাতীত হয়েছিলেন; জামাত-ইসলামী ছাত্র সংঘ-রাজাকার-আল বদরেরা পাকীদের হয়ে গণহত্যা চালায়েছিলো; মনে হয়, শেখ সাহেব এগুলো পুরোপুরি অনুধাবন করতে সমর্থ হননি।
১৫ ই আগস্ট, ২০১৯ বিকাল ৩:১৬
রাজীব নুর বলেছেন: ইনি যুদ্ধের পুরো সময় কারাগারে ছিলেন। দেশে ফিরে তো সব শুনেছেন। জেনেছেন নিশ্চয়।
৩| ১৫ ই আগস্ট, ২০১৯ ভোর ৬:৩৮
ইসিয়াক বলেছেন: অনেক অনেক শুভ কামনা।
আপনার সম্পর্কে আমার ভূল ধারনা ছিলো একটু। ভেঙে দিলেন।
অনেক ভালো লাগা , প্রিতী জানাই আপনাকে।
কবিতা টা সুন্দর হয়েছে । যদিও শেখহাসিনার বর্তমান অনেক কর্মকাণ্ড আমার ব্যক্তিগত ভাবে পছন্দ নয় ।গত দুবার আমি ভোট দিতে যাইনি। ভালো থাকবেন ।
শুভ সকাল
ধন্যবাদ ।
১৫ ই আগস্ট, ২০১৯ বিকাল ৩:১৯
রাজীব নুর বলেছেন: লম্বা লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছি এবার।
ভালো থাকুন।
৪| ১৫ ই আগস্ট, ২০১৯ সকাল ৭:৫৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: শ্রদ্ধা।
১৫ ই আগস্ট, ২০১৯ বিকাল ৩:২০
রাজীব নুর বলেছেন: অবশ্যই।
৫| ১৫ ই আগস্ট, ২০১৯ সকাল ৮:০২
অদৃশ্য প্রতিভা বলেছেন: ইসলামী ছাত্রসংগঠন নাকি ধর্ষণ এ লিপ্ত ছিলো!
চাঁদগাজী ভাই, এই কথাটার যথার্থতা মনে হয় নেই।
আমার এযাবৎ কালের অভিজ্ঞতায় অন্যান্য ছাত্র সংগঠনের নেতা-কর্মীদের বাজে কাজে দেখলেও ইসলামী সমমনা দলের কাউকে দেখিনি।
আন্দাজি ঢিল না মারাই শ্রেয়।
১৫ ই আগস্ট, ২০১৯ বিকাল ৩:২২
রাজীব নুর বলেছেন: সেই সময় ইসলামী সংগঠন গুলো ঈদের দিন পার করেছে।
৬| ১৫ ই আগস্ট, ২০১৯ সকাল ৯:৫০
রাকু হাসান বলেছেন: আচার্য প্রফুল্ল স্যারের মত বলতে চাই, হাজার বছরের ইতিহাসে দুজন বাঙালি জন্ম নিয়েছিল একজন বঙ্গবন্ধু আরেকজন কাজী নজরুল ইসলাম এই দুই জনই হলো প্রকৃত বাঙালি এবং যুগের শ্রেষ্ঠ বাঙালি দুজনকে খুব মিস করি, ভালো থাকুন ওপারে ,ঈদের শুভেচ্ছা রইল রাজীব ভাই
১৫ ই আগস্ট, ২০১৯ বিকাল ৩:২২
রাজীব নুর বলেছেন: ঈদ মোবারক জানাই।
৭| ১৬ ই আগস্ট, ২০১৯ রাত ৩:৩২
চাঁদগাজী বলেছেন:
শেখ সাহেবকে নিয়ে লিখেছেন, ৬ জন ব্লগার কমেন্ট করেছেন; ১ টি সাধারণ পোষ্ট (আপনার আজকের সর্বশেষ পোষ্ট) দিয়েছেন, ওখানে ১৩ জন কমেন্ট করেছেন।
১৬ ই আগস্ট, ২০১৯ সকাল ১১:১৪
রাজীব নুর বলেছেন: মাশাল্লাহ।
৮| ১৬ ই আগস্ট, ২০১৯ সকাল ১০:০৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: মহান নেতা বঙ্গবন্ধু।
১৬ ই আগস্ট, ২০১৯ সকাল ১১:১৫
রাজীব নুর বলেছেন: ইয়েস। নো ডাউট।
৯| ১৬ ই আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:০৮
চাঁদগাজী বলেছেন:
শেখ সাহেবকে নিয়ে লিখেছেন (এই পোষ্টে), ৭ জন ব্লগার কমেন্ট করেছেন; ১ টি সাধারণ পোষ্ট (আপনার আজকের সর্বশেষ পোষ্ট) দিয়েছেন, ওখানে ২২ জন কমেন্ট করেছেন; অবস্হা অনুমান করতে পেরেছেন?
১৬ ই আগস্ট, ২০১৯ রাত ৮:৫৪
রাজীব নুর বলেছেন: আমি কিছু বুঝতে চাই না।
©somewhere in net ltd.
১| ১৫ ই আগস্ট, ২০১৯ রাত ১২:৫০
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: তোমরা যদি সত্যবাদী হও, তাহলে আজ
চিৎকার করে বলো- জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
...................................................................................
এটা কি আপনার বিশ্বাস থেকে উচ্চারিত নাকি রাজনীতির অঙ্গন
থেকে বলা ???