নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

টুকরো টুকরো সাদা মিথ্যা- ১৫১

১৮ ই মে, ২০২০ রাত ১২:৫১



১। মানুষ শান্তি পেতে চায়। সারাজীবন দুঃখ কষ্টে উপার্জন করে সঞ্চয় করে। কারণ, সে তার ছেলে মেয়েদের শান্তি দিতে চায়। সে শান্তির গুরুত্বও বোঝে।

২। গ্রামের মাটির পথ ধরে ছোট ছেলেটা স্কুলে যাচ্ছে। ঝুমঝুম বৃষ্টি হচ্ছে। প্যাক কাদায় মাখামাখি অবস্থা। মাথায় কচুপাতা একহাতে ধরা, জামার নিচে বইখাতা অন্য হাতে ধরা। খালি পা। চলছে চলছে। পথ আর শেষ হয় না। পিছল পথ। উঁচু নিচু পথ। কত দূরে স্কুল!
দেয়ালের পেইন্টিং টা এই রকম।

৩। দুনিয়ায় যত সাধুবাদ আছে তার মধ্যে একটু করে মিথ্যে ঢুকে থাকেই। যত প্রশংসা বাক্য আছে তার অধিকাংশই একটু বাড়তি কথা। কী আর করা যাবে!

৪। ব্যক্তিগতভাবে আমার কাছে ফেসবুকের চেয়ে ব্লগের আকর্ষণ বেশি। ব্লগে সৃষ্টিশীল কাজের সুযোগ আছে, যা ফেসবুকে সম্ভব নয়। ফেসবুক মানে স্ট্যাটাস, কমেন্ট, লাইক, শেয়ার, চ্যাট এই তো? এসবের মধ্যে শেখার কী আছে? জানার কী আছে? বুঝার কী আছে? ব্লগে নানান রকম স্বাদের অসংখ্য পোস্ট আসে, যা অবশ্যই একজন ব্লগারের শিক্ষা দীক্ষা জ্ঞান ও মননের সমৃদ্ধি ঘটায়।

৫। পৃথিবীর সকল লোভ লালসা উদ্ধে থেকে নিজের জীবন যাপন করাই যেন অন্যতম কঠিন কাজ।

৬। একদল বলে এসি করোনার জন্য আরামদায়ক, আরেকদল দল বলে, না করোনা ছড়ানোর জন্য এসি আরামদায়ক নয়। একদল ভ্যাক্সিন আবিষ্কার করে ফেললোই এমন ভাব জন্মাচ্ছে। আরেকদল বলছে ১৮ মাসের আগে কিছুই হবে না।

৭। বিজ্ঞানের মোড়কে সযত্নে মুড়ে নিতে পারলে কিন্তু ধর্মটা অন্তত বেঁচে যায়।

৮। শেষ পর্যন্ত কী কী পেলাম আমরা?
# রেমডিসিভির (ব্যবসাবান্ধব)
# র‍্যাপিড টেস্টিং কিট
# করোনার (বাংলাদেশের) জিনোম সিকোয়েন্স
# ২০০০ শয্যার আধুনিক হসপিটাল (ব্যবসাবান্ধব)
# করোনাভাইরাস বিস্তারের অবাধ প্রবাহ
# অনেকগুলো ত্রাণচোর আর ২০০ জনের নামের পাশে একই ফোন নম্বর।

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৮ ই মে, ২০২০ রাত ২:৩৪

Kazi Emran বলেছেন: এতো ঝামেলার পরেও এই দেশটাতেই থাকার জন্য মন ব্যকুল হয়ে থাকে।

১৮ ই মে, ২০২০ সকাল ১০:৫২

রাজীব নুর বলেছেন: আমারও।

২| ১৮ ই মে, ২০২০ রাত ৩:১০

নুরুলইসলা০৬০৪ বলেছেন: ১,সারাজীবন দুঃখ কষ্ট করে যে উপার্জন করে সে সান্তির গুরত্ব বোঝে।আর যে সন্তানেরা সেই অর্থের উপর নির্ভর কে জীবন যাপন করে তারা জীবনের অর্থই বোঝে না শান্তি দুরের কথা।
৪,কিআর ঘটায়, এমন তো কোন লক্ষন দেখিনা।
৫,উর্দ্ধে উঠেন দেখবেন কোনই কঠিন কাজ না।
৬, যাদের এসি নেই তাদের এই চিন্তাও নেই।
৭,পৃথীবিতে কোন কিছুই বেঁচে থাকে না।

১৮ ই মে, ২০২০ সকাল ১০:৫৩

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

৩| ১৮ ই মে, ২০২০ রাত ৩:১৮

ঠাকুরমাহমুদ বলেছেন:




১। মানুষ শান্তি পেতে চায় কিন্তু সারা জীবন অশান্তিকে তাড়া করে ছুটে অশান্তির পেছনে পেছনে।
২। জীবনে এতো বৃষ্টিতে ভিজেছি যে বৃষ্টির সাথে আত্মীয়তা হয়ে গেছে।

১৮ ই মে, ২০২০ সকাল ১০:৫৩

রাজীব নুর বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ। ভালো থাকুন।

৪| ১৮ ই মে, ২০২০ ভোর ৪:৩০

নেওয়াজ আলি বলেছেন: আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি

১৮ ই মে, ২০২০ সকাল ১০:৫৩

রাজীব নুর বলেছেন: ভালোবাসতে থাকুন।

৫| ১৮ ই মে, ২০২০ সকাল ৭:৫৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
ফেসবুকে কিছু কিছু পোস্ট আসে তাতে অনুরোধ করা হয়," দয়া করে আমিন না লিখে যাবেন না"। আর সবাই হুমড়ি খেয়ে পড়ে
"আমিন " লিখে যেতে থাকে।

১৮ ই মে, ২০২০ সকাল ১০:৫৪

রাজীব নুর বলেছেন: ঐ গুলো সব গাধার বাচ্চা।

৬| ২১ শে মে, ২০২০ সন্ধ্যা ৬:৩২

ইসিয়াক বলেছেন: ও আমার দেশের মাটি,
তোমার ‘পরে ঠেকাই মাথা।

২১ শে মে, ২০২০ সন্ধ্যা ৭:৫৪

রাজীব নুর বলেছেন: হুম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.