নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
আমাদের শাহেদ জামাল ঠিক করেছে সে আরেকটা বিয়ে করবে।
যদিও তার সুখের সংসার। ঝামেলা বিহীণ সংসার। ইদানিং শাহেদের স্ত্রী নীলা বারবার বলেছে- একটা সংসারে অনেক কাজ থাকে। সারাটা দিন নীলা'র একাএকা অনেক কাজ করতে হয়। কাজ করতে করতে নীলা শেষ। তার নখ পাতলা হয়ে গেছে। হাতের তালু খসখসে হয়ে গেছে। নীলার জন্য শাহেদের খুব মায়া হয়। আহা বেচারি! নীলার মুখের দিকে তাকিয়েই আরেকটা বিয়ের করার সিদ্ধান্ত নিয়েছে শাহেদ। গ্রামের একটা দরিদ্র ঘরের মেয়ে বিয়ে করবে। বেশি লেখাপড়া না জানলেও সমস্যা নাই।
শাহেদের সংসার ছোট হলেও অনেক কাজ থাকে।
দিনের পর দিন ঘরের কাজ করতে করতে নীলা ক্লান্ত, বিধ্বস্ত। তার আর ভালো লাগে না। তাই সিদ্ধান্ত শাহেদ সিদ্ধান্ত নিয়েছে নতুন করে যে মেয়েটাকে বিয়ে করবে- সেই মেয়েটাকে দিয়ে সারাদিন ঘরের কাজ করাবে। আর নীলা সারাদিন শুয়ে বসে আরাম করবে, ঘুরে বেড়াবে। আড্ডা দিবে। গ্রামের মেয়েরা ভালো কাজ করতে পারে। তখন আর টাকা খরচ করে কাজের লোক রাখতে হবে না।
নতুন বিয়ে করা মেয়েটাকে শাহেদ বলবে, চা দাও।
সে চা দিবে। শাহদে বলবে, চায়ে চিনি বেশি হয়েছে। এক কাপ চা-ও ভালো করে বানাতে পয়ারো না! যাও আবার নতুন করে চা বানিয়ে নিয়ে আসো। দুই বালতি কাপড় আছে ধুয়ে রাখো। তার আগে ঘরটা ঝাড়ু দাও। রাতে গেস্ট আসবে রান্নার ব্যবস্থা করো। শাহেদ নীলাকে অনেক ভালোবাসে। নীলাও শাহেদকে অনেক ভালোবাসে। এখানে সন্দেহ'র কোনো অবকাশ নেই। আল্লাহ আল্লাহ করে বিয়েটা করে ফেললে আর সমস্যা নাই। নীলার শান্তি আর শান্তি।
শাহেদ নীলার আরামের কথা চিন্তা করে-
বাসায় একটা কাজের লোক ঠিক করে দিয়েছে। কাজের লোক কাপড় ধোয়, ঘর মোছে, হারি পাতিল ধোয় এমনকি রান্নার জন্য মাছ বা সবজিও কেটে দেয়। নীলার কাজ শুধু রান্না করে। এমনকি যেদিন কাজের লোক আসে না, সেদিন শাহেদ নীলাকে ঘরের কাজে সহযোগিতা করে। তারপরও নীলার একই গান কাজ করতে-করতে নীলা শেষ। প্রতিদিনই একই ঘ্যান ঘ্যান। শাহেদ রাতে বাসায় ফিরলে নীলা বলবে, আমি কাজ করতে করতে শেষ। আমার হাত পা ব্যথা করছে। এত কাজ। সারাটা দিন আমাকে কাজ করতে হয়। শাহেদের সহ্যের বাধ ভেঙ্গে গেছে।
তাই শাহেদ স্পষ্ট করে বলে দিয়েছে-
নীলা আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমার কষ্ট দেখে আমার ভীষন খারাপ লাগে। তোমার কথা ভেবেই আমি সিদ্ধান্ত নিয়েছি। আমি আরেকটা বিয়ে করবো। সেই বউকে দিয়ে ঘরের সমস্ত কাজ করাবো। তুমি শুধু আরাম করবে। আর আমি মাঝে মাঝে মেয়েটার সাথে রাতে থাকব। খরচ কিছুটা বাড়বে। তাতে কি? শাড়ি কিনলে দু'টা কিনতে হবে। মেয়েটাকে নিয়ে মাঝে মাঝে ঘুরে বেড়াবো। মেয়েটার কোলে মাথা রেখে গল্প করবো। হাজার হোক মেয়েটা তো আমার বিয়ে করা বউ। বিয়ের পর যদি এই মেয়েটাও বলে কাজ করতে করতে আমি শেষ তাহলে, এই মেয়েটার শান্তির জন্য আরেকটা বিয়ে করবো।
২৬ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:০৩
রাজীব নুর বলেছেন: বিয়ে তো শাহেদ তার নিজের সুখের জন্য করছে না। স্ত্রীর সুখের জন্য।
২| ২৬ শে জানুয়ারি, ২০২০ দুপুর ২:৩৯
শুভ্রনীল শুভ্রা বলেছেন: হা হা... মজা পেয়েছি। এমনকিছু শুধু কল্পনায় সম্ভব। বাস্তবে এমনটি হবার সম্ভাবনা ক্ষীণ।
২৬ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:০৩
রাজীব নুর বলেছেন: বাস্তবেও এরকম হয়।
৩| ২৬ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:২০
রাশিয়া বলেছেন: আমার কামাই করা বউয়ের কাছে এক কাপ চা চাইলেই সে আরেকটা বিয়ে করতে বলে। নিজে চা বানাতে গেলে তার জন্যেও এক কাপ চা বানাতে বলে। না বানালে আমার চা-ই কেড়ে নিয়ে খেয়ে নেয় আর আমাকে বলে বাইরে গিয়ে খেতে। আমার বউ আমাকে প্রচন্ড জ্বালায় - তারপরেও আমি আরেকটা বিয়ে করার কথা চিন্তা করতে পারিনা।
২৬ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:০৪
রাজীব নুর বলেছেন: আপনি ভালো মানুষ।
৪| ২৬ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৩০
আলমগীর সরকার লিটন বলেছেন: দাদা গো সাটা কি সম্ভব ---------
২৬ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:০৪
রাজীব নুর বলেছেন: হুম।
৫| ২৬ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৩৫
নীল আকাশ বলেছেন: যে একজন'কে নিয়ে সন্তুষ্ট হতে পারে না সে চারটা বিয়ে করেও সন্তুষ্ট হতে পারবে না।
২৬ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:০৬
রাজীব নুর বলেছেন: হতে পারে।
৬| ২৬ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৪২
রানার ব্লগ বলেছেন: আমি এক সৌদিবাসি কে চিনি ও আমাকে বলে আমি নাকি কঞ্জুস কারন আমার এক বিবি , এক মাত্র কঞ্জুসের এক বিবি থাকে।
২৬ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:০৭
রাজীব নুর বলেছেন: হা হা হা---------
৭| ২৬ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৪৬
উদাসী স্বপ্ন বলেছেন: মাসনা সুলাসা রুবাআ যে কতটা খারাপ সেটা বুঝতে পারে ঘরের সন্তান। কারন তখন তাকে সৎ মা এর নির্যাতন স হ্য করতে হয়। নতুন বৌ, নতুন দেহের গন্ধে বাবা পাগল থাকে বলে বড় বৌ এর আদর কমে তখন যা সন্তান থাকে তারও মানসিক সমস্যা দেখা দেয়। যতদূর দেখেছচি যারা সৎ মায়ের কাছে ঠেকে বড় হয়েছে তারা ১৪-১ বছর পরেই ঘর থেকে বের হয়ে যায়, বিভিন্ন অপরাধে হাত পাকায়।
সমাজে এভাবেই অপরাধীর সৃষ্টি হয়। জানতে ইচ্ছে করে বৌ কি কাজের বুয়া? বিদেশে তো সবাই কাজ করে তারপরও তাদের ঘর দুয়ার পরিস্কার। সমাজও পরিস্কার। আর আমাদের দেশ পুরো নিকৃষ্ট করে ফেলেছে এদেশের জন গন।
অদ্ভুত ছোটলোকি চিন্তাভবনা এবং নারী বৈষময়ের গল্প পড়ে মেজাজটাই খিচে গেলো
২৬ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:০৮
রাজীব নুর বলেছেন: এটা শুধু গল্পই। বাস্তব তো নয়।
৮| ২৬ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৫৬
ফয়সাল রকি বলেছেন: ইদানিং আপনিও কি একই কথা ভাবছেন?
২৬ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:১০
রাজীব নুর বলেছেন: না। না। আল্লাহর কসম না।
৯| ২৬ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:২৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লেখক বলেছেন: বিয়ে তো শাহেদ তার নিজের সুখের জন্য করছে না। স্ত্রীর সুখের জন্য।
তাই যদি হবে
সাহেদ কেন তার সাথে রাতে শোবে !!
২৬ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৪১
রাজীব নুর বলেছেন: তার মানে কি মানুষ বিয়ে করে বৌ এর সাথে রাত কাটানোর জন্য?
আর কিছু না?
১০| ২৬ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৫৫
ঘুটুরি বলেছেন: লেখাটি কি ধারাবাহিক হবে?
২৬ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:১৬
রাজীব নুর বলেছেন: নো, নেভার।
১১| ২৬ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৪৮
চাঁদগাজী বলেছেন:
আপনি সোজা মানুষ, কল্পনার ফানুষ
২৬ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:১৭
রাজীব নুর বলেছেন: নিজেকে মাঝে মাঝে এলিয়েন মনে হয়।
১২| ২৬ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৪৮
ইসিয়াক বলেছেন: এটা কি আপনার মনের কথা?
গল্প হিসাবে ভালো লেগেছে।
শুভকামনা ।
২৬ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:১৭
রাজীব নুর বলেছেন: অবশ্যই মনের কথা।
১৩| ২৬ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:১৪
নিভৃতা বলেছেন: হা হা হা। ভীষণ মজা করে লিখতে পারেন আপনি।
২৬ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:১৮
রাজীব নুর বলেছেন: রসবোধ আমার ব্যাপক।
১৪| ২৬ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৪৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সমাজে এভাবেই অপরাধীর সৃষ্টি হয়। জানতে ইচ্ছে করে বৌ কি কাজের বুয়া? বিদেশে তো সবাই কাজ করে তারপরও তাদের ঘর দুয়ার পরিস্কার। সমাজও পরিস্কার। আর আমাদের দেশ পুরো নিকৃষ্ট করে ফেলেছে এদেশের জন গন।
অদ্ভুত ছোটলোকি চিন্তাভবনা এবং নারী বৈষময়ের গল্প পড়ে মেজাজটাই খিচে গেলো।
সহমত।
২৬ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:১৮
রাজীব নুর বলেছেন: এতটা রাগবেন। রাগ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
১৫| ২৬ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৫০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: মেয়ে রাও মানুষ। তারা কাজের বুয়া না।
২৬ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:১৯
রাজীব নুর বলেছেন: সুখে আছেন তো তাই বাস্তব বুঝেন না।
১৬| ২৬ শে জানুয়ারি, ২০২০ রাত ৮:৩৪
নেওয়াজ আলি বলেছেন: মননশীল ভাবনা । ভালো থাকুন। আরো লিখুন।
২৬ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:১৯
রাজীব নুর বলেছেন: অবশ্যই লিখব।
১৭| ২৬ শে জানুয়ারি, ২০২০ রাত ৮:৩৫
নতুন বলেছেন: শারমিনকে আপনার গল্পটা পড়ে শোনালাম
শেষের লাইটাই ভালো লেগেছে, যদি ঐ মেয়েও কাজের কস্টের কথা বলে তবে আরেকটা বিয়ে করবে শাহেদ
২৬ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:২০
রাজীব নুর বলেছেন: হা হা হা------
ভালো থাকুন।সুস্থ থাকুন।
১৮| ২৬ শে জানুয়ারি, ২০২০ রাত ৮:৩৬
উদাসী স্বপ্ন বলেছেন: গল্প লেখার প্লট যে হীন নীচু ও বস্তাপচা মানসিকতার হতে পারে সেটা জানা ছিলো না। কেন্দ্রীয় চরিত্রটি নিশ্চয়ই পরিবার থেকে কোনো সুশিক্ষা পায়নি।
জঘন্য
ছিঃ
২৬ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:২১
রাজীব নুর বলেছেন: গল্প হলেও বাস্তব।
১৯| ২৭ শে জানুয়ারি, ২০২০ রাত ২:৩০
জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: দারুন লিখেছেন।যারা গল্প পড়ে ছি:ছি: করছে ,খোজ নিলে দেখা যাবে তারা নিজেরাই নানা রকম অনৈতিক কাজের সাথে জড়িত।অতি ভক্তি চোরের লক্ষণ।
২৭ শে জানুয়ারি, ২০২০ সকাল ৯:০৮
রাজীব নুর বলেছেন: কথা ভুল বলেন নাই।
©somewhere in net ltd.
১| ২৬ শে জানুয়ারি, ২০২০ দুপুর ২:৩৩
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সুখে থাকতে ভূতে কিলায় বলে বাংলায় একটা প্রবাদ আছে। এটি একটি চমকপ্রদ বাক্য।
মানুষের আকাঙ্ক্ষা হলো—সুখ। সেই সুখ যে পেয়ে যায়, সে বিগড়ে যাবে! তাই কি সম্ভব?
না তা হয় কখনও? সবার আগে আমাদের জানা দরকার, সুখ জিনিসটা কী? সুখ আসলে কী
তা নিয়ে অনেক গবেষণা হয়েছে। অনেকে মনে করেন চাহিদা তত্ত্বের শিখরে পৌঁছলেই সুখ
খুঁজে পাওয়া যায়। কিন্তু প্রখ্যাত অর্থনীতিবিদ ম্যালথাস এই তত্ত্বকে তুড়ি মেরে উড়িয়ে দেন
এবং পাঁচ স্তরের চাহিদা তত্ত্বের সূত্র দেন। যেখানে তিনি বোঝাতে সক্ষম হয়েছেন যে মানুষের
চাহিদা একটা পূরণ হবার সঙ্গে সঙ্গে আর একটি উন্নত চাহিদা তার সামনে এসে হাজির হয়।
সুতরাং কোনও একটি নির্দিষ্ট চাহিদা পূরণ হলেই সুখের নাগাল পাওয়া গেল তা বলা যাবে না।
সাহেদরা একটার পর একটা বিয়ে করেও সুখের নাগাল পাবেনা