নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

সাধারন মানুষ বলতে চায়

১৬ ই আগস্ট, ২০১৯ দুপুর ১২:২৪



আজ খুব ভোরে ঘুম ভেঙ্গে গেছে।
অথচ ভেবে রেখেছিলাম দুপুর পর্যন্ত ঘুমাবো। সুরভি গভীর ঘুমে। আমি আস্তে করে ঘর থেকে বের হয়ে গেলাম। বাজার করবো। চা খাবো। কিছুক্ষন হেঁটে বেড়াবো। ফ্রীজে দুই তিন পোটলা গরুর মাংস আছে। আর কিছুই নাই। সবজি কিনতে হবে। একটা বড় ইলিশ মাছ কেনার ইচ্ছা আছে। ইলিশ মাছের যা দাম! এক হাজার টাকার কমে ইলিশ মাছ আজকাল পাওয়াই যায় না। মোবাইল নিলাম না। সুন্দর সকাল। আকাশে মেঘ আছে। বেশ ঠান্ডা বাতাস আছে।

বেশ কিছু হুজুর রাস্তায় দাঁড়িয়ে গল্প করছে।
একজন হুজুর বললেন, আজ কাস্মীরের যে অবস্থা, হয়তো কিছুদিন পরে আসতে পারে আমাদের পালা। সকল শক্তি নিয়ে এখন থেকেই আমাদের আন্তর্জাতিক সম্পর্ক শক্ত করতে হবে। নানান মানূষের নানান রকম কথা বার্তা। নানান রকম চিন্তা ভাবনা। হুজুরদের আলাপ অন্য দিকে মোড় নিয়েছে। সাদা দাড়িওয়ালা এক হুজুর বললেন, ভারতেও অনেক অঞ্চলে শত শত বছর ধরে একটা পেশা চালু আছে, সাধারণত মেয়েরা এই পেশায় থাকেন। বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে, বিশেষ করে শেষকৃত্যের অনুষ্ঠান মহিমান্বিত করতে, অর্থের বিনিময়ে সময় ধরে কেঁদেকেটে দিয়ে যান। সাদা দাড়িওয়ালার সাথে তাল মিলিয়ে আরেক হুজুর বললেন, এ পেশা পুরনো। অনেক দেশে আছে। ইন্ডিয়ায় সিনেমা হয়েছে রুদালি নামে। ডিম্পল কাপাডিয়ার অসাধারণ অভিনয় সেখানে। তবে এসব কথা নয়। কথা হলো, আমরা এখন এত ব্যস্ত, পেশাটা আমাদের দেশে শুরু হচ্ছে না কেন!

রাস্তা ঝাড়ি দিচ্ছেন তিনজন মহিলা। কাজের ফাঁকে ফাঁকে তারা গল্প করছেন, জ্বর ছেড়ে যাওয়ার পরের সময় বেশি গুরুত্বপূর্ণ ডেঙ্গু রোগির জন্য। আরেকজন মোটা করে মহিলা বললেন, আর কতো সইতে হবে আমাদেরকে এই ডেঙ্গুর আতংক আর ভোগান্তি! প্রতিদিন কাছের মানুষেরাই আক্রান্ত হচ্ছে। আজও হলিফ্যামিলিতে দেখে এলাম একজন সহকর্মীকে। সত্যি আর নেয়া যাচ্ছেনা। বিশেষত শিশুদের কষ্ট। তোমাদের বাড়ির বাচ্চা দুজন কেমন আছে? আমার সামনে দুজন হাঁটতে হাঁটতে গল্প করছেন, তাদের একজন হাসতে হাসতে বললেন, খালেদা জিয়া এবার ১৫ই আগষ্টে ওনার জন্মদিন পালন করবেন না। তাহলে আমরা শিখলাম,- জেলখানা আসলেই একটা সংশোধনাগার।

কমলাপুরের কাছাকাছি গিয়ে একটা চায়ের দোকান খোলা পেলাম।
সেখানে অনেকেই দাঁড়িয়ে চা খাচ্ছেন। গল্প করছেন। একজন কালো মতো লোক বললেন, মুজিব হত্যার পর বাঙালিদের আর বিশ্বাস করা যায়না, যারা মুজিবকে হত্যা করেছে তারা যে কোন জঘন্য কাজ করতে পারে। আমি জানি, এটা ওই কালো লোকটার কথা নয়। এটা নোবেল বিজয়ী উইলিবান্ট এর কথা। চায়ের চুমুক দিতে দিতে আরেকজন বললেন, অল্প কয়েকজন বিশ্বাস ঘাতক দিয়ে বাঙালীদের বিচার করা যাবে না। ভাষা আন্দোলন , মহান মুক্তিযুদ্ধ এই সব বিশ্বের কোন জাতী করেছে!বাঙালী জাতীকে অপমান করে দেওয়া বক্তব্য অগ্রহন যোগ্য। যতোদিন এই দেশ থাকবে, এই জাতি থাকবে ততো দিন বঙ্গবন্ধু থাকবেন আমাদের চিন্তা চেতনা এবং ভালো বাসায়।

ইলিশ মাছ কেনা হলো না।
খুব বেশী দাম। আলু, পুঁই শাক আর কাঁচা মরিচ নিয়ে বাসায় ফিরলাম। বাসায় ফিরে দেখি সুরভি ঘুমাচ্ছে। ঘুমাক। আমি ছাদে গেলাম। গাছের যন্ত নেওয়া হয়নি গত কয়েকদিন। হায় হায়! পেয়ারা গাছে অনেক গুলো পেয়ারা ছিল। বেশ বড় বড়। একটা পেয়ারাও নেই। কে নিলো পেয়ারা গুলো? ব্যাড লাক।

মন্তব্য ২৪ টি রেটিং +১/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ১৬ ই আগস্ট, ২০১৯ দুপুর ১২:৩৭

বিষন্ন পথিক বলেছেন: আপনার পোষ্টগুলি প্রচারে এলাকাবাসী টাইপ, আশা করি বোঝাতে পেরেছি।

১৬ ই আগস্ট, ২০১৯ দুপুর ২:৫৯

রাজীব নুর বলেছেন: আমি বুঝতে চাই না।

২| ১৬ ই আগস্ট, ২০১৯ দুপুর ১:৩৪

জুনায়েদ বি রাহমান বলেছেন: যাক দেশের মানুষ তাহলে সচেতন হচ্ছেন, হুজুরেরাও আন্তর্জাতিক ব্যাপার স্যাপার, মুভি সিনেমা নিয়ে ভাবছেন।
ঝাড়ুদারনি মহিলারাও খালেদাজিয়াকে নিয়ে ভাবছেন।

১৬ ই আগস্ট, ২০১৯ বিকাল ৩:০০

রাজীব নুর বলেছেন: সবাইই ভাবে। বলতেও চায়।

৩| ১৬ ই আগস্ট, ২০১৯ দুপুর ১:৫৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: এটাই তো জীবন।

১৬ ই আগস্ট, ২০১৯ বিকাল ৩:০০

রাজীব নুর বলেছেন: হুম।

৪| ১৬ ই আগস্ট, ২০১৯ দুপুর ২:০৬

ভুয়া মফিজ বলেছেন: আপনার বর্ণিত ঘটনাগুলো কি জাগ্রত অবস্থায় ঘটেছিল?

১৬ ই আগস্ট, ২০১৯ বিকাল ৩:০১

রাজীব নুর বলেছেন: জ্বী।

৫| ১৬ ই আগস্ট, ২০১৯ দুপুর ২:৫৬

নাসির ইয়ামান বলেছেন: সাধারণেরা বলে,শুনার কেউ নাই!

এখন দরকার বিপ্লব,বিদ্রোহ । এর আগে প্রয়োজন,জনগণের সংশোধন।

১৬ ই আগস্ট, ২০১৯ বিকাল ৩:০২

রাজীব নুর বলেছেন: সত্যি কথা বলতে কি চুপ করে থাকাই ভালো। জেল, গুম আর খুন হতে হবে না।

৬| ১৬ ই আগস্ট, ২০১৯ বিকাল ৩:২৭

নাসির ইয়ামান বলেছেন: অন্যায়ের বিরুদ্ধে চুপ থাকা,অন্যায়কে সমর্থনেরই নামান্তর!

১৬ ই আগস্ট, ২০১৯ রাত ৮:৪৭

রাজীব নুর বলেছেন: চুপ না থাকলে গুম হতে হয়। কারাগারে যেতে হয় মিথ্যা মামলা মাথায় নিয়ে।

৭| ১৬ ই আগস্ট, ২০১৯ বিকাল ৫:১৫

ইসিয়াক বলেছেন: অনেক ভালো লেগেছে। এরকম ভাবনা শোনা ও জানার প্রয়োজন আছে ।
কে কি বললো কি আসে যায় ।
ভালো থাকবেন । ........ও তাহলে সকালে ঘুরে বেড়ানো , বাজার করা আর বাগান দেখাশোনা করা হচ্ছিল। ভালো ।
চলুন দুজনে আগামী কাল ভোরে প্রাতঃ ভ্রমণে বাহির হই। হি হি

১৬ ই আগস্ট, ২০১৯ রাত ৮:৫০

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।

৮| ১৬ ই আগস্ট, ২০১৯ রাত ৮:১৯

চাঁদগাজী বলেছেন:


আপনার গাছের পেয়ারাগুলো কি চুরি হয়ে গেছে?
আপনার গাছে এডিস মশা থাকতে পারে।

১৬ ই আগস্ট, ২০১৯ রাত ৮:৫২

রাজীব নুর বলেছেন: হয়তো আসে পাশের বাড়ির কেউ চুরী করেছে। অথবা তিন তলার বুয়া চুরী করেছে।
না গাছে মশা হবে না। পানি জমে থাকতে দেই না।

৯| ১৬ ই আগস্ট, ২০১৯ রাত ৮:২৫

রূপক বিধৌত সাধু বলেছেন: হুজুরদের চিন্তাভাবনার আধুনিকায়ন হয়েছে দেখছি।

১৬ ই আগস্ট, ২০১৯ রাত ৮:৫৫

রাজীব নুর বলেছেন: জ্বী।

১০| ১৬ ই আগস্ট, ২০১৯ রাত ১০:২১

সোহানী বলেছেন: দেশের সাধারন মানুষ দেখি কঠিন ভাবনা চিন্তায় মগ্ন। এমন কি হুজুর ও ডিম্পল এর ছবি দেখে.... ;) ... গুড গুড দেশ সত্যিই এগিয়ে যাচেছ।

১৭ ই আগস্ট, ২০১৯ দুপুর ১২:০৫

রাজীব নুর বলেছেন: দেশ এগিয়ে যাচ্ছে কথাটা মিথ্যা না।

১১| ১৭ ই আগস্ট, ২০১৯ রাত ২:১৮

গরল বলেছেন: অন্যদের আলোচনায় কানপাতা ভালো অভ্যাস নয় কিন্তু আর মাঝখান থেকে কিছু শুনে তা থেকে কোন সিদ্ধান্তে আসা খুবই বিপজ্জনক =p~ :-P

১৭ ই আগস্ট, ২০১৯ দুপুর ১২:০৭

রাজীব নুর বলেছেন: দামী কথা বলেছেন।

১২| ১৮ ই আগস্ট, ২০১৯ রাত ১:৪৯

চাঙ্কু বলেছেন: ইলিশ মাছ কি পান নাই নাকি দামের জন্য কিনেন নাই? কয়েকদিন পরে অবশ্য মানুষের সব্জি খাওয়াও ছেড়ে দিতে হবে!

১৮ ই আগস্ট, ২০১৯ দুপুর ১:০৯

রাজীব নুর বলেছেন: দামের জন্য কিনি নাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.