নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
খবরের কাগজে দেখলাম, বড় বড় করে লেখা ‘অভিযান চলবে, দলের লোকও রেহাই পাবে না। ভালো কথা, এরকমই হওয়া উচিত। অবশ্য শুধু বললে হবে না। ধরুন। এদের ধরুন। ধরে তারপর বলুন। সমুদ্র যেমন বিশাল। বিশাল এই সমুদ্র থেকে এক দুই বালতি পানি তুললে হবে? ঠিক তেমনি দুই একজনকে ধরলে হবে না। কমপক্ষে এক লক্ষ লোককে ধরতে হবে। সব চোর। চোরের দেশ। লুটেপুটে খেয়ে সব শেষ করে দিয়েছে। একজন মানুষের জীবনে কত টাকা লাগে? অথচ সীমাহীন টাকা তারা করেছে।
৩৩ নম্বর ওয়ার্ডের রাজীব নামের এক কাউন্সিলর কোটি কোটি টাকার মালিক হয়েছে। শুধু রাজীব না, মনে হয় খোজ নিলে জানা যাবে প্রতিটা ওয়ার্ডের কাউন্সিলর’ই একই অবস্থা। যে যেমনে সুযোগ পেয়েছে, তেমনি ইচ্ছা মতো কোটি কোটি টাকা করে নিয়েছে। দরিদ্র একটা দেশে এরকম লুটপাট খুব দুঃখজনক। দুদক এর উচিত ব্যাপকভাবে নড়াচড়া দেওয়া। তাদের ঝিম মেরে বসে থাকলে চলবে না। প্রতিদিন কমপক্ষে বিশ জন নব্য ধনীকে ধরা উচিত। তাতে দেশের মানুষ খুশি হবে।
ঢাকা চিড়িয়াখানায় এক জলহস্তির ঘরে নতুন অতিথি এসেছে। নতুন অতিথির নাম এখনও রাখা হয়নি। তবে সে খুব দুষ্ট। পানিতে নেমে খুব লাফালাফি করে। নতুন এই শাবককে দেখতে চিড়িয়াখানায় বেশ ভিড় হচ্ছে। আমি সময় পাচ্ছি না। সময় পেলে জলহস্তির নতুন বাচ্চাটা দেখতে যাবো। তবে আমাদের দেশের চিড়িয়াখানার পশুরা ভালো নেই। তাদের সেবা যত্ন সঠিক ভাবে হয় না। ঢাকা চিড়িয়াখানা খুব অবহেলিত।
মধুর ক্যান্টিন থেকে পিটিয়ে ছাত্রদলকে বের করে দিল ছাত্রলীগ। প্রিয় ছাত্রলীগ ভাইয়েরা। মারামারি করা ভালো না। এইসব বাদ দিয়ে মন দিয়ে লেখাপড়া করুন। প্লীজ। আপনার বাবা মা আপনাদের বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করার জন্য পাঠিয়েছেন। মারামারির জন্য না। কবে আপনাদের জ্ঞান হবে? আপনারা কবে ভদ্র হবেন? দেশের সাধারন মানুষ আপনাদের নাম শুনলেই ভয় পায়। আপনাদের ঘৃণা করে। তা কি জানেন?
প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ এর আত্মজীবনী ‘আমার কর্ম আমার জীবন’ বইটি ভারতের অসমীয়া ভাষায় প্রকাশ হবে। ভালো। খুব ভালো। তারা জানুক আমাদের এরশাদ শাহেবকে। অবশ্য আমার এরশাদ সাহেবের বইটি পড়া হয় নি।
মেনন সাহেব ক্যাসিনো কাণ্ডে ফেঁসে যাবেন মনে হচ্ছে। সব দুষ্টলোক ফেঁসে যাক। ভালোরা দায়িত্ব নিক।
জিনেরা কি খায় জানেন? জিনেরা হাড্ডি খায়। আল্লাহর নামে যে সমস্ত পশু জবাই হয়। সেই সমস্ত পশুর হাড় খায় জিনেরা। একবার জিনের দল নবীজি (সা.)কে তাদের এলাকায় নিয়ে গিয়েছিল। সেখানে নবীজি তাদের কোরআন তিলাওয়াত করে শুনিয়েছেন। তখন জিনেরা নবিজিকে জিজ্ঞেস করলেন, আমাদের হালাল খাবার কি? নবীজি (সা.)বললেন, আল্লাহর নামে জবাই করা পশুদের হাড়-হাড্ডি তোমাদের খাবার। (তিরমিজি, হাদিসঃ ৩২৫৮)
রুশ অধ্যাপক নাওমকিন বলেছেন, রাশিয়ার জনগনের কাছে শেখ হাসিনা গুরুত্বপূর্ন। এতই যখন গুরুত্বপূর্ন তাহলে বাংলাদেশ থেকে এক লক্ষ বেকার নিক।
খালেদা জিয়াকে দেখতে যাবেন ঐক্য ফ্রন্ট নেতারা। যাক। আমার কি।
২২ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:১৮
রাজীব নুর বলেছেন: না, এটা আজকের পত্রিকার না।
গতকালের পত্রিকার। আসলে পোষ্ট টি গতকাল লিখেছিলাম। কিন্তু গতকাল পোষ্ট করা হয়নি।
২| ২২ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:২৫
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমরা আপনার ব্লগ পড়ে জানলাম...
২২ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:১৮
রাজীব নুর বলেছেন: ইয়েস। পড়লেই জানা যায়। তাই প্রচুর পড়তে হয়।
৩| ২২ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:৩৬
ইসিয়াক বলেছেন: হুম
২২ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:১৯
রাজীব নুর বলেছেন: !
৪| ২২ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:৩৩
ইসিয়াক বলেছেন: কি আর কহিব মনের কথা ।
বলার ভাষা নাই ।
ভয়ে ভয়ে আছি মোরা
চুপ থাকতে ই চাই ।
২২ শে অক্টোবর, ২০১৯ রাত ৯:১৩
রাজীব নুর বলেছেন: চুপ থাকাই ভালো। চুপ থাকাই মঙ্গল।
৫| ২২ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:৪৭
ঠাকুরমাহমুদ বলেছেন: জিনেরা কি খায় জানেন? জিনেরা হাড্ডি খায়। আল্লাহর নামে যে সমস্ত পশু জবাই হয়। সেই সমস্ত পশুর হাড় খায় জিনেরা। একবার জিনের দল নবীজি (সা.)কে তাদের এলাকায় নিয়ে গিয়েছিল। সেখানে নবীজি তাদের কোরআন তিলাওয়াত করে শুনিয়েছেন। তখন জিনেরা নবিজিকে জিজ্ঞেস করলেন, আমাদের হালাল খাবার কি? নবীজি (সা.)বললেন, আল্লাহর নামে জবাই করা পশুদের হাড়-হাড্ডি তোমাদের খাবার। (তিরমিজি, হাদিসঃ ৩২৫৮)
জিন নিয়ে গল্প করতে হবে। ভাবছি কিছু গল্প লিখা যাক কি বলেন?
২২ শে অক্টোবর, ২০১৯ রাত ৯:১৪
রাজীব নুর বলেছেন: অবশ্যই।
অপেক্ষায় থাকলাম।
৬| ২২ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৪০
ল বলেছেন: এরশাদের আত্মজীবনী কি সত্য কথা বলেছেন??
উনার আশেপাশের সব রমণীদের কথা এসেছে তো??
২২ শে অক্টোবর, ২০১৯ রাত ৯:২০
রাজীব নুর বলেছেন: আমি পড়িনি।
পড়বো। তারপর আপনাকে জানাবো।
৭| ২২ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৪৭
ভুয়া মফিজ বলেছেন: একটা কথা জেনে রাখেন, ধরা হচ্ছে, ধরা হবে। কিন্তু মাস্টারমাইন্ডগুলো ধরাছোয়ার বাইরেই থেকে যাবে।
আগাছা গোড়া থেকে উপড়ে না ফেললে আবার গজায়! আরো ভালোভাবে ডালপালা ছাড়ে!!
২২ শে অক্টোবর, ২০১৯ রাত ৯:২১
রাজীব নুর বলেছেন: এটাই আসল কথা।
৮| ২২ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৩৩
চাঁদগাজী বলেছেন:
আপনি কি জিন দেখেছেন? আপনি যদি জিন না দেখেন, হয়তি জিন নেই, কিংবা তারা অদৃশ্যমান হতে পারে; অদৃমান প্রাণী কি দৃশ্যমান হাঁড় খেতে পারার কথা?
২২ শে অক্টোবর, ২০১৯ রাত ৯:২৩
রাজীব নুর বলেছেন: জিন হাড্ডি খায়- ব্যাপারটা আমার কাছে যথেষ্ঠ হাস্যকর।
গতকাল খবরের কাগজে পড়লাম। ব্যাপক বিনোদন পেলাম।
৯| ২২ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:২২
পদাতিক চৌধুরি বলেছেন: 34 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাজীব নুর!!!
এতদিন ব্লগিং করছি অথচ একবারও টের পাইনি বিষয়টা?
একটু কুৎসা রটেছে কাউন্সিলের নামে তবে আমি জানি ভাইয়ের মনটা দুধের মত পরিষ্কার হাহাহাহা..
২২ শে অক্টোবর, ২০১৯ রাত ৯:২৬
রাজীব নুর বলেছেন: দাদা আমি কোনো ঝামেলায় যাই না।
আমি সুখে থাকতে চাই না। আমি চাই স্বস্তিতে থাকতে। সুখের থেকে স্বস্তিতে থাকা অনেক ভালো।
১০| ২২ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:৫১
ইসিয়াক বলেছেন: ৩৩নং ওয়ার্ডের কাউন্সিলর রাজীব ??!?!?!?!?!?!?!?!?!....ব্যপারটা একটু গোলমেলে ।
পাঠক ব্যাখ্যা চায় ।
২২ শে অক্টোবর, ২০১৯ রাত ৯:২৭
রাজীব নুর বলেছেন: আমি কোনো দিনও অসতভাবে এত টাকা করতাম না। এটা আমাকে দিয়ে সম্ভব না।
১১| ২২ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:৫৯
সাইন বোর্ড বলেছেন: পড়লাম ।
২২ শে অক্টোবর, ২০১৯ রাত ৯:২৯
রাজীব নুর বলেছেন: শুকরিয়া জনাব। ভালো থাকুন।
১২| ২২ শে অক্টোবর, ২০১৯ রাত ৯:৪৮
আহমেদ জী এস বলেছেন: রাজীব নুর,
.............আর আমরা জানলুম আপনার এই লেখা থেকে!
২৩ শে অক্টোবর, ২০১৯ সকাল ৯:৩৩
রাজীব নুর বলেছেন: বাঁচতে হলে জানতে হবে।
১৩| ২৩ শে অক্টোবর, ২০১৯ সকাল ৯:৫০
খায়রুল আহসান বলেছেন: অনেক কিছুই জানালেন, ধন্যবাদ।
দেশের পত্রিকাগুলার উপর কি এখন জনমানুষের আস্থা আছে?
২৩ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:১৮
রাজীব নুর বলেছেন: কোন পথে আসবে সমস্ত মানুষের মুক্তি? নাকি কোনো দিনই আসবে না। তার আগেই ধ্বংস হয়ে যাবে পৃথিবী।
১৪| ২৩ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১:৩৮
তারেক ফাহিম বলেছেন: কেমন আছেন? অনেক দিন পর আপনাদের সাথে এড হতে সক্ষম হয়েছি।
২৩ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১:৪১
রাজীব নুর বলেছেন: ভালো আছি। দোয়া করবেন।
১৫| ২৩ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১:৫৫
সেলিম আনোয়ার বলেছেন: ভালো । সব খবর আপনার নখ দর্পনে। প্রতিক্রিয়াও বেশ।
২৩ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:৫৫
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ কবি।
ভালোবাসা জানবেন।
১৬| ২৩ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:০০
হাসান কালবৈশাখী বলেছেন:
আপনি প্রতিদিন সকালে এরকম পোস্ট দিবেন
তাহলে প্রতিদিন পত্রিকা কেনার ঝামেলা দুর হবে।
২৩ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:৩৯
রাজীব নুর বলেছেন: হে হে----
অবশ্যই।
©somewhere in net ltd.
১| ২২ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১:৩৮
প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন: হুম এটাই আজকের পত্রিকার সারমর্ম ।আপনার এই লেখাটা পড়ে আর আজকের পত্রিকা পড়তে হবে না।