নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

ম্যারি ক্রিসমাস ...

২৫ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৪৭



যিশু যে অমিয় বাণী রেখে গিয়েছেন তার দ্বারা আমরা পারলৌকিক মুক্তিরপথ খুঁজে পাই এবং সংঘাত ও স্বার্থের দ্বন্দে লিপ্ত আজকের দুনিয়াকে মুক্তির পথদেখাতে পারে যিশুর সেই অমিয় বাণী।

পৃথিবী যখন পাপে পরিপূর্ণ, ঠিন তখনই ঈশ্বর যিশুকে পৃথিবীতে পাঠান মানবজাতিকে পাপের পথ থেকে উদ্ধার করতে। শয়তানের হাত থেকে রক্ষা করতে। যিশুর জন্মের পরপরই আকাশের বুকে ফুটে উঠেছিল একটি বিশেষ তারা। পণ্ডিতেরা সেই তারা দেখে বুঝতে পারলেন, পৃথিবীতে সেই মহান রাজার জন্ম হয়েছে, ঈশ্বর যাকে পাঠানোর কথা বলেছিলেন মানবজাতির মুক্তির জন্য। পূর্ব দেশের তিন পণ্ডিত বহু দূর থেকে 'বেথল হেমে' রওনা হলেন তাদের রাজাধিরাজকে শ্রদ্ধা জানাতে।

ধীরে ধীরে শিশু যিশু বড় হয়ে উঠেন। এরপর পাপে পরিপূর্ণ মানুষকে মুক্তির বাণী শোনালেন। তিনি বললেন, ‘ঘৃণা নয়, ভালোবাসো। ভালোবাসো সবাইকে, ভালোবাসো তোমার প্রতিবেশীকে, এমনকি তোমার শত্রুকেও। মানুষকে ক্ষমা করো, তাহলে তুমিও ক্ষমা পাবে। কেউ তোমার এক গালে চড় মারলে তার দিকে অপর গাল পেতে দাও।’ ঈশ্বরের নামে অসুস্থদের সুস্থ করে তুললেন তিনি, মৃত মানুষকে জীবিত করলেন। যিশুখ্রিষ্ট হয়ে উঠলেন মানুষের মনের রাজা।

প্রত্যেক ধর্মেরই মূল বাণী মানবতা।
বড়দিন উপলক্ষে যে প্রেম, প্রীতি ও শান্তির বাণী প্রচার করা হয় তার মূলে রয়েছে মানবতা। কোন ধর্মই এই বোধ থেকে বিচ্ছিন্ন নয়। বড়দিন মানুষকে শান্তি, প্রেম ও সম্প্রীতির শিক্ষা দেয়। যেদিনটিতে সৃষ্টিকর্তা নিজেই মানুষরূপে এ পৃথিবীতে এসেছেন সেদিনটি কোনো সাধারণ ছোট দিন হতে পারে না। তাই এদিনটি বড়দিন।
বড়দিন হচ্ছে প্রকৃতপক্ষে অন্তরাত্মায় বড় হওয়ার দিন। এ দিন মানুষের সাথে মিলনের দিন, ক্ষমা করার দিন, নম্র হওয়ার দিন। এদিনে ভক্তমানুষ বুঝতে পারে, তার নিজের মধ্যে গর্ব করার মতো অর্জন কিছুই নেই, তার যা আছে বা সে যা-কিছু হয়েছে তার সবটাই অনুগ্রহ।

মন্তব্য ২২ টি রেটিং +১/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২৫ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৫৭

ইসিয়াক বলেছেন:

২৫ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৫৯

রাজীব নুর বলেছেন: ওকে।

২| ২৫ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:১৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আপনার লেখার সংখ্যা কম না। সব বিষয়ে লেখাটা আপনার অধিকারও বটে!

২৫ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৫৯

রাজীব নুর বলেছেন: অধিকার। ইয়েস অধিকার।

৩| ২৫ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:৪৯

বাকপ্রবাস বলেছেন: বাবার কলিগ ফার্ণানেন্ড কাকা বড় দিন এর দুএকদিন পর মিষ্টান্ন নিয়ে আসেন, আমরা মজা করে খাই, এবার দেশে আছি, আশা করি মিস হবেনা।
আমরাও কোরবানীতে গরুর গোস্ত নিয়ে যাই কাকার বাসায়

২৫ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:০০

রাজীব নুর বলেছেন: খুব ভালো।

৪| ২৫ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:০৭

আকতার আর হোসাইন বলেছেন: ঘৃণা নয়, ভালোবাসো। ভালোবাসো সবাইকে, ভালোবাসো তোমার প্রতিবেশীকে, এমনকি তোমার শত্রুকেও। মানুষকে ক্ষমা করো, তাহলে তুমিও ক্ষমা পাবে। কেউ তোমার এক গালে চড় মারলে তার দিকে অপর গাল পেতে দাও।’ ঈশ্বরের নামে অসুস্থদের সুস্থ করে তুললেন তিনি, মৃত মানুষকে জীবিত করলেন

সব ধর্মের মূল থিম মাননবতা

২৫ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:০০

রাজীব নুর বলেছেন: ইয়েস। ইয়েস। ইয়েস।

৫| ২৫ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:২৮

ইসিয়াক বলেছেন: বলেন তো বন্ধু আমি এখন কোথায়?

২৫ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:০০

রাজীব নুর বলেছেন: ঢাকায়।

৬| ২৫ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৩৭

নিয়াজ সুমন বলেছেন: সব ধর্মের র্মমবাণী একই, ঘৃণা নয় ভালোবাসা তবে, কে শুনে কার কথা।

২৫ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৫৩

রাজীব নুর বলেছেন: মানুষ মহৎ বানী গ্রহন করে না।

৭| ২৫ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৫০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
Merry Christmas!
Happy Christmas.

Best wishes.

২৫ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৫৩

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

৮| ২৫ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:১৮

শের শায়রী বলেছেন: বছর কয়েক আগে আমি তখন রিগে মানে আমার কর্মক্ষেত্রে। ওখানে খুব ঝাক জমক করে ক্রিসমাস, ঈদ উদযাপন করা হয়।

বছর কয়েক আগে আমি তখন রিগে মানে আমার কর্মক্ষেত্রে। ওখানে খুব ঝাক জমক করে ক্রিসমাস ঈদ উদযাপন করা হয়।

মেরি ক্রিসমাস

২৫ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১০:১৪

রাজীব নুর বলেছেন: গ্রেট আয়োজন।

৯| ২৫ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:০০

ইসিয়াক বলেছেন: কি করে বুঝলেন?

২৫ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১০:১৬

রাজীব নুর বলেছেন: হে হে

১০| ২৫ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১১:২৪

প্রামানিক বলেছেন: সব ধর্মের লোক মিলেমিশে থাকলে অশান্তি কোন দিনই হবে না।

২৬ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:১২

রাজীব নুর বলেছেন: সেটাই তো ধর্মওয়ালারা বুঝে না।

১১| ২৬ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১:৩৮

হাসান কালবৈশাখী বলেছেন:
ব্লগ খাইতে যান নাই, পরিবাগে.?

২৬ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:১৩

রাজীব নুর বলেছেন: যাওয়া হয়নি।
মাই ব্যাড লাক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.