নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

কিছু ব্লগারদের চিন্তা ভাবনা আমাকে মুগ্ধ করে

১৬ ই এপ্রিল, ২০২০ রাত ২:২১



সৃষ্টিকর্তা তাঁর সৃষ্টিকে ধ্বংস করেন না।
তাকে নবরূপে পরিশুদ্ধ করার সুযোগ তৈরী করে দেন মাত্র। গুনাহ করা মানুষের স্বভাব। মাফ করা আল্লাহর বৈশিষ্ট্য। তবে অতি ধার্মিকতা আসলেই একটা আসক্তি। এরা যে ধরনের আচরন করে তা আসলে ধর্মেও নাই।

কোন কিছু সঠিকভাবে শেখার সামর্থ যাদের নেই, তাদের ধারণাগুলো লজিকবিহীন হয়। ধর্মকে কাজে লাগিয়ে উপকৃত হয়েছে শুধু ইহুদী জাতি। এখন ধর্মের কারণে বাকী সব জাতিই ক্ষতিগ্রস্ত হচ্ছে। দিনকে দিন অতি ধর্মীয়রা বিরক্তিকর হয়ে উঠছে। আমাদের দেশে কামাল পাশার মতো একজন অভিজ্ঞ ও দক্ষ লোক দরকার, যিনি মাদ্রাসা তুলে দিয়ে, সবাইকে স্কুলে পড়ার ব্যবস্হা করে দিবেন।

বিশ্বে অনেক মানুষ টিকা ও ঔষধের জন্য কাজ করছেন, বাকীরা সেগুলোর জন্য অপেক্ষা করছেন। প্রকৃতিতে গজব, রহমত বলতে কিছু নেই। যেই জ্ঞান করোনার ঔষধ তৈরির জন্য দরকার উহা ধর্মে নেই, উহা আছে মাইক্রোবাইলোজী, ফিলিওলোজী, প্যথোলোজী, মেডিসিন, বাইওকেমেষ্ট্রী ও এনাটোমিতে। সঠিক সময়ে সঠিক বৈজ্ঞানিক পদক্ষেপ না নিলে কেবল মাত্র প্রার্থনা করে কোনো কাজই হবে না।

একমাত্র চীন, ভিয়েতনাম, তাইওয়ান, কোরিয়া ব্যতিত সবাই দেরীতে লকডাউন করেছে। লকডাউনের জন্য কেউ না খেয়ে মরবে না আজকের আধুনিক পৃথিবীতে। সব জাতির হাতে প্রয়োজনের বেশী সম্পদ আছে। আমেরিকা ও কানাডার কাছে ৪/৫ বছরের খাবার মজুদ আছে। মোদী বা শেখ হাসিনারা সম্পদের সঠিক ডিষ্ট্রিভিউশন করতে পারবে না- তাদের কাছে দক্ষ, দায়িত্বশীল, কর্মঠ ও সৎ মানুষ নেই। অর্মত্য সেন গবেষণায় দেখিয়েছেন, খাদ্য দ্রব্যের অভাবে নয়, বন্টনের দূর্বলতায়, দূনীর্তির কারনে দূর্ভিক্ষ হয়।

মন্তব্য ২০ টি রেটিং +৩/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১৬ ই এপ্রিল, ২০২০ রাত ২:৪০

অনল চৌধুরী বলেছেন: ধর্মকে কাজে লাগিয়ে উপকৃত হয়েছে শুধু ইহুদী জাতি- ঠিক।
সন্ত্রাসী এ্যামেরিকার ক্ষমতা নিয়ন্ত্রণ করে নিজেদের হীন স্বার্থে এরা সারা পৃথিবীকে যুদ্ধের আগুনে জ্বালিয়ে দিয়েছে।
এজন্যই অভিনেতা-পরিচালক মেল গিবসন বলেছিলেন,ইহুদীরাই পৃথিবীতে সব যুদ্ধের জন্য দায়ী।
মিসরের ফারাও দ্বিতীয় রামেসিস তাদের ধ্বংস করে দিতে চেয়েছিলো।
ইউরোপের প্রতিটা দেশে ইহুদীরা ঘৃণিত ছিলো।শেক্সপিয়রের মার্চেন্ট অফ ভেনিস নাটক তাদের টাকার লোভ প্রমাণ করে।
এজন্যই হিটলার এদের ৬০ লাখকে মেরেছিলো।
এরা ফিলিস্তিনীদের উপর ৭৫ বছর ধরে অত্যাচার চালাচ্ছে।

১৬ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:২৬

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।

২| ১৬ ই এপ্রিল, ২০২০ রাত ২:৪৪

চাঁদগাজী বলেছেন:


মনে হচ্ছে, এগুলো লজিক্যাল ভাবনা; মানব জাতি সাময়িকভাবে ভুল ইত্যাদি করলেও মানব সভ্যতা বরাবরই ক্রমাগতভাবে উন্নতি করে এতদুর এসেছে; আরো সামনে যাবে। মানুষ পাপ করে না, করে সামাজিক অপরাধ; সমাজ অপরাধীকে আইনানুসারে সাজা দিয়ে সমাজকে সঠিক পথে চলতে সাহায্য করছে।

জ্ঞানী মানুষেরা পুরো মানবজাতির জন্য সম্পদ সৃষ্টি করে মানব জাতির জীবনের মান উন্নয়ন করে চলেছেন।

১৬ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:২৭

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।

৩| ১৬ ই এপ্রিল, ২০২০ রাত ২:৪৯

নুরুলইসলা০৬০৪ বলেছেন: আমাদের ইসলামিক জ্ঞানি ব্যক্তিরা কয়েকদিনের মধ্য করোনার টিকা বেরকরে ফেলবে।কারন তাদের কাছে আছে সর্ব বিদ্যার সেরা বই।

১৬ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:২৭

রাজীব নুর বলেছেন: এটা তো সব সময়ই হয়ে আসাছে।

৪| ১৬ ই এপ্রিল, ২০২০ রাত ২:৫৯

নেওয়াজ আলি বলেছেন: একজন ডাক্তার করোনা আক্রান্ত রোগীর চিকিৎসা করতে গিয়ে সংক্রামিত হলেন। তাঁর চিকিৎসায় জরুরী প্রয়োজনে এয়ার এম্বুলেন্স দেয়া হলো না । বলতে গেলে ভালো চিকিৎসাও পায়নি । আর আমরা পাবো ?!! অথচ সফি হুজুর এয়ার এম্বুলেন্স পায় ! এ কোন প্রহসন ? এ কোন দেশ?

১৬ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:২৮

রাজীব নুর বলেছেন: দেশের ক্ষমতায় থাকা লোকজন অযোগ্য ও অদক্ষ।

৫| ১৬ ই এপ্রিল, ২০২০ রাত ৩:৩৫

নুরুলইসলা০৬০৪ বলেছেন: ইহুদিরা জ্ঞানে বিজ্ঞানে উন্নত হয়েছে তাদের বাস্তব অবস্তার জন্য।সারা দুনিয়ার মুসলিম জাহান তাদের বিপক্ষে।চতুর দিকে শত্রু রাষ্ট্র।উন্নত হওয়া ব্যতিত তাদের কাছে বিকল্প কিছু ছিলনা। এটা ধর্মের কারনে হয় নাই।

১৬ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:২৮

রাজীব নুর বলেছেন: ওকে।

৬| ১৬ ই এপ্রিল, ২০২০ ভোর ৬:৪৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
মনকে উদার করতে হবে।
ধর্ম অবশ্যই থাকবে । কিন্তু যে ধর্ম মনকে সংকীর্ণ করে রাখে , জ্ঞানের জগতকে ক্ষুদ্র করে রাখে এ ধরনের ধর্মের দরকার নেই। ধর্ম হবে মন বিশুদ্ধ রাখার জন্য, নৈতিকতা চর্চার জন্য। নৈতিকতা চর্চার জন্য বর্তমান আমলে ধর্মের তেমন কোনো ভূমিকা নেই। কেননা এখন মানুষ প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করতে পারে। প্রাচীন যুগে এই সুযোগ ছিল না বলে ধর্মে ছিল এক মাত্র অবলম্বন।

১৬ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:২৯

রাজীব নুর বলেছেন: ঠিক বলেছেন।

৭| ১৬ ই এপ্রিল, ২০২০ সকাল ১০:৫৮

ক্ষুদ্র খাদেম বলেছেন: প্রয়োজনীয়তা ই কেবলমাত্র উদ্ভাবনের জনক ভায়া। আপনি নিশ্চয়ই জানেন, ঠেলার নাম বাবাজী আর ধাক্কায় পড়লে আপনি আমিও অনেক কিছুই করে ফেলব। কে জানে, হয়ত আমাদের জন্যে করোনা ই সেই ধাক্কা। মনে করুন কালকে যদি হিমালয় পর্বত শ্রেণীর উচ্চতা কোনও কারণে কমে যায়, তখন বাংলাদেশেও শীতে বরফ পড়া শুরু হবে। শুরুতে অনেকেরই কষ্ট হবে, বছর দশেকের মধ্যে আপনি আমি মানিয়েও নিতে শিখব, খুব সহজেই :)

১৬ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:৩০

রাজীব নুর বলেছেন: হুম। সেটাই।

৮| ১৬ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:৩৩

সেলিম আনোয়ার বলেছেন: আর এই দেশ দূর্নীতির আখরা। ঐসব বিষয়ে বড় বড় স্কলার ধার্মিক তাই গবেষণায় ধর্ম আছে ইহুদীরা কোরআনে র উপর অনেক রিসার্চ করিয়া থাকে। আপনার চিন্তা ভাবনা ও আমাদের মুগ্ধ সমৃদ্ধ করে।

১৬ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:৫২

রাজীব নুর বলেছেন: ভাল থাকুন কবি।

৯| ১৬ ই এপ্রিল, ২০২০ রাত ৮:১৬

ডঃ এম এ আলী বলেছেন:
ব্লগারদের সহি চিন্তা ভাবনা মুগ্ধ করার মতই বিষয়

১৬ ই এপ্রিল, ২০২০ রাত ৯:৫৫

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ । ভালো থাকুন।

১০| ১৬ ই এপ্রিল, ২০২০ রাত ১১:৫৩

খায়রুল আহসান বলেছেন: করোনা প্রতিরোধের উপায় বা ভ্যাক্সিন সম্পর্কে প্রয়োজনীয় জ্ঞান ধর্মে নেই, বিজ্ঞান ও চিকিৎসা শাস্ত্রে আছে (যেমন মাইক্রোবায়োলজী)। ধর্ম তো সেই জ্ঞানটুকুই আহরণ করতে আদেশ দেয়।
যাদের চিন্তা ভাবনা আপনাকে মুগ্ধ করেছে, তারা নিশ্চয়ই আপনার ধন্যবাদ প্রাপ্য।

১৭ ই এপ্রিল, ২০২০ রাত ২:২৫

রাজীব নুর বলেছেন: আপনার সুন্দর মন্তব্যের জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.