নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

রাস্তায় পাওয়া ডায়েরী থেকে-১১২

২৮ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১:৪৫



১। প্রত্যেকের ঘরে যদিও কোরআন থাকে তথাপি একটি সুন্দর বাংলা অনুবাদসহ কোরআন রাখা উচিত। এটা নিয়মিত পড়া দরকার এবং প্রয়োজনে বিষয়ভিত্তিক সূচী ধরে কোরআনের বিভিন্ন নির্দেশনা জেনে নেয়া প্রয়োজন। যিনি মুসলিম নয় তিনিও কোরআন পড়তে পারেন। কারণ কোরআন মুসলিমদের ধর্মগ্রন্থ হিসেবে নাযিল হয়নি। কোরআন নাযিল হয়েছে সমগ্র মানবজাতির জন্য সেকথা কোরআনেই লেখা আছে।

২। যে, তোমার সাথে শত্রুতা করে, তাকেও ভালবাসো। যে, তোমাকে কষ্ট দেয় তার জন্যও দু'আ করো। চেয়ে দেখো- সূর্যের আলো ভালো মন্দ সকলের জন্যই অবধারিত । পাপী ও পূণ্যবান সকলের জন্যই বৃষ্টি বর্ষিত হয়।

৩। স্বামী অফিসে যাওয়ার সময় স্ত্রী বলল, একটা অন্যায় করে ফেলেছি। রাগ করবে না বল?
: তোমার ওপর কি রাগ করতে পারি? কী হয়েছে?
: ইস্ত্রি করার সময় তোমার প্যান্টের পিছনটা পুড়ে ফেলেছি।

৪। মার্কিন লেখক মার্ক টোয়েন একবার বলেছিলেন, একজন লেখাপড়া জানা মানুষ আর একজন লেখাপড়া না জানা মানুষের মধ্যে পার্থক্য কি যদি লেখাপড়া জানা মানুষটা একটা ভালো বই না পড়লেন? এখন প্রশ্ন হলো, ভালো বই কোনটা?
সাধারণ অর্থে বলা যেতে পারে, যে কোন বিষয়ের ওপর লেখা যে কোন বই-ই হতে পারে ভালো বই, যদি তাতে থাকে সে বিষয়ের নূতন কোন উদ্ঘাটন বা চিন্তা। যে কোন বইয়ের ভালো বই হবার জন্য দুটি আবশ্যক বৈশিষ্ট্য থাকতেই হবে। এগুলো হলো, নূতনত্বের পরশ এবং দৃষ্টিভঙ্গির পরিচ্ছন্নতা। মনসতাত্ত্বিকভাবে একশ পাতার কোন কঠিন বইয়ের থেকে হাজার পাতার সহজ বই পাঠকের কাছে বেশি গ্রহণযোগ্য হয়।
অনেকে বলেন, বই পড়ে আমি অনেক আনন্দ পাই! অর্থাৎ, যে-বই আনন্দদায়ী সে বই ভালো বই। কথাটা পাঠাভ্যাস তৈরির জন্য ভালো তবে তা বইয়ের ভালোত্ব বিচারের জন্য যথেষ্ট নয়। আমরা যদি বইয়ের ভিতর নিছক আনন্দ খুঁজি তবে তা নেহায়েত নির্বুদ্ধিতা হবে কারন বইয়ের জগত জানাবার ও জানবার জগত।

যদি আনন্দের কথা বলা হয় তবে আনন্দধারায় ধন্য এ ভূবনে আনন্দের উপাদান ও উপকরণ সর্বত্র ছড়ানো, শুধু তাকে খুঁজে নিতে হবে।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্ম দিন উপলক্ষ্যে একটি কবিতা
আহা বীর কন্যা দেশরত্নের জন্মদিন আজ
চারিদিকে এক আকাশ আনন্দ বিরাজমান
আপনার জন্যই দেশে আজ এত উন্নয়ন
শান্তিতে নোবেল বিজয়ীদের পথের পথিক
দেশের কল্যাণে ধ্যানমগ্ন শান্তির দূত আপনি
প্রতিটা বাঙ্গালির বাতিঘর-আশার আলো
আমার আয়ুষ্কাল আপনাকে দিলাম পরম মুগ্ধতায়
হে নির্ভীক সৈনিক সাহসের প্রতীক
আপনি আছেন, থাকবেন- আমাদের হৃদয়ে
আমৃত্যু হৃদয়ে জড়ানো নাম- শেখ হাসিনা।

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১:৫০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: শেখ হাসিনা ছাড়া এই মুহূর্তে সততা লালল করেন এমন একটা নেতা নেই।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:১১

রাজীব নুর বলেছেন: আছে। বহু আছে।
তোফায়েল আহমেদ, রাষ্ট্রপতি আবদুল হামিদ, ওবায়দুল কাদের, পলক এরকম বহু আছে।

২| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:০৬

ইসিয়াক বলেছেন: কবিতা ভালো হয়েছে।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:১২

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:০৯

ইসিয়াক বলেছেন: ৩।নম্বর...। মজা পাইলাম
৪।নম্ব...। ভালো বলেছেন।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:১৩

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ বন্ধু।

৪| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:৫৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: এক মাত্র শেখ হাসিনা কেই টাকা দিয়ে কেনা যায় না।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৭:৪১

রাজীব নুর বলেছেন: ইয়েস।

৫| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৮:২২

আখ্যাত বলেছেন:
জ্ঞানী মানুষরা পড়াশুনার সময় বের করে নেয়
শত ব্যস্ততার মাঝেও

২৯ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:৩১

রাজীব নুর বলেছেন: প্রিয় নেত্রী কোরআন মাজিদ পড়ছেন মন দিয়ে। সুন্দর ছবি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.