নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

ছবি ব্লগ

১৪ ই মে, ২০২০ বিকাল ৫:১৬



আমাদের দেশে অনেক কিছু অভাব।
খাদ্য বস্ত্র আর বাসস্থান। তবে বিনোদনের অভাব নেই। আমাদের দেশে আজকের করোনা পরিস্থিতি- গত ২৪ ঘন্টায় করোনায় মৃত ১৪। নতুন আক্রান্ত ১০৪১। সুস্থ ৬৬ জন। নমুনা পরীক্ষা ৭৩৯২। মোট মৃত ২৮৩। আক্রান্ত ১৮৮৬৩। সুস্থ ৩৪২৭ জন। পরিস্থিতি কিন্তু খুব খারাপের দিকেই যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী’র উদ্যোগ সমূহ-
১। স্নাতক ও সমমান শিক্ষার্থীদের উপবৃত্তি
২। ৫০ লাখ পরিবারকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে নগদ অর্থ সহায়তা
৩। প্রবাসীদের কল্যাণে আরও ৫০০ কোটি টাকা( মোট ৯০০ কোটি)
৪। প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র/ছাত্রী’র মায়েদের মোবাইল এ সরাসরি ১৮০০ কোটি টাকা প্রদান।
৫। আর গত ২মাস ধরে নানা কর্মসূচি চলমান।
৬। প্রায় ১ লক্ষ কোটি টাকা বিভিন্ন খাতে বিশেষ প্রণোদনা।

একজন সরকার প্রধান হিসাবে, আমাদের অনেক সীমাবদ্ধ থাকা সত্ত্বেও দেশের মানুষের কল্যানে কাজ করে যাচ্ছেন। জননেত্রী শেখ হাসিনা। তারপরও একদল লোক আছে যারা বলবেন-এ সরকার ভালা না।


১।
ছবিটি দেখে কি ভাবছেন?করোনা রুগীকে হাসপাতালে চিকিৎসা দিচ্ছে ডাক্তার আর নার্স -- আমি ও প্রথমে তাই ভাবছি কিন্তু না এইটা বিউটি পার্লার!! এতকিছুর পরেও পার্লারে যেতেই হবে।

২।
মতলবের জনগনের পাশে সবসময় ছিল এবং থাকবে আধুনিক মতলবের রুপকার জননেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম।

৩।
কতদিন সেলুনে যাই না!

৪।

৫। আসলেই তো...logo তে অদৃশ্য করোনা লুকিয়ে আছে।

৬। কিছু মানুষের নির্বুদ্ধিতা দেখে হাসি আসে আবার আফসোসও হয়..

মন্তব্য ১৮ টি রেটিং +১/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৪ ই মে, ২০২০ বিকাল ৫:২০

সোহানাজোহা বলেছেন: আমার আব্বা বলেন এরা সবাই ক্ষুধার্ত। এদের পেট পুরে ভাত মাংস খাওয়াতে হবে তাহলে হয়তো আবোল তাবোল কথা বলা বন্ধ করতেও পারেন।

১৪ ই মে, ২০২০ বিকাল ৫:২৮

রাজীব নুর বলেছেন: এই সমাজ সবার। চালাক লোক, বোকা লোক সবার।

২| ১৪ ই মে, ২০২০ বিকাল ৫:৩০

চাঁদগাজী বলেছেন:


প্রশাসনে শতকরা ৮০ জন অযোগ্য লোক চাকুরী করছে।

১৪ ই মে, ২০২০ সন্ধ্যা ৬:২৭

রাজীব নুর বলেছেন: কিন্তু সরকারী চাকরী তো নিড়ানী দিয়ে সেকে নেয়।

৩| ১৪ ই মে, ২০২০ বিকাল ৫:৪৪

সাইন বোর্ড বলেছেন: চার পেয়ে ছাগলের চেয়ে এখন দু পেয়ে ছাগল বেশি ।

১৪ ই মে, ২০২০ সন্ধ্যা ৬:২৮

রাজীব নুর বলেছেন: ওরা অবুঝ।

৪| ১৪ ই মে, ২০২০ সন্ধ্যা ৬:৪৩

নুরুলইসলা০৬০৪ বলেছেন: সরকারের উন্নয়ন কর্মকান্ড আপনার নখদর্পনে।

১৪ ই মে, ২০২০ সন্ধ্যা ৬:৫৯

রাজীব নুর বলেছেন: অ্যাঁ!
আমি দেশে থাকি না?

৫| ১৪ ই মে, ২০২০ সন্ধ্যা ৭:৩৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আফসোস!
আফসোস!!

১৪ ই মে, ২০২০ রাত ৮:২৯

রাজীব নুর বলেছেন: আফসোস করতে করতেই বাঙ্গালীর জীবন যাচ্ছে।

৬| ১৪ ই মে, ২০২০ রাত ৮:৪২

সোহানী বলেছেন: জাহিদ সাহেবের ডায়ালগ দেখে আমার হাসি থামছে না..............

১৪ ই মে, ২০২০ রাত ৯:২৮

রাজীব নুর বলেছেন: হাসুন বোন। আপনার হাসি সুন্দর।

৭| ১৪ ই মে, ২০২০ রাত ৮:৫৬

নেওয়াজ আলি বলেছেন: আপনার ছবিতে মন্ত্রীর ছবি দেখে নয়ন মন জুড়াইছে। কাজ লাগবে না । রাতের ভোটে মন্ত্রী।

১৪ ই মে, ২০২০ রাত ৯:২৯

রাজীব নুর বলেছেন: ভালো থাকুন।

৮| ১৪ ই মে, ২০২০ রাত ৯:০৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

চাঁদগাজী বলেছেন: প্রশাসনে শতকরা ৮০ জন অযোগ্য লোক চাকুরী করছে।

যোগ্য লোকগুলো সব বিদেশে তৃতীয় শ্রেণির নাগরিকের মর্যাদায়
বিদেশীদের গোলামী করছে!! কি আর করা

১৪ ই মে, ২০২০ রাত ৯:৩০

রাজীব নুর বলেছেন: মুরুব্বী বিদেশে সব বাঙ্গালীরা গোলামী করে না। অনেকে পুলিশ। শিক্ষক এবং বিজ্ঞানী। তাছাড়া কাজ কে ছোট করে দেখা ঠিক না।

৯| ১৫ ই মে, ২০২০ রাত ১২:৪২

মুক্তা নীল বলেছেন:
আমাদের দেশের অশিক্ষিত মানুষদের সাথে কিছু শিক্ষিত
মানুষের বেজায় মিল আছে। মার্কেট পার্লার ঘুরাঘুরি ডেটিং
কিছুই থেমে নেই ।

১৫ ই মে, ২০২০ রাত ১:৪৫

রাজীব নুর বলেছেন: মানুষ কি করোনাকে সস্তা ভাবছে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.