নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
যে কবিতা আমাকে বারবার মুগ্ধ করে! বারবার চোখে জল আনে। বুকের মধ্যে হাহাকার করে তোলে।
জীবনানন্দ দাশ
আবার আসিব ফিরে
আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে-এই বাংলায়
হয়তো মানুষ নয় হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে
হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে
কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল-ছায়ায়;
হয়তো বা হাঁস হব- কিশোরীর-ঘুঙুর রহিবে লাল পায়,
সারা দিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে;
আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালবেসে
জলাঙ্গীর ঢেউয়ে ভেজা বাংরার এ সবুজ করুণ ডাঙায়;
হয়তো দেখিবে চেয়ে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে।
হয়তো শুনিবে এক লক্ষ্মীপেঁচা ডাকিতেছে শিমূলের ডালে।
হয়তো খইয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে।
রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে
ডিঙ্গা বায়; রাঙ্গা মেঘ সাঁতরায়ে অন্ধকারে আসিতেছে নীড়ে
দেখিবে ধবল বক; আমারেই পাবে তুমি ইহাদের ভীড়ে।
১৫ ই মে, ২০২০ সকাল ১১:৫৫
রাজীব নুর বলেছেন: খুব কঠিন আবেগ।
২| ১৫ ই মে, ২০২০ ভোর ৪:৩৫
রুদ্র নাহিদ বলেছেন: জীবনানন্দ বাংলা কবিতার রোমান্টিসিজমেেে সার্থক ব্যবহার করেছিলে।
১৫ ই মে, ২০২০ দুপুর ১:৩৪
রাজীব নুর বলেছেন: কবি হিসেবে উনি অনেক উপরে। তার সমতুল্য আর কে আছেন?
৩| ১৫ ই মে, ২০২০ ভোর ৪:৩৭
রুদ্র নাহিদ বলেছেন: জীবনানন্দ বাংলা কবিতায় রোমান্টিসিজমের সার্থক ব্যবহার করেছিলেন ।
৪| ১৫ ই মে, ২০২০ ভোর ৬:৪৩
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: জীবনানন্দ দাস।
১৫ ই মে, ২০২০ দুপুর ১:৩৫
রাজীব নুর বলেছেন: একজন গ্রেট কবি।
৫| ১৫ ই মে, ২০২০ সকাল ৭:৪০
নুরুলইসলা০৬০৪ বলেছেন: রুপসী বাংলার প্রতিটি কবিতাই ভাল লাগে।আবার বনলতা সেন অন্য আঙ্গিকে লেখা,”হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি”কবিতাও ভাললাগে।হঠাৎ এই কবিতা মনে পরলো কেন?
১৫ ই মে, ২০২০ দুপুর ১:৩৬
রাজীব নুর বলেছেন: গতকাল মধ্য রাত্রে।
এই কবিতাটা পড়লাম। মনটা আবেগে ভর এগেল। বুকের মধ্যে যেন কেমন করে উঠলো।
৬| ১৫ ই মে, ২০২০ সকাল ৯:৫৪
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: মনে নেই কোন ক্লাসের পাঠ্যপুস্তকে গল্পটি পড়েছিলাম । গল্পের শুরুটা ছিল অনেকটা এরকম:
"নাম কি তোর ?" ।
-বঙ্কু পালের ভাগ্নে আমি নাম বদ্যিনাথ ।
কেউ কি বলতে পারবেন গল্পটি ও তার লেখকের নাম?
১৫ ই মে, ২০২০ দুপুর ১:৩৭
রাজীব নুর বলেছেন: লেখকের নাম সুকুমার রায়।
৭| ১৫ ই মে, ২০২০ সকাল ৯:৫৫
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: কেউ কি গল্পটির পিডিএফ শেয়ার করতে পারবেন ?
১৫ ই মে, ২০২০ দুপুর ১:৩৭
রাজীব নুর বলেছেন: নেটে সার্চ দিলেই পারবেন।
৮| ১৫ ই মে, ২০২০ সকাল ৯:৫৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
দাস
দাশ
তফাত কী?
১৫ ই মে, ২০২০ দুপুর ১:৩৮
রাজীব নুর বলেছেন: নামের বানান খুব সেনসেটিভ জিনিস।
৯| ১৫ ই মে, ২০২০ সকাল ১১:২৭
রাকিব আর পি এম সি বলেছেন: স্কুল জীবনের কথা মনে পড়ে গেল। রূপসী বাংলার কবি, তিমির হননের কবি- জীবনানন্দ দাশ।
১৫ ই মে, ২০২০ দুপুর ১:৩৫
রাজীব নুর বলেছেন: তার মতো কবিতা লিখতে এ যুগের কেউ পারে না।
১০| ১৫ ই মে, ২০২০ দুপুর ২:৪৪
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর শেয়ার কবি।
১৫ ই মে, ২০২০ বিকাল ৪:৩০
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
১১| ১৫ ই মে, ২০২০ রাত ৮:৩১
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আমি তো আমিও পড়ি।
কিন্তু কিছুই বুঝি না ।
তারপরেও পড়ি।
১৫ ই মে, ২০২০ রাত ৯:২০
রাজীব নুর বলেছেন: পড়তে পড়তেই বুঝে যাবেন।
©somewhere in net ltd.
১| ১৫ ই মে, ২০২০ ভোর ৪:০২
মীর আবুল আল হাসিব বলেছেন: ক্লাস এইটে এটা পড়ছি। এখনো আছে!!!
আপনাদের পাঠ্যপুস্তকে কি এটা ছিল???
জীবনানন্দ দাশ মানেই আবেগ।