নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

কেন বেঁচে আছি?

১৫ ই আগস্ট, ২০১৯ বিকাল ৩:৩৪



কেউ আমাকে একটু কষ্ট করে বোঝাবেন, জীবনের উদ্দেশ্য কি? সত্যি বলছি, এই ব্যাপারে বিশেষ অজ্ঞ আমি। বিশেষ সন্দিহান। বছরের পর বছর ভেবেও সমাধান পাইনি। আদিম সমাজে মানুষ সারাদিন মাইলের পর মাইল চষে বেড়িয়েছে খাবারের সন্ধানে, সারা জীবন'ই থেকেছে আধপেটা খেয়ে। অধিকাংশ সময়ই কেটেছে হিংস্র প্রাণীদের মোকাবেলায়। জীবনের উদ্দেশ্য খোঁজার মত অবসর ও মস্তিষ্কের বিকাশ তাদের ছিল না। এটা তো আধুনক যুগ। প্রায় সব কিছু জানা হয়ে গেছে মানব জাতির। বিবর্তনীয় দৃষ্টিতে যদি দেখি তবে, আমাদের জীবনের আসলে উদ্দেশ্য একটিই, তা হচ্ছে নিজের জিনকে রক্ষা করা এবং এর বংশবৃদ্ধি নিশ্চিত করা। ধর্ম বলে মানুষকে বিভিন্ন কাজ দিয়ে পৃথিবীতে পাঠানো হয়েছে! কারো জীবনের উদ্দেশ্য রাজা হয়ে রাজ্য শাসন করা। কারো জীবনের উদ্দেশ্য সারাজীবন মাছ মেরে অন্যদের খাওয়ানো। কারো জীবনের উদ্দেশ্য স্বামীর সেবা করা ইত্যাদি।

“জীবনের কোন অর্থ বা যৌক্তিকতা নাই। তাই বলে জীবন উপভোগ না করারও কোন কারণ নাই। যারা জীবনের অর্থ পেয়েছে বলে দাবী করে তারা হয় মিথ্যে বলছে অথবা কোন মিথ্যা ভূয়া বিষয়ে বিশ্বাস করছে। দুটো ক্ষেত্রেই তারা মানব জীবনের কঠিন বাস্তবতার মুখোমুখি হতে বিফল হয়।”

আপনি রাস্তার উপর দেখতে পেলেন একটা কুকুর গভীর নিদ্রায় মগ্ন, তার পেটটা স্বাস প্রশ্বাস নেওয়ার জন্য উঠছে আর নামছে। এই দৃশ্যটি আপনি গভীর মনোযোগের সাথে দেখ্তে দেখতে যদি প্রশ্ন করেন এই কুকুরটার পৃথিবীতে কি উদ্দেশ্য এসেছে? এর উত্তর আপনি কি দেবেন আমি জানিনা, কিন্তু আমি বলব ওই সময়ের জন্য কুকুরটির উদ্দেশ্য ঘুমানো এবং সেটাই তার ওই সময়ের পরম উদ্দেশ্য। ঘুম ভাঙ্গলে সে আরেকটি কাজে নিয়জিত হবে এবং সেটাই হবে তার ওই সময়ের পরম উদ্দেশ্য। তাই নয় কি?

আইনস্টাইন মরে গিয়েও তার চিন্তার মাধ্যমে জীবন্ত থাকেন আমাদের কাছে, মানে, জীবিতদের কাছে। বস্তুত, এই যে আইনস্টাইনকে নিয়ে আমরা এত মাতামাতি করছি, রবীন্দ্রনাথের সার্ধশতবার্ষিকি পালন করছি সাড়ম্বরে, তাকে শ্রদ্ধা জানানোর কথা বলছি, এতে ঐ মহামানবদের আসলেই কিছু এসে যায় না, কারণ তারা এই সম্মান, ভালোবাসা দেখতেও পাচ্ছেন না, ভোগ করতেও পারছেন না! তাই আইনস্টাইনের বা রবীন্দ্রনাথের বেঁচে থাকা বলতে তাদের নিজেদের বেঁচে থাকা বোঝায় বলে মনে হয় না, বরং জীবিত মানুষের নিকট তাদের চিন্তার বেঁচে থাকা বোঝায় সম্ভবত! এখন একটা মানুষ বেঁচে আছেন কিনা, আমরা কিভাবে বুঝব? সে যদি চিন্তা করতে পারে, কথা বলতে পারে, তাহলে তাকে জীবিত বলা যায়! আইনস্টাইন বা রবীন্দ্রনাথ কি প্রত্যহ আমাদের সাথে কথা বলছেন না, বা তাদের চিন্তাগুলো কি আমাদের ভাবনার সাথে মিথস্ক্রিয়া করছে না? এইজন্যই তারা জীবিত, এইজন্যই তারা সচল!

মন্তব্য ৪৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ১৫ ই আগস্ট, ২০১৯ বিকাল ৪:৫৯

ঠাকুরমাহমুদ বলেছেন: জীবনের উদ্দেশ্য কি?

১৫ ই আগস্ট, ২০১৯ রাত ৮:০০

রাজীব নুর বলেছেন: আসলে কোনো উদ্দ্যশ্য নাই। কিন্তু পৃথিবীতে যেহেতু এসেই পড়েছেন, তাই যত পারেন ভালো ভালো কাজ করে যান।

২| ১৫ ই আগস্ট, ২০১৯ বিকাল ৫:০৯

ওমেরা বলেছেন: জীবনের উদ্দেশ্য একেক জনের কাছে একেক রকম, যেমন কারো প্রধান খাদ্য ভাত কারো প্রধান খাদ্য আলু ।

১৫ ই আগস্ট, ২০১৯ রাত ৮:০২

রাজীব নুর বলেছেন: জ্বী ঠিক বলেছেন।

৩| ১৫ ই আগস্ট, ২০১৯ বিকাল ৫:২৬

ইসিয়াক বলেছেন: প্রয়োজন তাই...

১৫ ই আগস্ট, ২০১৯ রাত ৮:০২

রাজীব নুর বলেছেন: কি প্রয়োজন?

৪| ১৫ ই আগস্ট, ২০১৯ বিকাল ৫:৩৭

চাঁদগাজী বলেছেন:


জীবনের উদ্দেশ্য হলো, আশপাশের সবাই ও পরিবেশকে নিয়ে শান্তিতে থাকা।

১৫ ই আগস্ট, ২০১৯ রাত ৮:০৭

রাজীব নুর বলেছেন: শান্তি তো ধনীদের ব্যাপার।
দরিদ্র লোকের শান্তি কোথায়?

সত্য কথা হলো এদেশে শান্তি নাই। সুন্দর ভাবে বেঁচে থাকতে চাইলে- এদেশ ছেড়ে পালাতে হবে।

৫| ১৫ ই আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:৩৬

আমি মাছরাঙ্গা বলেছেন: নির্ভর করছে কে কিভাবে জীবন কে দেখছে। আমার অথবা আপনার সাপেক্ষে আইনস্টাইন অথবা রবীন্দ্রনাথ জীবিত। কারণ আমরা তাদের সাথে কথা বলে সন্তুষ্ট (তাদের কাজের মাধ্যমে)। কিন্তু তাদের (আইনস্টাইন অথবা রবীন্দ্রনাথ) মতামত কি এই ব্যাপারে? তারা কি সন্তুষ্ট আমাদের সাথে কথা বলে? যেহেতু এই মুহূর্তে আমরা তাদের মতামত নিতে পারছি না, তাই এইটা বলা জটিল যে তাদের কাছে এই মুহূর্তে জীবনের মানে কি (অথবা কি ছিল)। অনেকটা বর্তমান দিয়ে অতীত কে যাচাই করার মতো।

অবশই মৃত্যু একটা বড় ঘটনা। আমরা যদি জীবন কে সংখ্যা রেখা কল্পনা করি, সংখ্যা রেখায় যদি মৃত্যু জিরো হয়, বেঁচে থাকা যদি ধনাত্মক (+) আর মৃত্যুর পরের জীবন যদি ঋণাত্মক (-) হয়, তাহলে শুধুমাত্র ধনাত্মক(-) অথবা ঋণাত্মক(+) সংখ্যা দিয়ে পুরা সংখ্যা রেখার উদ্দেশ বোঝা জটিল। সংখ্যা রেখার উদ্দেশ বোঝার জন্য ঋণাত্মক, শুন্য এবং ধনাত্মক সংখ্যা, পুরো ব্যাপারটাকে একবারে দেখতে হবে।

আইনস্টাইন অথবা রবীন্দ্রনাথকে আমরা কিভাবে এখন দেখছি, এইটা বিবেচনা করার পাশাপাশি, ঋণাত্মক সংখ্যা (মৃত্যুর পর) হয়ে আইনস্টাইন অথবা রবীন্দ্রনাথ তাদের পুরা জীবনচক্রকে (ঋণাত্মক, শুন্য এবং ধনাত্মক ) তারা নিজেরা কিভাবে মুল্লায়ন করছে , ঐটাও বিবেচনা করা দরকার!!

যদিও ঋণাত্মক সংখ্যার (মৃত্যুর পর) অভিজ্ঞতার ব্যাপারে তথ্য-উপাত্ত এবং তাদের (তথ্য-উপাত্ত এর) যথাযথ মুল্লায়ন পুরাটাই আমাদের অন্তর্গত এবং সামগ্রিক জ্ঞান, উপলব্ধি আর তার প্রয়োগের উপর নির্ভরশীল।

১৫ ই আগস্ট, ২০১৯ রাত ৮:০৭

রাজীব নুর বলেছেন: চমৎকার বিশ্লেষন।

৬| ১৫ ই আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৭:৩০

নাসির ইয়ামান বলেছেন: এপাড়ে সে পরীক্ষার্থী,সৎকর্ম করলে পরপাড়ে প্রতিদান পাবে!
অসৎ হলে পরিণতি ভয়াবহ হবে।

১৫ ই আগস্ট, ২০১৯ রাত ৮:০৮

রাজীব নুর বলেছেন: মৃত্যুর পর সব শূণ্য যদি অয়!

৭| ১৫ ই আগস্ট, ২০১৯ রাত ৮:০৮

ইসিয়াক বলেছেন: লেখক বলেছেন: কি প্রয়োজন?
বংশবৃদ্ধি নিশ্চিত করা । হি হি হি
আচ্ছা আপনি কেন বেঁচে আছেন সত্যি করে বলুন তো ।
শুভসন্ধ্যা

১৬ ই আগস্ট, ২০১৯ সকাল ১১:১৩

রাজীব নুর বলেছেন: জীবনটাকে উপভোগ করার জন্য।

৮| ১৫ ই আগস্ট, ২০১৯ রাত ৮:৪১

এমজেডএফ বলেছেন:
জীবনের উদ্দেশ্য একেক জনের কাছে একেক রকম। জীবন খুবই সংক্ষিপ্ত। তাই জীবনের অর্থ খুঁজে সময় নষ্ট না করে 'জীবন যখন যেমন তখন তেমন' মেনে নিয়ে জীবনকে উপভোগ করাই শ্রেয়।

১৬ ই আগস্ট, ২০১৯ সকাল ১১:১৪

রাজীব নুর বলেছেন: ইয়েস। ইউ রাইট।

৯| ১৫ ই আগস্ট, ২০১৯ রাত ১১:৪৮

ঠাকুরমাহমুদ বলেছেন: এতো কষ্ট করে লেখার পরও কেউ একটা লাইক দেয় নাই। দেখে মনে হচ্ছে লাইক দিতে টাকা খরচ হয়। মহিলা নিকে আইডি খোলে ডাইনিং এর ছবি তোলে আপলোড দিয়ে দিন ২০ টা লাইক ৫০ টা কমেন্ট ব্লগের এই দুঃসময়েও পেয়ে যাবেন।

১৬ ই আগস্ট, ২০১৯ সকাল ১১:১৫

রাজীব নুর বলেছেন: লাইকের আশা করি না।
মনের আনন্দে লিখি। পড়ি।

১০| ১৫ ই আগস্ট, ২০১৯ রাত ১১:৫৬

নূর আলম হিরণ বলেছেন: মানব জাতির সব জানা হয়নি এখনো। আমরা স্টেপ ওয়ান সিভিলাইজেশনে আছি সবে। এই বিশ্বব্রহ্মাণ্ডে আমাদের আবির্ভাব খুবই অল্প সময়ের।

১৬ ই আগস্ট, ২০১৯ সকাল ১১:২৩

রাজীব নুর বলেছেন: অল্প সময় অথচ আমাদের কত আয়োজন। লেখা পড়া, বিয়ে, বাচ্চা উৎপাদন, ঘুম, খাওয়া, ঘুরে বেড়ানো।

১১| ১৬ ই আগস্ট, ২০১৯ রাত ১২:২৪

হাসান কালবৈশাখী বলেছেন:
জীবনের উদ্দেশ্য কি?


চাঁদগাজী অন্য এক পোষ্টে বলেছিলেন - আপনাকে একটা ভ্যান নিয়ে রাস্তায় পরে থাকা চামড়া সংগ্রহ করে লবন লাগাতে।

১৬ ই আগস্ট, ২০১৯ সকাল ১১:২৬

রাজীব নুর বলেছেন: আমি তো বেকার। বেকাদের নিয়ে মজা করা অতি সাধারন হিসাব। তবে উনি ওটা ফান করেছেন।

১২| ১৬ ই আগস্ট, ২০১৯ রাত ১:০৮

ডঃ এম এ আলী বলেছেন:
জীবনের উদ্দেশ্য হলো সঠিক পথে সঠিকভাবে চলে
জীবনের চলার পথের অর্জনকে সম্বল করে
শেষ গন্তব্যে পৌঁছানো ।

১৬ ই আগস্ট, ২০১৯ সকাল ১১:২৬

রাজীব নুর বলেছেন: দামী কথা বলেছেন।

১৩| ১৬ ই আগস্ট, ২০১৯ রাত ৩:০৪

জুনায়েদ বি রাহমান বলেছেন: জীবনের উদ্দেশ্য ব্যক্তিভেদে ভিন্ন ভিন্ন। যেহেতু আমি মুসলিম; এবং সৃষ্টিকর্তায় বিশ্বাসী। তাই আমার কাছে জীবনের উদ্দেশ্য- 'সৎ পথে চলা, সম্ভব হলে অন্যের উপকার করা।
কারণ অসৎ পথে চললে, অন্যের ক্ষতি করলে মৃত্যুর পর জবাবদিহিতা করতে হবে। তাছাড়া, 'সৎ পথে চলা, ভালো কিছু করা' দুনিয়ার জন্যও ভালো।

১৬ ই আগস্ট, ২০১৯ সকাল ১১:২৭

রাজীব নুর বলেছেন: বেহেশতের আশায় বা জবাবদিহিতার আশায় ভালো কাজ করতে হবে কেন?
মানুষ হয়ে জন্ম নিয়েছি তাইয়া এমনিতেই ভালো কাজ করা উচিত।

১৪| ১৬ ই আগস্ট, ২০১৯ ভোর ৬:২৫

ইসিয়াক বলেছেন: জুনায়েদ বি রাহমান বলেছেন: জীবনের উদ্দেশ্য ব্যক্তিভেদে ভিন্ন ভিন্ন। যেহেতু আমি মুসলিম; এবং সৃষ্টিকর্তায় বিশ্বাসী। তাই আমার কাছে জীবনের উদ্দেশ্য- 'সৎ পথে চলা, সম্ভব হলে অন্যের উপকার করা।
কারণ অসৎ পথে চললে, অন্যের ক্ষতি করলে মৃত্যুর পর জবাবদিহিতা করতে হবে। তাছাড়া, 'সৎ পথে চলা, ভালো কিছু করা' দুনিয়ার জন্যও ভালো।

অনেক সুন্দর

১৬ ই আগস্ট, ২০১৯ সকাল ১১:২৯

রাজীব নুর বলেছেন: হুম।

১৫| ১৬ ই আগস্ট, ২০১৯ সকাল ৭:১৮

বলেছেন:

তোমার চলে যাওয়ার পরেও তোমার কর্ম তোমাকে জীবিত রাখবে এটাই জীবনের মুখ্য উদ্দেশ্য।।।।

১৬ ই আগস্ট, ২০১৯ সকাল ১১:৩০

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কথা।

১৬| ১৬ ই আগস্ট, ২০১৯ সকাল ১০:০৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সুখে শান্তিতে বসবাস করে স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি সহকারে অপেক্ষা করার নামই জীবন।

১৬ ই আগস্ট, ২০১৯ সকাল ১১:৩১

রাজীব নুর বলেছেন: মৃত্যুর জন্য অপেক্ষা!!
কষ্টের না আনন্দের সেটা?

১৭| ১৬ ই আগস্ট, ২০১৯ সকাল ১১:২২

ইসিয়াক বলেছেন: কোথায় ছিলেন ? নতুন কবিতা লিখেছি । আপনার কমেন্টের জন্য বসে আছি সেই সকাল থেকে ।রাতেও খুঁজেছি ।

১৬ ই আগস্ট, ২০১৯ সকাল ১১:৩২

রাজীব নুর বলেছেন: মন দিল ভালো না।
ভিপিএন দিয়ে সামু চালিয়ে আরাম পাই না। নানান ঝামেলা।

১৮| ১৬ ই আগস্ট, ২০১৯ সকাল ১১:৩৩

ইসিয়াক বলেছেন: কবিতাটা পড়বেন না?

১৬ ই আগস্ট, ২০১৯ সকাল ১১:৩৭

রাজীব নুর বলেছেন: আরে কবিতা পড়ার জন্যই তো এসেছি। মনে মনে আপনার কবিতা পড়ার অপেক্ষায়ই ছিলাম।

১৯| ১৬ ই আগস্ট, ২০১৯ সকাল ১১:৩৯

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ

১৬ ই আগস্ট, ২০১৯ দুপুর ১২:২৬

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

২০| ১৬ ই আগস্ট, ২০১৯ দুপুর ১:২৪

জুনায়েদ বি রাহমান বলেছেন: লেখক বলেছেন: বেহেশতের আশায় বা জবাবদিহিতার আশায় ভালো কাজ করতে হবে কেন? -বেহেস্তের আশায় বা জবাবদিহিতার আশায় ভালো কাজ করছি কারণ
* আমি ঈশ্বরে বিশ্বাসী। আমি বিশ্বাস করি মৃত্যুর পর হিসেব নিকেশ আছে।
* কিছু না থাকলেও সমস্যা নেই, ভালো কিছু করে তো দুনিয়াতে আমি ক্ষতিগ্রস্ত হচ্ছি না।

মানুষ হয়ে জন্ম নিয়েছি তাইয়া এমনিতেই ভালো কাজ করা উচিত। - হ্যা, মানুষ হয়ে জন্মেছি তাই ভালো কাজ করা উচিত। তবে আমাকে ভালো কাজ করতে অনুপ্রাণিত করেছে বা করছে " ধর্ম,পরিবার, সমাজ, রাস্ট্র ও সভ্যতা"। আমি সত্যটা আপাতত অস্বীকার করতে চাইছি না।

মানুষ হিসেবে জন্ম নেওয়ার কারণেই ভালোকাজ করছি কিনা সেটা আরো আরো ভাববার বিষয়, গভেষণার বিষয়!!

১৬ ই আগস্ট, ২০১৯ বিকাল ৩:০৫

রাজীব নুর বলেছেন: আমি ভাই, বেহেশতে যেতে চাই না। হুর পরী আমার দরকার নাই।
তবে পৃথিবীতে আমি ভালো কাজ করবো। আমার ধর্ম আমাকে না বললেও আমি ভালো কাজ করবো।

২১| ১৬ ই আগস্ট, ২০১৯ দুপুর ২:৩৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: মৃত্যুর পর আর কী কী চান?

১৬ ই আগস্ট, ২০১৯ বিকাল ৩:০৬

রাজীব নুর বলেছেন: চাইলেই কি পাবো??

২২| ১৬ ই আগস্ট, ২০১৯ বিকাল ৩:০১

নাসির ইয়ামান বলেছেন: "মৃত্যুর পরে সব শূণ্য যদি অয়"
একথা যদি মনে করেন,তাহলে এইযে,আপনি এখন বেঁচে আছেন সেটাও শূণ্য (মিথ্যে)।
কারণ,আপনার এই জীবন লাভের আগে আপনি কি মৃত ছিলেন না?

১৬ ই আগস্ট, ২০১৯ বিকাল ৩:০৯

রাজীব নুর বলেছেন: সে অন্য হিসাব।
আমাকে তো দুনিয়াতে পাঠানোর আগে জিজ্ঞেস করা হয় নি, জানতে চাওয়া হয়নি- আমি পৃথিবীতে যেতে চাই কিনা?? অথবা আমাকে তো আর আমার ইচ্ছায় বাংলাদেশে পাঠানো হয় নি। সব মহান প্রভুর ইচ্ছায় হয়েছে।

২৩| ১৬ ই আগস্ট, ২০১৯ রাত ৮:০৯

মস্টার মাইন্ড বলেছেন: আসলেই জীবনের কোন উদ্দেশ্য নেই। আমরা আমাদের সফলতার জন্য বেচে থাকার জন্য কিছু লক্ষ্য ঠিক করি মাত্র।

১৬ ই আগস্ট, ২০১৯ রাত ৮:৫৩

রাজীব নুর বলেছেন: ইয়েস। ইউ রাইট।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.