নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

আস্তিক আর নাস্তিক

১৬ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:৪৯



এই মধ্যরাত্রে আকাশের দিকে তাকিয়ে
নানান রকম প্রশ্ন আসে মনের মধ্যে-
ঈশ্বর কি আছেন? থাকলে কেমন দেখতে সে?

ঈশ্বরকে দিয়ে কি হয় মানুষের? কোন উপকারটা হয়েছে?
লক্ষ কোটি মানুষ তো ঈশ্বর না মেনে বেশ ভালো আছে
তার মানে কি সবার ঈশ্বর দরকার হয় না? না মানলেও চলে!

যার টাকা পয়সা আছে, ব্যাক্তিত্ব আছে, স্বাস্থ্য আছে, সম্পদ আছে-
তার ঈশ্বর বিশ্বাসের দরকারটা কি?
ঈশ্বর বিশ্বাস তো ভাওতাবাজি ছাড়া কিছু নয়
ঈশ্বরকে ব্যবহার করে নিজেরটা গুছিয়ে নেয় দুষ্টলোকেরা।

আসলে আমরা সব মানুষই প্রভু- কেউ কম, কেউ বেশি
নাস্তিক আস্তিক দুজনেরই দরকার- মনের দুর্জয় শক্তি, নৈতিক সবলতা
দিন শেষে ঈশ্বর থাকলেই কি, না থাকলেই কি?
হাত যাবে, পা যাবে, চোখ যাবে, মাথা যাবে, সব মিশে যাবে একদিন

একদিন তুমি আমি কেউ থাকব না, কিছুই থাকবে না
তাই সময় থাকতে, একটা ঝাকি মেরে সোজা হয়ে যাও।


মন্তব্য ৩২ টি রেটিং +১/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ১৬ ই এপ্রিল, ২০২০ দুপুর ২:১২

গন্ধহীন বেলী ফুল বলেছেন: সময় থাকতেই ঝাকিটা দরকার........

১৬ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:১৩

রাজীব নুর বলেছেন: হুম।

২| ১৬ ই এপ্রিল, ২০২০ দুপুর ২:১৪

সৈয়দ জায়েদ আহমদ বলেছেন: ঝাকিটা নিজে নিজে মারবো না কি কেউ একজন মারবে,অপেক্ষায় আছি কেউ একজন এসে মেরে দিক

১৬ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:১৩

রাজীব নুর বলেছেন: নিজের ঝাকি নিজেকেই মারতে হবে।

৩| ১৬ ই এপ্রিল, ২০২০ দুপুর ২:২৮

সোনালি কাবিন বলেছেন: +++++

১৬ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:১৩

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

৪| ১৬ ই এপ্রিল, ২০২০ দুপুর ২:৩৮

আমি রানা বলেছেন: কোথায় স্বর্গ, কোথায় নরক, কে বলে তা বহুদূর?
মানুষের মাঝে স্বর্গ-নরক, মানুষেতে সুরাসুর।
রিপুর তাড়নে যখনই মোদের বিবেক পায় গো লয়,
আত্মগ্লানির নরক অনলে তখনই পুড়িতে হয়।
প্রীতি ও প্রেমের পুণ্য বাঁধনে যবে মিলি পরস্পরে,
স্বর্গ আসিয়া দাঁড়ায় তখন আমাদেরই কুঁড়েঘরে।

-কবি শেখ ফজলল করিম।
এটাই যতেষ্ট।

১৬ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:১৪

রাজীব নুর বলেছেন: ইয়েস।

৫| ১৬ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:১১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



ঈশ্বরের অস্তিত্ব কিছু বিশ্বাসী মানুষের মনে।
অন্য কোথাও তাঁর অস্তিত্ব খুঁজতে যাওয়া বোকামি।

১৬ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:১৪

রাজীব নুর বলেছেন: ঠিক বলেছেন।

৬| ১৬ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:১২

চাঁদগাজী বলেছেন:



ইয়াওয়াহ, জেহোবা, জুপিটার, জিউস, গড, আল্লাহ, ভগবান, এঁরা নিজেরাই ঠিক করুক, আসলে কে সঠিক?

১৬ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:১৫

রাজীব নুর বলেছেন: এদের নিজেদের মধ্যে দীর্ঘ দিন ধরে গন্ডগোল চলছে।
কেউ কারো মুখ দেখে না।

৭| ১৬ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:২১

আমি রানা বলেছেন: ধর্ম ব্যবসায়িদের ধর্মান্ধতার কারনে ঈশ্বর আজ বিলুপ্ত প্রায়।

১৬ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:০১

রাজীব নুর বলেছেন: ঠিক বলেছেন।

৮| ১৬ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:৪৪

নেওয়াজ আলি বলেছেন: আরে ভাই এখন এইসব আস্তিক নাস্তিক বাদ দেন। কোন বাঁচে কোন মরে তার ঠিক নাই। সবাই এখন মরার জন্য রেড়ি হই।

১৬ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:০১

রাজীব নুর বলেছেন: জেট ভয়ের কিচ্ছু নাই।

৯| ১৬ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:২৫

ঊণকৌটী বলেছেন: পৃথিবীর সকল ধর্মেরই মূল কথা মানব সেবার মাধ্যমে আত্মিক উন্নয়ন লাভ করা। মানুষের সেবা ,জীব সেবা ,প্রকতির সেবা করার কথা । মানুষের মনের পাঁচ টি ইন্দ্রিয় কে নিয়ত্রন করার কথা। যারা পারে সেই সেরা মানব সন্তান। যুগে যুগে সে সব মহাপুরুষদের কথা বাণী আমরা শুনি। ধর্ম খারাপ কিছু শেখায় না। কিন্তু এই সময় দেখা যাছে ধার্মিক অপেক্ষা ধর্ম ব্যবসায়ি বেশি, গন্ডগোল টা এইখানেই। প্রকৃত ধার্মিক কখনও নিজের ঢোল নিজে পেটায় না।

১৬ ই এপ্রিল, ২০২০ রাত ৯:৫৫

রাজীব নুর বলেছেন: সুন্দর ্বলেছেন।

১০| ১৬ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:৩১

সুপারডুপার বলেছেন:

ঈশ্বর কি আছেন? থাকলে কেমন দেখতে সে?
- মানুষের মনের ভিতরে গড়ে ওঠা ঈশ্বর নামের মূর্তি দেখতে ততটুকুই যতটুকু তার কল্পনাশক্তি।

১৬ ই এপ্রিল, ২০২০ রাত ৯:৫৬

রাজীব নুর বলেছেন: ইয়েস।

১১| ১৬ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:৫৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আল্লাহ তা'আলা বলেন-
{নিশ্চয়ই তোমাদের পালনকর্তা আল্লাহ যিনি তৈরী করেছেন আসমান ও যমীনকে ছয় দিনে, অতঃপর তিনি আরশের উপর অধিষ্ঠিত হয়েছেন। তিনি কার্য পরিচালনা করেন। তাঁর অনুমতি ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না, ইনিই আল্লাহ তোমাদের পালনকর্তা। অতএব, তোমরা তাঁরই এবাদত কর। তোমরা কি কিছুই চিন্তা কর না ? তাঁর কাছেই ফিরে যেতে হবে তোমাদের সবাইকে, আল্লাহর ওয়াদা সত্য, তিনিই সৃষ্টি করেন প্রথমবার আবার পুনর্বার তৈরী করবেন, তাদেরকে বদলা দেয়ার জন্য যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে ইনসাফের সাথে। আর যারা কাফের হয়েছে, তাদের পান করতে হবে ফুটন্ত পানি এবং ভোগ করতে হবে যন্ত্রনাদায়ক আযাব এ জন্যে যে, তারা কুফরী করছিল। তিনিই সে মহান সত্তা, যিনি বানিয়েছেন সুর্যকে উজ্জল আলোকময়, আর চন্দ্রকে স্নিগ্ধ আলো বিতরণকারীরূপে এবং অতঃপর নির্ধারিত করেছেন এর জন্য মনযিল সমূহ, যাতে করে তোমরা চিনতে পার বছরগুলোর সংখ্যা ও হিসাব। আল্লাহ এই সমস্ত কিছু এমনিতেই সৃষ্টি করেননি, কিন্তু যথার্থতার সাথে। তিনি প্রকাশ করেন লক্ষণসমূহ সে সমস্ত লোকের জন্য যাদের জ্ঞান আছে। নিশ্চয়ই রাত-দিনের পরিবর্তনের মাঝে এবং যা কিছু তিনি সৃষ্টি করেছেন আসমান ও যমীনে, সবই হল নিদর্শন সেসব লোকের জন্য যারা ভয় করে।}[সূরা: ইউনুস, আয়াত: ৩- ৬]

১৬ ই এপ্রিল, ২০২০ রাত ৯:৫৮

রাজীব নুর বলেছেন: মুরুব্বী শুরুতেই বললেনআল্লাহ তা'আলা বলেন- আল্লাহ কিভাবে বলবেন? আল্লাহ তো নিরাকার।
তারপরও ধরে নিলান বললেন, কিন্তু কাকে বললেন? কিভাবে বললেন? মোবাইল ফোনের মাধ্যমে? আর সেটা লিপিবদ্ধ করলো কে?

১২| ১৬ ই এপ্রিল, ২০২০ রাত ১১:১৮

সোনালি কাবিন বলেছেন: রাজীব নুর, মাঝে মাঝে হতাশায় বলতে ইচ্ছে হয় - বাদ দেন। আপ্নি যে যুক্তির লেভেলে বুঝাতে চাচ্ছেন, সার্কুলার রিজনিং আর অপযুক্তির ভক্তদের ওসব মানতে বয়েই গেছে।

১৭ ই এপ্রিল, ২০২০ রাত ২:২৪

রাজীব নুর বলেছেন: দেরী হোক, যায় নি সময়।
একদিন অবশ্যই মানবে।

১৩| ১৭ ই এপ্রিল, ২০২০ সকাল ৮:৫৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
সূর্যই পৃথিবীকে টিকিয়ে রেখেছে । স্রষ্টার অস্তিত্ব খুঁজতে হলে দেখতে হবে সূর্যকে কে তৈরি করেছে। মানুষটা যুগ যুগ ধরে স্রষ্টা কে খুঁজতে চেষ্টা করেছে এবং সত্যিকারভাবে কেউই সফল হয়নি।

১৭ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:৫৫

রাজীব নুর বলেছেন: যে জিনিস নাই সেটা কিভাবে খুজে পাবে??

১৪| ১৭ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:২৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লেখক বলেছেন: মুরুব্বী শুরুতেই বললেনআল্লাহ তা'আলা বলেন- আল্লাহ কিভাবে বলবেন? আল্লাহ তো নিরাকার।
তারপরও ধরে নিলান বললেন, কিন্তু কাকে বললেন? কিভাবে বললেন? মোবাইল ফোনের মাধ্যমে? আর সেটা লিপিবদ্ধ করলো কে?

নাউজুবিল্লাহ ! এসব কি বলেন? মাথা কি পুরাই আউলা হয়ে গেছে?
কাকে বললেন, কেমন করে বললেন, কার কাছে বললেন, এসব প্রশ্নের
উত্তর একটা বাচ্চা পোলারও জানে। অথচ আপনি জানেন না !!
আপনি তো জানি মুসলমান!! ছোট বে/রায় এসব পড়েন নি ??

১৭ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:৩৬

রাজীব নুর বলেছেন: পড়েছি। যুক্তি সংগত মনে হয় নি।

১৫| ১৭ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:৪৫

Subdeb ghosh বলেছেন: পৃথিবীতে এত অন্যায়-অবিচার ঈশ্বর কেমনে সহ্য করছেন??তিনি কি ঘুমন্ত???

১৭ ই এপ্রিল, ২০২০ রাত ১০:০৫

রাজীব নুর বলেছেন: ঈশ্বর বলে আসলে কেউ নেই।

১৬| ১৭ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:৫০

আল ইফরান বলেছেন: বিশ্বাস/অবিশ্বাস যাই হোক সেটা সুসংহত করার জন্য আপনার ভালো গুরুর প্রয়োজন হবে, প্রচুর ভ্রমন করতে হবে এবং অর্ন্তদৃষ্টিকে জাগ্রত করার চেস্টা চালাতে হবে।

১৭ ই এপ্রিল, ২০২০ রাত ১০:০৬

রাজীব নুর বলেছেন: ভালো গুরুর সন্ধান দেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.