নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
১। আল্লাহ সব প্রানীকে তার আত্মরক্ষার জন্য একটা হাতিয়ার দিয়েছেন......যেমন: - হরিণকে দিয়েছেন শিং, বাঘকে দিয়েছেন দ্রুত গতি আর মানুষদের মধ্যে ছেলেদের যেমন দিয়েছেন পেশী/বাহু বল, তেমনি মেয়েদের দিয়েছেন সুন্দর একটি হাসি...!!! এই হাসি দিয়ে তারা অনেক বড় অপরাধ করেও পার পেয়ে যায়... হাসি মেয়েদের ভুল থেকে বাঁচার অন্যতম একটি গোপন হাতিয়ার।
২। প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে হবে। দেশের কিছু সমস্যা নিয়ে আলোচনা করবো। চুপ করে থাকলে হবে না।
৩। ইদানিং লোকজন খুব বেশি কবিতা লিখছে।
আর আমি খুব বেশি বিরক্ত হচ্ছি। সেই সব কবিতা অতি অখাদ্য। বড় বড় কবিতা। কবিতা'য় গভীরতা তৈরি করতে গিয়ে কঠিন সব শব্দ ব্যবহার করছে। যার যা মন চায়- তাই'ই লিখছে। কবিতা ছাড়া কি লেখার আর কিছু নেই? লেখার বিষয়ের তো অভাব নেই। কি বালছাল লিখে মেজাজ খারাপ হয়ে যায়। সস্তা কবিদের কলম গুলো ভেঙ্গে যাক। আমি আপনাদের কবিতা পড়ি না।
আমি একজন শিক্ষক এর সাথে এই সব সস্তা কবিদের নিয়ে- আলোচনা করলাম।
শিক্ষক বললেন, তারা কবিতা লিখছেন- ভালো কথা। তারা তো কারো কোনো ক্ষতি করছে না। সস্তা কবিতা লিখতে লিখতে একদিন তারা মহান সব কবিতা লিখে ফেলবেন। তারা তো জঙ্গী হচ্ছে না, মাদক বিক্রি করছে না। তাদের সুখ দুঃখ, আনন্দ বেদনা-সব কবিতায় ঢেলে দিচ্ছে। তাদেরকে সম্মান করা উচিত। ভালোবাসা উচিত।
স্যারের কথা আমার মনে ধরেছে।
৪। আমাদের বুদ্ধির সঙ্গে আমাদের আনন্দের সম্বন্ধটি একটু অদ্ভুত। যা আমরা একেবারেই বুঝি না তাতে আমরা আনন্দ পাই না; যা আমরা সম্পূর্ণরুপে বুঝে ফেলি তাতেও আমরা আনন্দ পাই না।
৫।
বিবর্তন বৃক্ষের অনেক ছবিই দেখেছি। এই ছবিটিকে আমি সেগুলোর মধ্যে সবার উপরে রাখবো। তবে এটাও বলে রাখি, সমস্ত বিবর্তন প্রক্রিয়াটাকে একটি ছবিতে তুলে ধরা কখনোই সম্ভব নয়।
২৮ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৪২
রাজীব নুর বলেছেন: খুব কঠিন কিছু না।
২| ২৮ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৪৪
ইসিয়াক বলেছেন: হা হা হা । আমার কবিতা নিয়ে এতো অভিযোগ ,জানতাম নাতো?
ঠিক আছে আজ থেকে আর কবিতা লিখবো না । আজকের জন্য লেখা কবিতা টি ডিলিট করে দিলাম্ ওকে।
শুভকামনা।
২৮ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:২৩
রাজীব নুর বলেছেন: আপনি সেধে সেধে নিজের কাঁধে নিচ্ছেন কেন?
৩| ২৮ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:১৯
জুন বলেছেন: আমিও প্রধানমন্ত্রীর সাথে মরে যাবার আগে একবার দেখা করতে চাই।
২৮ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:২৪
রাজীব নুর বলেছেন: আমি যখন দেখা করতে যাবো। তখন আপনাকে সাথে নিয়ে যাবো।
৪| ২৮ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৩৭
সুপারডুপার বলেছেন: প্রধানমন্ত্রীর সাথে দেখা করা এ আর কঠিন কি! বঙ্গবন্ধু ও শেখ পরিবারের নাম ও বড় ছবি দিয়ে লাইব্রেরি, মিউজিয়াম, স্কুল, কলেজ, হাসপাতাল, ব্যবসা প্রতিষ্ঠান করুন। প্রধানমন্ত্রীর সাথে আপনার দেখা করতে যাওয়া লাগবে না, প্রধানমন্ত্রীই আসবেন আপনার সাথে দেখা করতে !
২৮ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:২৫
রাজীব নুর বলেছেন: ও আচ্ছা।
এ ছাড়া অন্য উপায় কি?
৫| ২৮ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৪১
আসোয়াদ লোদি বলেছেন: বিবর্তনের এই ছবিটা আগে দেখিনি। এটা অনেক বেশি ঋদ্ধ।
২৮ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:২৬
রাজীব নুর বলেছেন: হুম।
৬| ২৮ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:১০
কালো যাদুকর বলেছেন: ৩ ডি মুভিটে বিবর্তন আরো ভাল লাগে।
মশাই, কবিদের উপর এত চটেছেন কেন? আজকালতো কবিতা লেখা মানুষের শখে পরিণত হয়েছে। এটাতো আর পেশা না।
তবে ছবিতোলা একটা ভাল পেশা। এককাজে দুই কাজ। শখ পূরণ হয়, আবার রোজগারও হয়।ঔপরি হিশাবে ছবি ব্লগও লিখা যায়।
আজকাল দেখি অনেকে ১,২,৩ এরকম নাম্বার দিয়ে ব্লগ লিখে। এটা কি নতুন কোন ধারা?
২৮ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:২৭
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ মন্তব্য করার জন্য। ভালো থাকুন।
৭| ২৮ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:২৬
ইসিয়াক বলেছেন: হা হা হা মজা ও বোঝেন না!
বন্ধু আমার রেগে আছে মনে হয়
কোথায় একটু মান ভোলাবেন। ইশ আপনি না.....।
২৮ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:২৮
রাজীব নুর বলেছেন: ও আচ্ছা। এই কথা!!!!!!!!!!!!!!!!!!!!
৮| ২৮ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৩০
ইসিয়াক বলেছেন: " মাঝে মাঝে তোমার উপরে খুব রাগ হয়,
সে রাগ গুলো জমে অভিমান হয় যায়।
আর আমার অভিমান যদি তুমি বুঝতে না পারো
তখন আর আমার ভালো লাগে?
প্রিয়তম,
আমার ভালোবাসাটা স্পষ্ট একটু বুঝে নিও !"
একলা থাকার প্রহর গুলোয় দোকলা থাকি,
অনুভবের রঙ তুলিতে,
তোমায় আঁকি।
হাজার জনের ভীড়ে আমি,
একলা হয়ে যাই।
একলা হলে আমার মাঝে,
তোমায় খুঁজে পাই।
আমি একলা হতে চাই,
আমি একলা হতে চাই,
একলা হলে আমি,
তোমার হয়ে যাই।
নাগরিক ঠাসবুনটে,
তিলোত্তমা ঘ্রাণ।
খেয়ালি শূণ্যতা দেয়,
ফালি ফালি প্রাণ।
শূণ্যতারই, খুব গহীনে, চাই হারাতে তাই
শূণ্যতারই, খুব গহীনে, চাই হারাতে তাই।
আমি একলা হতে চাই,
আমি একলা হতে চাই,
একলা হলে আমি,
তোমার হয়ে যাই।
জাগতিক উচাটনে,
থমকে থাকে জীবন।
আবেগী মৌনতা দেয়,
ভালো থাকার ক্ষণ।
মৌনতারই, খুব গহীনে, চাই হারাতে তাই,
মৌনতারই, খুব গহীনে, চাই হারাতে তাই।
আমি একলা হতে চাই,
আমি একলা হতে চাই।
একলা হলে আমি,
তোমার হয়ে যাই।
আমি একলা হতে চাই,
আমি একলা হতে চাই।
একলা হলে আমি,
তোমার হয়ে যাই।
২৮ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৪৬
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
৯| ২৮ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:২৪
সুপারডুপার বলেছেন:
লেখক বলেছেন: ও আচ্ছা। এ ছাড়া অন্য উপায় কি?
===============================
বাংলাদেশ আওয়ামী লীগ - এ যোগদান করে, ট্রাই মারতে পারেন !
২৮ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৫০
রাজীব নুর বলেছেন: আমি রাজনীতি বুঝি না। এর চেয়ে ভালো গার্মেন্সে কাজ করবো।
১০| ২৮ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৫
আকতার আর হোসাইন বলেছেন: স্যারের কথাটা আমারও মনে ধরে ধরেছে।
বিবর্তন কিন্তু পরিক্ষীত, প্রমাণিত সত্য নয়। এইটা একজনের মতবাদ। চার্লস ডারউইন এর মতবাদ। চার্লস ডারউইন এর মতবাদের ভুল নিয়ে দুই একজন বিজ্ঞানীর বই আছে। এইটা আমি একটা লেকচারে দেখেছিলাম। এখনো ওগুলো মনে পড়ছেন না। নাহলে বিজ্ঞানী এবংং বইয়ের নাম বলতে পারতামে।
২৮ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৫১
রাজীব নুর বলেছেন: কোনো এক অগ্যাত কারনে ধর্মের বইয়ে চেয়ে বিজ্ঞানের বই পড়তে বেশি ভালো লাগে।
১১| ২৮ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:২০
জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: ৪ নাম্বার পয়েন্টে মারাত্মক বলেছেন।ভালো লাগলো।
২৮ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৫২
রাজীব নুর বলেছেন: শুকরিয়া।
১২| ২৮ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৩৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
বাংলাদেশে সব কাজের জন্য কেন এক জন ব্যক্তির উপরে নির্ভর করতে হবে? সবাই যার যার দায়িত্ব সঠিকভাবে পালন করলেই তো আর সর্বোচ্চ পদের ব্যক্তিটির সাথে দেখা করার দরকার পড়ে না।
২৮ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৫৩
রাজীব নুর বলেছেন: অনেকদিন দেশের বাইরে আছেন তো তাই বুঝতে পারছেন না।
১৩| ২৮ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:২৯
আকতার আর হোসাইন বলেছেন: ধর্মের বইয়ের চেয়ে বিজ্ঞানের বই পড়তে বেশি ভালো লাগে
এইটা কোন অপরাধ না। বিজ্ঞানের কারণেই পৃথিবী হয়েছে সুন্দর। সুসভ্য। তবে ধর্মে বিশ্বাসী হলে পূর্ণ বিশ্বাসীই হতে হবে। খন্ডাংশ মানলাম আর খন্ডাংশ ছেড়ে দিলাম সেটা ভালো নয়।
২৮ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৫৪
রাজীব নুর বলেছেন: যারা ধর্ম না মেনে জীবন পার করে দিচ্ছে তাদের খুব একটা অসুবিধা হচ্ছে না।
১৪| ২৮ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:১০
প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন: তিন নং এর শেষ প্যারাটা ভালো লেগেছে, একজন মানুষ যখন লেখছে সেই সময়টা সে অন্যায় থেকে বিরত থাকছে।
সুতরাং, কেউ লিখলে তাকে উৎসাহ দেওয়া উচিৎ । হয়তো সেই একদিন মহাকাব্যও লিখে ফেলতে পারে!
২৮ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৫৫
রাজীব নুর বলেছেন: আমাকে কেউ উৎসাহ দেয় না।
১৫| ২৮ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৪৭
ঠাকুরমাহমুদ বলেছেন: ২ নং ইচ্ছাটি সম্ভব। ৫ নং ছবিটি এই প্রথম দেখলাম। এই ছবির কারিগরকে ধন্যবাদ।
২৮ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৫৫
রাজীব নুর বলেছেন: মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
১৬| ২৯ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:০৫
মোঃ মাইদুল সরকার বলেছেন:
কবিতা হয়তো সবাই লিখে কিন্তু সবাই কবি নয়। কেউ কেউ কবি।
২৯ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৪৪
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।
১৭| ২৯ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৩৭
রানার ব্লগ বলেছেন: ভাই আমি ভাবছি ছেড়েই দেব কবিতা লেখা, এত্ত ঘৃনা ?? !!!
২৯ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৪৪
রাজীব নুর বলেছেন: না না। অবশ্যই কবিতা লিখবেন।
১৮| ২৯ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৫৭
প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন: যারা অখাদ্য লেখে তাদের উৎসাহ দেওয়া হয় যেন লেখা বন্ধ না করে চালিয়ে যেতে পারে এবং ভবিষ্যৎএ ভালো কিছু লিখতে পারে। আপনি তো এমনিতেই দুর্দান্ত লেখেন এবং ভালো একজন ব্লগার।
আর মানুষ হিসেবে আপনি আমার পছন্দের, কারন আপনি নাস্তিক আস্তিক প্রত্যেকের স্বাধীন এবং যৌক্তিক মতামতকে ইজিলি নেন
২৯ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৪৫
রাজীব নুর বলেছেন: সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
১৯| ২৯ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:১৮
কনফুসিয়াস বলেছেন: আমি দূনীর্তিবাজ ও সন্ত্রাস ক্যাডারের সাথে দেখা করতে চাইনা। আমি বাংলার ১৮ কোটি জনগনের সাথে দেখা করতে চাই। তাদের কথা শুনতে চাই।
২৯ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৪৩
রাজীব নুর বলেছেন: ভেরি গুড।
©somewhere in net ltd.
১| ২৮ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৩৩
সাইন বোর্ড বলেছেন: প্রধান মন্ত্রী সহজ হলেও, দেখা করাটা মনে হয় তত সহজ হবেনা । তবু ভাগ্যে থাকলে উলুবনে মুক্তাও পাওয়া যায় ।