নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

ভালো লোক, মন্দ লোক

০৭ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৪৮



আকাশ ফর্সা হতে শুরু করেছে।
মসজিদ থেকে ফযরের আযান ভেসে আসছে। অত্যন্ত মনোমুগ্ধকর আযান। মন প্রান সব জুড়িয়ে যায়। বিশেষ করে যখন হুজুর 'হাইয়্যা আলাছ ছালাহ্' ও 'হাইয়্যা আলাল ফালাহ্' বলে টান দেন। যার অর্থ- তোমরা নামাযের দিকে ছুটে এসো, তোমরা সাফল্যের দিকে ছুটে এসো। ভালো করে লক্ষ্য করে দেখবেন আযানের পরপর পাখিরা কিচির মিচির শব্দ করে উড়তে শুরু করে। হয়তো খাবারের সন্ধানে বের হয়।

ফজর নামাজ আদায় করার জন্য এক লোক ভোরবেলা ঘুম থেকে উঠে ওযূ করে মসজিদে যাচ্ছেন। মাঝপথে লোকটি পা পিছলে পড়ে গেলেন। লোকটির কাপড় নষ্ট হয়ে গেল। সে বাসায় ফিরে এসে কাপড় বদলিয়ে আবার ওযূ করে মসজিদের দিকে রওয়ানা দিলেন।
মাঝপথে আবার সে পা পিছলে পড়ে গেলেন। তাঁর কাপড় ময়লা হয়ে গেল। তিনি আবার বাসায় গেলেন এবং কাপড় বদলিয়ে ওযূ করে আবার মসজিদের দিকে রওয়ানা দিলেন।

লোকটি মাঝ পথে আসতে লন্ঠন হতে এক লোকের সাথে দেখা।
লোকটি জিজ্ঞাস করল, আপনি কে?
সে উত্তরে বলল, আমি আপনাকে দু'বার রাস্তায় পা পিছলে পড়ে যেতে দেখলাম তাই ভাবলাম মসজিদের যাওয়ার জন্য আমি একটি প্রদীপের ব্যবস্থা করে দেই।
লোকটি লন্ঠন হাতে তাঁকে মসজিদ পযর্ন্ত এগিয়ে দিল।

লোকটি সাহায্যকারীকে বললেন, চলুন ফযরের নামায আদায় করে নিই ।
লন্ঠন হাতে লোকটিকে বারবার বললার পরও লোকটি নামাজ পড়তে রাজী হলো না।
তখন লোকটিকে প্রশ্ন করল, আচ্ছা আপনি নামাজ পছন্দ করেন না, বলুনতো আপনি কে?

লোকটি বলল, আমি শয়তান।
আমি আপনাকে প্রথম বার পা পিছলিয়ে ফেল দিয়েছিলাম যাতে মসজিদে নামায না পড়ে আপনি বাড়ী ফিরে যান। কিন্তু আপনি যখন পা পিছলিয়ে পড়ে যাওয়ার পরও বাড়ী গিয়ে ফিরে আসলেন তখন আল্লাহ্তালা আপনার সব গোনাহ্ মাফ করে দিলেন।
দ্বিতীয়বার যখন আপনি পড়ে যাওয়ার পরও বাড়ী গিয়ে কাপড় বদলিয়ে আবার মসজিদে রওয়ানা দিলেন তখন আল্লাহ্তালা আপনার পরিবারের সকলের গোনাহ্ ক্ষমা করে দেন।
এর পর যদি আপনি আবার পড়ে গিয়ে আবার বাড়ী থেকে কাপড় বদলিয়ে আবার মসজিদে আসেন, না জানি আল্লাহ্তালা সকল এলাকাবাসীর গোনাহ্ মাফ করে দেন। সে ভয়ে আমি তাড়াতাড়ি লন্ঠন হাতে আপনাকে মসজিদে পৌছে দিয়ে গেলাম।

মন্তব্য ২০ টি রেটিং +৪/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৭ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৫৫

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অসাধারণ রাজীব ভাই। ইদানিং তো আমার ফজরে ঘুমই ভাঙে না। :(

০৭ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৩৮

রাজীব নুর বলেছেন: রাতে তারাতাড়ি ঘুমাবেন। তাহলে ভোরে গুম ভাঙবে। ভোরের আকাশ দেখা দারুন অনুভূতি। নামাজ পড়লে দেখবেন সারাটা দিন খুব ভালো কাটবে।

২| ০৭ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৫:০৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: চালিয়ে যান। ওয়াচে রেখেছি আপনাকে...

০৭ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৫:২৬

রাজীব নুর বলেছেন: হায় হায়---
খাইছে আমারে---

৩| ০৭ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৫:১৩

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: এগুলা কল্প কাহিনী। কারণ আল্লাহ কারো গুণাহ মাফ করলে শয়তানের তা জানার কথা না। আল্লাহর সাথে কি শয়তানের সরাসরি হটলাইন আছে নাকি! যেমন কেজিবি কিংবা সিআইএ এর ছিলো।

০৭ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৫:২৬

রাজীব নুর বলেছেন: ভালো একটা পুয়েন্ট ধরেছেন।

৪| ০৭ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৫:২২

ইসিয়াক বলেছেন: গল্প হসাবে ভালো ইইইই্ি্ি্ি্ি্ি

০৭ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৫:২৭

রাজীব নুর বলেছেন: হুম।

৫| ০৭ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৩১

ইসিয়াক বলেছেন: আপনি ই ফজরের নামাজ পড়েন না বন্ধু !!!!!

০৭ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৬

রাজীব নুর বলেছেন: আপনি কিভাবে জানলেন??

৬| ০৭ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৯

ইসিয়াক বলেছেন: মসজিদে তো দেখি না !

০৭ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৫৪

রাজীব নুর বলেছেন: হা হা হা---
এখন কি মসজিদে গিয়ে ছবি তুলে নিয়ে আসবো??

৭| ০৭ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৫৯

ইসিয়াক বলেছেন: ফজরের আজানে একটি বিশেষ বাক্য আছে যেটা অন্য আজানে বলা হয় না ,
আপনার আজকের পোষ্টে এই লাইনটি ডিমান্ড করে...
আসসালাতু খাইরুম মিনান নাউম...
- ঘুম হতে নামাজ উত্তম।

০৭ ই নভেম্বর, ২০১৯ রাত ১০:৫৪

রাজীব নুর বলেছেন: ইয়েস।

৮| ০৭ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:০৮

সোনালী ডানার চিল বলেছেন: ফজরের সময়টা অপার্থিব!
অন্ধকার আর আলোর সন্ধিক্ষণ-
প্রার্থণা অত:পর শীতল করে আত্না, মনন!

জগতের সকল মানুষ সুখী হোক।

০৭ ই নভেম্বর, ২০১৯ রাত ১০:৫৪

রাজীব নুর বলেছেন:
জগতের সকল মানুষ সুখী হোক।

তা কখনও সম্ভব না।

৯| ০৭ ই নভেম্বর, ২০১৯ রাত ৮:৪৩

সাইন বোর্ড বলেছেন: তার মানে শয়তান ভাল কাজ করলেও শয়তানি'ই তার আসল উদ্দেশ্য ।

০৭ ই নভেম্বর, ২০১৯ রাত ১০:৫৫

রাজীব নুর বলেছেন: শয়তান তো ভালো কাজ করে না। সব সময় মন্দ কাজ করে।

১০| ০৮ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১:৪৬

জুনায়েদ বি রাহমান বলেছেন: গল্পটা অনেক শুনেছি, এটা কোনো হুজুরের ধারণা হতে পারে।

১১| ০৮ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৫:১৪

রাজীব নুর বলেছেন: মিথ্যা বানোয়াট গল্প।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.