নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
১। মেয়েরা সাধারণতঃ পুরুষদের ভাল লাগা,নজর কাড়া এবং অন্য মেয়েদের মনে ঈর্ষা জাগানোর জন্য সাজে ।
-বুদ্ধদের গুহ।
২। এক দাদা আর এক দাদী চিন্তা করল যে তারা তাদের যৌবনকালের সময়কে আবার ফিরিয়ে আনবে। তাই তারা সিদ্ধান্ত নিলো যে তারা আবার নদীর কিনারায় দেখা করবে।
পরের দিন সকালে দাদা ঘুম থেকে উঠে সেজেগুজে গোলাপ ফুল নিয়ে নদীর কিনারায় গেলো কিন্তু দাদী নেই। অনেক্ষন অপেক্ষা করে দাদা রাগ হয়ে বাড়িতে চলে আসল। এসে রাগ হয়ে দাদীকে বলল- তুমি নদীর কিনারায় আসলানা কেনো?
দাদী লজ্জা পেয়ে ফোকলা দাতে হাসলো এবং বললো মা যেতে দেইনি।
৩। আমি বুঝি না মানুষ কেন কবিতা লিখে?কবিতা লিখলে দেশ ও দশের কি উপকার হয়?
৪। আমি সবসময় নিজেক সুখী ভাবি, কারণ আমি কখনো কারো কাছে কিছু প্রত্যাশা করি না, কারো কাছে কিছু প্রত্যাশা করাটা সবসময়ই দুঃখের কারণ হয়ে দাড়ায়।
৫। রফিক সাহেব এবং লীনা বেগমের ৪টা ছেলে আছে।প্রত্যেকটা ছেলের আবার ১টি করে বোন আছে। তাহলে বলুন তো ঐ ফ্যামিলিতে কত জন বাস করে?
৬। বল বীর -
বল উন্নত মম শির!
শির নেহারি আমারি, নত-শির ওই শিখর হিমাদ্রীর!
আজ আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর জন্মদিন। নজরুল বাংলা ভাষায় সর্বাধিক “হামদ-নাত” এর রচয়িতা। ইরানের কবি হাফিজ আর ওমর খৈয়ামের যতজন ‘কবি’ অনুবাদক আছেন তার মধ্যে নজরুল একমাত্র মূল ফারসী থেকে অনুবাদ করেছেন, বাকী সবাই ইংরেজীর থেকে। "মুসলমানরা যে একদিন দুনিয়াজোড়া বাদশাহি করতে সমর্থ হয়েছিল সে তাদের ইমানের বলে। আজ আমরা ইমান হারিয়ে ফেলেছি। ইমানের প্রকৃত অর্থ ‘পরিপূর্ণরূপে আত্মসমর্পন’। ভারতে রাজা-বাদশাদের দ্বারা ইসলাম জারি হয় নাই। আর মানুষের মঙ্গলের বিধান করেছেন আউলিয়া ‘পীর’ বোজর্গান। সারা ভারতে হাজার আউলিয়ার মাজার কেন্দ্র করে আজো সেই শান্তির কথা আমরা শুনতে পাই। আমি মওলানা আকরম খাঁ ও মৌলবি ফজলুর হক সাহেবকে বলেছিলাম যে, আসুন, আপনারা সমস্ত ত্যাগ করে হজরত ওমর (রা) ও আবুবকরের (রা) আদর্শ সামনে রেখে সমাজে লাগি, আমি আমার সব কিছু ছেড়ে কওমের খেদমতে লাগতে রাজি আছি।”
৭। একটা সুন্দর জীবন আপনা থেকেই তৈরী হয়না তৈরী হয় প্রতিদিনের প্রার্থনা, সততা, নম্রতা, ধৈর্য্য এবং পরিশ্রমের মাধ্যমেই।
২৪ শে মে, ২০২০ দুপুর ২:৩৯
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ শ্রদ্ধ্যেয় মন্তব্য করার জন্য।
২| ২৪ শে মে, ২০২০ ভোর ৫:৫৪
নেওয়াজ আলি বলেছেন: আপনিও মাঝে মাঝে কবিতা লিখেন। কিন্ত কেন। নজরুল নিয়ে লিখার জন্য ধন্যবাদ
২৪ শে মে, ২০২০ দুপুর ২:৪০
রাজীব নুর বলেছেন: কবিতা লেখার যোগ্যতা আমার নেই।
ওসব কবিতা না। মনের টূকরো টুকরো আবেগ।
৩| ২৪ শে মে, ২০২০ ভোর ৬:১৭
ইসিয়াক বলেছেন: ২ নম্বর
৩ নম্বর
৪ নম্বর
৭ নম্বর
২৪ শে মে, ২০২০ দুপুর ২:৪০
রাজীব নুর বলেছেন: হে হে হে হে-----
৪| ২৪ শে মে, ২০২০ সকাল ৭:৩১
চাঙ্কু বলেছেন: শেষের লাইনটা সেইরাম কইছেন!
২৪ শে মে, ২০২০ দুপুর ২:৪০
রাজীব নুর বলেছেন: অশেষ ধন্যবাদ।
৫| ২৪ শে মে, ২০২০ সকাল ৭:৪০
নুরুলইসলা০৬০৪ বলেছেন: দেশ ও দশের উপকার হয় এমন কবিও আছে।নজরুলের কবিতা আমাদের সামরিক বাহিনিতে ব্যবহার হয়।চল চল চল।রবি ঠাকুরের কবিতা,আমাদের জতীয় সংগীত।কবিতার বই বিক্রি হলে দুট পয়সা ঘরে আস।অনেকে কবিতা লেখে নিজের জন্য।
ইমানের বলে বলিয়ান হয়ে আইএস চেষ্টা করেছিল,আবার হয়তো অন্য কেউ করবে।
মুসলমানদের চেয়ে ব্ড় সাম্রাজ্য ছিল ইংরেজদের।তারা পেরেছিল বন্দুকের জোরে আর মুসলমানরা পেরেছিল তাদের দ্রুতগামী আরবীয় ঘোড়ার জোরে।ইমানের জোরে কেউ পারেনি।চেঙ্গিস খাঁ আট লক্ষ মুসলমানকে হত্যা করে তখন তাদের ইমানের জোর কোথায় ছিল।সে ভাল কাজ করেছে তা আমি বলছিনা।আমার বক্ত্যব্য ইমানের জোরে কিছু হয় না।
২৪ শে মে, ২০২০ দুপুর ২:৪১
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।
৬| ২৪ শে মে, ২০২০ সকাল ১১:২২
তারেক_মাহমুদ বলেছেন: ৫ নং ধাধার উওর ওই ফ্যামিলিতে মোট ৭ জন সদস্য আছে।
২৪ শে মে, ২০২০ দুপুর ২:৪১
রাজীব নুর বলেছেন: শিউর?
৭| ২৪ শে মে, ২০২০ দুপুর ১২:৫৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
২৪ শে মে, ২০২০ দুপুর ২:৪২
রাজীব নুর বলেছেন: হুম।
৮| ২৪ শে মে, ২০২০ দুপুর ১:২৫
সাইন বোর্ড বলেছেন: বেশ ভাল লাগল ।
২৪ শে মে, ২০২০ দুপুর ২:৩৯
রাজীব নুর বলেছেন: শুকরিয়া।
৯| ২৪ শে মে, ২০২০ বিকাল ৪:৫৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
১। বুদ্ধদেবগুহ ভুল জানেন!
মেয়েরা বেশীর ভাগ সময় নিজের জন্য সাজে। মেয়েরা নিজেকে আয়নায় সুন্দর দেখতে পছন্দ করে।
তাছাড়া মেকআপ করাটা অনেকটা ছবি আঁকার মত। মেয়েরা নিজের চেহারায় বিভিন্ন সময়ে বিভিন্ন
ভাবে মেকআপ করে আনন্দ পায়। অনেকে মন ভালো করতে ও সাজে। আবার অনেক সময়ে কোন
জায়গায় অন্য মেয়েরা সেজে আসবে, আমি যদি না সাজি তবে অন্য মেয়েদের তুলনায় আমাকে মলিন
লাগবে এটা ভেবে ও সাজতে হয়। অনেক সময়ে তার প্রিয় মানুষের জন্য ও সাজে। মেয়েরা অন্যের
কাছ থেকে নিজের প্রশংসা শুনতে ভালোবাসে।
২। এত প্রেম কই রাখে "
৩। যেহেতু আ্পনি কবি না তাই এটা বুঝবেন না।
২৪ শে মে, ২০২০ বিকাল ৫:২২
রাজীব নুর বলেছেন: ১ নং আপনি বুড়ো হয়ে গেছেন। বুঝতে চান না কেন? মেনে নিতে চান না কেন যুগটা বদলে গেছে। আপনার আমল নেই আর।
১০| ২৪ শে মে, ২০২০ বিকাল ৫:৫১
সাকলায়েন শামিম বলেছেন: আজ ২৪ মে, কাজী নজরুল ইসলাম এর জন্মদিন ২৫ মে।
২৪ শে মে, ২০২০ রাত ৮:১২
রাজীব নুর বলেছেন: ইয়েস।
১১| ২৪ শে মে, ২০২০ রাত ৮:৩০
পদাতিক চৌধুরি বলেছেন: প্রথম কথাটা খুবি কমন। শ্রদ্ধেয় সাহিত্যিক একটা ইউনিভার্সাল সত্যকে বলেছেন। কথাটা জনপ্রিয় ব্লগার রাজীব নুর বলেলেও বিষয়টি একই। জাতীয় কবির জন্মদিনে জানাই শুভেচ্ছা।
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা প্রিয় ছোট ভাইকে।
২৪ শে মে, ২০২০ রাত ৯:২০
রাজীব নুর বলেছেন: এবারের ঈদ। ঈদ না। কষ্ট।
©somewhere in net ltd.
১| ২৪ শে মে, ২০২০ ভোর ৪:৩৯
ডঃ এম এ আলী বলেছেন:
পোষ্টের ৭ নং উক্তিটি মহা মুল্যবান । যতার্থই বলা হয়েছে "একটা সুন্দর জীবন আপনা থেকেই তৈরী হয় না তৈরী হয় প্রতিদিনের প্রার্থনা ,সততা ,নম্রতা ধৈর্য্য এবং পরিশ্রমের মাধ্যমেই " । উল্লেখ্য নেপোলিয়ান হিল বলেছেন “ধৈর্য, অধ্যাবসায় আর পরিশ্রম, এই তিনটি এক হলে সাফল্যকে আর থামানো যায় না”